BSF abducted a Bangladeshi cattle trader from the lalmonirhat's doikhawa border. The victim goes by the name Mahedul and he was abducted when he went to the 902 pillar. First the BSF fired shots targeting him, wounding him in the process and then took him away. Mahedul is reportedly from Doikhawa bhutia mongol village. BGB's 15 battalion confirmed the news saying that they contacted BSF to know whether the man is a Bangladeshi or an Indian.
বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাট প্রতিনিধি | ১ ডিসেম্বর ২০১৪, সোমবার, ৩:৩৪
লালমনিরহাটের দইখাওয়া সীমান্তে মাহেদুল নামের এক বাংলাদেশী গরু ব্যাবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় বড়মরিচা ক্যাম্পের বিএসএফ সদস্যরা। আজ দুপুরে সীমান্তের মেইন পিলার ৯০২ সার পিলার ১১ এর কাছে মাহেদুল গেলে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে প্রথমে শট গানের গুলি ছুড়ে। এসময় গুলিতে আহত হলে বিএসএফ সদস্যরা মাহেদুলকে ধরে নিয়ে যায়। মাহেদুল দইখাওয়া ভুটিয়া মঙ্গল গ্রামের ওসমান গণির পুত্র। বিজিবি ১৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল আহম্মদ বজলুল রহমান হায়াতী বলেন এক ব্যাক্তি কে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খরব পাওয়া গেছে তবে ওই ব্যাক্তি বাংলাদেশী কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বিএসএফ এর কাছে পত্র প্রেরন করা হবে।
Daily Manab Zamin | বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
লালমনিরহাট প্রতিনিধি | ১ ডিসেম্বর ২০১৪, সোমবার, ৩:৩৪
লালমনিরহাটের দইখাওয়া সীমান্তে মাহেদুল নামের এক বাংলাদেশী গরু ব্যাবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় বড়মরিচা ক্যাম্পের বিএসএফ সদস্যরা। আজ দুপুরে সীমান্তের মেইন পিলার ৯০২ সার পিলার ১১ এর কাছে মাহেদুল গেলে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে প্রথমে শট গানের গুলি ছুড়ে। এসময় গুলিতে আহত হলে বিএসএফ সদস্যরা মাহেদুলকে ধরে নিয়ে যায়। মাহেদুল দইখাওয়া ভুটিয়া মঙ্গল গ্রামের ওসমান গণির পুত্র। বিজিবি ১৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল আহম্মদ বজলুল রহমান হায়াতী বলেন এক ব্যাক্তি কে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খরব পাওয়া গেছে তবে ওই ব্যাক্তি বাংলাদেশী কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বিএসএফ এর কাছে পত্র প্রেরন করা হবে।
Daily Manab Zamin | বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ