What's new

News from Bangladesh-Updates and Discussion

.
Obidul Kader looks very funny and uncouth...Who are the most educated ministers in BD except Abul Mal Muhit
 
Last edited:
.
He is troll but entertaining troll. I like him. please don't report his threads. Keep them coming.

648.jpeg


Obidul Kader looks very funny and uncouth...Who are the most educated ministers in BD except Abul Mal Muhit

Qualified Enough

Quader was born in Bara Rajapur village, Companiganj Upazila in Noakhali district to his parents Mosharrof Hussain and Fazilatunessa. Quader completed his matriculation with a first division from Basurhat A. H. C. Government High School and. He completed his HSC from Noakhali Government College with a place in the merit list. He obtained a bachelor's degree in political science from the University of Dhaka.
 
.
View attachment 347210



Qualified Enough

Quader was born in Bara Rajapur village, Companiganj Upazila in Noakhali district to his parents Mosharrof Hussain and Fazilatunessa. Quader completed his matriculation with a first division from Basurhat A. H. C. Government High School and. He completed his HSC from Noakhali Government College with a place in the merit list. He obtained a bachelor's degree in political science from the University of Dhaka.

education plays "zero" factor in politics, especially running govt; Muhit education is proof of that. Even being first in merit list, he is most incompetent finance minister in history of Bangladesh. And Obadul Kader now with all his education kissing indian behind ... what a waste of education. And those who holds the perception that merit alone makes a person competent shows the length of their own quality.
 
.
education plays "zero" factor in politics, especially running govt; Muhit education is proof of that. Even being first in merit list, he is most incompetent finance minister in history of Bangladesh. And Obadul Kader now with all his education kissing indian behind ... what a waste of education. And those who holds the perception that merit alone makes a person competent shows the length of their own quality.

Was replying @Skies. About Uncouth and Education. Didn't mean anything politically.


Anyway As far as I know He is one of the greatest Minds in BNP, Was a terrific student in his days. Still looks clumsy.

FB_IMG_1477735001438.jpg


বাংলার আসল ফাটা কেষ্ট :P

FB_IMG_1477735661063.jpg
FB_IMG_1477735673099.jpg
 
.
looks like pakistani moderators idiocy fallen for awami trap and moved the thread without realizing this thread has strategic importance for Bangladesh and how deep india infiltrated. This thread give context and background to Awami League statement that they will be with india against Pakistan.
No wonder Pakistan lost Bangladesh because of these type of Pakistani mentality (falling into indo awami trap) reflected in Pakistani leadership 40 years back and let india take full advantage of it. What a shame.
 
Last edited:
.
Well, no matter who appointed him but Obaidul Quader becoming the GS is indeed a strategic move by AL. He is currently one of the most popular figures in the Cabinet and more importantly he is one of those who climbed up the hierarchy from the root... Someone like him in this post will surely inspire the BCL cadres and strengthen AL's foothold in the root level politics...
 
. .
Secondly, we have issues with Jamaat. That will not change.
Of course India has issues with Jamaat, that's why they forced Hasina to hang all of their top leaders. Because India knows Jamaat will never sell BD to India like AL does. BNP has political alliance with Jamaat, which Begum Zia has vehemently crushed all attempts to break the BNP-Jamaat alliance by outsiders like AL and some insides of her party.

For that matter - most people in Bangladesh don't hate India either.
The way India is conducting border killings everyday, controlling BD army, supporting anti Islamic activities, anti India feeling is rising alarmingly, and rightly so.
 
.
Newsmakers join bdnews24.com celebrations

Editor-in-Chief Toufique Imrose Khalidi speaks at the 10th anniversary dinner of bdnews24.com
10_Toufique+Imrose+Khalidi_Ten+Terrific+Years_231016_0008.jpg
11_Ten+Terrific+Years_231016_0003.jpg


US Ambassador Marcia Bemicat arriving
10th+anniversary_Marsha+Burnicut+%282%29.jpg



Speaker Shirin Sharmin Chaudhury, Information Minister Hasanul Haq Inu, State Minister for ICT Zunaid Ahmed Palak, BTRC Chairman Shahjahan Mahmood, US Ambassador Marcia Bernicat, actress Sarah Begum Kabori and other guests join to cut the cake to mark the 10th anniversary celebrations of bdnews24.com. Top personalities from various fields joined the event at Radisson Blu hotel in Dhaka on Sunday.
12_Ten+Terrific+Years_231016_0043.jpg


Bangladesh’s foreign friend of 1971 Julian Francis joined the 10th anniversary celebration of the country’s first internet newspaper bdnews24.com on Sunday.
12_Ten+Terrific+Years_231016_0050.jpg


11_Ten+Terrific+Years_231016_0006.jpg
10_Toufique+Imrose+Khalidi_Ten+Terrific+Years_231016_0001.jpg
 
.
Afroza Abbas new Jatiyota badi Mohila Dol President

14522575_1792575534360981_735440638_o-1280x640.jpg



The new committee of Jatiyatabadi Mohila Dal, BNP’s women wing, was announced Tuesday with Afroza Abbas as its president and Sultana Ahmed as the general secretary.

Nurjahan Yasmin has been made its senior vice president, while Zeba Khan has been named the vice president, and Helen Zerin Khan was made the joint general secretary, said a BNP press release.

The Mohila Dla’s Dhaka City north and south units were also announced.

BNP secretary general Mirza Fakhrul Islam Alamgir approved the new committees following the party chairperson’s directives.

Peyara Mostafa and Amena Begum have been made Mohila Dal’s Dhaka north unit president and secretary respectively, while Razia Alim its Dhaka south unit president and Shamsunnahar Begum its general secretary.


 
.
'Amra Brahmanbarhia bashi', an organisation of people hailing from Brahmanbarhia, forms a human chain to protest the communal violence in Nasirnagar before the National Museum in Shahbagh in the city. Brahmanbarhia was the birthplace of Ustad Allauddin Khan, founder of the Maihar Gharana and therefore classical Indian Music.

Now imagine another country in South Asia taking a fearless public stand like this against communal hatred in South Asia and stand next to their fellow minority brothers/sisters - and you'd be right, there are NONE.

31_Aamra+Brammanbariabshi_081116_0005.jpg
31_Aamra+Brammanbariabshi_081116_0002.jpg
81_DU+Teachers+Samiti_081116_0001.jpg
 
. .
Bangabandhu satellite project gets ITU award in Bangkok
  • Senior Correspondent bdnews24.com
    Published: 2016-11-18 13:15:26 BdST
sat-1.jpg

Bangabandhu-1, Bangladesh’s first satellite project, has been awarded by the International Telecommunication Union.
Telecoms State Minister Tarana Halim received the award from ITU Secretary General Houlin Zhao on Thursday night at ITU Telecom World Awards 2016 held in Bangkok.

Bangladesh is given the award in the category for ‘Recognition of Excellence’, the minister said in a Facebook post.

“The world has witnessed the great strides made in telecommunication in Bangladesh through ‘Bangladesh Pavilion’ set up for the first time at the ITU Telecom World-2016, Bangkok,” she wrote.

Around 4,000 ICT professionals and government officials from across the globe participated in the international exhibition held from Nov 14 to 17.

A replica of Bangabandhu-1 was displayed at the Bangladesh Pavilion.

The minister earlier said 40 percent of the work for geostationary communications satellite projects has been completed at France’s Thales Alenia Space.

http://m.bdnews24.com/en/detail/business/1244657
 
.
বুদাপেস্ট ওয়াটার সামিট-২০১৬
ভারত ও চীনের কাছে পানির ন্যায্য হিস্যা চাইবে বাংলাদেশ
কূটনৈতিক প্রতিবেদক | ০১:১৮:০০ মিনিট, নভেম্বর ২০, ২০১৬


base_1479583825-cfgyj.jpg

ভারত ও চীনের কাছে পানির ন্যায্য হিস্যা চাইবে বাংলাদেশ
ভারত ও চীনের কাছে অভিন্ন নদীগুলোর পানি বণ্টনের ন্যায্য হিস্যা চাইবে বাংলাদেশ। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আসন্ন ওয়াটার সামিট-২০১৬ সামনে রেখে বর্তমানে এ বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পানিসম্পদ ব্যবস্থাপনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার উদ্দেশ্যে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বুদাপেস্ট ওয়াটার সামিট-২০১৬’। সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে ২৮-৩০ নভেম্বর। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের সঙ্গে অভিন্ন ৫৪ নদীর ও চীনের কাছ থেকে ব্রহ্মপুত্র নদের পানি বণ্টন সমস্যার ন্যায্য সমাধান চাওয়া হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পানিসম্পদ, পররাষ্ট্র, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের যোগ দেয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, প্রতিবেশী দেশ ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৫৪টি নদী। এক গঙ্গা বাদে আর কোনো অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশ এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি। অন্যদিকে তিব্বত (চীন) থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করা ব্রহ্মপুত্র নদের পানি বণ্টন নিয়েও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে পানি বণ্টনের বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান চাইছে বাংলাদেশ।

জানা গেছে, পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন সমস্যার স্থায়ী সমাধান খুঁজছে ঢাকা। এ বিষয়ে প্রতিবেশী দেশটির কাছে এরই মধ্যে প্রস্তাবনাও দেয়া হয়েছে। প্রস্তাবনায় দুই দেশের অভিন্ন নদীগুলোর সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা গ্রহণ ছাড়াও হলিস্টিক পদ্ধতিতে বণ্টন ও অববাহিকা ব্যবস্থাপনার বিষয়ে জানানো হয়েছে। এছাড়া যৌথ উদ্যোগে নাব্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে নদী বাঁচানোর বিষয়েও প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশনের ৩৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠক দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠানের বিষয়েও জোর দেয়া হয়েছে। প্রস্তাবনায় দুই দেশের অভিন্ন স্বার্থে আলোচনার মাধ্যমে পানি বণ্টন নিয়ে সিদ্ধান্তে আসার কথা বলা হয়েছে।

এ বিষয়ে ভারতও সম্মতি দিয়েছে। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশ ও ভারতের আলোচনার মাধ্যমে ব্রহ্মপুত্র নদ সমস্যার স্থায়ী সমাধান খোঁজা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের মাধ্যমে নদীর পানি নিয়ে সব ধরনের মতপার্থক্য দূর করতে আগ্রহী। একই সঙ্গে আঞ্চলিক পানি সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতাও চাওয়া হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমুদ্রসীমা চিহ্নিতকরণ নিয়ে বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান করে বাংলাদেশ প্রমাণ করেছে, আমরা সব ধরনের মতপার্থক্যের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী।

সমুদ্রসীমার মতো নদীর পানি বণ্টনে ন্যায্য হিস্যা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কেন আন্তর্জাতিক আদালতে যাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এরই মধ্যে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের খুব কাছে চলে এসেছি। ভারতের কাছ থেকেও তিস্তাসহ অভিন্ন সব নদীর পানি বণ্টনের বিষয়ে মত এসেছে। আর ব্রহ্মপুত্র নদের পানির ন্যায্য হিস্যা নিয়ে বিসিআইএম ইকোনমিক করিডোরের ফোরাম ব্যবহার করে চীনের সঙ্গে আলোচনা চালাবে বাংলাদেশ ও ভারত। ফলে এখানেও বহুপক্ষীয় উপায়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। এ কারণে আন্তর্জাতিক আদালতে গিয়ে এ বিতর্ক আবার নতুন করে শুরু করতে চাইছে না বাংলাদেশ।

জানা গেছে, ভাটির দেশ হওয়ায় অভিন্ন নদীগুলোকে কেন্দ্র করে চীন, ভারত, নেপাল ও ভুটানে পানি প্রত্যাহার, জলবিদ্যুত্ উত্পাদন ও সেচ পরিকল্পনার আওতাধীন প্রকল্পগুলো নিয়ে চিন্তিত বাংলাদেশ। দেশগুলোর পানি স্থানান্তর বা বণ্টন ব্যবস্থাপনার কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশে পানির প্রবাহ উল্লেখজনক হারে কমে যায়। ফলে ওয়াটার সামিটে ভাটির দেশ হিসেবে অভিন্ন নদীগুলোয় নেয়া যেকোনো ধরনের প্রকল্প

বাংলাদেশের সঙ্গে আলোচনা ও সমীক্ষার মাধ্যমে গ্রহণের দাবি জানাবে বাংলাদেশ। আর উজানের দেশগুলো যাতে একতরফাভাবে পানি প্রত্যাহার করতে না পারে, সে বিষয়েও যথাযথ সমাধানের আহ্বান জানাবে বাংলাদেশ।



http://bonikbarta.com/news/2016-11-20/95726/ভারত-ও-চীনের-কাছে-পানির-ন্যায্য-হিস্যা-চাইবে-বাংলাদেশ/
 
.
Back
Top Bottom