What's new

Should we make a petition to change 'Malaun' names of all cities of Bangladesh?

Are we ready for this? Will you support the Bangladesh people for this CHANGE?

  • Yes ! this change is very needed for ethnic cleansing

    Votes: 18 75.0%
  • No. Just no... -_-

    Votes: 6 25.0%

  • Total voters
    24
Nope, we should stick to the names of great sons of the soil unless someone was anti-Muslim like Bankim Chandra. We should shed all English/British names unless someone was pro-people. Names like Netaji Subash, Deshbandhu, Uttam-Suchitra, Sarat Chandra, Samoresh Basu, Sunil Gangopadhya, Manna Dey, Nirod Chow, PC Sarkar, Hemanta, Satyajit Ray, etc should be retained/allowed. Allama Iqbal, MA Jinnah, Gen Azam Khan, Gen Umrao Khan, FM Ayub, Akhtar Hamid Khan, Gov Shaesta Khan, Gen Mir Jumla, Gen Bujurg Umed Khan, the great Sultans of Bengal and Suri monarchs, the great saints as well as the great Mughals should be remembered through naming institutions, roads/bridges, etc.

On a serious note (I mean extra serious note, otherwise I am always serious :angel: ), does 1947 has any significance in present Bangladesh? I asked this question once here, and I was told that common people in Bangladesh don't even know much about 1947 and the freedom movement preceding it, neither it is celebrated in any way there. Bangladeshi school curriculum has little or no mention about the British occupation and freedom movement of undivided India against the British. If it is true, then the freedom fighters like Netaji Subhash, Masterda Surya Sen and Deshbondhu Chittaranjan have no significance in Bangladesh!

In another thread a Pakistani (serious poster) once told me that they celebrate 1947 for their freedom from India and creation of a separate country, and not exactly for the freedom from British! Freedom fighters like Bhagat Singh who fought against the British barely have any significance in Pakistan.

It's all messed up! :(


@bongbang @Bilal9 How much space the freedom movement against British and 1947 has in the minds of Bangladeshis, and in the history books of Bangladeshi schools and colleges?
 
Last edited:
.
The way things are developing in Bangladesh the problem is the other way around with Hindu culture being imposed on the majority Muslims. Nayan Chatterjee on Facebook is very informative on the subject -


ইসকনদের আমার মোটেও ভালো লাগে না। পশ্চিমাভিত্তিক এ সংগঠনটি আমাদের হিন্দু ধর্মকে দ্বিধাবিভক্ত করে ফেলছে। এরা ভেতরে ভেতরে ব্রিটিশ উপনিবেশদের মত এ অঞ্চলের হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধাতে চায়। আজকে মুসলমানদের ঈদের দিন ছিলো, অথচ এই দিনে তারা রথযাত্রা নামক কি একটা যেন করেছে। আমার কাছে এদের উদ্দেশ্য ভালো মনে হয় না।

এই ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ নামক এ ব্যক্তি। এ ব্যক্তি কোন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই। লেখাপড়া করেছে খ্রিস্টান মিশনারীতে। পেশায় সে ফার্মাসিউটিকাল ব্যবসায়ী। মাত্র ৪৯ বছর আগে ১৯৬৬ সালে আমেরিকায় বসে প্রভুপাদ এ সংগঠনটি তৈরী করে।
হঠাৎ উড়ে এসে জুড়ে বসা প্রভুপাদ হিন্দু ধর্মে নতুন কিছু নিয়ম চালু করেছে যেগুলো সনাতন হিন্দুদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। প্রথম থেকেই মূল ধারার হিন্দুরা প্রভুপাদের বিরোধীতা করেছে, কিন্তু সর্বদাই প্রভুপাদের পাশে থেকে উপনিবেশবাদী খ্রিস্টানরা।

ইসকন মন্দিরগুলোতে আপনি প্রবেশ করলে সহজেই বুঝতে পারবেন, এদের কার্যক্রম মিশনারীদের মত। অনেক টাকা খরচ করে এরা নিচু জাতের হিন্দুদের দলে ভিড়ায়। ঢাকায় মেথরপট্টীর পাশের এরা গড়ে তুলেছে স্বামীবাগ ইসকন মন্দির। লক্ষ্য করবেন, এদের ফেসবুক পেইজে ভারতীয়দের থেকে ইউরোপী সাদা চামড়াদের ছবি থাকে বেশি।

কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে টাকার জোরে এরা বাংলাদেশের অনেক সনাতনী মন্দির দখল করে নিচ্ছে। টাকা ছড়ানোর কারণে প্রশাসনও তাদের পক্ষ নিচ্ছে। ঢাকাস্থ স্বামীবাগের ইসকন মন্দির যায়গা আগে সনাতনদের ছিলো, কিন্তু মামলা করে সনাতনদের ভাগিয়ে মন্দির দখল করেছে ইসকনীরা।
২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলায় মূল ধারার হিন্দুদের মন্দির দখল করে নিতে যেয়ে ইসকনরা একজন হিন্দুকে খুনও করে। ঐ একই বছর তারা ঠাকুরগাও জেলার রশিক রায় জিউ মন্দিরটি দখলে নেয়। এতে ঐ এলাকার সনাতনী হিন্দুরা তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে।

সর্বশেষ আমি বলবো, আজকে একটি বিরাট সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ঈদের দিন। এ দিন হঠাৎ গজিয়ে ওঠা ইসকনীদের কথিত রথযাত্রার পেছনে ভালো উদ্দেশ্য নেই, অবশ্যই রয়েছে সাম্প্রদায়িক কূটচক্রান্ত। ব্রিটিশরা যেমন এ অঞ্চলের হিন্দু-মুসলমানদের মধ্যে বিরোধ লাগিয়ে ২০০ বছর টিকে ছিলো, ঠিক তেমনি পশ্চিমা এজেন্ট ইসকনও চাইছে এ এলাকায় দাঙ্গা বাধিয়ে দিতে, যার পেছনে হয়ত রয়েছে পশ্চিমা খ্রিস্টানদের গোপন কোন এজেন্ডা বাস্তবায়ন।

In another recent post Nayan Chatterjee makes a similar observation -

গতকাল একটা স্ট্যাটাসে ইসকনদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিলাম বলে একদল সাম্প্রদায়িক হিন্দু আমাকে যাচ্ছে-তাই বলে গালিগালাজ করেছিলো। কিন্তু আমি সত্য নাকি মিথ্যা সেটা কিন্তু ফাঁস করে দিয়েছে, বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান সৌম সরকার।

গতকাল ঈদের দিন সৌম সরকার তার ফেসবুক ফ্যান পেইজে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলো। কিন্তু এরপর ঘটে গেলো ভিন্ন অবস্থা। কমেন্টে ক্ষোভে ফেটে পড়লো সাম্প্রদায়িক হিন্দুরা। তারা যাচ্ছে-তাই বলে হেনস্থা করতে থাকলো সৌমকে। তাকে বার বার কথিত রথযাত্রার শুভেচ্ছা জানাতে বললো, কিন্তু সৌম সরকার তা বললো না। (Soumya Sarkar - Mobile Uploads | Facebook)

আসলে, সৌমের স্ট্যাটাসই প্রমাণ করে, মেইনস্ট্রিমের হিন্দুরা রথযাত্রার শুভেচ্ছা জানাতে হয় এটাই জানে না। মূলত এটা বাংলায় আমদানি করেছে পশ্চিমাপন্থী মিশনারী সংগঠন ইসকন। সংখ্যাগুরু মুসলমানদের ঈদ উৎসবের বিপরীতে একটি কিছু দাড় করানোর মত সাম্প্রদায়িক উদ্দেশ্য ছিলো তাদের।

লেখার শেষে সাম্প্রদায়িক হিন্দু দাদাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই,
পিপড়া দিয়ে যেমন হাতি ঠেলা উচিত নয়।
ঠিক তেমনি, কথিত রথযাত্রা দিয়েও ঈদের শুভেচ্ছা বন্ধ করার চেষ্টাটাও উচিত হবে না।

1610968_678671078930736_4128839143856645836_n.jpg
 
.
ISKCON is a global organization and in my opinion is a modern Hindu movement closer to Krishna-devotion. Their agenda is the opposite of militant Hinduism.

In Bangladesh people have the right to practice their religions as long as they have respect and sensitivity for other religions. No militant Islamism, Buddhism or Hinduism allowed.

Also - Soumya did great saying Eid Mubarak. Come next Durga or Kali Puja - he will get a felicitation from me - guaranteed. Respect begets respect. Soumya is a Bangladeshi first and Hindu second....

As a non-communal Hindu he is one of us. Communal Hindus are welcome to go to India...

Eid is a National Holiday in Bangladesh. Don't know if Kali Puja and Durga Puja are....
 
Last edited:
.
The way things are developing in Bangladesh the problem is the other way around with Hindu culture being imposed on the majority Muslims. Nayan Chatterjee on Facebook is very informative on the subject -


ইসকনদের আমার মোটেও ভালো লাগে না। পশ্চিমাভিত্তিক এ সংগঠনটি আমাদের হিন্দু ধর্মকে দ্বিধাবিভক্ত করে ফেলছে। এরা ভেতরে ভেতরে ব্রিটিশ উপনিবেশদের মত এ অঞ্চলের হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা বাধাতে চায়। আজকে মুসলমানদের ঈদের দিন ছিলো, অথচ এই দিনে তারা রথযাত্রা নামক কি একটা যেন করেছে। আমার কাছে এদের উদ্দেশ্য ভালো মনে হয় না।

এই ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ নামক এ ব্যক্তি। এ ব্যক্তি কোন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই। লেখাপড়া করেছে খ্রিস্টান মিশনারীতে। পেশায় সে ফার্মাসিউটিকাল ব্যবসায়ী। মাত্র ৪৯ বছর আগে ১৯৬৬ সালে আমেরিকায় বসে প্রভুপাদ এ সংগঠনটি তৈরী করে।
হঠাৎ উড়ে এসে জুড়ে বসা প্রভুপাদ হিন্দু ধর্মে নতুন কিছু নিয়ম চালু করেছে যেগুলো সনাতন হিন্দুদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। প্রথম থেকেই মূল ধারার হিন্দুরা প্রভুপাদের বিরোধীতা করেছে, কিন্তু সর্বদাই প্রভুপাদের পাশে থেকে উপনিবেশবাদী খ্রিস্টানরা।

ইসকন মন্দিরগুলোতে আপনি প্রবেশ করলে সহজেই বুঝতে পারবেন, এদের কার্যক্রম মিশনারীদের মত। অনেক টাকা খরচ করে এরা নিচু জাতের হিন্দুদের দলে ভিড়ায়। ঢাকায় মেথরপট্টীর পাশের এরা গড়ে তুলেছে স্বামীবাগ ইসকন মন্দির। লক্ষ্য করবেন, এদের ফেসবুক পেইজে ভারতীয়দের থেকে ইউরোপী সাদা চামড়াদের ছবি থাকে বেশি।

কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে টাকার জোরে এরা বাংলাদেশের অনেক সনাতনী মন্দির দখল করে নিচ্ছে। টাকা ছড়ানোর কারণে প্রশাসনও তাদের পক্ষ নিচ্ছে। ঢাকাস্থ স্বামীবাগের ইসকন মন্দির যায়গা আগে সনাতনদের ছিলো, কিন্তু মামলা করে সনাতনদের ভাগিয়ে মন্দির দখল করেছে ইসকনীরা।
২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলায় মূল ধারার হিন্দুদের মন্দির দখল করে নিতে যেয়ে ইসকনরা একজন হিন্দুকে খুনও করে। ঐ একই বছর তারা ঠাকুরগাও জেলার রশিক রায় জিউ মন্দিরটি দখলে নেয়। এতে ঐ এলাকার সনাতনী হিন্দুরা তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে।

সর্বশেষ আমি বলবো, আজকে একটি বিরাট সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ঈদের দিন। এ দিন হঠাৎ গজিয়ে ওঠা ইসকনীদের কথিত রথযাত্রার পেছনে ভালো উদ্দেশ্য নেই, অবশ্যই রয়েছে সাম্প্রদায়িক কূটচক্রান্ত। ব্রিটিশরা যেমন এ অঞ্চলের হিন্দু-মুসলমানদের মধ্যে বিরোধ লাগিয়ে ২০০ বছর টিকে ছিলো, ঠিক তেমনি পশ্চিমা এজেন্ট ইসকনও চাইছে এ এলাকায় দাঙ্গা বাধিয়ে দিতে, যার পেছনে হয়ত রয়েছে পশ্চিমা খ্রিস্টানদের গোপন কোন এজেন্ডা বাস্তবায়ন।

In another recent post Nayan Chatterjee makes a similar observation -

গতকাল একটা স্ট্যাটাসে ইসকনদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিলাম বলে একদল সাম্প্রদায়িক হিন্দু আমাকে যাচ্ছে-তাই বলে গালিগালাজ করেছিলো। কিন্তু আমি সত্য নাকি মিথ্যা সেটা কিন্তু ফাঁস করে দিয়েছে, বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান সৌম সরকার।

গতকাল ঈদের দিন সৌম সরকার তার ফেসবুক ফ্যান পেইজে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলো। কিন্তু এরপর ঘটে গেলো ভিন্ন অবস্থা। কমেন্টে ক্ষোভে ফেটে পড়লো সাম্প্রদায়িক হিন্দুরা। তারা যাচ্ছে-তাই বলে হেনস্থা করতে থাকলো সৌমকে। তাকে বার বার কথিত রথযাত্রার শুভেচ্ছা জানাতে বললো, কিন্তু সৌম সরকার তা বললো না। (Soumya Sarkar - Mobile Uploads | Facebook)

আসলে, সৌমের স্ট্যাটাসই প্রমাণ করে, মেইনস্ট্রিমের হিন্দুরা রথযাত্রার শুভেচ্ছা জানাতে হয় এটাই জানে না। মূলত এটা বাংলায় আমদানি করেছে পশ্চিমাপন্থী মিশনারী সংগঠন ইসকন। সংখ্যাগুরু মুসলমানদের ঈদ উৎসবের বিপরীতে একটি কিছু দাড় করানোর মত সাম্প্রদায়িক উদ্দেশ্য ছিলো তাদের।

লেখার শেষে সাম্প্রদায়িক হিন্দু দাদাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই,
পিপড়া দিয়ে যেমন হাতি ঠেলা উচিত নয়।
ঠিক তেমনি, কথিত রথযাত্রা দিয়েও ঈদের শুভেচ্ছা বন্ধ করার চেষ্টাটাও উচিত হবে না।

1610968_678671078930736_4128839143856645836_n.jpg

Gotokal Rathyatra o chilo, ebachar Rathyatra ebong Eid ekdin e poreche.

Ar Iskcon ra joddur jani Vaishnav, Hindu dharmer ekta sect bola jay. Ha, okhane foreigner der bhir beshi.
 
.
ISKCON is a global organization and in my opinion is a modern Hindu movement closer to Krishna-devotion. Their agenda is the opposite of militant Hinduism.

In Bangladesh people have the right to practice their religions as long as they have respect and sensitivity for other religions. No militant Islamism, Buddhism or Hinduism allowed.

Also - Soumya did great saying Eid Mubarak. Come next Durga or Kali Poouja - he will get a felicitation from me - guaranteed. Respect begets respect. Soumya is a Bangladeshi first and Hindu second....

As a non-communal Hindu he is one of us. Communal Hindus are welcome to go to India...

Eid is a National Holiday in Bangladesh. Don't know if Kali Puja and Durga Puja are....

There are several forms of Indian interference in Bangladesh. The first is through RAW and the second is through various Hindu social and cultural organizations which influence the politics of the country. The third method is now through aggressive Hindutva groups like the RSS which has secretly infiltrated the country.. Again Nayan Chatterjee has a view on the subject -

আজকে ইনবক্সে একজনের সাথে কথা হচ্ছিলো, বাপ্পাদিত্য বসু নামক এক ছাত্রনেতা নাকি কোন নামাজরত মুসলমানকে ‘কুত্তার বাচ্চা’ বলে গালি দিয়ে ফাঁসি চেয়েছে। ঐ ব্যক্তির দোষ সে জাতীয় পতাকার উপর নামাজ পড়ছিলো।

আমি ইনবক্সে ঐ ব্যক্তিকে বললাম, “আপনি কি জানেন বাপ্পাদিত্য বসু কোন দৃষ্টিকোন থেকে এ বক্তব্য দিয়েছে ?”

সে বললো, “কেন ? বাপ্পাদিত্য একজন সেক্যুালার ছাত্রনেতা, সে বামপন্থী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই সে স্ট্যাটাসখানা দিয়েছে”।

আমি বললাম, “আপনি শিওর তো ? কারণ আমি যতটুকু দেখেছি শাহবাগ আন্দোলনের নেতাকর্মীরা প্রায়শ:ই জাতীয় পতাকার উপর বসে আড্ডা দিতো, এ ছবিও ফেসবুকে প্রচার হয়েছে। তখন বাপ্পাদিত্য তাদের ফাঁসি চায়নি কেন ?”

ঐ ব্যক্তি বললো: “দেখুন, বাপ্পাদিত্য সেক্যুলার সংগঠনের সাথে জড়িত, কোন সাম্প্রদায়িক সংগঠনের নয়। তাই তার এ প্রতিবাদ সেক্যুলার মানসিকতার ফসল।”

আমি বললাম: ধূর মিয়া ! আপনি কিছুই জানেন না। বাপ্পাদিত্য উপর দিয়ে বামপন্থী ছাত্রমৈত্রি করে, কিন্তু ভেতরে ভেতরে সে উগ্রবাদী হিন্দু সংগঠনের সাথে জড়িত। সে উগ্রহিন্দুত্ববাদী আরএসএস’র চট্টগ্রাম ভিত্তিক শাখা সংগঠন ‘সনাতন’ এর সাথে জড়িত। এমনকি সনাতনের অনেক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে সে পুরষ্কার পর্যন্ত বিতরণ করে।

ঐ ব্যক্তি বললো: এগুলো কি বলছেন, ‘সনাতন’ এটা আবার কোন সংগঠন। এদের কাজ কি?

আমি বললাম: দেখুন, আপনারা বাংলাদেশে থাকেন ঠিকই। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, তার কিছুই জানেন না। বাংলাদেশে আরএসএস’র এজেন্ডা বাস্তাবায়নে যারা কাজ করছে তাদের অন্যতম হচ্ছে এই ‘সনাতন’। ‘সনাতন’ সংগঠনটির ফেসবুকে একটা সিক্রেট গ্রুপ আছে (লিঙ্ক: www.facebook.com/groups/shonaton/)। সিক্রেট গ্রুপ হচ্ছে এমন একটি গ্রুপ যেখানে তারা ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, কেউ খুজেও পায় না। এর সদস্য বাংলাদেশের প্রায় ২৬ হাজার হিন্দু, এদের প্রত্যেকের ধ্যান ধারণা উগ্র সাম্প্রদায়িক ও এন্টিইসলামিক। তারা এ সিক্রেট গ্রুপে প্রতিনিয়ত ইসলাম বিরোধী ও সাম্প্রায়িক স্ট্যাটাস দেয়, কিন্তু আপনারা তার কিছুই দেখতে পান না। এরা প্রত্যেকে উপর দিয়ে আপনাদের খুব বড় বন্ধু, কিন্তু ঐ সিক্রেট গ্রুপে ঢুকলে তাদের হিংস্র দাতগুলো বেড়িয়ে যায়। যেমন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন উকিল, যার নাম রাজেশ পাল (আইডি: https://www.facebook.com/rajesh.paul.1650?fref=nf) । সে উপর দিয়ে খুব ভালো্। কিন্তু ঐ গ্রুপে ঢুকে সে এ বছরের ৫ই ফেব্রুয়ারী কি স্ট্যাটাস দেয় দেখুন:

“পারস্পরিক সহযোগীতার ভিত্তিতে আমাদের কমিউনিটি রিলেশনস বিলড আপের দিকে দৃষ্টি দেয়া উচিত। মূলতঃ এর উপর ভিত্তি করেই ইহুদীরা আজ শীর্ষে অবস্হান করছেন। কয়েকটি উদাহরণ দিই। তাহলে আমার বক্তব্য সহজবোধ্য হবে। আপনার শিশুটির জন্য গৃহশিক্ষকের প্রয়োজন, অন্য ধর্মাবলম্বী না রেখে একজন সনাতনীকে সে সুযোগ দিন। কারখানায় শ্রমিক দরকার হলে সনাতনী শ্রমিক নিয়োগ দিন। ডাক্তার বা আইনজীবীর প্রয়োজন হলে একজন সনাতনী ডাক্তার বা আইনজীবীর শরণ নিন।পারিবারিক বাজার, সদাই করতে হলে হিন্দু মালিকানাধীন দোকানটি থেকে কিনুন।মেরামতের কাজে মিস্ত্রি প্রয়োজন হলে কাজটা একজন হিন্দু মিস্ত্রিকে দিন। একজন হিন্দু রোগী বা মক্কেলের থেকে ফিস নেয়ার সময় যথাসাধ্য ছাড় দিতে হবে হিন্দু ডাক্তার বা আইনজীবীদের।অফিসে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নিজ সম্প্রদায়ের মানুষদের অগ্রাধিকার দিতে হবে হিন্দু নিয়োগকর্তাদের। এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগীতার বলয় গড়ে তুলতে হবে সনাতনীদের। তাহলে ইহুদীদের মত তারাও অচিরেই হয়ে উঠবে সম্পদশালী। প্রস্তাবটি আপনাদের সদয়বিবেচনার জন্য পেশ করা হলো।” (স্ক্রিনশটটি গুগল ড্রাইভে আপলোড করা আছে, প্রয়োজনে দেখতে পারেন: https://goo.gl/hDXG8Z)

উপরের লেখাটা মূল উদ্দেশ্য মুসলমানদের বয়কট করে হিন্দুদের একত্র করা। লেখক নিজের মুখেই বলেছেন, এরমাধ্যমে আমরা ইহুদীদের মত, মানে কম সংখ্যক হয়েও ক্ষমতাশীল হয়ে উঠবো। বলাবাহুল্য মুসলমানদের বয়কট করা এবং হিন্দুদের ইহুদীদের মত সংঘবদ্ধ করাই ভারতের আএসএস’র অন্যতম নীতি। আর বাংলাদেশে আরএসএস শাখা সংগঠন ‘সনাতন’র অন্যতম নেতৃস্থানীয় সদস্য হচ্ছে কথিত সেক্যুলার নেতা বাপ্পাদিত্য বসু।

আমি নিচে কিছু স্ক্রিনশট দিচ্ছি, যেখানে আপনি নিজচোখেই দেখতে পাবেন বাপ্পাদিত্যের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘সনাতন’ সম্পৃক্ততা। যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন, নামাজরত ব্যক্তিকে কুত্তার বাচ্চা বলে গালি দেওয়ার পেছনে বাপ্পাদিত্যের কোন ধরনের সাম্প্রদায়িক ইনটেনশন কাজ করছে।
১) Capture 4.PNG - Google Drive
২) Capture.PNG - Google Drive
৩) Capture 6.PNG - Google Drive
৪) Capture 3.PNG - Google Drive
৫) Capture 5.PNG - Google Drive
 
.
On a serious note (I mean extra serious note, otherwise I am always serious :angel: ), does 1947 has any significance in present Bangladesh? I asked this question once here, and I was told that common people in Bangladesh don't even know much about 1947 and the freedom movement preceding it, neither it is celebrated in any way there. Bangladeshi school curriculum has little or no mention about the British occupation and freedom movement of undivided India against the British. If it is true, then the freedom fighters like Netaji Subhash, Masterda Surya Sen and Deshbondhu Chittaranjan have no significance in Bangladesh!

In another thread a Pakistani (serious poster) once told me that they celebrate 1947 for their freedom from India and creation of a separate country, and not exactly for the freedom from British! Freedom fighters like Bhagat Singh who fought against the British barely have any significance in Pakistan.

It's all messed up! :(


@bongbang @Bilal9 How much space the freedom movement against British and 1947 has in the minds of Bangladeshis, and in the history books of Bangladeshi schools and colleges?

Our school history books teach all. From ancient Bengal to British and Pakistan time. But 1947 freedom is not celebrated. Only 1971 freedom is celebrated with great devotion. And 1947-1971 history is taught with another level of enthusiasm.
 
.
There are several forms of Indian interference in Bangladesh. The first is through RAW and the second is through various Hindu social and cultural organizations which influence the politics of the country. The third method is now through aggressive Hindutva groups like the RSS which has secretly infiltrated the country.. Again Nayan Chatterjee has a view on the subject -

আজকে ইনবক্সে একজনের সাথে কথা হচ্ছিলো, বাপ্পাদিত্য বসু নামক এক ছাত্রনেতা নাকি কোন নামাজরত মুসলমানকে ‘কুত্তার বাচ্চা’ বলে গালি দিয়ে ফাঁসি চেয়েছে। ঐ ব্যক্তির দোষ সে জাতীয় পতাকার উপর নামাজ পড়ছিলো।

আমি ইনবক্সে ঐ ব্যক্তিকে বললাম, “আপনি কি জানেন বাপ্পাদিত্য বসু কোন দৃষ্টিকোন থেকে এ বক্তব্য দিয়েছে ?”

সে বললো, “কেন ? বাপ্পাদিত্য একজন সেক্যুালার ছাত্রনেতা, সে বামপন্থী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই সে স্ট্যাটাসখানা দিয়েছে”।

আমি বললাম, “আপনি শিওর তো ? কারণ আমি যতটুকু দেখেছি শাহবাগ আন্দোলনের নেতাকর্মীরা প্রায়শ:ই জাতীয় পতাকার উপর বসে আড্ডা দিতো, এ ছবিও ফেসবুকে প্রচার হয়েছে। তখন বাপ্পাদিত্য তাদের ফাঁসি চায়নি কেন ?”

ঐ ব্যক্তি বললো: “দেখুন, বাপ্পাদিত্য সেক্যুলার সংগঠনের সাথে জড়িত, কোন সাম্প্রদায়িক সংগঠনের নয়। তাই তার এ প্রতিবাদ সেক্যুলার মানসিকতার ফসল।”

আমি বললাম: ধূর মিয়া ! আপনি কিছুই জানেন না। বাপ্পাদিত্য উপর দিয়ে বামপন্থী ছাত্রমৈত্রি করে, কিন্তু ভেতরে ভেতরে সে উগ্রবাদী হিন্দু সংগঠনের সাথে জড়িত। সে উগ্রহিন্দুত্ববাদী আরএসএস’র চট্টগ্রাম ভিত্তিক শাখা সংগঠন ‘সনাতন’ এর সাথে জড়িত। এমনকি সনাতনের অনেক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে সে পুরষ্কার পর্যন্ত বিতরণ করে।

ঐ ব্যক্তি বললো: এগুলো কি বলছেন, ‘সনাতন’ এটা আবার কোন সংগঠন। এদের কাজ কি?

আমি বললাম: দেখুন, আপনারা বাংলাদেশে থাকেন ঠিকই। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, তার কিছুই জানেন না। বাংলাদেশে আরএসএস’র এজেন্ডা বাস্তাবায়নে যারা কাজ করছে তাদের অন্যতম হচ্ছে এই ‘সনাতন’। ‘সনাতন’ সংগঠনটির ফেসবুকে একটা সিক্রেট গ্রুপ আছে (লিঙ্ক: www.facebook.com/groups/shonaton/)। সিক্রেট গ্রুপ হচ্ছে এমন একটি গ্রুপ যেখানে তারা ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, কেউ খুজেও পায় না। এর সদস্য বাংলাদেশের প্রায় ২৬ হাজার হিন্দু, এদের প্রত্যেকের ধ্যান ধারণা উগ্র সাম্প্রদায়িক ও এন্টিইসলামিক। তারা এ সিক্রেট গ্রুপে প্রতিনিয়ত ইসলাম বিরোধী ও সাম্প্রায়িক স্ট্যাটাস দেয়, কিন্তু আপনারা তার কিছুই দেখতে পান না। এরা প্রত্যেকে উপর দিয়ে আপনাদের খুব বড় বন্ধু, কিন্তু ঐ সিক্রেট গ্রুপে ঢুকলে তাদের হিংস্র দাতগুলো বেড়িয়ে যায়। যেমন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন উকিল, যার নাম রাজেশ পাল (আইডি: Rajesh Paul | Facebook) । সে উপর দিয়ে খুব ভালো্। কিন্তু ঐ গ্রুপে ঢুকে সে এ বছরের ৫ই ফেব্রুয়ারী কি স্ট্যাটাস দেয় দেখুন:

“পারস্পরিক সহযোগীতার ভিত্তিতে আমাদের কমিউনিটি রিলেশনস বিলড আপের দিকে দৃষ্টি দেয়া উচিত। মূলতঃ এর উপর ভিত্তি করেই ইহুদীরা আজ শীর্ষে অবস্হান করছেন। কয়েকটি উদাহরণ দিই। তাহলে আমার বক্তব্য সহজবোধ্য হবে। আপনার শিশুটির জন্য গৃহশিক্ষকের প্রয়োজন, অন্য ধর্মাবলম্বী না রেখে একজন সনাতনীকে সে সুযোগ দিন। কারখানায় শ্রমিক দরকার হলে সনাতনী শ্রমিক নিয়োগ দিন। ডাক্তার বা আইনজীবীর প্রয়োজন হলে একজন সনাতনী ডাক্তার বা আইনজীবীর শরণ নিন।পারিবারিক বাজার, সদাই করতে হলে হিন্দু মালিকানাধীন দোকানটি থেকে কিনুন।মেরামতের কাজে মিস্ত্রি প্রয়োজন হলে কাজটা একজন হিন্দু মিস্ত্রিকে দিন। একজন হিন্দু রোগী বা মক্কেলের থেকে ফিস নেয়ার সময় যথাসাধ্য ছাড় দিতে হবে হিন্দু ডাক্তার বা আইনজীবীদের।অফিসে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নিজ সম্প্রদায়ের মানুষদের অগ্রাধিকার দিতে হবে হিন্দু নিয়োগকর্তাদের। এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগীতার বলয় গড়ে তুলতে হবে সনাতনীদের। তাহলে ইহুদীদের মত তারাও অচিরেই হয়ে উঠবে সম্পদশালী। প্রস্তাবটি আপনাদের সদয়বিবেচনার জন্য পেশ করা হলো।” (স্ক্রিনশটটি গুগল ড্রাইভে আপলোড করা আছে, প্রয়োজনে দেখতে পারেন: https://goo.gl/hDXG8Z)

উপরের লেখাটা মূল উদ্দেশ্য মুসলমানদের বয়কট করে হিন্দুদের একত্র করা। লেখক নিজের মুখেই বলেছেন, এরমাধ্যমে আমরা ইহুদীদের মত, মানে কম সংখ্যক হয়েও ক্ষমতাশীল হয়ে উঠবো। বলাবাহুল্য মুসলমানদের বয়কট করা এবং হিন্দুদের ইহুদীদের মত সংঘবদ্ধ করাই ভারতের আএসএস’র অন্যতম নীতি। আর বাংলাদেশে আরএসএস শাখা সংগঠন ‘সনাতন’র অন্যতম নেতৃস্থানীয় সদস্য হচ্ছে কথিত সেক্যুলার নেতা বাপ্পাদিত্য বসু।

আমি নিচে কিছু স্ক্রিনশট দিচ্ছি, যেখানে আপনি নিজচোখেই দেখতে পাবেন বাপ্পাদিত্যের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘সনাতন’ সম্পৃক্ততা। যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন, নামাজরত ব্যক্তিকে কুত্তার বাচ্চা বলে গালি দেওয়ার পেছনে বাপ্পাদিত্যের কোন ধরনের সাম্প্রদায়িক ইনটেনশন কাজ করছে।
১) Capture 4.PNG - Google Drive
২) Capture.PNG - Google Drive
৩) Capture 6.PNG - Google Drive
৪) Capture 3.PNG - Google Drive
৫) Capture 5.PNG - Google Drive

Excellent post. I think we should start identifying and targeting these individuals. Such behavior is illegal, communal and cannot be tolerated. I'm sure SHW is not doing anything so we have to start underground movement to inform the public about these activities.

It is regrettable that when we distribute help to the poor we don't look at it communally but this group is communal to the core and only helping Hindus. Such activity is contrary to our national secular philosophy.
 
Last edited:
. .
On a serious note (I mean extra serious note, otherwise I am always serious :angel: ), does 1947 has any significance in present Bangladesh? I asked this question once here, and I was told that common people in Bangladesh don't even know much about 1947 and the freedom movement preceding it, neither it is celebrated in any way there. Bangladeshi school curriculum has little or no mention about the British occupation and freedom movement of undivided India against the British. If it is true, then the freedom fighters like Netaji Subhash, Masterda Surya Sen and Deshbondhu Chittaranjan have no significance in Bangladesh!

In another thread a Pakistani (serious poster) once told me that they celebrate 1947 for their freedom from India and creation of a separate country, and not exactly for the freedom from British! Freedom fighters like Bhagat Singh who fought against the British barely have any significance in Pakistan.

It's all messed up! :(


@bongbang @Bilal9 How much space the freedom movement against British and 1947 has in the minds of Bangladeshis, and in the history books of Bangladeshi schools and colleges?

Everyone knows about 1947 and the complete history is well-covered in all curricula.

There is absolutely no attempt to hide this history. Why should they?

They also know the following,

"The United Bengal proposal was the bid made by Bengali political leaders Huseyn Shaheed Suhrawardy and Sarat Chandra Bose to found a united and independent nation-state of Bengal.[1][2] The proposal was floated as an alternative to the partition of Bengal on communal lines. The initiative failed due to communal conflict between Muslims and Hindusthat eventually led to the second partition of Bengal. ------ Ideological visions for a "Greater Bengal" also included the regions of Assam and districts of Bihar. Suhrawardy and Bose sought the formation of a coalition government between Bengali Congress and the Bengal Provincial Muslim League. Proponents of the plan urged the masses to reject communal divisions and uphold the vision of a united Bengal. In a press conference held in Delhi on April 27, 1947 Suhrawardy presented his plan for a united and independent Bengal and Abul Hashim issued a similar statement in Calcutta on April 29. A few days later, Sarat Chandra Bose put forward his proposals for a "Sovereign Socialist Republic of Bengal."

United Bengal was summarily opposed by Nehru and Patel and went nowhere.
 
.
“পারস্পরিক সহযোগীতার ভিত্তিতে আমাদের কমিউনিটি রিলেশনস বিলড আপের দিকে দৃষ্টি দেয়া উচিত। মূলতঃ এর উপর ভিত্তি করেই ইহুদীরা আজ শীর্ষে অবস্হান করছেন। কয়েকটি উদাহরণ দিই। তাহলে আমার বক্তব্য সহজবোধ্য হবে। আপনার শিশুটির জন্য গৃহশিক্ষকের প্রয়োজন, অন্য ধর্মাবলম্বী না রেখে একজন সনাতনীকে সে সুযোগ দিন। কারখানায় শ্রমিক দরকার হলে সনাতনী শ্রমিক নিয়োগ দিন। ডাক্তার বা আইনজীবীর প্রয়োজন হলে একজন সনাতনী ডাক্তার বা আইনজীবীর শরণ নিন।পারিবারিক বাজার, সদাই করতে হলে হিন্দু মালিকানাধীন দোকানটি থেকে কিনুন।মেরামতের কাজে মিস্ত্রি প্রয়োজন হলে কাজটা একজন হিন্দু মিস্ত্রিকে দিন। একজন হিন্দু রোগী বা মক্কেলের থেকে ফিস নেয়ার সময় যথাসাধ্য ছাড় দিতে হবে হিন্দু ডাক্তার বা আইনজীবীদের।অফিসে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে নিজ সম্প্রদায়ের মানুষদের অগ্রাধিকার দিতে হবে হিন্দু নিয়োগকর্তাদের। এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগীতার বলয় গড়ে তুলতে হবে সনাতনীদের। তাহলে ইহুদীদের মত তারাও অচিরেই হয়ে উঠবে সম্পদশালী। প্রস্তাবটি আপনাদের সদয়বিবেচনার জন্য পেশ করা হলো।” (স্ক্রিনশটটি গুগল ড্রাইভে আপলোড করা আছে, প্রয়োজনে দেখতে পারেন: https://goo.gl/hDXG8Z)

The link provided for the alleged text is not a Google drive link, it's a facebook link, AND IT'S NOT WORKING! There is nothing to verify the allegation! :)

আমি নিচে কিছু স্ক্রিনশট দিচ্ছি, যেখানে আপনি নিজচোখেই দেখতে পাবেন বাপ্পাদিত্যের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘সনাতন’ সম্পৃক্ততা। যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন, নামাজরত ব্যক্তিকে কুত্তার বাচ্চা বলে গালি দেওয়ার পেছনে বাপ্পাদিত্যের কোন ধরনের সাম্প্রদায়িক ইনটেনশন কাজ করছে।
১) Capture 4.PNG - Google Drive
২) Capture.PNG - Google Drive
৩) Capture 6.PNG - Google Drive
৪) Capture 3.PNG - Google Drive
৫) Capture 5.PNG - Google Drive

I couldn't find anything in the above links that supports the allegations that "Sanatan" is a "উগ্র হিন্দুত্ববাদী সংগঠন"! :)
 
.
The great 'Snow Queen' wants to change the 'Devanagari' script of Bangla language. Should we make a Petition to change the Devanagari script of Bangla!?

So I have an idea. Why not change the entire Bangladesh for God's sake? There are numerous cities, districts in BD named after Hindu Devta (gods in english), Devi (goddess in English).

Dhaka ( Main city is named after Dhakeshwari Hindu mandir)

Narayanganj (Narayan is Hindu god)

Laxmipur (Laxmi is Hindu goddess)

Gopalganj (Gopal is Hindu god Krishna)

Brahman Baria (Brahman is the Hindu main supreme God)

Rampura, Rampur (Ram is Hindu god)

Raipur (Rai / Ray is Hindu surname)

These are just few names. There are numerous more 'Malaun' district, city, village names in Bangladesh.

Krishna Chura (Its not city, its the name of most grown flower in BD.
Its called Delonix regia in English, Gulmohar in Hindi-Urdu)

19449371c568190a294e4a414060a3404f2c1936.jpg


A major river is called 'Brahma Putra' (Son of Hindu supreme God Brahma)

So 80% Bangladesh is already a 'Malaun' Bangladesh. So why not make a petition to change 'Malaun' names of Bangladesh?

If one can make a petition to change the mother language, so there should not be any problem changing Hindu names of Bangladesh. What do you guys think? Esp. @The Snow Queen and @kalu_miah

Since you brought up Krishna Chura - why leave out yellow Radha Chura (Caesalpinia pulcherrima forma flava). Or the violet variety (jacaranda - don't know the Indian name).

269206_4194392420863_866095331_n.jpg


Jacaranda1212.jpg


The link provided for the alleged text is not a Google drive link, it's a facebook link, AND IT'S NOT WORKING! There is nothing to verify the allegation! :)



I couldn't find anything in the above links that supports the allegations that "Sanatan" is a "উগ্র হিন্দুত্ববাদী সংগঠন"! :)

I got to the Facebook login page. You can't get in if you don't have login ID and PWD.

And they don't make communal posts on Facebook - they'll get shut down.

More from Munshi as he digs deeper....

The allegations if true are quite shameful to say the least.
 
.
Nope, we should stick to the names of great sons of the soil unless someone was anti-Muslim like Bankim Chandra. We should shed all English/British names unless someone was pro-people. Names like Netaji Subash, Deshbandhu, Uttam-Suchitra, Sarat Chandra, Samoresh Basu, Sunil Gangopadhya, Manna Dey, Nirod Chow, PC Sarkar, Hemanta, Satyajit Ray, etc should be retained/allowed. Allama Iqbal, MA Jinnah, Gen Azam Khan, Gen Umrao Khan, FM Ayub, Akhtar Hamid Khan, Gov Shaesta Khan, Gen Mir Jumla, Gen Bujurg Umed Khan, the great Sultans of Bengal and Suri monarchs, the great saints as well as the great Mughals should be remembered through naming institutions, roads/bridges, etc.
u forgot the greats like Bhutto, Tikka khan, Yahya khan , Gen niazi etc !
 
. .
বাপ্পাদিত্য বসু নামক এক ছাত্রনেতা নাকি কোন নামাজরত মুসলমানকে ‘কুত্তার বাচ্চা’ বলে গালি দিয়ে ফাঁসি চেয়েছে। ঐ ব্যক্তির দোষ সে জাতীয় পতাকার উপর নামাজ পড়ছিলো।

স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাযের উদার জমিন ।
Loving the national flag they can do whatever they want. Taboo with national flags can be seen among Indians. We shouldn't follow the same as liberal forward looking people.
 
.
dont worrie we will not found any off these maalun voice when hasina leave and zia comes in
 
.

Pakistan Affairs Latest Posts

Country Latest Posts

Back
Top Bottom