What's new

Why neighbours dislike or suspect India

. .
BSF.jpg

BSF  2.jpg

BSF 3.jpg
 
. . . .
যাঁরা ফিরছেন, তাঁরা কিছু বলছেন না!

320738_1.jpg

05 Jul, 2017

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের মতো গত সাড়ে তিন বছরে ‘রহস্যজনকভাবে নিখোঁজ’ বা ‘অপহরণের’ পর পরিবারের কাছে ফিরে এসেছেন কমপক্ষে ২৭ জন। এসব ঘটনায় অনেক ক্ষেত্রে কিছু অভিন্ন ছক বা মিল লক্ষ করা যায়। অপহৃত ব্যক্তিদের একটি বড় অংশকে অপহরণের পর ‘উদ্‌ভ্রান্ত’ অবস্থায় কোনো সড়কে পাওয়া যায়। কিন্তু ফিরে আসার পর অনেকে কোনো কথা মনে করতে পারেন না। বাকিরা মুখে কুলুপ আঁটেন।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে ২০১৪ সাল থেকে জুন ২০১৭ পর্যন্ত রহস্যজনকভাবে নিখোঁজ বা অপহরণের শিকার হয়েছেন ২৮৪ জন। তাঁদের মধ্যে মৃতদেহ উদ্ধার হয় ৪৪ জনের, পরে গ্রেপ্তার দেখানো হয় ৩৬ জনকে এবং পরিবারের কাছে ফিরে আসেন ২৭ জন। বাকি ১৭৭ জনের ভাগ্যে কী ঘটেছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

রহস্যজনকভাবে নিখোঁজ বা অপহরণের শিকার ব্যক্তিদের স্বজনেরা কখনো কখনো গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। ফিরে আসার পর নিখোঁজ ব্যক্তিরা বেশির ভাগ ক্ষেত্রে বলেছেন, চোখ বেঁধে তাঁদের মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এর বাইরে তাঁরা কেউ আর বিস্তারিত কিছু বলেননি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ‘কেউ কিন্তু সরাসরি বলে না ডিবি বা র‍্যাব তুলে নিয়ে গেছে। তারা বলে ডিবি বা র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে গেছে। আমরা নিয়মিত এমন ভুয়া ডিবি ও র‍্যাব গ্রেপ্তার করছি। এত নিখোঁজ উদ্ধারের পরও যখন আমাদের নামে অভিযোগ ওঠে, তখন তো আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’

তিনি বলেন, কখনো কখনো বড় বড় অপরাধীরা গা ঢাকা দেন ও পরিবার অভিযোগ করে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।

১৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর কবি ফরহাদ মজহার গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে বলেছেন, শ্যামলীতে তাঁর বাসার সামনে থেকে তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁর চোখ বেঁধে ফেলা হয়েছিল। এরপর আর কিছু তিনি জানেন না।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, অপহরণ বা রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর ফিরে আসার একটি ঘটনারও সুরাহা হয়েছে বলে জানা যায়নি। কারও কোনো শাস্তিও হয়নি। ফলে এটা নিয়ে জনমনে, বিশেষ করে সরকারের সমালোচকদের মনে আতঙ্ক দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটেই এ ধরনের অপরাধীদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করা অত্যাবশ্যক। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা সুদৃঢ় করার জন্য সরকারের উচিত ব্যবস্থা নেওয়া।

নিখোঁজ ও উদ্ধারের একই ছক

গত সাড়ে তিন বছরে নিখোঁজ অবস্থা থেকে ফিরে এসেছেন এমন কমপক্ষে এক ডজন ব্যক্তিকে নিয়ে গণমাধ্যম সরগরম ছিল। তাঁদের নিখোঁজ থাকার সময়কাল সর্বনিম্ন ১৮ ঘণ্টা থেকে সর্বোচ্চ সাড়ে সাত মাস পর্যন্ত।

১৬ এপ্রিল, ২০১৪ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী ব্যবসায়ী আবু বকর সিদ্দিক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন। ৩৪ ঘণ্টা পর তাঁকে চোখবাঁধা অবস্থায় কে বা কারা মিরপুরে নামিয়ে দিয়ে যায়। তাঁর পকেটে তিন শ টাকাও গুঁজে দেয় অপহরণকারীরা। তিনি চোখের বাঁধন খুলে প্রথমে রিকশায় করে মিরপুর ১০ নম্বরে, পরে সিএনজিচালিত অটোরিকশায় করে ধানমন্ডিতে যান। ধানমন্ডি কলাবাগান খেলার মাঠের পাশে স্টাফ কোয়ার্টারের কোনায় বসানো পুলিশ চেকপোস্ট তাঁকে আটকায়। পরিচয় জানতে পেরে তাঁকে থানায় নিয়ে যায়।

আবু বকর সিদ্দিক অপহরণের ঘটনায় ফতুল্লা থানায় মামলা করেন তাঁর স্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসান। তবে ওই মামলার আর কোনো অগ্রগতি নেই।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ২৩ ফেব্রুয়ারি, ২০১৫ দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বনানীতে তাঁদের এক আত্মীয়ের বাসা থেকে সাদাপোশাকে থাকা পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী মেহের নিগার। পুলিশ সে সময় এই অভিযোগ অস্বীকার করে। ২১ ঘণ্টা নিখোঁজ থাকার পর তাঁকে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে গ্রেপ্তার দেখানো হয়।

১০ মার্চ ২০১৫ সালে উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ৬২ দিন পর ভারতের মেঘালয়ের শিলং থেকে উদ্ধার হন। ১২ মে তিনি মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস হাসপাতাল থেকে তাঁর স্ত্রী হাসিনা খানকে ফোন করেন। ভারতীয় পুলিশের বরাতে বলা হয়, মেঘালয়ের গলফ গ্রিন এলাকায় ঘোরাঘুরির সময় পুলিশ তাঁকে আটক করে। সে সময় তাঁকে অপ্রকৃতিস্থ মনে হচ্ছিল।

সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি নিজে ভারতে আসেননি। যারা তাঁকে অপহরণ করেছিল, তারাই তাঁকে ভারতে রেখে গেছে। তিনি এর চেয়ে বেশি কিছু আর বলতে চাননি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন তানভীর আহমেদ। ২০১৬ সালের ১৬ মার্চ দিবাগত রাতে তিনি নিখোঁজ হন। পাঁচ দিন পর তাঁকে উদ্‌ভ্রান্ত অবস্থায় বিমানবন্দর সড়কে হাঁটতে দেখে পুলিশ বাড়ি পৌঁছে দেয়।

সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী পুরান ঢাকার আদালতপাড়া থেকে নিখোঁজ হন গত বছরের ৪ আগস্ট। প্রায় সাত মাস অজ্ঞাত স্থানে থাকার পর তিনি বাড়ি ফেরেন।

গত বছরের ১৫ অক্টোবর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ইকবাল মাহমুদ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি থেকে, ৩০ নভেম্বর পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থী তানভির আহমেদ রংপুর থেকে পাবনা আসার পথে, ১ ডিসেম্বর তানভিরের বন্ধু ও একই মেডিকেল কলেজের শিক্ষার্থী জাকির হোসেন পাবনার কলেজ ক্যাম্পাস থেকে এবং বরিশালের চাকরিপ্রার্থী তরুণ মেহেদী হাসান হাওলাদার বনানী থেকে, ৬ ডিসেম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় রাকিবুল ইসলাম রকি লক্ষ্মীপুর থেকে নিখোঁজ হন। তাঁরা সবাই পরে ফিরে আসেন।

চিকিৎসক ইকবাল মাহমুদের বাবা নুরুল আলম, পাবনা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর বাবা সুরুজ্জামান ও নুরুল আলম সরকার বলেন, সন্তান ফিরে আসাতেই তাঁরা সন্তুষ্ট। তাঁরা এ নিয়ে আর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে চান না।

মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘একজন অপহরণ বা নিখোঁজ হওয়ার নির্দিষ্ট সময় পর যদি রাষ্ট্র বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর সম্পর্কে কিছু বলতে না পারে, তখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। আমার মনে হয় নিরাপত্তা কাঠামোয় ব্যবস্থাগত ত্রুটি আছে। পুরো কাঠামোকে ঢেলে সাজানোর ব্যাপারে সমাজ ও রাষ্ট্রের এখন উদ্যোগ নেওয়া অত্যাবশ্যক।’

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, পুলিশ যুক্তিসংগত কারণে কাউকে গ্রেপ্তার করলে আইন অনুযায়ী তাঁকে আদালতে উপস্থাপন করে। তা ছাড়া কেউ যদি কখনো অপহরণের অভিযোগ নিয়ে আসেন, সেটা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হয়।

উৎসঃ প্রথমআলো

http://www.newsonbd.net/newsdetail/detail/200/320738
 
.
Home Minister Admits that Indian Intelligence Operators Active.
স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেন ! বাংলাদেশে ভারতের গোয়েন্দারা সক্রিয়


320870_1.jpg

05 Jul, 2017

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা সক্রিয় আছে, একথা প্রচ্ছনভাবে স্বীকার করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, অপহরণের ঘটনায় ফরহাদ মজহারের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি।’

একই সাথে মন্ত্রী আরো বলেছেন, "যদি কেউ তাঁকে সীমান্ত পার করে দিতেন বা তিনি ওপার চলে যেতেন, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো, তা আমাদের ভাবিয়ে তুলেছে। তখন নানা রকম ব্যাখ্যা আসত। তবে এখন পর্যন্ত ফরহাদ মজহারের কোনো দোষ সরকার খুঁজে পায়নি।"

এখানে মন্ত্রীর কণ্ঠে পরোক্ষভাবে যে উদ্বেগ তাতে এটার স্বীকারোক্তি মিলছে যে, বাংলাদেশের সীমান্ত দিয়ে সীমান্তরক্ষীদেরকে পাত্তা না দিয়ে একজন জাতীয় ব্যক্তিত্বকে ওপারে নিয়ে যাওয়ার মতো কোনো গ্রুপের অস্তিত্ব রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যকে উদ্ধৃত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তা এখানে হুবহু তুলে ধরা হলো--

“স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন: "যদি কেউ তাঁকে সীমান্ত পার করে দিতেন বা তিনি ওপার চলে যেতেন, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো, তা আমাদের ভাবিয়ে তুলেছে। তখন নানা রকম ব্যাখ্যা আসত। তবে এখন পর্যন্ত ফরহাদ মজহারের কোনো দোষ সরকার খুঁজে পায়নি।"

ফরহাদ মজহরাকে পাওয়া গেছে খুলনা, যশোরে। তারমানে সীমান্ত বলতে এখানে ভারতের সীমান্তকে বুঝানো হয়েছে। প্রশ্ন হচ্ছে ভারতে মুসলমানদের হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে পরদিন কি তিনি নিজে থেকে পাসপোর্ট ভিসা ছাড়া সীমান্ত পার হয়ে ভারতে যেতে চাবেন? এটি কোনভাবে হওয়ার কথা না। তারমানে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে অন্য কেউ তাকে ভারতে পাচার করে দিতে পারতো এ আশংকার কথা বলেছেন।

এ অন্য কেউ-টা কে? তারা ফরহাদ মজহারকে সীমান্ত পার করে দিতে চালে বাংলাদেশ আর ভারতের সীমান্ত রক্ষী বাহিনী আটকাতো না তাদের? এতো তার বা তাদের শক্তি!

এ শক্তি কি তাহলে বিএনপি নেতা সালাউদ্দিনকে নির্বিঘ্নে তুলে নিয়ে গেছে ভারতে?

এ শক্তির পরিচয় সরকারকে দিতে হবে।

এটা আমার দেশ। সরকার জানে না এমন কোন শক্তি রয়েছে আমার দেশে যে একের পর এক করে চলেছে গুম, যার সাহস আছে কাউকে তুলে ভারতে নিয়ে যাওয়ার বা তার চেষ্টা করার!!”

আসিফ নজরুলও একই ইঙ্গিত পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। অবশ্য বাংলাদেশে ভারতীয় গোয়েন্দারা সক্রিয় এটা নতুন কোনো খবর নয়। নতুন খবর হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও পরোক্ষে এটা স্বীকার করছেন। আরেকটা নতুন খবর হল, ভারতীয় গোয়েন্দা সাহস এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভারত সরকারের অপকর্মের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনের ২৩ ঘন্টার মধ্যেই বাংলাদেশের জাতীয় একজন ব্যক্তিত্বকে তারা অপহরণ করে ভারতে নিয়ে যাওয়ার সাহস করতে পারছে!
http://www.newsonbd.net/newsdetail/detail/200/320870#.WVzPgQNF--I.facebook
 
.
The razakar bahini on move, I dont know after AL govt for so many years how you still survived! :what:

No one dislikes India except Pakistan and China. We have good relationship with all other neighbours.

If the definition of a good neighbor is shoot first and ask questions later

Then I rest my case.

In no civilized country do you see people shooting law breakers to death. You can arrest them, yes. But shooting to death?

If you want us to do it too, I guess that's fair.

This is a classic definition of terrorism.

But complaints don't get anybody anywhere.

We should boycott crap Indian goods pronto as an immediate measure.
 
. .
Actually indians want neighbors ti give her a bit importance but all the neighbors specially Pakistan keep them on their L which pissed them:welcome: to the real world indians:lol:

BTW indians are the first creature in the world with so much poverty hates by almost all of the world and feels proud in it.:enjoy::lol:
 
.
bsf-jpg.407967

@Rain Man can you read Bengali? You are not making Bangladeshi people 'friend' by killing people in the border.I hope Pranab babu take some notice.

bsf-2-jpg.407968

Look at the smiling face of BSF Dogs after brutally killing two children.

bsf-3-jpg.407969

Strong civil activism is needed to make it successful.
 
.
bsf-jpg.407967

@Rain Man can you read Bengali? You are not making Bangladeshi people 'friend' by killing people in the border.I hope Pranab babu take some notice.

bsf-2-jpg.407968

Look at the smiling face of BSF Dogs after brutally killing two children.

bsf-3-jpg.407969

Strong civil activism is needed to make it successful.

Stop crossing the border illegally and save yourselves, that's an international border. Pakistani terrorists do get shot at the border, and Chinese don't cross over to India illegally.
 
.
Actually indians want neighbors ti give her a bit importance but all the neighbors specially Pakistan keep them on their L which pissed them:welcome: to the real world indians:lol:

BTW indians are the first creature in the world with so much poverty hates by almost all of the world and feels proud in it.:enjoy::lol:
Typical self-overestimating pakistani . Stay jealous . Remember , pakistan is small and India is big. Don't kill yourself over it :D
 
.
Stop crossing the border illegally and save yourselves, that's an international border. Pakistani terrorists do get shot at the border, and Chinese don't cross over to India illegally.
So you are comparing underage teenager with Pakistani terrorist? What kind of dhoti logic it is?
 
.
Back
Top Bottom