undefined | The Financial Express
thefinancialexpress.com.bd
মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান
এফই ডেস্ক | Published: September 11, 2021 13:46:19
সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে শনিবার রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্রের হাওয়াই এ অনুষ্ঠিতব্য 'ইন্দো-প্যাসিফিক আর্মি চিফ্স কনফারেন্স (আইপেক)-২০২১' এ যোগদানের উদ্দেশ্যে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। খবর বাসস-এর।
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্স এর যৌথ আয়োজনে এ বছর আইপেক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।এ বছরের আইপেক এ ভবিষ্যৎ অপারেশনাল এনভায়রন্টের উপর আলোচনা হবে।
সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সাথেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Below is the google translation:
The army chief to make an official visit to the United States at the invitation of the US military
FE Desk | Published: September 11, 2021 13:46:19
The army chief is going on an official visit to the United States at the invitation of the US military.
Army Chief General S.M. Shafiuddin Ahmed will leave Dhaka for the United States at 1.40 pm on Saturday on an official visit. He is going to the United States at the invitation of the US Army to attend the Indo-Pacific Army Chiefs Conference (IPEC) -2021 to be held in Hawaii, USA. News of Bass.
IPAC is being held this year under the joint auspices of the US Indo-Pacific Command and the Papua New Guinea Defense Force. Senior leaders from 18 countries in the Indo-Pacific region will participate. This year's IPAC will discuss future operational environments.
General SM Shafiuddin Ahmed will participate in bilateral meetings with army chiefs of different countries at the conference.
The visit of the Chief of Army Staff is expected to further strengthen the relationship between the Indo-Pacific countries and the Bangladesh Army and increase the potential for mutual cooperation. He is expected to return to the country on September 16 after the visit.