Summary Translation:
Ahead of Prime Minister Sheikh Hasina's visit to New Delhi, india intensified effort to sign the defense treaty and has been pressing Dhaka. India military cooperation and issues relating to the purchase of materials under this Agreement.
According to the authorities, the Indian authorities are trying to lobby publicly and internally with the Bangladesh authorities so that the agreements can be signed during the visit of the Prime Minister.
In order to sell indian defense equipment, india also offered $500 loan for defense purchase.
সংবাদ >> আন্তর্জাতিক
প্রতিরক্ষা চুক্তি করতে ঢাকাকে চাপ দিচ্ছে দিল্লি
ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে সামনে রেখে প্রতিরক্ষা সংক্রান্ত কয়েকটি চুক্তি করতে ঢাকাকে চাপ দিচ্ছে নয়াদিল্লি। পারস্পরিক সহযোগিতা এবং ভারত থেকে সামরিক উপকরণ ক্রয় সংক্রান্ত বিষয়ও রয়েছে এই চুক্তির আওতায়।
দেশটির কর্তৃপক্ষ বলছে, যাতে প্রধানমন্ত্রীর সফরকালে পরিকল্পনামাফিক চুক্তিগুলো হয় সেজন্য ভারতীয় কর্তৃপক্ষ প্রকাশ্যে এবং অভ্যন্তরীনভাবে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে লবিং করার চেষ্টা চালাচ্ছে।
সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুবরামানিয়াম জয়শঙ্কর দুদিনের এক সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আনুষ্ঠানিকতা সংক্রান্ত প্রস্তুতি নেয়ার জন্য তিনি সফর করছেন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আঞ্চলিক প্রভাব বিস্তার এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের অব্যাহত প্রভাব রুখতে নেয়া পরিকল্পনার অংশ হিসেবে অস্ত্র রপ্তানি সুরক্ষিত করতেই ভারতের পক্ষ থেকে এই কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও বাংলাদেশে সামরিক শিক্ষা প্রতিষ্ঠান (ডিফেন্স এডুকেশনাল ইন্সটিটিউট) বিষয়ক চুক্তির প্রস্তাবও দেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে।
চীন থেকে দুটি সাবমেরিন কেনার দুই সপ্তাহ পরেই ভারত তাদের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকারকে ঢাকায় পাঠিয়েছিল। বাংলাদেশে চীনের কৌশলগত বিনিয়োগ কমানোর ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যই ওই সফর করেছিলেন তিনি।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সিটিটিউটের এক পরিসংখ্যান মতে, ২০১২-১৬ সালের মধ্যে বিশ্বের মোট অস্ত্র ক্রয়ের ১৩ শতাংশই ভারত ক্রয় করেছে। ভারত মূলত রাশিয়া, যুক্তরাষ্ট্র, কিছু ইউরোপীয় দেশ, ইসরায়েল এবং দক্ষিণ কোরিয়ার কাছ থেকে অস্ত্র কেনে। এদিকে বাংলাদেশ অস্ত্র কেনার ক্ষেত্রে চীন, রাশিয়া এবং কিছু ইউরোপীয় দেশের সঙ্গে লেনদেন করে থাকে।
ভারতের কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ সরকারকে ভারতের পক্ষ থেকে প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব দেয়া হয়েছে কৌশলগত প্রয়োজনীয়তা চিন্তা করে। ভারত থেকে সামরিক উপকরণ কেনার জন্য তাদের পক্ষ থেকে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ সুবিধা দেয়ারও প্রস্তাব দেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ
http://www.natun-bd.net/newsdetail/detail/200/286962
Ahead of Prime Minister Sheikh Hasina's visit to New Delhi, india intensified effort to sign the defense treaty and has been pressing Dhaka. India military cooperation and issues relating to the purchase of materials under this Agreement.
According to the authorities, the Indian authorities are trying to lobby publicly and internally with the Bangladesh authorities so that the agreements can be signed during the visit of the Prime Minister.
In order to sell indian defense equipment, india also offered $500 loan for defense purchase.
সংবাদ >> আন্তর্জাতিক
প্রতিরক্ষা চুক্তি করতে ঢাকাকে চাপ দিচ্ছে দিল্লি
ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে সামনে রেখে প্রতিরক্ষা সংক্রান্ত কয়েকটি চুক্তি করতে ঢাকাকে চাপ দিচ্ছে নয়াদিল্লি। পারস্পরিক সহযোগিতা এবং ভারত থেকে সামরিক উপকরণ ক্রয় সংক্রান্ত বিষয়ও রয়েছে এই চুক্তির আওতায়।
দেশটির কর্তৃপক্ষ বলছে, যাতে প্রধানমন্ত্রীর সফরকালে পরিকল্পনামাফিক চুক্তিগুলো হয় সেজন্য ভারতীয় কর্তৃপক্ষ প্রকাশ্যে এবং অভ্যন্তরীনভাবে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে লবিং করার চেষ্টা চালাচ্ছে।
সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুবরামানিয়াম জয়শঙ্কর দুদিনের এক সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আনুষ্ঠানিকতা সংক্রান্ত প্রস্তুতি নেয়ার জন্য তিনি সফর করছেন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আঞ্চলিক প্রভাব বিস্তার এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের অব্যাহত প্রভাব রুখতে নেয়া পরিকল্পনার অংশ হিসেবে অস্ত্র রপ্তানি সুরক্ষিত করতেই ভারতের পক্ষ থেকে এই কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও বাংলাদেশে সামরিক শিক্ষা প্রতিষ্ঠান (ডিফেন্স এডুকেশনাল ইন্সটিটিউট) বিষয়ক চুক্তির প্রস্তাবও দেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে।
চীন থেকে দুটি সাবমেরিন কেনার দুই সপ্তাহ পরেই ভারত তাদের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকারকে ঢাকায় পাঠিয়েছিল। বাংলাদেশে চীনের কৌশলগত বিনিয়োগ কমানোর ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যই ওই সফর করেছিলেন তিনি।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সিটিটিউটের এক পরিসংখ্যান মতে, ২০১২-১৬ সালের মধ্যে বিশ্বের মোট অস্ত্র ক্রয়ের ১৩ শতাংশই ভারত ক্রয় করেছে। ভারত মূলত রাশিয়া, যুক্তরাষ্ট্র, কিছু ইউরোপীয় দেশ, ইসরায়েল এবং দক্ষিণ কোরিয়ার কাছ থেকে অস্ত্র কেনে। এদিকে বাংলাদেশ অস্ত্র কেনার ক্ষেত্রে চীন, রাশিয়া এবং কিছু ইউরোপীয় দেশের সঙ্গে লেনদেন করে থাকে।
ভারতের কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ সরকারকে ভারতের পক্ষ থেকে প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব দেয়া হয়েছে কৌশলগত প্রয়োজনীয়তা চিন্তা করে। ভারত থেকে সামরিক উপকরণ কেনার জন্য তাদের পক্ষ থেকে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ সুবিধা দেয়ারও প্রস্তাব দেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ
http://www.natun-bd.net/newsdetail/detail/200/286962