Follow along with the video below to see how to install our site as a web app on your home screen.
Note: This feature may not be available in some browsers.
He means Pakistan.
He also says Indians and Bangladeshis both gave blood to create Bangladesh. Our detractors say we are India's agent but they are actually the biggest enemies of this country. Pakistan was created on communal 'poisonous' ideology but Bangladesh was created on secular ideology.
ভারত-আওয়ামী লীগ সম্পর্ক দালালির নয়: আমু
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
‘দালালির নয়’, ভারত ও আওয়ামী লীগের সম্পর্ক ‘পারস্পরিক বন্ধুত্বের’ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আমির হোসেন আমু বলেন, “বাংলাদেশ ও ভারতের মৈত্রী রক্তদানের মধ্য দিয়েই সৃষ্টি হয়েছে এবং এই সম্পর্কে ব্যাপারে অনেকেই অনেক কথা বলেন।
“আওয়ামী লীগের প্রতি তীর্যক দৃষ্টি হেনে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন। কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের সম্পর্ক দালালির নয় বরং পারস্পরিক বন্ধুত্বের।
“বাংলার মানুষের চরম দুঃসময়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছিল ভারত। যখন পাক-হানাদার বাহিনী এদেশে নির্বিচারে গণহত্যা চালচ্ছিল, যখন মা-বোনের সম্ভ্রম নষ্ট করছিল, গ্রামকে গ্রাম ছারখার করে দিচ্ছিল, সেই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন।”
শিল্পমন্ত্রী বলেন, “একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এই দেশের ৩০ লক্ষ লোক রক্তদান করেছিল সেটা স্মরণ করেই বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি এই রক্তদান কর্মসূচির অনুষ্ঠানের আয়োজন করেছে।
“সাম্প্রদায়িকতার বিষবাষ্পের মধ্য দিয়ে পাকিস্তানের জন্ম হয়েছিল। কিন্তু অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিলো। সেদিন ভারতের মানুষ ১ কোটি বাঙালির সঙ্গে তাদের অন্ন ভাগ করে খেয়েছিল।”
তখন ভারতের প্রতিটি মানুষ ও প্রতিটি রাজনৈতিক দল এদেশের মানুষকে সাহায্য করে যে মৈত্রী স্থাপন করেছিল তা এখনও অটুট বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও আশাপ্রকাশ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য।
বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
রক্তদান কর্মসূচিতে অন্যান্যের উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেনারেল সেক্রেটারি মোজহারুল হক, ভারতীয় হাই কমিশনারের প্রথম রাজনৈতিক সচিব নিনাদ এস দেশপান্ডে এবং বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী।
ভারত-আওয়ামী লীগ সম্পর্ক দালালির নয়: আমু -
bdnews24.com
Indians seem to be perfect for Bangladeshis. You two deserve each other. Thanks God we're off. Adios.Sure, Pakistan was created on communal 'poisonous' ideology started by Bengalies, Now Bengalies should apologies Indians for starting communal and religious politics and join the union formally.
Indians seem to be perfect for Bangladeshis. You two deserve each other. Thanks God we're off. Adios.
Didn't see your flag there. Posting from the app. Was addressing bengalis and Indians.Why you are quoting me?
they arent lying though, India created Bangladesh
China is not India's enemy. China is a rival.So does that make China a rival for us too?
Didn't see your flag there. Posting from the app. Was addressing bengalis and Indians.
New Recruit
So does that make China a rival for us too?
Why you are quoting me?