monitor
ELITE MEMBER

- Joined
- Apr 24, 2007
- Messages
- 8,571
- Reaction score
- 7
- Country
- Location
৩০ বিলিয়ন ব্যারেল তেলের খনির সন্ধান পেয়েছে ইরান
14 Feb, 2017
টুডে ডেস্ক
ইরান নতুন কয়েকটি তেল খনির সন্ধান পেয়েছে। দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানি এ তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের প্রধান সৈয়দ সালেহ হেন্দি নতুন তেল খনির পাওয়ার বিষয়টি আনুষ্টানিকভাবে ঘোষণা করে জানান, নতুন ৩০ বিলিয়ন ব্যারেল তেলের মধ্যে প্রায় ৫ বিলিয়ন ব্যারেল খুব সহজেই উত্তোলনযোগ্য।
সালেহ আরো জানান, ১২৮ ট্রিলিয় কিউবিক ফিট গ্যাসেরও সন্ধান পাওয়া গেছে দেশটির দক্ষিণাঞ্চলে। খনিজ সম্পদে ভরপুর দক্ষিণাঞ্চলকে ইরানের কোষাগার বলা হয়।
নতুন রিজার্ভের সন্ধান পাওয়ার মাধ্যমে ইরান এখন বিশ্বের প্রধান গ্যাস সম্পদের অধিকারী দেশে পরিণত হল। আর তেল উৎপাদনের দেশটির অবস্থান বিশ্বে তৃতীয়। আবার তেল-গ্যাসে সম্মিলিতভাবে ইরান বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ।
সূত্র: প্রেস টিভি।

টুডে ডেস্ক
ইরান নতুন কয়েকটি তেল খনির সন্ধান পেয়েছে। দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানি এ তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের প্রধান সৈয়দ সালেহ হেন্দি নতুন তেল খনির পাওয়ার বিষয়টি আনুষ্টানিকভাবে ঘোষণা করে জানান, নতুন ৩০ বিলিয়ন ব্যারেল তেলের মধ্যে প্রায় ৫ বিলিয়ন ব্যারেল খুব সহজেই উত্তোলনযোগ্য।
সালেহ আরো জানান, ১২৮ ট্রিলিয় কিউবিক ফিট গ্যাসেরও সন্ধান পাওয়া গেছে দেশটির দক্ষিণাঞ্চলে। খনিজ সম্পদে ভরপুর দক্ষিণাঞ্চলকে ইরানের কোষাগার বলা হয়।
নতুন রিজার্ভের সন্ধান পাওয়ার মাধ্যমে ইরান এখন বিশ্বের প্রধান গ্যাস সম্পদের অধিকারী দেশে পরিণত হল। আর তেল উৎপাদনের দেশটির অবস্থান বিশ্বে তৃতীয়। আবার তেল-গ্যাসে সম্মিলিতভাবে ইরান বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশ।
সূত্র: প্রেস টিভি।