Indeed it is topic here. But you
did not answer anything but singing
hymns for India and defaming various freedom fighters., and keep provocation.
But this thing is going to be
satisfactory.
যুদ্ধের দলিল নিয়ে ভারতে বিতর্ক
ভারতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার অনেক গুরুত্বপূর্ণ দলিল নষ্ট করে ফেলার খবর ফাঁস হওয়ার পর এ নিয়ে সেখানে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ।
কেন এবং কিভাবে এসব দলিলপত্র ধ্বংস করা হয়েছে তা তদন্তের জন্য আজ ভারতের কয়েকটি রাজনৈতিক দল দাবী জানিয়েছে ।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীদের এক সম্বর্ধনার আয়োজন করতে গিয়ে সম্প্রতি জানা যায় যে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের কর্মকর্তারা এসব নথি ধবংস করে ফেলেছেন।
ক্ষমতাসীন কংগ্রেস এর এক মুখপাত্র আজ বিবিসিকে বলেছেন যে বাংলাদেশের যুদ্ধের গুরুত্বপূণ দলিল ধ্বংসের এই ঘটনায় তারা বিস্মিত।
কংগ্রেসের অন্যতম মুখপাত্র শাকিল আহমেদ বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল ভারতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়। পাকিস্তানী বাহিনীর ৯০ হাজার সদস্য ঐ যুদ্ধে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পন করে৻ এরকম আত্মসমর্পনের দ্বিতীয় কোন নজির সম্ভবত বিশ্বের ইতিহাসে নেই৻ তারপরও এরকম একটি ঘটনার ঐতিহাসিক দলিল নষ্ট করে ফেলায় তারা বিস্মিত।
উল্লেখ্য এসব দলিলপত্র যখন ধ্বংস করা হয় তখন কংগ্রেসই ছিল ভারতের শাসন ক্ষমতায়।
ভারতের প্রধান বিরোধী দল বিজেপিও এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে এবং কিভাবে এরকম ঘটনা ঘটতে পারলো তার তদন্ত দাবী করেছে৻।বিজেপির একজন নেতা তথাগত রায় এর পেছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।
ভারতের একটি কমিউনিষ্ট দল সিপিআইও এ ঘটনার নিন্দা করে বলেছে, দলিলপত্র ধ্বংস করা ঠিক হয়নি।
কোলকাতায় রাখা ছিল দলিলপত্র
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সময়কার এসব দলিল কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে রাখা ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরপরই তা কুটি কুটি করে ছিঁড়ে ফেলা হয়।
৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব একাত্তর সালের যুদ্ধের এসব অমূল্য দলিল নষ্ট করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেনারেল জ্যাকব বিবিসি বাংলাকে বলেন যে ১৯৭৪ সালে তিনি যখন পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সে সময় তিনি বাংলাদেশ যুদ্ধের বিভিন্ন দলিলপত্র দেখতে চেয়েছিলেন। কিন্তু, তখন তাঁকে জানানো হয় যে সেসব দলিল নষ্ট করে ফেলা হয়েছে।
তবে কার নির্দেশে এসব দলিল নষ্ট করে ফেলা হয়েছিলো সে সম্পর্কে তিনি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
এসব দলিলাদি ধ্বংস করে ফেলার বিষয়টি এতো দিন তা গোপন রাখা হয়েছিল।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য সংবর্ধনার আয়োজন করতে গিয়ে কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের কর্মকর্তারা দলিলাদি ধ্বংস করে ফেলার এই স্পর্শকাতর বিষয়টি জানতে পারেন।
বাংলাদেশের মুক্তিবাহিনীর বিভিন্ন শিবির কোথায় ছিল এবং অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করতে গিয়েই এ ব্যাপারটি প্রকাশিত হয়ে পড়ে।
বাংলাদেশের মুক্তিবাহিনী সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে গিয়ে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর দেখে এ সংক্রান্ত অনেক তথ্য অথবা দলিল, যেগুলো সংরক্ষিত থাকার কথা ছিল, সেগুলো নেই। এরপর দলিলগুলো খুঁজতে সর্বাত্মক উদ্যোগ নিলেও সেগুলো আর পাওয়া যায়নি।
Google translate -
Controversy in India over war documents
Political controversy has erupted in India after reports surfaced of the destruction of many important documents during the Bangladesh War of Independence.
Several political parties in India today demanded an investigation into why and how these documents were destroyed.
While organizing a reception for the participants in the Bangladesh War of Independence, it was recently learned that the documents were destroyed by the officers of the Eastern Command of the Indian Army.
A spokesman for the ruling Congress told the BBC today that it was "shocked" by the destruction of important documents in the Bangladesh war.
Shakil Ahmed, one of the spokespersons of the Congress, said the 1971 war was a very important chapter in Indian history. The 90,000 members of the Pakistani army আত্ম surrendering to the Indian forces in the war ৻ are perhaps the second instance of such surrender in the history of the world বিস yet they are amazed at the destruction of the historical record of such an event.
Note that when these documents were destroyed, the Congress was in power in India.
India's main opposition party, the BJP, has expressed surprise at the incident and called for an investigation into how it happened. A BJP leader has expressed suspicion that there may be a conspiracy behind the verdict.
The CPIO, a communist party in India, condemned the incident, saying it was not right to destroy the documents.
Documents were kept in Kolkata
These documents from the Bangladesh War of Independence were kept at the eastern headquarters of the Indian Army in Calcutta. As soon as the war was over, it was torn to pieces.
During the liberation war of Bangladesh in 1971, the Chief of Staff of the Eastern Command, Lieutenant General JFR Jacob, confirmed the destruction of these invaluable documents of the 1971 war.
General Jacob told BBC Bangla that when he took over as head of the Eastern Headquarters in 1974, he wanted to see the various documents of the Bangladesh War. However,
he was then informed that the documents had been destroyed.
However,
he declined to say on whose orders the documents were destroyed.
The destruction of these documents had been kept secret for so long.
While organizing a reception for the participants in the liberation war of Bangladesh in 1971, the officials of the Eastern Headquarters of the Indian Army in Calcutta came to know about the sensitive issue of destruction of documents.
The matter came to light when the various camps of the Bangladesh Liberation Army were located and other information was collected.
Going to the Eastern Headquarters to know various information about the Liberation Army of Bangladesh, there is not much information or documents in this regard which were supposed to be preserved. After that every effort was made to find the documents but they were not found.
Source -https://www.bbc.com/bengali/news/2010/05/100510_mh71documents
@Shorisrip ,
@Bilal9 ,
@Homo Sapiens ,
@leonblack08 ,
@Michael Corleone and other Bangladeshi brothers may be interested to to
read it too!
@magra , if you know Bengali you will understand it very clearly. If not then only google translation is your friend.