What's new

Khulna Ship Yard Ltd(KSY) is going to start building Durjory class stealth corvette this year

BDforever

ELITE MEMBER
Joined
Feb 12, 2013
Messages
14,387
Reaction score
8
Country
Bangladesh
Location
Bangladesh
From now our Khulna Ship Yard Ltd(KSY) will be able to build two 100 m warship at the same time.
Khulna Ship Yard(KSY) will make atleast 6 Durjoy class multirole stealth guided missile corvette starting from this year.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
খুলনা, ৮ জুন, ২০১৪ (বাসস) : বাংলাদেশ নৌবাহিনীর ৫৪৭ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ আজ রোববার খুলনাস্থ নৌবাহিনী ঘাঁটি তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও মার্চপাষ্টের সালাম গ্রহণ করেন।
অন্যান্যের মধ্যে নৌ সদরের পিএসওগণ, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা ও যশোর এলাকার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন নাবিকদের পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
নৌবাহিনীর এ/২০১৪ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মোঃ সাজ্জাদ হোসেন, ডিই/ইউসি পেশাগত ও সকল বিষয়ে সেরা চৌকষ নাবিক হওয়ার গৌরব অর্জন করে।
এ সাফল্যের জন্য নৌবাহিনী প্রধান তাকে ‘নৌ প্রধান কাপ’ এবং ‘তিতুমীর কাপ’ প্রদান করেন।
নৌবাহিনী প্রধান নিজেদের যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলার জন্য নবীন নাবিকদের প্রতি আহবান জানান।
তিনি বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার উল্লেখ করে বলেন, সাবমেরিন সংযোজনের মধ্য দিয়ে অচিরেই বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে।
এম ফরিদ হাবিব বলেন, ভবিষ্যতে নৌবহরে সংযোজিত যুদ্ধজাহাজগুলোর অপারেশনাল কার্যক্রম ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নবীন নাবিকদের উপরই ন্যস্ত হবে। সে লক্ষ্যে তিনি নৌ সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে একযোগে কাজ করার আহবান জানান।
শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে নৌবাহিনী প্রধান খুলনা শিপইয়ার্ডে নবনির্মিত ফেব্রিকেশন শেডের উদ্বোধন করেন।
ফেব্রিকেশন শেডটি ১০১ মিটার দৈর্ঘ্য, ৭০ মিটার প্রস্থ এবং উচ্চতায় ২৯ দশমিক ৬ মিটার। শেডটিতে ২০ টন ক্ষমতা স¤পন্ন ০৪ টি ওভারহেড ক্রেন রয়েছে। যার মাধ্যমে ১০০ মিটার দৈর্ঘ্যরে ২ টি জাহাজের নির্মাণ কাজ একইসাথে দ্রুততার সাথে পরিচালনা করা যাবে।
একই সাথে ফেব্রিকেশন শেড ব্যবহারের মাধ্যমে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রযুক্তি নির্ভর ও উন্নতমানের জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সার্বক্ষণিকভাবে পরিচালনা করা সম্ভব হবে।
এর মধ্যদিয়ে খুলনা শিপইয়ার্ডের ক্রমবর্ধমান উন্নয়নের ধারা আরও একধাপ এগিয়ে যাবে। যা দেশের অর্থনীতিকে আরও জোরদার করণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
উল্লে¬খ্য, ইতোমধ্যে খুলনা শিপইয়ার্ড তার সাফল্যজনক কার্যক্রম পরিচালনা এবং উল্লেখযোগ্য মুনাফা অর্জনের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ করদাতার স্কীকৃতি অর্জন করেছে।
এছাড়াও খুলনা শিপইয়ার্ড আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা আইএসও’র স্কীকৃতি লাভকারী প্রতিষ্ঠান হিসেবে নৌ নির্মাণ পর্যবেক্ষণ ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠান লয়েডস্, সিসিএস, জিএল ও এনকেকে এর পর্যবেক্ষণে কাজ করারও গৌরব অর্জন করেছে।
অন্যান্যের মধ্যে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন, সহকারী নৌবাহিনী প্রধান (ম্যাটেরিয়াল) রিয়ার এডমিরাল রিয়াজউদ্দীন আহ্মেদ, খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকসহ উর্দ্ধতন সামরিক, বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
source: Bangladesh Sangbad Sangstha (BSS)
 
.
Just the start, thanks for posting the news bro. Hopefully we'll also start work on building the type 56 corvettes here in Bangladesh, and allow the private yards like Western Marine, Ananda etc to bid for naval contracts.
 
. .

Latest posts

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom