What's new

Recognizing india is enemy - is the biggest accomplishment for Bangladeshis

.
“ভারতের বৈদেশিক আয়ের তৃতীয় সোর্স বাংলাদেশ”!
Bangladesh now third source of Indians earning.

18157289_1901252756789850_5831418274356114825_n.jpg

শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭

এখন “ভারতের বৈদেশিক আয়ের তৃতীয় সোর্স বাংলাদেশ”!
আগে ছিল পঞ্চম। এর নাম বুঝি- শণৈ শণৈ উন্নতি!
12-14,00,000 Indians transfering US Dollars from Bangladesh.
১২/১৪ লাখ ভারতীয়রা নামে বেনামে কাজ করে ডলার পাঠায় নিজ দেশে! বাংলাদেশের গার্মেন্ট খাতের মিড ও টপ লেভেল, মোবাইল কোম্পানী, আইটি, হাসপাতাল, হোটেল, ফ্যাশন ডিজাইন হাউজ গুলার মিড ও টপ লেভেল সব দাদাদের দখলে। অথচ সবগুলি সেক্টরের জন্য পর্যাপ্ত শিক্ষিত এবং দক্ষ লোকবল বাংলাদেশের আছে। কেবল দরকার রাষ্ট্রীয় নিয়ন্ত্রন ও সরকারী বেসরকারী ব্যবস্থাপনার আগ্রহ। এদেশের অর্থনীতিকরা, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এফবিসিসিআই, বিভিন্ন সেক্টর করপোরেশন, পেশাজীবিরা সবাই মুখ বন্ধ করে আছে। আর বর্তমান হাসিনা দাসীর অবৈধ সরকার তো দুই পায়ে খাড়া! যেনো ভারতের জন্য উন্মুক্ত করে রেখেছে ব্যবসা বানিজ্য সহ সকল শূন্যপদ।

এছাড়া ভারতের অফিসিয়াল সূত্রের খবর “চিকিৎসাসেবা” নিতে ১ বছরে বাংলাদেশ থেকে ভারতে গেছে ৩৪ কোটি ৩৫ লাখ ডলার। ২০১৫-১৬ অর্থবছরে ভারতে চিকিৎসাসেবা গ্রহণকারী বিদেশী নাগরিকদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল বাংলাদেশী। অর্থবছরটিতে ভারতে চিকিৎসাসেবা নিয়েছে মোট ৪ লাখ ৬০ হাজার জন বিদেশী। এর মধ্যে বাংলাদেশ থেকেই গেছে ১ লাখ ৬৫ হাজার জন। তথ্যমতে, ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ৫৮ হাজার বাংলাদেশী নাগরিককে মেডিকেল ভিসা দিয়েছে ভারত। তবে পর্যটন ভিসায় ভারতে যাওয়া বাংলাদেশীদের অধিকাংশেরই লক্ষ্য থাকে চিকিৎসা নেয়া। ভারতে রোগীপ্রতি ব্যয়েও ওপরের দিকে রয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে পাকিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। ভারতে চিকিৎসা গ্রহণে বাংলাদেশী রোগীদের ক্ষেত্রে জনপ্রতি ব্যয় হয়েছে গড়ে ২ হাজার ৮৪ ডলার।

ভারতে বিদেশী পর্যটকের উৎস দেশ হিসেবেও বাংলাদেশ এখন শীর্ষে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০১৬ সালে বাংলাদেশ থেকে ভারতে গেছে ১৩ লাখ ৭০ হাজার পর্যটক, ২০১৫ সালের চেয়ে যা ২১ শতাংশ বেশি।

রানা প্লাজা দুর্ঘটনার পর গত ৪ বছরে দেশের ছোট-মাঝারি প্রায় দেড় হাজার গার্মেন্ট কারখানা বন্ধ হয়েছে। বন্ধ হওয়া জনিত এসব পোষাকের বেশীর ভাগ অর্ডার চলে গেছে ভারতে। কেবল বন্ধ হওয়া নয়, বাংলাদেশের বহু চালু কারখানার মালিকানাও কিনে নিয়েছে ভারতীয়রা। অনেক বড় বড় ব্রান্ডের অর্ডার নেমে এসেছে এক চতুর্থাংশে, চলে গেছে ভারতে।
প্রতিবছর ভারত থেকে শত শত শিল্পী ও পারফরমাররা এসে ঢাকা শহর মাতিয়ে যায়, হাজার হাজার কোটি টাকা নিয়ে যায় বিনা হিসাব ও ট্যাক্সে। পৃথিবীর কোথাও বোধ এমন দেউলিয়া জাতি আর দ্বিতীয়টি নাই।

…………হায়রে বাংলাদেশ! একাত্তরের যুদ্ধে সাহায্য করার দায়শোধ কি এভাবেই করতে হবে আজীবন? ওরা সব কিছু লুটেপুটে নিয়ে যাচ্ছে, কিন্তু দেখার কেউ নাই। এদেশের জনগন যে কবে বুঝবে আর লড়বে?

http://www.roshikhakim.com/2017/04/28/ভারতের-বৈদেশিক-আয়ের-তৃত/

hundi.jpg




h 2.jpg

http://epaper.newagebd.net/
 
.
Why would it go unnoticed? That's just against the whole idea.

The message is, as long as India behaves, we will reciprocate. Otherwise, we can also have different plans.

Explain how India is misbehaving with respect to BD. You are a sovereign country with your own institutions but weak in leadership and governance. What you need is a strong leader and good governance. We can only work with leaders who you elect.

Other than water issue I don't see anything major that is the cause of this anxiety.

You are free to go to China as a remedial measure to show your displeasure but it will be at a cost to our cooperation.

I see a lot of positives that have taken place between our countries. Like the exchange of enclaves and resolving the border issues. Fright transit through your country to our far east. Sharing of our excess electricity of 600MW. Building of power stations to augment your power shortages. Another 5 billion dollar credit line was announced recently including $500 million for arms purchases from India. Our bilateral trade increased by 17% from previous year.

“ভারতের বৈদেশিক আয়ের তৃতীয় সোর্স বাংলাদেশ”!
Bangladesh now third source of Indians earning.

This has been debunked multiple times on PDF. It has not been verified by both our governments.
 
.
india is not our enemy it is a lie big one
we cannot live with out mother india :)
we do as they say :)
we can never beat mother india
 
.
india is not our enemy it is a lie big one
we cannot live with out mother india :)
we do as they say :)
we can never beat mother india

only awami league leaders and looters in power with indian backing think like you. But thanks for revealing yourself.
 
.
only awami league leaders and looters in power with indian backing think like you. But thanks for revealing yourself.

Considering his other posts, I'm absolutely certain that was sarcasm. But I'll let @bdslph speak for himself.
 
.
Explain how India is misbehaving with respect to BD. You are a sovereign country with your own institutions but weak in leadership and governance. What you need is a strong leader and good governance. We can only work with leaders who you elect.

Other than water issue I don't see anything major that is the cause of this anxiety.

You are free to go to China as a remedial measure to show your displeasure but it will be at a cost to our cooperation.

I see a lot of positives that have taken place between our countries. Like the exchange of enclaves and resolving the border issues. Fright transit through your country to our far east. Sharing of our excess electricity of 600MW. Building of power stations to augment your power shortages. Another 5 billion dollar credit line was announced recently including $500 million for arms purchases from India. Our bilateral trade increased by 17% from previous year.



This has been debunked multiple times on PDF. It has not been verified by both our governments.

Water withdrawal from common rivers, barriers on Bangladeshi products to enter the Indian market, border killings. All these issues are going on for decades but India is still reluctant to solve them.
 
.
Water withdrawal from common rivers, barriers on Bangladeshi products to enter the Indian market, border killings. All these issues are going on for decades but India is still reluctant to solve them.

There are no tariffs that are specific to Bangladesh. These barriers or tariffs apply to all countries that trade with India. It is not BD specific. The trade is skewed in India favor is because you import more from India than you export. Border killings have come down drastically after the issue came to light by Human rights organizations. There is a lot that can be done to bring these killings to zero. There is no need to kill people if they are just crossing the border to eke out a living.

BD should do more to contain the illegal border crossing and smugglers of cattle. We have fenced up in most areas along the border to contain illegal aliens. BD has to do her part to fence other areas and cooperate with India. It should educate its citizens not cross illegally and face the ire and wrath of BSF.
 
.
Recognizing india is enemy - is the biggest accomplishment for Bangladeshis

Recognizing india is enemy of Bangladesh - is the biggest accomplishment for Bangladeshis, that was the assessment made by popular English daily editor. Nurul Kabil who represent ultra-secular camp in Bangladesh made his observation when a TV talk show asked questions about india Bangladesh relation and latest visit of Hasina.

He clearly spelled out, india can keep few puppets but absolute majority of Bangladeshis see india as enemy. According to the editor, his observation is based on meeting and talking to people from cross section of Bangladeshi society – ordinary people, political leaders, professionals and youths. Renowned editor made case by case analysis how india made itself enemy to people of Bangladesh and to Bangladesh as a country.

1) India depriving Bangladesh from rightful share of water in common rivers using one pretext after another.

2) India blatantly interfered in Bangladesh election, installed an autocratic regime and destroyed democratic process.

3) Bangladesh is source of $15 billion dollars export and remittance earning for india. Yet, india prevent Bangladesh export of even few million dollars using tariff, para tariff and using other flimsy excuses.

4) India relentlessly killing Bangladeshis at border.

5) India gained corridor through Bangladesh using awami league regime, in virtually free of cost.

6) But india prevents Bangladeshi companies to do business with Nepal and Bhutan by putting condition and asking to do business through indian companies.

7) India blatantly interfered in Bangladesh election and installed an autocratic regime.

…….

When asked how about loans india provided to Bangladesh. Editor explained indian loans is just another way india trying to increase sale of indian goods and services and create a captive market. Because condition for indian loan is buying Indian good and services with the money. According to the Editor, indian foreign policy establishment and policy heavily directed by age old “Chanyka” and that cannot be base for any friendship with any country, specially with South Asian countries.

Video of the interview:

Interview article in Bangla:

ভারত আমাদের শত্রু বুঝতে পারাই বড় অর্জন -নূরুল কবীর
| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম
স্টাফ রিপোর্টার : প্রখ্যাত সাংবাদিক ইংরেজি দৈনিক নিউ এইজ সম্পাদক নূরুল কবির বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বাংলাদেশের অর্জন নেই বলা যাবে না। বড় অর্জন হলো ভারতকে চিনতে পারা। ভারত যে আমাদের (বাংলাদেশ) শত্রু এটার প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনার দিল্লি সফরে। বাংলাদেশের ভূ-খন্ডের মধ্য দিয়ে একরাজ্য থেকে আরেক রাজ্যে ভারত দ্রব্যাদি, পণ্য নিয়ে যাচ্ছে। এতে খারাপ কিছু দেখি না; গোঁড়ামির কিছু নেই। নেপাল এবং ভুটানের সঙ্গে ব্যবসা করতে চাইলে তারা মধ্যস্বত্বভোগীর মতো ব্যবসা চায় কেন? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির চাণক্যপুরীতে। তারা চাণক্যনীতিতে অভ্যস্ত। তাই ভারত কখনোই প্রতিবেশী দেশের বন্ধু হতে পারে না। গতকাল চ্যানেল আই-এর টকশো তৃতীয় মাত্রায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করছে; আর বিএনপি করছে ধর্মকেন্দ্রিক রাজনীতি। জিল্লুর রহমানের সঞ্চালনায় টকশোর নুরুল কবিরের বক্তব্যের চুম্বক অংশ তুলে ধরা হলো।
নূরুল কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর একটা দিক থেকে সফল। একটা দেশের দু’একটা রাজনৈতিক দল এবং গুটিকয়েক বুদ্ধিজীবী যেই প্রতিবেশীকে বন্ধু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে। তারা যে আসলে বন্ধু নয়, এদেশের মানুষ এ সফরের মাধ্যমে এটা বুঝতে পেরেছে। রাষ্ট্র যেহেতু একটি রাজনৈতিক ব্যবস্থা, সে রাষ্ট্রকে টিকে থাকার জন্য তার যেমন শত্রæ-মিত্র চেনা দরকার। রাষ্ট্র থাকলেই ব্যবস্থা-বাণিজ্য, বিদ্যা-শিক্ষা, আয়-উন্নতি হওয়ার কথা। ফলে একটা বৃহৎ প্রতিবেশী যে বন্ধু নয়, সেটা বুঝতে পারা একটা ভীষণ রাজনৈতিক সাফল্য।
কেননা তিস্তা নদীসহ ৫৪টি অভিন্ন নদীর পানি ন্যায্য হিসা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের পাওয়ার কথা তার কোনোটিই হয়নি। তিস্তা চুক্তি হয় হয় করেও শেষ পর্যন্ত হয়নি। ভারতের কিছু কিছু মিডিয়া যারা বাংলাদেশের স্বার্থবিরোধী তারা এবং এখানেও (বাংলাদেশে) কেউ কেউ মিনমিনিয়ে বলার চেষ্টা করেছে, যে মমতা ব্যানার্জি নাকি এটা করতে দিচ্ছে না। আমরা সবাই জানি, ভারতের সংবিধান অনুযায়ী বিদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে অথবা সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে অর্থাৎ তার পররাষ্ট্রবিষয়ক ব্যাপার কেন্দ্রীয় সরকারের জুরিসডিকশনই একমাত্র জুরিসডিকশন। সেখানে রাজ্যগুলোর কিছুই করার থাকে না। এখানে খুব স্পষ্ট করে বোঝা যায়, পশ্চিমবঙ্গকে আসলে কেন্দ্রীয় সরকার বা রাজনৈতিক ও কূটনৈকিতকরা একটা উপলক্ষ হিসেবে ধরে নিয়ে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করতে চায়। বছরের পর বছর যে রাষ্ট্র তার নিকটতম প্রতিবেশীকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য পাওনা দেয় না। তাকে বন্ধু মনে করার যুক্তিসঙ্গত কারণ বাংলাদেশের মানুষ দেখে বলে আমার মনে হয় না।

- See more at: https://www.dailyinqilab.com/article/76826/ভারত-আমাদের-শত্রু-বুঝতে-পারাই-বড়-অর্জন--নূরুল-কবীর#sthash.VoEkYBYD.dpuf

Good one but now it's time to focus on your Military Power. I can't believe myself I am going to say this but Bangladesh right now needs to start thinking and acting like Israel. You need not only very strong Army and Navy but a seriously massive Air Force also and from that I mean at least 250 4.5++ Fighter Jets as part of your Air Force. You have two neighbors and both are hostile to you so time to gear up.
 
.
There are no tariffs that are specific to Bangladesh. These barriers or tariffs apply to all countries that trade with India. It is not BD specific. The trade is skewed in India favor is because you import more from India than you export. Border killings have come down drastically after the issue came to light by Human rights organizations. There is a lot that can be done to bring these killings to zero. There is no need to kill people if they are just crossing the border to eke out a living.

BD should do more to contain the illegal border crossing and smugglers of cattle. We have fenced up in most areas along the border to contain illegal aliens. BD has to do her part to fence other areas and cooperate with India. It should educate its citizens not cross illegally and face the ire and wrath of BSF.

You need to get proper information before discussing.
http://en.prothom-alo.com/bangladesh/news/135207/India-imposes-‘anti-dumping’-duty-on-Bangladeshi
India imposes ‘anti-dumping’ duty on Bangladeshi jute goods

Many other Bangladeshi products are also victims of anti-dumping duties i.e. lead batteries chemicals etc. Plus there are many non-tariff barriers imposed by India on Bangladeshi exports. As far as border killing goes, we don't see any drug smuggler or terrorists getting killed by BSF, the only victims are poor cattle traders. Which means your BSF is a highly corrupt agency for which Bangladeshis are suffering.

 
.
You need to get proper information before discussing.
India imposes ‘anti-dumping’ duty on Bangladeshi jute goods

Many other Bangladeshi products are also victims of anti-dumping duties i.e. lead batteries chemicals etc. Plus there are many non-tariff barriers imposed by India on Bangladeshi exports. As far as border killing goes, we don't see any drug smuggler or terrorists getting killed by BSF, the only victims are poor cattle traders. Which means your BSF is a highly corrupt agency for which Bangladeshis are suffering.

Yet our bilateral trade has increased by 17% last year. There is no point in shipping products that we compete domestically to export and consume. If you think India is unfair to BD then you can go complain to WTO.
Regarding border killings I am with you that it is avoidable and a mechanism has to be set up to stop these border shoot outs. To give you the scale of smuggling that takes place at the border is mind boggling. It is in billions of dollars and one estimate is that it is bigger than the official bilateral trade i.e. about $6 billion presently. So, you can see how much of nefarious activities take place at the border. Manning the 2000 km border is a herculean task to say the least.
 
. . .
Every country is each others enemy, welcome to International diplomacy.
 
.
. muslims can never be friends with hindus or buddhists.

What kind of BS is this? many Buddhist majority countries have friendly relations with Pakistan. Nepal, Sri Lanka (Hindu Majority) have good relations with us.

Get lost.We don't carry that stupid ideology of yours that Muslim can't mix with people from other religion.And bring jammat for what?To be slaves of you Pakistani illiterates?We will destroy your stupid pet jamaati dogs.

Its not Pakistan's ideology either.
 
.
Back
Top Bottom