বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ (Destroyer CHANG CHUN, Frigate JING ZHOU and Logistics Ship CHAO HU) আজ মঙ্গলবার (২৩-০৫-২০১৭) সকালে চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছেছে। জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান চীনা নৌ সদস্যদের স্বাগত জানান।
বাংলাদেশে অবস্থানকালে জাহাজ তিনটির উধর্তন কর্মকর্তা সহ স্ব-স্ব জাহাজের অধিনায়কগণ, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরসহ চট্টগ্রামস্থ নৌ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এয়াড়া, সফরকারী জাহাজসমূহের কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি, বানৌজা প্রত্যয়, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল – আশার আলো ও চট্টগ্রামের ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন।
চীনা নৌবাহিনীর এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোড়দার হবে বলে আশা করা যায়।
এর আগে, জাহাজ তিনটি দেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান ও প্রত্যয় তাদের অভ্যর্থনা জানায়। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি আগামী ২৬ মে ২০১৭ তারিখে বাংলাদেশ ত্যাগ করবে বলে আশা করা যাচ্ছে।
© ISPR
Destroyer ChangChun is a Class 052C Luyang-II Class vessel
Frigate JINGZHOU is a Type 054A Jiangkai II-class guided-missile frigate with VLS. The image above shows a size comparison with BN's own C13B/056 class variant
Three Chinese warships carrying high naval officials, including deputy commander of the East Fleet Rear Admiral Shen Hao, reached Chittagong port on Tuesday.
The ships — destroyer ‘ChangChun’, frigate ‘JingZhou’ and logistics ship ‘ChaoHu’ — are on a four-day goodwill visit here.
Rear Admiral Shen Hao, captains of the three ships and other officials will call on chief of Bangladesh naval staff Admiral Nizamuddin Ahmed, chairman of Chittagong port and other high-ups.
They will visit Bangladesh Naval Academy, School of Maritime Warfare and Tactics, Bangladesh Navy base BNS Shaheed Moazzem, Navy base BNS Prottoy, Bangladesh navy run school Ashar Alo and historical spots in the port city.
The Chinese ships are scheduled to leave Chittagong port on May 26.
The visit aims at intensifying the friendly relations between the both countries and exchanging professional knowledge.