dray
BANNED
- Joined
- Apr 8, 2013
- Messages
- 10,853
- Reaction score
- -1
- Country
- Location
The reports and video are in Bengali, the content basically says that Bangladesh is recruiting Indians in police service secretly by fudging their identity and residence addresses.
Editor of one Bangladeshi news media has been issued arrest warrant for spilling the beans on "Hinduization of Police" in Bangladesh.
বাংলাদেশ পুলিশে পরিচয় গোপন করে নিয়োগ দেওয়া হচ্ছে ভারতীয়দের ! (ভিডিও সহ)
বাংলাদেশের বিভিন্ন জায়গার ভুয়া ঠিকানা ব্যবহার করে ভুয়া নাগরিকরা পুলিশে নিয়োগ দেয়া হচ্ছে গণহারে । যাদের নিয়োগ দেয়া হচ্ছে তাদের কাউকেই চিনেন না সেই সব এলাকার স্থানীয় লোকজন। চেনেন না, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, এলাকার বয়স্করা লোকজন । সম্প্রতি যমুনা টিভি’র অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।
সেখানে দেখা যাচ্ছে ঢাকার কয়েকটি উপজেলা যেমন দোহার, ধামরাই এলাকার দেড় শতাধিক যুবক সম্প্রতি পুলিশে নিয়োগ পেয়েছেন। কিন্তু তারা ঐ এলাকার বাসিন্দা নন । এলাকার কেউই তাদের চিনেনও না । এমনকি তাদের দেয়া সব ঠিকানাই ভুয়া ।
একই সময় পুলিশের চাকরীর জন্য লাইনে দাঁড়ানো এক যুবকের ভাষ্য মতে, সেই অপরিচিত ব্যক্তিদের আচরণ রহস্যজনক। তাদের ভাষাও বোধগম্য নয়।
তাহলে এরা কারা?
পরিচয় গোপন করে এক জেলার লোকজন আরেক জেলার বলে পরিচয় দিচ্ছে কেন? এভাবে কোন বাংলাদেশীর চাকরী নেয়ার দরকার হয়না । অসাধু পন্থায় নিয়োগ পেতে স্থানীয় ঠিকানাইবা ভুয়া দেখাতে হবে কেন? তাদের ভাষা ভিন্ন কেন?
http://www.rtnews24.com/uncategorized/poloshe-indian/
পুলিশে হিন্দুকরণ নিয়ে সংবাদ প্রকাশ, ইনকিলাব সম্পাদককে গ্রেপ্তারে পরোয়ানা
http://newsnine24.com/পুলিশ-বিভাগে-হিন্দুকরণ-ন/
Now the question is, are they complaining about Bangladeshi Hindus getting recruited in police service, or is it really "Operation Takeover"!!
Editor of one Bangladeshi news media has been issued arrest warrant for spilling the beans on "Hinduization of Police" in Bangladesh.
বাংলাদেশ পুলিশে পরিচয় গোপন করে নিয়োগ দেওয়া হচ্ছে ভারতীয়দের ! (ভিডিও সহ)
বাংলাদেশের বিভিন্ন জায়গার ভুয়া ঠিকানা ব্যবহার করে ভুয়া নাগরিকরা পুলিশে নিয়োগ দেয়া হচ্ছে গণহারে । যাদের নিয়োগ দেয়া হচ্ছে তাদের কাউকেই চিনেন না সেই সব এলাকার স্থানীয় লোকজন। চেনেন না, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, এলাকার বয়স্করা লোকজন । সম্প্রতি যমুনা টিভি’র অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।
সেখানে দেখা যাচ্ছে ঢাকার কয়েকটি উপজেলা যেমন দোহার, ধামরাই এলাকার দেড় শতাধিক যুবক সম্প্রতি পুলিশে নিয়োগ পেয়েছেন। কিন্তু তারা ঐ এলাকার বাসিন্দা নন । এলাকার কেউই তাদের চিনেনও না । এমনকি তাদের দেয়া সব ঠিকানাই ভুয়া ।
একই সময় পুলিশের চাকরীর জন্য লাইনে দাঁড়ানো এক যুবকের ভাষ্য মতে, সেই অপরিচিত ব্যক্তিদের আচরণ রহস্যজনক। তাদের ভাষাও বোধগম্য নয়।
তাহলে এরা কারা?
পরিচয় গোপন করে এক জেলার লোকজন আরেক জেলার বলে পরিচয় দিচ্ছে কেন? এভাবে কোন বাংলাদেশীর চাকরী নেয়ার দরকার হয়না । অসাধু পন্থায় নিয়োগ পেতে স্থানীয় ঠিকানাইবা ভুয়া দেখাতে হবে কেন? তাদের ভাষা ভিন্ন কেন?
http://www.rtnews24.com/uncategorized/poloshe-indian/
পুলিশে হিন্দুকরণ নিয়ে সংবাদ প্রকাশ, ইনকিলাব সম্পাদককে গ্রেপ্তারে পরোয়ানা
http://newsnine24.com/পুলিশ-বিভাগে-হিন্দুকরণ-ন/
Now the question is, are they complaining about Bangladeshi Hindus getting recruited in police service, or is it really "Operation Takeover"!!