Once a supporter of Pakistan movement became anti-Pakistan and created Bangladesh in 1971. Sheikh Mujib wrote about his regret for losing Kolkata for Pakistan and also termed Kolkata the best city of the British India back then in his auto biography.
I think we Bangladeshis still long for Kolkata like our father of the nation did. Wish It was a part of Bangladesh. So the current ' deport illegal Bangladeshi' movement in India would not have raised at all.
---------------------------
তিনি লিখেছেন, মুর্শিদাবাদে মুসলমান বেশি হলেও সেটা ভারতের অংশে দেয়া হলো। মালদহ জেলায় মুসলমান ও হিন্দু সমান হওয়ায় তার আধা অংশ কেটে দেয়া হলো। দিনাজপুরে মুসলমান বেশি ছিল। বালুরঘাট মহকুমা কেটে দেয়া হলো, যাতে জলপাইগুড়ি ও দার্জিলিং ভারতের অংশ হয়।
শেখ মুজিব মনে করেন, এ জায়গাগুলো কিছুতেই পাকিস্তানে না এসে পারতো না।
তাঁর আশা ভঙ্গের বর্ণনা করে শেখ মুজিব লিখেছেন, "যে কলকাতা পূর্ব বাংলার টাকায় গড়ে উঠেছিল, সেই কলকাতা আমরা স্বেচ্ছায় ছেড়ে দিলাম। কেন্দ্রীয় লীগের কিছু কিছু লোক কলকাতা ভারতে চলে যাক এটা চেয়েছিল বলে আমার মনে হয়। অথবা পূর্বেই গোপনে রাজী হয়ে গিয়েছিলেন।
"সোহরাওয়ার্দী নেতা হলে তাদের অসুবিধা হত, তাই তারা পিছনের দরজা দিয়ে কাজ হাসিল করতে চাইল। কলকাতা পাকিস্তানে থাকলে পাকিস্তানের রাজধানী কলকাতায় করতে বাধ্য হত, কারণ পূর্ব বাংলার লোকেরা দাবী করত পাকিস্তানের জনসংখ্যায়ও তারা বেশী, আর শহর হিসেবে তদানীন্তন ভারতবর্ষের শ্রেষ্ঠ শহর কলকাতা।"
কলকাতা 'হাতছাড়া' হওয়ার কারণে শেখ মুজিবুর রহমান তাঁর আত্মজীবনীতে লিখেছেন, "নেতারা যদি নেতৃত্ব দিতে ভুল করে, জনগণকে তার খেসারত দিতে হয়।"
He wrote that although there were more Muslims in Murshidabad, it was given to India. In the Maldah district, Muslim and Hindus were equal, so half of it was cut. There were more Muslims in Dinajpur. Balurghat subdivision was cut off so that Jalpaiguri and Darjeeling became part of India.
Sheikh Mujib thinks these places should have come to Pakistan.
Describing his disappointment, Sheikh Mujib wrote, "We voluntarily gave up the Kolkata, which was built in the money of East Bengal. I think some people of the Central League wanted Kolkata to go to India. Or they had secretly agreed earlier.
"If Suhrawardy was a leader they would have difficulty, so they wanted to get work done by the back door. If Kolkata was in Pakistan, then the capital of Pakistan would have to be in Kolkata, as the people of East Bengal claimed that they were higher than the population of Pakistan, and then Kolkata, India's best city."
In his autobiography, Sheikh Mujibur Rahman writes,
"If the leaders make a mistake to lead, the people have to pay their loss."
https://www.bbc.com/bengali/news-40923212