আইয়াশ-২৫০ ক্ষেপণাস্ত্র: ইসরাইলের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম
মে ১৪, ২০২১ ০০:০৫ Asia/Dhaka
দখলদার ইসরাইলের 'রামুন' বিমানবন্দরে আইয়াশ-২৫০ নামে মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, আজ (বৃহস্পতিবার) ইসরাইলের দক্ষিণাঞ্চলের রামুন বিমানবন্দরে মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র 'আইয়াশ' এর সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজা থেকে বিমানবন্দরটির দূরত্ব ২২০ কিলোমিটার, সেখানে ২৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আইরন ডোম এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের যেকোনো স্থানে হামলা করতে সক্ষম।
ক্ষেপণাস্ত্রটি হামাসের গুরুত্বপূর্ণ নেতা শহীদ ইয়াহিয়া আইয়াশের নামে নামকরণ করা হয়েছে। তিনি ১৯৯৬ সালের ৫ জানুয়ারি শিনবেত এলাকায় ইসরাইলি হামলায় তিনি শহীদ হন।
Translation:
Ayash-250 missiles: capable of hitting anywhere in Israel
May 14, 2021 00:05 Asia / Dhaka
The Palestinian Islamic Resistance Movement (Hamas) has launched a medium-range missile attack called 'Ayash-250' at the occupied Israeli 'Ramun' airport.
Abu Obaida, a spokesman for the Iyaddin Qassam Brigades, the military wing of Hamas, said the attack was carried out today (Thursday) at the Ramun airport in southern Israel with the help of a medium-range ballistic missile, Ayash. The airport is 220 kilometers from Gaza, where it has been hit by a 250-kilometer range missile. Israel's missile defense system, the Iron Dome, has failed to stop it. The missile is capable of striking anywhere in Israel.
The missile is named after Yahya Ayash, a key Hamas leader. He was martyred in an Israeli attack on January 5, 1996 in the Shinbet area.