Just found from Face book
আচ্ছা, ভোটের ঠিক আগের রাতে, পুলিশ হেডকোয়ার্টার থেকে যে ৩৪ পৃষ্ঠার ভোট ডাকাতির একটা গোপন প্ল্যান ফাঁস হইছিল সেটা কি আপনাদের চোখে পড়ছে?
ডেভিড বার্গম্যানের ‘বাংলাদেশ পলিটিকো’ ওয়েব সাইটে এই পুরা রিপোর্টটাই আছে। ও আচ্ছা, বাংলাদেশে তো এই সাইটটা ব্যন্ড।
তো যারা দেশে থাকেন তাদের জন্য বিষয়টা এইখানে তুলে ধরলাম, আর যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য কমেন্টে লিঙ্ক দিলাম:
ফাঁস হওয়া দলিলটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সম্ভবত এইটা বিভিন্ন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে প্রেজেন্ট করে তারপর বাস্তবায়ন করা হইছে। তো পুরা প্রেসেন্টেশন তো ফেসবুকে আপলোড করা যাইতেছেনা তাই কয়েকটা গুরুত্বপুর্ণ পেজের ছবি দিলাম।
পুরা নীলনকশাটা দেখলেই বুঝবেন এইটা আউল-ফাউল কারও কাজ না। বোঝা যায় এই চক্রান্তে একদল গবেষককে লাগানোে হইছিল।
এই নীলনকশার শিরনাম: “How to win 11th Bangladesh General Election 2018” - “Strictly for Bangladesh Awami League” (প্রথম ছবিটা দেখেন)
৩১ পাতা পর্যন্ত পড়লে আপনার মনে হবে, আরে এইটা তো একটা এনালাইসিস। কোন কেন্দ্রে কোন দলের কত ভোটার আছে তার একটা বিশ্লেষণ। তবে ৩২ নাম্বার পাতায় আইসা আপনে আটকাইয়া অথবা আঁতকাইয়াও যাইতে পারেন।
এইখানে নির্বাচনী কেন্দ্রগুলাকে ছয়টা ক্যাটাগরিতে ভাগ করছে। ক্যাটাগরিগুলোর নাম দিছে – AL Win Centres, BNP Win Centres, JP Win Centres, JI Win Centres, Other Win Centres এবং Marginal Win Centres। কেন্দ্রগুলাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ভোট ডাকাতির টার্গেট এবং কৌশল ঠিক করছে । (দ্বিতীয় ছবিটা দেখেন)
প্রথমেই উল্লেখ আছে “MUST HAVE A Strong Centre Committee combination of AL+JP”। এইটাও তো আঁতকাইয়া ওঠার মত কিছু না। তাহলে?
তো আরেকটু নিচে নামেন -
১। AL Win Centres –এখানে কি লিখা আছে, more casting facilities by AL, মানে - আওয়ামী লীগের ভোটারদের ভোট দেওয়ার আরও সুব্যবস্থা করা। তো এইটাও তো তেমন কিছু না, সমস্যা কোথায়? অনেকে অবশ্য বলতেই পারে, সমস্যা নাই মানে? সবার জন্য ভোট দেওয়ার সমান সুযোগ থাকতে হবে, এখানে more casting facilities by AL মানে কি?
- যাউকগা, আরেকটু সামনে আউকগা:
২। BNP Win Centres – এইখানে কি লিখা আছে? এইখানে তিনটা স্ট্র্যাটেজি উল্লেখ করা আছে, Core AL Presiding Officer, Strict Policing, Slow Casting
মানে দাঁড়াইল, যেই কেন্দ্রগুলাতে বিএনপি জিততে পারে সেখানে “কট্টর পন্থী আওয়ামী লীগের প্রিজাইডিং অফিসার” নিয়োগ করতে হবে । বুইঝেন কিন্তু সাধারণ আওয়ামী লীগ সমর্থক হলে হবে না, একেবারে Core বা কট্টর পন্থী আওয়ামী লীগ হতে হবে ।
কি বললেন, নিরপেক্ষ প্রিজাইডিং অফিসার চান? কেমনে কি?
ভোট ডাকাতি নিশ্চিত করতে খালি কি প্রিজাইডিং অফিসার দিয়া কি হয়? আরও দরকার শক্ত পুলিশি ব্যবস্থা (Strict Policing) এবং ভোট Casting করতে হবে ধীর গতিতে যাতে কইরা বিএনপির ভোটাররা বেশী ভোট দেওয়ার সুযোগই না পায় ।
- কি ভাই এইবার একটু আঁতকাইছেন মনে হয়? এর পরে দেখেন:
৩। JP Win Centres – এই কেন্দ্রগুলাতে দুইটা স্ট্র্যাটেজি, Good team work of AL+JP এবং More Casting facility by AL+JP
কোন ব্যাখ্যার দরকার আছে? আমি যা বুঝলাম তা হইল, এই কেন্দ্রগুলাতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে ভাল যোগ –সাজিসের মাধ্যমে তাদের ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য বেশি সুবিধা দিতে হবে, এই আর কি ।
- এইবারে আসেন:
৪। JI Win Centres – এইখানে লিখা আছে, VVI Strict Policing, Core AL Presiding Officer, Slow Casting
এখানে Strict Policing এর আগে VVI যুক্ত করা হইছে। বুইঝা কিন্তু। জামাতের সেন্টার তো, তাই আর কি। তো VVI এর মানে আপনে কি বুঝলেন? তো আর বাঁকি দুইটা পয়েন্ট তো বিএনপির কেন্দ্রগুলার মতই যাতে জামাতের লোকজন ভোট দিতে না পারে। আর বেশী বাড়াবাড়ি করলে VVI Strict Policing তো আছেই। তার সাথে থাকলো Core AL Presiding Officer এই আর কি।
৩৩ নাম্বার পাতাটাও তৃতীয় ছবিতে দিয়া দিলাম, যদিও আর দেখার দরকার নাই উপরে যা দেখছেন তাই যথেষ্ট হওয়ার কথা। ডেভিড বার্গম্যানের ফেসবুক পোস্ট আর ওয়েব সাইটের স্ক্রিনশটও দিয়া দিলাম।
তবে আগের রাতে ব্যালট পেপারে সিল মারা, ১৮ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা, ১১ জন প্রার্থীকে গ্রেফতার করা, প্রার্থীদের উপর সহিংস আক্রমণ, ভোটারদের উপর সন্ত্রাসী তাণ্ডব, আন্তর্জাতিক নিরপেক্ষ পর্যবেক্ষকদের ভিসা না দেওয়া, দেশের পর্যবেক্ষকদের উপর নিষেধাজ্ঞা ,ব্যাক্তিগত পর্যায়ে কিছু বিদেশী পর্যবেক্ষক ভাড়া করা, ইলেকশন কমিশনের কাছে জমা দেওয়া লিস্ট ধরে ধানের শিষের পোলিং এজেন্টদেরকে গ্রেফতার করা, আগের রাতে সিল মেরে ব্যালট বাক্সে ভরে রাখা, নির্বাচনের দিন নির্দিষ্ট কেন্দ্রগুলো থেকে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া, বেলা ১২ টার মধ্যে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া এগুলা অবশ্য এই ডকুমেন্টে উল্লখ নাই। এগুলার জন্য মনে হয় ভিন্ন প্রেজেন্টেশন ছিল ।
@Homo Sapiens @Mage @Atlas @Species @Ronin @BDforever and other Bd members