Defence Technology of Bangladesh-DTB
2 July at 11:11 ·
Ok guy's...... Let's make it clear.
গত কিছুদিন আগে আমরা আপনাদের একটা সারপ্রাইজ all were told about a few Surprises পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলাম এবং বলেছিলাম এটা হয়তো আপনাদের ভালো লাগবে না আবার খারাপও লাগবে না......সেটা আপনাদের অনুরোধের ভিত্তিতে আজ clear করা হচ্ছে।
★তবে এই নিউজ এখনো news is yet NOT authentic না★
বাংলাদেশ সসস্ত্রবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে
"বাংলাদেশ বিমানবাহিনীর জন্য ১ স্কোয়াড্রন 1 x squadron of CAC FC-1/PAC JF-17 block-3 could be procured কেনা হতে পারে"। যদিও Block-3 not yet produced এখনো প্রোডাকশনে যায় নি তবে production may start by year end এই বছরের শেষ দিকে প্রোডাকশনে যাবে বলে ধারনা করা হচ্ছে।
যদিও এটার সত্যতা নিয়ে বেশ সন্দেহ আছে...doubtful about the truth .কারন আপনি যদি চীন থেকে এই বিমান অর্ডার দেন তাহলেও এই বিমান Manufactured by করবে Pakistan Aeronautical Center (PAC).কারন JF-17 এর প্রোডাকশন লাইন কেবল পাকিস্তানে আছে। চীন এই প্রোজেক্টে সাহায্য করলেও নিজেদের বিমানবাহিনীর জন্য এই বিমান ব্যবহার করে না।
এছাড়া বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্তমান শীতল due to cold diplomatic relations কূটনীতিক সম্পর্ক এই ডিলের অন্তরায়। বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক মোটেও ভালো না।সেই হিসাবে এই দুই দেশের মধ্যে মাল্টিমিলিয়ন even thinking about this multi billion $ project could be foolish ডলারের ডিফেন্স ডিল হওয়ার কথা চিন্তা করাটাও বোকামি বলে আমরা মনে করি।তবে কোন কারনে যদি কেনা হয় তাহলে আওয়ামীলীগ সরকার বিতর্কিত হবে এবং আমাদের জানামতে জাতীয় নির্বাচনের আগে এত বড় ভুল আওয়ামীলীগ সরকার করবে না। However, due to the cold relations between Awami League Government and Pakistan, it may not be feasible.
আরেকটা কথা শোনা গেছে যে যদি কোন কারনে বা দূর্ঘটনাবশত বাংলাদেশ JF-17 Block-3 কিনে তাইলে বাংলাদেশ ২০২২ এর আগে J-10 যুদ্ধবিমান কিনবে না।
আর সারপ্রাইজটা হলো "আমরা একটা another unconfirmed reports states that পেয়েছি যাতে কয়েকজন দাবি করছেন বাংলাদেশ Bangladesh may procure both JF-17 and এবং J-10 দুইটাই কিনবে।যদি JF-17 will be কেনা হয় তাইলে এটার জন্য আলাদা স্কোয়াড্রন খোলা হবে এবং for replacing F-7 ফ্লিটকে J-10B এর বদলে সর্বাধুনিক J-10C দিয়ে রিপ্লেস করা হবে যা এখনো প্রোডাকশনে যায়নি এবং J-10C wont go into production before 2019 ২০১৯ এর আগে প্রোডাকশনে যাবে না"
তবে JF-17 যদি কেনা হয় তাইলে ONLY Block-3 should be procured, ব্যতীত অন্য কোন ভার্সন এমনকি NOT even Block-2 কেনাও উচিৎ না।
আর আমার এই কথাটা আপনাদের কাছে খারাপ লাগলেও লাগতে পারে কিন্তু কথাটা আসলেই সত্য " JF-17 Block-2's RADAR ,AVIONICS AND PAYLOAD worse than এর রাডার, এভিয়োনিক্স এবং পেলোড ভারতের নির্মিত Indian HAL Tejas থেকেও খারাপ।HAL Tejas একটা সংকর (
:3) বিমান হলেও এর রাডার, এভিয়োনিক্স, পেলোড, আর্মামেন্ট JF-17 থেকে ভালো। আর RADAR CROSS SECTION রাডার ক্রস সেকশনের কথা যদি আমরা বলি তাইলে in JF-17 এ 0% composite materials কম্পোজিট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যার ফলে এই রাডার ক্রস সেকশন J-10B এবং HAL Tejas থেকেও বেশি"
♦বি.দ্র- আমরা যে নিউজ পেয়েছি তা এখনো NOT Authentic না।তবে আমাদের পাওয়া নিউজ যদি সত্য হয় তাইলে আমাদের বিমানবাহিনীতে BAF will induct ১২ টি 12 X SU-30 SME, ১৬ টি 16 X FC-1 Block-3 এবং and ৩২ টির মত 32 x J-10C ফাইটার থাকবে।
কনফার্ম নিউজ পেলে জানানো হবে। Once news are confirmed we will post the news.