What's new

News from Bangladesh-Updates and Discussion

আওয়ামীলীগ এর আর কোন ঝামেলা থাকলো না! এখন এদের সাথে জোট করে আম মুসলমান এর সহি ইসলামি দল হিসেবে আওয়ামী লীগ এর ভায় কাড়বে কে!! ভালো।

সরিষার মধ্যে ভূত ! :laugh:

It's good that Hujoor is treading lightly - as expected......:-)
 
http://www.thedailystar.net/politics/live-awami-leagues-20th-council-1302508
http://bdnews24.com/politics/2016/1...resident-obaidul-quader-new-general-secretary

আওয়ামীলীগ এর আর কোন ঝামেলা থাকলো না! এখন এদের সাথে জোট করে আম মুসলমান এর সহি ইসলামি দল হিসেবে আওয়ামী লীগ এর ভায় কাড়বে কে!! ভালো।

http://www.risingbd.com/english/new-jamaat-amirs-war-crimes-to-be-probed/42320
 
আওয়ামীলীগ এর আর কোন ঝামেলা থাকলো না! এখন এদের সাথে জোট করে আম মুসলমান এর সহি ইসলামি দল হিসেবে আওয়ামী লীগ এর ভায় কাড়বে কে!! ভালো।

আওয়ামীলীগ আর জামায়াত, দুইটাই ঝানু রাজনৈতিকবিদ। এদের রাজনৈতিক কৌশল সহজে বুঝা যায় না... :lol:

তবে এখন জামায়াতের মেইন উদ্দেশ্য হচ্ছে তরুণদের সাথে কানেক্ট হওয়া এবং ইমেজটাকে নতুন করে বিল্ড আপ করা...
 
সরিষার মধ্যে ভূত ! :laugh:

It's good that Hujoor is treading lightly - as expected......:-)
মোল্লার দল এখন বেকায়দায় আছে, সাপোর্ট বেস মেনটেন করতেই খবর ছুটতাছে।

তবে ছিয়ানব্বই এর মত লীগের সাথে জোট একেবারে অসম্ভব না। দুই দলেরই ব্যাপক রাজনৈতিক ফায়দা আছে এতে। রাজনীতিতে এখন যে ইমব্যালান্স চলতেসে সেটা ব্যালান্সড হবে, ফলে লীগরে কেও আর স্বৈরাচারী সরকার কইতে পারবো না, আবার উগ্র ইসলামি মতবাদ এর প্রচার প্রসার কইরা ক্ষমতায় যাওয়ার পথও জামাতের জন্য ইজি হইয়া যাবে।

আওয়ামীলীগ আর জামায়াত, দুইটাই ঝানু রাজনৈতিকবিদ। এদের রাজনৈতিক কৌশল সহজে বুঝা যায় না... :lol:

তবে এখন জামায়াতের মেইন উদ্দেশ্য হচ্ছে তরুণদের সাথে কানেক্ট হওয়া এবং ইমেজটাকে নতুন করে বিল্ড আপ করা...
তরুণদের মধ্যে আর মনে হয়না সম্ভব আগের মত। তবে তিরিশ থেকে চল্লিশ-পঞ্চাশ বছর বয়সী জেনারেশন এর একটা কন্সিডারেবল অংশের উপর জামাতি রাজনীতির প্রভাব এখনো প্রবল।
 
মোল্লার দল এখন বেকায়দায় আছে, সাপোর্ট বেস মেনটেন করতেই খবর ছুটতাছে।

তবে ছিয়ানব্বই এর মত লীগের সাথে জোট একেবারে অসম্ভব না। দুই দলেরই ব্যাপক রাজনৈতিক ফায়দা আছে এতে। রাজনীতিতে এখন যে ইমব্যালান্স চলতেসে সেটা ব্যালান্সড হবে, ফলে লীগরে কেও আর স্বৈরাচারী সরকার কইতে পারবো না, আবার উগ্র ইসলামি মতবাদ এর প্রচার প্রসার কইরা ক্ষমতায় যাওয়ার পথও জামাতের জন্য ইজি হইয়া যাবে।


তরুণদের মধ্যে আর মনে হয়না সম্ভব আগের মত। তবে তিরিশ থেকে চল্লিশ-পঞ্চাশ বছর বয়সী জেনারেশন এর একটা কন্সিডারেবল অংশের উপর জামাতি রাজনীতির প্রভাব এখনো প্রবল।

ইসলামী শাসনতন্ত্র কায়েম করা আস্তে আস্তে টাফ হয়ে যাবে। যত মানুষের এক্সপোজার বাড়বে বিদেশের সাথে উঠাবসা বাড়বে শিক্ষা দীক্ষা বাড়বে তত এসব ধারণা ইম্প্র্যাক্টিক্যাল হয়ে যাবে। সিচুয়েশন আস্তে আস্তে মালয়েশিয়ার মতো হতে পারে। একদিকে মডার্ন অন্যদিকে ধর্মভীরু।

ধর্মটা আমাদের দেশে কোনোকালেই মিডল ইস্ট এর মতো অল-এনকোম্পাসিং ছিলোনা। ধর্ম ছিল মানুষের পার্সোনাল ব্যাপার যেটা এখনো পার্সোনাল। এদিক দিয়ে আমাদের সামাজিক প্রেক্ষাপট ভারতের অন্যান্য অংশ থেকে অনেক ভিন্ন।
 
ইসলামী শাসনতন্ত্র কায়েম করা আস্তে আস্তে টাফ হয়ে যাবে। যত মানুষের এক্সপোজার বাড়বে বিদেশের সাথে উঠাবসা বাড়বে শিক্ষা দীক্ষা বাড়বে তত এসব ধারণা ইম্প্র্যাক্টিক্যাল হয়ে যাবে। সিচুয়েশন আস্তে আস্তে মালয়েশিয়ার মতো হতে পারে। একদিকে মডার্ন অন্যদিকে ধর্মভীরু।

ধর্মটা আমাদের দেশে কোনোকালেই মিডল ইস্ট এর মতো অল-এনকোম্পাসিং ছিলোনা। ধর্ম ছিল মানুষের পার্সোনাল ব্যাপার যেটা এখনো পার্সোনাল। এদিক দিয়ে আমাদের সামাজিক প্রেক্ষাপট ভারতের অন্যান্য অংশ থেকে অনেক ভিন্ন।

একমত। সরাসরি শাসন ক্ষমতা দখল আর হয়তো সম্ভব নয়। তবে আমার দেখায়, আন্তর্জাতিক এক্সপোজিওর টা কিন্তু দুই রকম পরিবর্তন ঘটাচ্ছে। একটা হচ্ছে ধরুন পশ্চিমা চিন্তা কাঠামো ধাচে, আরেকটা ইন্টারেস্টিংলি মিডল ইস্টের প্রভাবে ওয়াহাবি /সালাফি মতাদর্শর চিন্তা কাঠামোর ধাচে। আর যারা এই দ্বিতীয় শ্রেণীতে থাকবে তারা কিন্তু নব্বই শতাংশই সমাজের প্রান্তিক, নিম্ন বর্গের মানুষ। ফলে এদের সেন্টিমেন্ট বেজ করে কোন কাঠমোল্লা দল ক্ষমতায় যাবার চেষ্টা করতেই পারে। তবে ক্ষমতায় যাক বা না যাক, এই দ্বিতীয় শ্রেণীকে বেস করে রাজনৈতিক সমীকরণে ধর্ম ভিত্তিক দলগুলোর বড় প্রভাব থাকবে। আর লীগের মত দলগুলি সবসময় এই শ্রেণি আর, ধর্ম ভিত্তিক দলগুলোরে নিজেদের পকেটেই রাখতে চাইবে ;ফর অবভিয়াস রিজন্স।
 
ভাই মোল্লার দল শুনতে ভালো লাগেনা। মোল্লারা অনেক সম্মানীয় আমাদের সমাজে। জামাতকে শুধু জামাত বলুন
 
তরুণদের মধ্যে আর মনে হয়না সম্ভব আগের মত। তবে তিরিশ থেকে চল্লিশ-পঞ্চাশ বছর বয়সী জেনারেশন এর একটা কন্সিডারেবল অংশের উপর জামাতি রাজনীতির প্রভাব এখনো প্রবল।

তাদের বর্তমান কট্টর ডানপন্থি ইডিওলজিতে তরুণদের মধ্যে সাপোর্ট পাওয়াটা কঠিন। তবে তাদের সাংগঠনিক কাঠামোটা খুবই শক্তিশালী এবং শীর্ষ নেতাদের বেশির ভাগই তৃণমূল থেকে উঠে আসা, যারা কোন বিশেষ পরিবার দ্বারা নিয়ন্ত্রিত না, এটা তাদের মূল এডভান্টেজ... তাদের মাথায় আসলে কি চলতাসে, শুধু তারাই বলতে পারবে...
 
Awami League general secretary appointed by india?

253869_1.jpg


Recently, awami Obaidul Kader, transport minister was appointed as awami league new general secretary. Obadul Kader is a know indian stooge and in recent years publicly expressed his affection for hindu religion; what is a must for an indian stooge; same way Hasina did.

Awami League new general secretary also ditched awami father sheikh mujib vest and start wearing Modi cut of vest. Awami general secretary's sucking upto indian ambassador and indian establishment specially displayed awami league allegiance to india nakedly.

And to confirm visible indian seal of approval on its submissive stooge, indian high commissioner showed up in Bangladesh govt secretariat.

All these india submissive spectacles by awami league renewed true identity of awami league - a true indian entity.

In Bangla:
পাঠকের নিশ্চয়ই মনে আছে মাত্র ক’মাস আগে ফেসবুকে ওবায়দুল কাদেরের একটি ছবি ভাইরাল হয়েছিল। হ্যাঁ, বর্তমান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথাই বলা হচ্ছে।

ছবিটি ওবায়দুল কাদেরের নিজস্ব ভেরিফায়েড ফেসবুক একাউন্ড থেকে নেয়া হয়েছিল। গত ২৫ মে এ নিয়ে বিডিটুডে একটি প্রতিবেদন করেছিল “ভারত ও বিজেপিকে খুশী করতেই ওবায়দুল কাদেরের 'রামায়ণ-মহাভারত' প্রচারনা?”

প্রতিবেদনটির লিংক এখানে

click here

একই দিন আরেকটি প্রতিবেদন করে বিডিটুডে “ওবায়দুল কাদেরের 'মহাভারত' প্রীতি, কোরআন নিয়ে শুধু ভীতি!” লিংক- এখানে- http://www.bdface.net/newsdetail/detail/41/215952

পাঁচ মাসের মধ্যেই বিডিটুডের প্রতিবেদনগুলোর সত্যতা স্পষ্ট হয়ে গেল। ভারতপ্রেমী ওবায়দুল কাদের তার হিন্দুত্ববাদী ভারতীয় মোদি বাহিনীকে খুশি করতেই এবং এর মাধ্যমে বড় কিছু বাগিয়ে নিতেই দীর্ঘ দিন ধরে ভারততোষন এবং হিন্দুধর্মের ধর্ম গ্রন্থের প্রচারণা করে আসছিলেন।

বৃথা যায়নি কাদেদের সেই সাধনা। গত সপ্তাহের আওয়ামী লীগের কাউন্সিলে ভারতের পরামর্শ অনুযায়ী তাকেই নিজের ডেপুটি হিসেবে বাছাই করেন শেখ হাসিনা।

আগে থেকেই ভারতপ্রেমী হিসেবে পরিচিত কাদের সম্প্রতি মোদি বাহিনীর জন্য তার খেদমতের জোর বাড়িয়ে দিয়েছিলেন। পদপ্রাপ্তির মাত্র এক মাস আগে নিজে দাওয়াত দিয়ে ভারতীয় হাইকশিনার হর্ষবর্ধন শ্রীংলাকে নিজের এলাকা নোয়াখালীতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন। এবং সেখানে এক সমাবেশে ভারতের পক্ষে নগ্ন ভাষায় সাফাই গেয়েছিলেন ছাত্রলীগের সাবেক এই সভাপতি।

এর কিছুদিন আগে গোপনে ভারতে সফরেও গিয়েছিলেন বলে দলের মধ্যে কানাঘুষা চলছে। ভারতীয় হাইকমিশনারদের সাথে কাদেরের উঠাবসা বিগত বছরগুলোতে হয়ে উঠেছিল আওয়ামী লীগের অন্যান্য নেতাদের চেয়ে বেশি দৃষ্টিকটু।

সেই ভারতপ্রেমী ক্ষমতাসীন দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হওয়ায় দিল্লীতে আনন্দের বন্যা বইছে। তারই বহিপ্রকাশ ঘটেছে বৃহস্পতিবার সচিবালয়ে। সেখানে ফুলের ঢালি আর মিষ্টি নিয়ে হাইকমিশনের কর্তা ব্যক্তিদের সঙ্গে করে কাদেরের অর্জনকে উদযাপন করতে যান শ্রীংলা। আর এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতি ভারতের কবল আরো শক্ত হওয়ার পথে অগ্রসর হলো।

http://www.bdface.net/newsdetail/detail/200/253869
 
তাদের বর্তমান কট্টর ডানপন্থি ইডিওলজিতে তরুণদের মধ্যে সাপোর্ট পাওয়াটা কঠিন। তবে তাদের সাংগঠনিক কাঠামোটা খুবই শক্তিশালী এবং শীর্ষ নেতাদের বেশির ভাগই তৃণমূল থেকে উঠে আসা, যারা কোন বিশেষ পরিবার দ্বারা নিয়ন্ত্রিত না, এটা তাদের মূল এডভান্টেজ... তাদের মাথায় আসলে কি চলতাসে, শুধু তারাই বলতে পারবে...

হুজুরদের (জামাত) ডিসিপ্লিন এবং অর্গানাইজেশন কিন্তু বেশ উঁচু দরের। ঘুষখোরি একদম এবসেন্ট আর লয়ালটি ১১০%। এ থেকে আওয়ামী লীগ এর অনেক কিছু শিক্ষণীয় আছে।
 
Don't know where else to put this - interesting story on how street kids in a seaside town (Cox's Bazaar) are becoming expert surfers...now they're even attracting local sponsors which might make this sport mushroom into a regional sporting event.....

 
among the all bangladeshi minister obaidul Kader is the most popular person in bangladesh.................:coffee:
 

Latest posts

Country Latest Posts

Back
Top Bottom