Bangladeshi money in Swiss banks jumps by 19%
The Swiss National Bank building at Bundesplatz square in Bern, Switzerland
Bigstock
A report by the central bank of Switzerland claims that Bangladeshi deposits in Swiss Banks totalled Tk5,566cr in 2016.
The Swiss National Bank published a series of annual reports on Thursday which revealed that deposits by Bangladeshi citizens have gone up remarkably.
The report for the year 2016 disclosed that there has been a 19% increase in deposits since 2015. The total deposit by Bangladeshi citizens in various Swiss banks totalled Tk5,566cr in 2016, which was Tk4,417 in 2015.
http://www.dhakatribune.com/business/banks/2017/06/30/bangladeshi-deposits-swiss-banks/
Qamrul Islam
দলে দলে ওরা পালাচ্ছে:
আইজিপি শহীদ সহ এক পাল ঘুষখোর খুনি পুলিশ অফিসারদের ২০০ কোটি টাকা মেরে দিয়েছে মারোয়াড়ি: শহীদের স্ত্রী নিউইয়র্কে~
পুলিশের আইজি শহীদুল হক সহ একদল দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের ২০০ কোটি টাকা মেরে দিয়েছে এক ভারতীয় মারোয়াড়ি। এই টাকা তারা দিয়েছিল বিদেশে বিনিয়োগ করতে। উদ্দেশ্য সরকারের অবস্থা খারাপ হলে পালিয়ে বিদেশে গিয়ে ঐ টাকা ভোগ করা। কিন্তু বিধি বাম। মারোয়াড়ি সব টাকা মেরে দিয়েছে। সে বলছে, ভারতের সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায় টাকা হাপিস করে দিয়েছে। ঐ টাকা আরপাওয়া যাবে না। এর মধ্যে আইজিপি শহীদুলেরই গেছে ২১ কোটি টাকা। দুঃখে শোকে শহীদুল মারোয়াড়িকে ধরে ঢুকিয়ে দিয়েছে জেলে। মারোয়াড়ি তার লোকদের বলেছে, কয়দিন আটকে রাখবে? বেশী চাপ দিলে ফাঁস করে দিব সব।
আর সাত মাস চাকরি আছে আইজি শহীদুল হকের- ৩১ জানুয়ারী ২০১৮ অবসরে যাবে। এরি মধ্যে তার স্ত্রী শামসুন্নাহার রহমান প্রচুর ডলার নিয়ে দেশ ছেড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ঠিকানা- 9817 Horace Harding Expressway, Flushing, NY 11368. অবসরে পরে অথবা দেশে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে পালিয়ে গিয়ে শহীদ সেখানে উঠবে।
কথা ছিল মারোয়াড়িকে দেয়া টাকার মধ্যে ১ মিলিয়ন ডলার আমেরিকায় বিনিয়োগ করে সেখানে শহীদের স্ত্রী ও ছেলেদের জন্য ইনভেস্টর ভিসার ব্যবস্খা করবে। কিন্তু টাকা মেরে দেয়ার ফলে সব গড়বড় হয়ে গেছে। তাই তার কালেক্টারদেরকে ঢাকা থেকে সরাসরি স্ত্রী শামসুন্নাহারের কাছে ঘুষ বখরার টাকা পাঠানোর নির্দেশ দিয়েছেন আইজি শহীদ। তার ছেলেরা আগে থেকেই ওখানে আছে, তাদের কোনো স্টেটাস নাই।
..........যুক্তরাষ্ট্রে যারা আছেন, তারা বিষয়টি সেখানকার আইআরএস, মানি লন্ডারিং এজেন্সি, এফবিআই জানিয়ে ডাকাতদের ধরার ব্যবস্থা করুন।
[বলেছিলাম- ওদের খবর আছে। সব ধীরে ধীরে ফাঁস করা হবে। ২০০ কোটি টাকা যাদের মারা গেছে, তাদের নামও প্রকাশ পাবে]
Arshad Khan
This is just a tiny fraction of all they've been looting!! How long shall we remain silent and not do anything to stop them? They're looters, they're looting many people's lives and future. We're all responsible for this. As citizens we are obliged to force the politicians to stay on the right track. But so pathetic!! That we don't seem to have the knowledge and this is their advantage!! So sad!! We are so selfish and worthless citizens!! 16 crore too!!!
Qamrul Islam
কি হে চোরের সাগরেদ মাল। তা হঠাৎ আপনার বুঝি মনে হইল ব্যাংকিং খাত ঝুকিপূর্ন হয়ে উঠেছে? তা মন্ত্রি বাহাদুর! ব্যাংকগুলোকে ঝুকিতে ফেলল কে বা কারা?
বাংলাদেশের মানুষ জানতে চায়.......
- বাংলাদেশ ব্যাংকের হাজার কোটি টাকা রিজার্ভ লুটকারী জাতীয় নাতিকে ধরেননি কেনো?
- ২ দফায় শেয়ার মার্কেট লুট করে ৩৩ লাখ বিনিয়োগকারীকে পথে বসালো সালমান-লোটাস- আজিজ খানরা। কেবল ২০১১ সালেই এরা লুটে নিয়েছিল ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা। এই ডাকাতগুলারে ক্রসফায়ারে না দিয়ে উপদেষ্টা-মন্ত্রী বানালেন কি করে?
- হলমার্ক দিয়ে হাসিনার উপদেষ্টা মোদাচ্ছের আলী লুট করলো ৪ হাহার কোটি টাকা। আপনি বললেন, ও এমন কিছু না! সেই টাকা উদ্ধার করছিলেন?
- ডেসটিনি দিয়ে লুট করলো ৫০০০ কোটি টাকা। তার সাথে জড়িত আছে হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী? পারছেন কিছু করতে?
- ৬৮ হাজার কোটি টাকার ইসলামি ব্যাংক ডিজিএফআই দিয়ে দখল করে খাচ্ছে রেহানা-সালমান-এস আলম গ্রুপ?
- মোটা দাগে এসব লুটপাটের বাইরে বহু খবর এসেছে এবং এখনও আসছে মিডিয়ায়- বেসিক ব্যাংক লুট, বিসমিল্লাহ গ্রুপ দিয়ে ডাকাতি, অগ্রনী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ইত্যাদি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের খবর। প্রতিটি ঘটনায় হাসিনার লোকজন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, এমনকি হাসিনার ছেলেও বেনিফিশিয়ারী। যার কারনে কোনো একটি ঘটনার বিচার হয়নি।
..........ব্যাংক লুট করতে করতে দেশটাকে দেউলিয়া করার প্রান্তে নিয়ে এসেছেন আপনারা। আপনি কিসের অর্থমন্ত্রী হইছেন? এগুলা দেখতে পানা না? আসলে আপনিই হলেন নাটের গুরু। তাই প্রথমে আপনার পিঠের চামড়া তোলা দরকার। পরে বাকীগুলারে।
Qamrul Islam
শুরু হয়েছে পলায়ন পর্ব।
১) হাসিনার অন্যতম ভরসা আইজিপি শহীদুল তার বৌকে পাঠিয়ে দিয়েছে আমেরিকায়। আগেই সেখানে আছে তার ছেলে। শহীদের ঘুসের পয়সা এখন পাঠাতে হয় আমেরিকায়, তার বৌয়ের কাছে।
২) হাসিনার চীফ সেক্রেটারী ছিল আবুল কালাম আযাদ। সে রিটায়ার করার পরে তারে প্রধানমন্ত্রীর অফিসেই রেখে দিয়েছে মূখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) পদ তৈরী করে। এই চান্দু সম্প্রতি বাড়ি কিনে আসছে কানাডার টরান্টেোতে বেগম পাড়ায়।
৩) হাসিনার গুম খুনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে গঠিত সেলের প্রধান হলো অতিরিক্ত সচিব মহিবুল হক। এই মহিবুলও বেগম পাড়ায় বাড়ি কিনেছে। বাড়িটা আবুল কালাম আযাদের পাশেই। মহিবুল এক কান্ড করেছ ফেলেছে- তার বৌ আফরোজা বেগমও ছিল অতিরিক্ত সচিব। বৌকে স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নিয়ে মেয়ে সহ অলরেডি পাঠিয়ে দিয়েছে কানাডায়।
>>>> মূলত কাউয়া কাদেরদের টেকা পয়সা নিয়া বিদেশে পালানোর হুশিয়ারির পরেই এরা খুব দ্রুততার সাথে পগার পার হওয়ার রাস্তা তৈরী করে। হাসিনার বল ভরসা বেনজির, মনির, কর্নেল জিয়াসহ সবগুলাই এভাবে তলে তলে বিদেশে ঘর বাড়ি কিনে দুর্নীতির টাকা বিদেশে পাচার করে একদম রেডি হয়ে আছে। সময় খারাপ দেখলেই এরা সব পালাবে। সবাই কতর্ক- কেউ চাচ্ছে না পাবলিকের পায়ের তলায় পিষ্ট হয়ে মারা পরতে। কিন্তু তলে তলে ভোগলা হয়ে যাওয়ার এসব কাহিনী হাসিনা কি জানে? তাহলে ও কি নিয়া এত আশা করে? দরকারের সময় কেউ থাকবে না, কাউকে পাবে না ও।
Top AL leaders inflated Swiss bank deposits by looting people: BNP
SAM Staff
Top leaders of the ruling Awami League have looted people and transferred the money to their Swiss bank accounts, BNP leader Ruhul Kabir Rizvi has said in reaction to the figures released by the Swiss National Bank.
“We believe the banks, which are looting people, are behind this,” he said referring to Finance Minister AMA Muhith’s recent remark that the country’s banking sector was in shambles.
“On behalf of the BNP, I want to say that those who have transferred billions illegally will be brought to book one day,” said Rizvi, a senior joint secretary general of the main opposition party outside parliament.
He was speaking at a press conference arranged in the aftermath of the report ‘Banks in Switzerland 2016’ released on Friday.
Zurich-based Swiss National Bank or SNB published the report on Thursday with the data that deposits by Bangladeshis in Switzerland’s banks rose by about 20 percent year-on-year in 2016.
The amount rose to 661.96 million Swiss francs or Tk 55.86 billion in 2016 from 550.85 million francs in the previous year, according to the SNB.
“The government has zero control or monitoring to prevent money laundering,” Rizvi said.
The lack of investment opportunities and poor fund management have encouraged money laundering, added the leader.
http://southasianmonitor.com/2017/0...lated-swiss-bank-deposits-looting-people-bnp/