What's new

Training plane missing

563157_348349488558933_141409535919597_1010913_1592047386_n.jpg


the antonov that brought the trainer back! thanks to India...........
303492_348351231892092_141409535919597_1010926_1181034912_n.jpg


Really dude , you want to start this debate again ..
First ask those Muslims if they want to join BD... you don't have any f***** rights to speak for them... do we start claiming each and every neighborhood in BD with Hindu majority ... and by numbers we have more Muslims living happily and in better condition then yours .. so should we claim other Muslims areas too ...

Such as??....................

2012-04-26-21-28-52-MISSING-AIRCRAFT-PILOT-tm.jpg


ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোেয়ন্টিফোর ডটকম)- ভারতের মুর্শিদাবাদে জরুরি অবতরণ করা বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলটকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরত আনা ফ্লাইট ক্যাডেট মো. রাশেদুল ইসলাম সম্পূর্ণ সুস্থ আছেন। ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে করে কলকাতা থেকে তাকে ঢাকা আনা হয়।

ভারতীয় বিমান বাহিনীর পাইলট ছিলেন গ্র“প ক্যাপ্টেন এ সাকলানী। তার সঙ্গে আরো ২ জন কর্মকর্তা ও ৭ জন বিমান সেনা ছিলেন।

ফ্লাইট ক্যাডেট রাশেদকে কুর্মিটোলা এয়ার মুভমেন্টে স্বাগত জানান বিএএফ ঘাঁটি কুর্মিটোলার এয়ার অধিনায়ক এয়ার কমডোর এহসানুল গনি চৌধুরী এবং সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও প¬ান পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়া দিল্লি প্রতিনিধি জানান, রাশেদকে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ বিমানে করে বাংলাদেশের ফেরত পাঠানো হয়।

ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র স্কোয়াড্রন লিডার প্রিয় যোশী জানান, তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

ফ্লাইট ক্যাডেট রাশেদ কুর্মিটোলা এয়ার মুভমেন্টে সাংবাদিকদের বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিজের অবস্থান বুঝতে না পেরে এবং বিমানের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় একটি ধানক্ষেতে জরুরি অবতরণে বাধ্য হই।

“বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে আমি যে ভারতের ভূখণ্ডে অবতরণ করি তা প্রথমে বুঝতে পারিনি। বিমান থেকে বের হয়ে গ্রামবাসীদের থেকে জানতে পারি এটা ভারতের মুর্শিদাবাদ।”

ওই গ্রামের অধীবাসীরা তাকে সাহায্য করে এবং তাদের একটি ঘরে আশ্রয় দেয় এবং তারা স্থানীয় থানায় খবর দেয় বলে জানান রাশেদ।

“থানার লোক এসে আমাকে নিয়ে যায় এবং সার্কিট হাউজে আমার থাকার ব্যবস্থা করে। ওখানে আমার কোনো সমস্যা হয়নি।”

বিমানের ক্ষয়ক্ষতি সম্পর্কে ফ্লাইট ক্যাডেট রাশেদ বলেন, “বিমানের পেট ও একটি পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে।”

দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ বিমানটি দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটিও হয়েছে বলে জানায় পরিদপ্তর।
 
Really dude , you want to start this debate again ..
First ask those Muslims if they want to join BD... you don't have any f***** rights to speak for them... do we start claiming each and every neighborhood in BD with Hindu majority ... and by numbers we have more Muslims living happily and in better condition then yours .. so should we claim other Muslims areas too ...

we r not claiming the muslim mejority areas that would have make india into pieces.U r unknown to the facts & or too young.Some areas of BD were snatched away by india by the time of 1947.Murshidabad is one of them.

& what muslims r treated in india we know the facts very well.Apart from riches all muslims r treated 2nd class people in india.
 
Thanks to Indian govt for treating our son well and sending him back without delay.

No reason to hold him. Hell, Pakistan sent back Indian pilots who accidently flew into Pakistan in a Heli.

BTW, you guys need to get a better color scheme for your trainers. They should represent a professional force, not a fckin flying circus :P
 
Thanks to Indian govt for treating our son well and sending him back without delay.

Of course..Isn't that what good neighbours are for..

There is one angle which not even Bangladeshis have talked on- " This was a conspiracy by RAWAmy dalals to improve the image of India in Bangladesh"...;)

Probably Munshi will point this out. He seems to be too busy in recruitment of RAW agents in Bangladesh these days..:lol:
 
Good generosity on the part of India.............after so so long time, one good thing. Anyways, no more trolling on this from me, thanks to India.
 

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom