Finally pm of Pakistan admit the mistreatment of Bengali which cause break up of Pakistan in 1971 .
আন্তর্জাতিক
বঞ্চনাই ছিল বাংলাদেশ সৃষ্টির প্রধান কারণ, বললেন ইমরান
অনলাইন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৯
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৩১
৪১
চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তর প্রদেশের বুলান্দশার জেলায় কথিত গোহত্যা নিয়ে সহিংস ঘটনা ঘটে। এতে পুলিশসহ দুজন নিহত হন। এই মৃত্যুর ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন নাসিরুদ্দিন শাহ।
নাসিরুদ্দিন শাহ এক সাক্ষাৎকারে বলেন, ভারতে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু বেশি গুরুত্ব পায়।
পাঞ্জাব সরকারের ১০০ দিনের অর্জন উপলক্ষে লাহোরে আয়োজিত এক অনুষ্ঠানে ইমরান বলেন, পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তাঁর সরকার পদক্ষেপ নিচ্ছে। দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহরও এমন স্বপ্ন ছিল।
ইমরান বলেন, সংখ্যালঘুরা যাতে নিরাপত্তা, সুরক্ষা অনুভব করে, নতুন পাকিস্তানে তারা যাতে সমান অধিকার পায়, তার সরকার তা নিশ্চিত করবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘কীভাবে সংখ্যালঘুদের সঙ্গে ব্যবহার করতে হয়, তা আমরা মোদি সরকারকে দেখিয়ে দেব।’
ইমরানের ভাষ্য, এখন ভারতের লোকজনই বলছে, সেখানকার সংখ্যালঘুরা সমান নাগরিক হিসেবে ব্যবহার পাচ্ছে না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দুর্বলেরা যদি যথাযথ আচরণ না পায়, তাহলে তা অভ্যুত্থানে রূপ নেবে।
এ প্রসঙ্গে ইমরান পূর্ব পাকিস্তানের উদাহরণ টানেন। তিনি বলেন, পূর্ব বাংলার (পূর্ব পাকিস্তান) জনগণকে তাদের অধিকার দেওয়া হয়নি। বাংলাদেশ সৃষ্টির পেছনে এটাই ছিল প্রধান কারণ।
আরও সংবাদ
বিষয়:
এশিয়াপাকিস্তান
ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৮
মিয়ানমারের দুই অঞ্চলে সেনা অভিযান স্থগিত
ইন্দোনেশিয়ায় আবারও সুনামি, ৪৩ জনের মৃত্যু
প্রধানমন্ত্রিত্ব চান, তাই উঠেছেন মোবাইল টাওয়ারে!
মন্তব্য ( ৪১ )
মন্তব্য করতে
লগইন করুন অথবা
নিবন্ধনকরুন
- Md.Ali Haider
সঠিক উপলব্ধি! বেলুচিস্থানের দিকে নজর দিন,নয়তো...........
৬
- নাম প্রকাশে অনিচ্ছুক
রাইট।
১
- নাম প্রকাশে অনিচ্ছুক
কথাটা শুনে এখন বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে যে আপনি আসলেই প্রধানমন্ত্রী হবার যোগ্যতা রাখেন ।
৭
- Dr.Mizan Siddiqi
`good realization. Now work for rural and slum dwellers.
১
- রিদওয়ান বিবেক
The smallest minority on earth is the individual. Those who deny individual rights cannot claim to be defenders of minorities.
২
- নাম প্রকাশে অনিচ্ছুক
আপনার আগের বহু মন্তব্য আমাদের রেকর্ডে আছে। ২০১১ সালে প্রকাশিত পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার ও বর্তমানের শীর্ষ রাজনীতিকের প্রকাশিত রাজনৈতিক আত্মজীবনী পাকিস্তান: দ্য পার্সোনাল হিস্ট্রি-তে উঠে এসেছেপশ্চিম পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় থাকা সেনাবাহিনী একের পর এক ভুল করেছে, আর সেই ভুলের পুরো ‘সুযোগ’ নিয়েছে ভারত। জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বের ওপর গড়ে ওঠা পাকিস্তান ভেঙে দুই টুকরো হওয়া নিয়েও ইমরানের লেখায় উঠে এসেছে বাংলাদেশ যে এই যুদ্ধে অংশ নেওয়ার আগে নিজেকে আলাদা দেশ হিসেবে ঘোষণা করেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, সেটিও ইমরান এক রকম অস্বীকার করেছেন এই যুদ্ধকে ‘গৃহযুদ্ধ’ আখ্যা দিয়ে। এই পূর্ন পাকমনা গৃহযুদ্ধের তকমা লাগানো যে লোক, তার ভারতীয় উদাহরণ .. সুবিধাবাদী ভেক ছাড়া কিছু মনে হয় না। স্পষ্ট কথা ইমরান বলবে না যে পাকিস্তান ঘৃন্য কাজ করেছে। আগেও সে মুক্তিযুদ্ধের গণগত্যাকে এড়িয়ে বরঙ সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে গেছে।
৯
- arafat
প্রেসিডেন্টহিসাবে সে জা বলল তাও অনেকে বলতে সাহস পাইনা।
১
- নাম প্রকাশে অনিচ্ছুক
Correct
২
SUJON KUMAR ROY
আমরা কারো কাছ থেকে অধিকার ভিক্ষা করে নেয় নি মি: ইমরান। আমরা অধিকার অর্জন করে নিয়েছি। আর আমরা কোনদিন পাকিস্তানের বস্যতা স্বীকার করিনি। আমাদের অধিকার তোরা কি দিবি। আমরা শুরু থেকেই পাকিস্তান বিরোধীছিলাম, আছি, থাকবো। কারণ আমরা বীর বাঙালীর সন্তান। কারো ধার ধারি না।
৮
- নাম প্রকাশে অনিচ্ছুক
Poor emotion!!
৮
- নাম প্রকাশে অনিচ্ছুক
বলেন যে "আপনারা" ভারত প্রীতি ছিলেন , আর স্বাধীনতার পর এদেশকে ভারতের এক রাজ্য হিসেবে পরিণত করতে চেয়েছিলেন। আমাদের দেশ নিয়ে তোরা কি কথা বলবি !!
৪
- MD.ABDUR RAHMAN
আপনার মতো অতি বিপ্লবীদের সমস্যা কি জানেন, আপনারা পুরো কথাটা শোনেন না, শুনলেও বুঝতে চান না। ইমরান কি বলেছেন? 'আমরা' কারো কাছ থেকে অধিকার ভিক্ষা করে এনেছি? তিনি বলেছেন, বঞ্চনাই ছিল বাংলাদেশ সৃষ্টির প্রধান কারণ। এ কথা ঐতিহাসিকভাবেই সত্য। এ বঞ্চনা শুধু অর্থনৈতিক না বরং বেশি ছিল রাজনৈতিক। বঙ্গবন্ধু তার ৭ মার্চের ভাষণে বলেছিলেন ' ২৩ বছরের ইতিহাস বাংলার মানুষের মুমূর্ষু আর্তনাদের ইতিহাস, রক্ত দানের করুণ ইতিহাস। নির্যাতিত মানুষের কান্নার ইতিহাস। ১৯৫২ সালে আমরা রক্ত দিয়েছি। ১৯৫৪ সালে নির্বাচনে জয় লাভ করেও ক্ষমতায় বসতে পারিনি।' বঙ্গবন্ধু আরো বলেছিলেন, 'আমরা বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ যখনই দেশের শাসনভার গ্রহণ করতে চেয়েছি, তখনই ষড়যন্ত্র চলেছে-আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে।' এছাড়া পাকিস্তানের এই দু' অংশের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের পাটের টাকায় উন্নয়ন হতো পশ্চিমে, কাগজের দামের পার্থক্যটা বাংলাদেশের মানুষের কাছে প্রবাদের মতোই হয়েছিল। আপনাদের মতো বিপ্লবীদের আসল কাজের সময় ময়দানে পাওয়া যায় না, পাওয়া যায় শরণার্থী শিবিরে নয়তো রিলিফের লাইনে।
৫
- Faruk Ahmmed
Why are coursing to Mr. Khan? He has nothing wrong. When British government had separated the India Subcontinent where were Bengali people? Why didn’t you guys say to British government make East Bengal as a independent country?
১
- ফখরুদ্দিন
এজন্যই ”নাম প্রকাশে অনিচ্ছুক” আজীবন ”নাম প্রকাশে অনিচ্ছুক” ই থাকবি।
০
- SUJON KUMAR ROY
নাম প্রকাশে অনিচ্ছুক = আপনি ইতিহাস কিছু জানেনই না, সবকিছু আপনার শিক্ষাগুরু যা বলে গেছে তাই আওড়াচ্ছেন, ইতিহাস যেনে আসুন আগে, এই বাংলার মাটি জীবনে ক্ষমা করবে না ঐ পাকিস্তানকে। ওরা ক্ষমা চাইলে আপনি হয়তো ক্ষমা করতে পারেন, কিন্তু আমি জীবনে ক্ষমা করবো না। আর আপনি ভারতপ্রীতি ভারতপ্রীতি বলছেন না, সাধে কি করি। সামনে স্বচক্ষে দেখেছি। আপনি তো শিশু।
০
- Mizanur Rahaman
Thanks for accepting the truth....
৩
- নাম প্রকাশে অনিচ্ছুক
Thanks to Imran Khan because of having a little bit of perception of separation. But still now I have not a bit of emotion to stop writing "Tui" about his ancestors. Title: তুই! - মুক্তমন তুই ভাই বলে নিলিটেনে- বলেছিলে রাখবি ডানে, বুঝবি বঙ্গের মর্মপীড়া- মৃত্তিকাতে ফলাবি হীরা, দুঃখ-ধৈন্য দূর করিয়া- দিবি বঙ্গে স্বর্গ গড়িয়া। তুই? প্রমাণে তা ভূল। তুই বিষালী লতার ফুল- তোর ভাঙ্গেনি আজও ভূল।। তোর ভাঙ্গেনি আজও ভূল।। মায়ার পরশে রাখবি কোলে- রাখবিনা নীচে- ধরবিনা চুলে, আদর যতন, যত প্রয়োজন- প্রয়োজনে বিধি করিবি প্রনয়ণ। সুখের অম্বেষনে যাত্রারত- শশ্রূষায় করিবি ক্ষত আছে যত, তুই? প্রমাণে তা ভূল। তুই বিষালী লতার ফুল- তোর ভাঙ্গেনি আজও ভূল।। তোর ভাঙ্গেনি আজও ভূল।। এনেদিবি তুই আকাশের তারা- ফসলে ভরাবি- মরুসাহারা, নাই কান্না-নাই লোনাজল- দিবি উপহার তুই মধুমাখাফল, তুই? প্রমাণে তা ভূল। তুই বিষালী লতার ফুল- তোর ভাঙ্গেনি আজও ভূল।। তোর ভাঙ্গেনি আজও ভূল।। তুই ভ্রাত্রিতের চিরছিন্ন- তুই সূখের স্বপ্ন বিপন্ন, তুই স্বর্গতপথ ছাড়ি- জাহান্নামে দিলি পারি, তুই নিজের স্তুতিতেই নিজেই ডোল- তুই বিষালী লতার ফুল- তোর ভাঙ্গেনি আজও ভূল।। তোর ভাঙ্গেনি আজও ভূল।। তুই গাদ্দারের দাদা- তুই তাদেরই শাহাজাদা, তোর শূকাঁখি বিষসুধা-( শূকাঁখি=শুকনের আঁখি ) তোর রক্ত পিপাষু খুদা। তুই বিষালী লতার ফুল- তোর ভাঙ্গেনি আজও ভূল।। তোর ভাঙ্গেনি আজও ভূল।। তুই কালনিদ্রায় নিদ্রিতমনা- অট্টহাসিতে তোর বিষফণা, তুই বঙ্গ ধনেরই অর্থে বিত্ত- তোর নম্রুদীমনা চিত্ত। তুই বিষালী লতার ফুল- তোর ভাঙ্গেনি আজও ভূল।। তোর ভাঙ্গেনি আজও ভূল।। বঙ্গকে তুই অঙ্গ ভেবে- দিয়েছিলি তুই সঙ্গ, ভ্রাতৃতের/বন্ধুবন্ধনের যত আইন- করেছিলি তুই যত সাইন, সবিই করিলি ভঙ্গ। তুই বিষালী লতার ফুল- তোর ভাঙ্গেনি আজও ভূল।। তোর ভাঙ্গেনি আজও ভূল।।
৬
- Arnab Roy
বেশ বেশ... ক্ষমা চাইবেন কবে?
৭
- Aslam
"পূর্ব বাংলার (পূর্ব পাকিস্তান) জনগণকে তাদের অধিকার দেওয়া হয়নি। বাংলাদেশ সৃষ্টির পেছনে এটাই ছিল প্রধান কারণ।" একজন পাকিস্তানী হিসেবে এই কথা বলা অনেক বড়ো ব্যাপার। তাই আপনাকে ধন্যবাদ কিন্তু এই বিভাজন অবশ্যম্ভাবীয় ছিলো!
১২
- Shakhor Roni
East Pakistan was actually not a minority, the number of people was close to equal or higher. It is the degraded mentality, arrogance, looking down and false sense of ownership caused the friction. Now looking back, it was one of the greatest thing happened for Bangladesh. Wait and see how this nation will continue to be superior snd hopefully you will learn
১
- পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পূর্ব বাংলার (পূর্ব পাকিস্তান) জনগণকে তাদের অধিকার দেওয়া হয়নি। বাংলাদেশ সৃষ্টির পেছনে এটাই ছিল প্রধান কারণ। অতিতে যে ভুল করেছিলেন এখন আবার একই ভুল করিতেছেন। ভুল হতে মানুষ শিক্ষা নেয় কিন্তু আপনারা নিলেন না??? বেলুচিস্থান এর জনগণের সাথে খুব নিকৃষ্ট আচরণ করতেছেন।
Prothom Alo is the highest circulated and most read newspaper in Bangladesh. The online portal of
Prothom Alo is the most visited Bangladeshi and Bengali website in the world.
Privacy Policy |
Terms of Use
© স্বত্ব প্রথম আলো ১৯৯৮ - ২০১৮
সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
প্রগতি ইনস্যুরেন্স ভবন,২০-২১ কারওয়ান বাজার , ঢাকা ১২১৫
ফোন: ৮১৮০০৭৮-৮১, ফ্যাক্স: ৯১৩০৪৯৬,ইমেইল:
info@prothomalo.com