https://www.facebook.com/DTB2.O/?hc...eb096Ysj9xIeJWWxaMwuQyJS5E_WyqWA4&__tn__=kC-R
Defense Technology of Bangladesh-DTB
47 mins ·
#Big_Breaking
#Air_Force_Dhamakaa....
Bangladesh Air Force is getting huge hardwares under 2019-20 fiscal year....officially claimed in Parliament
বিমানবাহিনীর জন্য অত্যাধুনিক সরঞ্জাম কেনা হচ্ছে বলে জানিয়েছেন সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এতথ্য জানান।
সরকারি দলের সদস্য মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৯-২০ অর্থবছরে বিমান বাহিনীকে আরও গতিশীল, যুগোপযোগী ও আধুনিকায়নের লক্ষ্য ১৬টি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (MRCA), ৮টি Attack Helicopters , তিনটি VVIP Helicopters, দু’টি এয়ার ডিফেন্স রাডার ইউনিট, ২৪টি Primary Trainer Aircraft, দু’টি Light Aircraft , একটি K-8W Simulator, চারটি MRAP Vehicles , একটি AW-119KX Simulator, দু’টি Counter UAV surveillance Radar এবং একটি Mobile ATC Tower ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
একই প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, বাংলাদেশি শান্তিরক্ষা মিশনের আওতায় বিস্ফোরক হামলা থেকে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিরাপত্তা দেওয়ার জন্য ১৫টি মাইন রেসিস্ট্যান্ট অ্যাম্বুস প্রোটেক্টেড (MRAP) ইউথ জ্যামার কেনা হয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে আরও ৫০টি MRAP কেনার চুক্তি করা হয়েছে।
Link-
https://www.kalerkantho.com/online/national/2020/…/30/868890
Can anybody translate?