What's new

India's enemy is also Bangladesh's enemy: Awami League leader Amu

He means Pakistan.

He also says Indians and Bangladeshis both gave blood to create Bangladesh. Our detractors say we are India's agent but they are actually the biggest enemies of this country. Pakistan was created on communal 'poisonous' ideology but Bangladesh was created on secular ideology.


ভারত-আওয়ামী লীগ সম্পর্ক দালালির নয়: আমু
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম




‘দালালির নয়’, ভারত ও আওয়ামী লীগের সম্পর্ক ‘পারস্পরিক বন্ধুত্বের’ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।





শনিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আমির হোসেন আমু বলেন, “বাংলাদেশ ও ভারতের মৈত্রী রক্তদানের মধ্য দিয়েই সৃষ্টি হয়েছে এবং এই সম্পর্কে ব্যাপারে অনেকেই অনেক কথা বলেন।

“আওয়ামী লীগের প্রতি তীর্যক দৃষ্টি হেনে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন। কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের সম্পর্ক দালালির নয় বরং পারস্পরিক বন্ধুত্বের।

“বাংলার মানুষের চরম দুঃসময়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছিল ভারত। যখন পাক-হানাদার বাহিনী এদেশে নির্বিচারে গণহত্যা চালচ্ছিল, যখন মা-বোনের সম্ভ্রম নষ্ট করছিল, গ্রামকে গ্রাম ছারখার করে দিচ্ছিল, সেই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন।”

শিল্পমন্ত্রী বলেন, “একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এই দেশের ৩০ লক্ষ লোক রক্তদান করেছিল সেটা স্মরণ করেই বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি এই রক্তদান কর্মসূচির অনুষ্ঠানের আয়োজন করেছে।

“সাম্প্রদায়িকতার বিষবাষ্পের মধ্য দিয়ে পাকিস্তানের জন্ম হয়েছিল। কিন্তু অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিলো। সেদিন ভারতের মানুষ ১ কোটি বাঙালির সঙ্গে তাদের অন্ন ভাগ করে খেয়েছিল।”

তখন ভারতের প্রতিটি মানুষ ও প্রতিটি রাজনৈতিক দল এদেশের মানুষকে সাহায্য করে যে মৈত্রী স্থাপন করেছিল তা এখনও অটুট বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও আশাপ্রকাশ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য।

বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

রক্তদান কর্মসূচিতে অন্যান্যের উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেনারেল সেক্রেটারি মোজহারুল হক, ভারতীয় হাই কমিশনারের প্রথম রাজনৈতিক সচিব নিনাদ এস দেশপান্ডে এবং বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী।

ভারত-আওয়ামী লীগ সম্পর্ক দালালির নয়: আমু -
bdnews24.com


That person doesn't know what is he saying , so China and Pakistan are also enemies of Bangladesh , why are u buying tons of Military equipment from Pakistan and china if we are your enemies , That guy should think before talking .. or he is gonna get taste of his own medicine when we will stop all trade and military exports to you guys ..Money speaks
 
Sure, Pakistan was created on communal 'poisonous' ideology started by Bengalies, Now Bengalies should apologies Indians for starting communal and religious politics and join the union formally. :enjoy:
Indians seem to be perfect for Bangladeshis. You two deserve each other. Thanks God we're off. Adios.
 
India only tries to bribe the countries against Pakistan , like it hypnotized Afghanistan , Iran , and now Bangladesh by showing the money and giving them fancy buildings and so called parliaments Sad ...
 
We Pakistani should scared now because atomic power Bangladesh is with India
 
if india shed their blood in bangladesh freedom which was a part of pakistan thn why they are crying over pakistan,s involvement in kashmir? stop srying and face it, you reap what you sow :D
and yeah we dont give a damn whose side bangladesh is on. kya piddi aur kya piddi ka shorba :D
 
So does that make China a rival for us too?
:disagree:
China is not India's enemy. China is a rival.

The article states India's "enemy" is BD's enemy. The only "enemy" we have is Pakistan.
 
Didn't see your flag there. Posting from the app. Was addressing bengalis and Indians.

There are 100 million Bengalis in India as well. You better say Bangladeshis and Indians.
 
most respectfully being an Assamese i am gong to mention a situation rising in Assam that is seriously harming the way at which we people think about the good peoples of Bangladesh which you people might be familiar with. yes it is the illegal refugee problem. you know that we are not any European country that could support such huge inflow of aliens on our already tender developing economy. moreover the refugees in order to survive (and which normal) engage in crime activities such as thievery and other such issues and are building village like concentration in areas like national parks. if you look humanly at these activities, they are just another peoples who are trying to survive in this ruthless world. but for the peoples of Assam our arse of a government are giving away illegally permanent citizen identities to them and on the other hand we citizens have to run heather and theater in order to register ourselves as Indians. the congress is doing such jobs because they think if they give identities to them, they will give their votes to the congress and in return congress will rule for another term and suck up all money meant for development. all these activities are in turn printing a bad poster of you good guys in the mind of the general people. i know that there is little we can do about this but this is a fact and i hope such things halts in the future and we can find ways through we can benifit from each other
 
So does that make China a rival for us too?
:disagree:

Yes! Congratulations!! You buy Chinese military equipment, we will decode them...and then when time comes...we together...! We will we will rock them!!! :D

Why you are quoting me?

Because you seem to be a nice guy, all nice guys of the Indian subcontinent are Indians at heart irrespective of their present and temporary identity!! :whistle:
 
Back
Top Bottom