What's new

Dhaka-Kathmandu direct bus service from 23rd April

Species

SENIOR MEMBER
Joined
Oct 12, 2014
Messages
3,678
Reaction score
-6
Country
Bangladesh
Location
Bangladesh
ঢাকা-কাঠমান্ডু বাস চলাচল শুরু ২৩ এপ্রিল

যুগান্তর রিপোর্ট ২৮ মার্চ ২০১৮, ২১:০৪ | অনলাইন সংস্করণ

57.00KShares




ফাইল ছবি
সরাসরি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুতে বাস সার্ভিস চালু হচ্ছে। আগামী ২৩ এপ্রিল প্রথমবারের মতো ঢাকা থেকে ‘শ্যামলী এন আর ট্রাভেলস’-এর একটি বাস ছাড়বে নেপালের উদ্দেশে।

বাসটির প্রথম যাত্রায় অংশ নেবেন বাংলাদেশ, ভারত ও নেপালের সরকারি প্রতিনিধিদল ও দাতা সংস্থা এডিবির সদস্যরা। প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা-কাঠমান্ডুর ১১০০ কিলোমিটার সড়কপথ পরিদর্শন করবেন। সড়কে বাস চলাচলের সম্ভাব্যতা যাচাই, ভাড়া নির্ধারণ এবং তিন দেশের মধ্যে বাস চলাচলের বিভিন্ন বিষয় ঠিক করবেন তারা।

ঢাকা থেকে চার দিনের যাত্রা শেষে ২৬ এপ্রিল প্রতিনিধিদল কাঠমান্ডু পৌঁছাবে। তবে এরপর থেকে যাত্রী নিয়ে এন আর ট্রাভেলস-এর বাস প্রায় ৩০ ঘণ্টায় ঢাকা থেকে নেপালের কাঠামান্ডু পৌঁছে যাবে।

মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, ২৩ এপ্রিল নেপালের উদ্দেশে প্রথম বাস যাত্রার ট্রায়াল রান শুরু হবে। কাঠমান্ডু পৌঁছে ২৭ এপ্রিল বাংলাদেশ-ভারত-নেপালের প্রতিনিধিদল বৈঠক বসবে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. এহসান ই এলাহী বলেন, বাসের প্রথম যাত্রা হবে ট্রায়াল রান হিসেবে। এতে বাংলাদেশ, ভারত ও নেপালের ২০ জনের মতো যৌথ দল যাবে। নেপালে পৌঁছে বাস চলাচলের সিদ্ধান্ত হবে এবং প্রটোকল স্বাক্ষরের কাজ রয়েছে। এটি স্বাক্ষর হলে বিবিআইএন-এর সব রুটই চালু হয়ে যাবে। তবে তিন দেশের সম্মতি থাকলে ট্রায়াল ভিত্তিতেই ঢাকা-কাঠমান্ডু বাস চলতে থাকবে। ২৭ মার্চ এডিবির আয়োজনে ভিডিও কনফারেন্সে তিন দেশের কর্মকর্তাদের কথা হয়েছে। এডিবি উদ্যোক্তা হিসেবে কাজ করছে। বাসের প্রথম যাত্রা হবে ‘ফিজিবিলিটি স্টাডি’র মতো।

বিআরটিসি সূত্র জানায়, ২৩ এপ্রিলের পর সরাসরি যে বাস সার্ভিস চালু হবে তাতে সাধারণ যাত্রীরা খুব সহজেই নেপাল যেতে পারবেন। স্বাভাবিকভাবে ভারতের মাল্টিপল ও ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে হবে। তবে ভিসা প্রক্রিয়া সহজ করা হতে পারে। এক্ষেত্রে শুধু পাসপোর্ট দিয়ে অন-অ্যারাইভাল ভিসার মতো একটি পদ্ধতিতে এ ভ্রমণ হতে পারে। ২৩ এপ্রিল সকাল ৯টায় ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে শ্যামলী এন আর ট্রাভেলস-এর দুটি বাস যাত্রা শুরু করবে। হুন্দাই কোম্পানির প্রতিটি বাসে ২৮ সিট রয়েছে। এরপর ২৩ এপ্রিল রাতে রংপুরে রাত্রিযাপন করা হবে। ২৪ এপ্রিল সকালে বাংলাবান্ধা বর্ডার দিয়ে শিলিগুড়িতে ঢুকবে বাস।

সূত্র আরও জানায়, এদিন রাতে শিলিগুড়ি অবস্থান করবে প্রতিনিধি দল। পরের দিন ২৫ এপ্রিল সকালে নেপালের কাঁকরভিটায় ঢুকবে বাস। এরপর নেপালের নারায়ণঘাট নামে একটি জায়গায় রাত্রিযাপন করবে প্রতিনিধি দল। ২৬ এপ্রিল সকালে নারায়ণঘাট থেকে কাঠমান্ডুর পথে রওয়ানা হবে বাসটি। ঢাকা থেকে বাংলাবান্ধার দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার। বাংলাবান্ধা থেকে নেপালের কাঁকরভিটা স্থলবন্দরের দূরত্ব মাত্র ৫৪ কিলোমিটার। কাঁকরভিটা থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার। এর মধ্যে ২২০ কিলোমিটার পাহাড়ি খাড়া রাস্তা। সবমিলিয়ে ঢাকা থেকে কাঠমান্ডু ১১০৪ কিলোমিটার সড়কপথ।

See more at - https://www.jugantor.com/national/32508/ঢাকা-কাঠমান্ডু-বাস-চলাচল-শুরু-২৩-এপ্রিল
 
.
Below is the non-edited Google translation:

Dhaka-Kathmandu bus service starts on 23 April

Jugantar Report 28 March, 018, 21:04 | Online version

image-32508-1522249725.jpg



File images
Live bus service from Dhaka to Kathmandu in Nepal For the first time on April 23, a bus from Shyamoli NR Travels will leave Dhaka for Nepal.

Bangladesh will take part in the first ride of the bus, ADB members of Bangladesh and India's delegation and donor organization from India and Nepal. The delegation members will visit 1100 kilometers of Dhaka-Kathmandu road. They will decide on the possibility of buses on buses, rent rents and buses between the three countries.

The delegation will reach Kathmandu on April 26 after the four-day journey from Dhaka. From now on, the passengers of NR Travels will be able to reach Kathmandu from Nepal in about 30 hours.

BRTC chairman Farid Ahmad Bhuiyan told these information while talking to various media on Tuesday.

He also said that the first bus journey to Nepal will begin on April 23. Bangladesh-India-Nepal delegation will meet in Kathmandu on 27 April.

Road Transport and Bridge Ministry Joint Secretary Ehsan E Elahi said that the first journey of the bus will be as a trial run. It will be a joint team of 20 people from Bangladesh, India and Nepal. On reaching Nepal, the bus service will be decided and the signature of the protocol is signed. When it is signed, all the routes of BBIN will be activated. But if the consent of the three countries is on the basis of trial, Dhaka-Kathmandu bus will continue. On 27 March the ADB organized a video conference with officials of three countries. ADB is working as entrepreneur. The first journey of the bus will be like the 'Fibilliance Study'.

According to BRTC sources, the bus service will be introduced directly after April 23, and the passengers can easily go to Nepal. Naturally, India has to go through multiple and double entry visas. However, the visa process can be simplified. In this case, the passport can be traveled in a manner similar to an on-Arrival Visa. On April 23, at 9am, in Dhaka, a bus will start two buses of Shyamoli NR Travels. There are 28 seats in every bus company in the company. Then, on the night of 23 April night, Rangpur will be done. In the morning on April 24, the bus enters Shiliguri with the Bangabandhu border.

According to sources, the team will remain Siliguri at night this time. The next day, on April 25, the buses into Nepal's Kankravita. Then the delegation will visit the place of Narayanghat in Nepal. The bus will depart from Narayanaghat to Kathmandu on the morning of April 26th. The distance between Dhaka and Bangabandhu is about 450 km. Nepal's Kankravita land port is just 54 kilometers away from Bangla Banglapedia. Kankravita is about 600 kilometers away from Kathmandu. Of this, 220 kilometers of steep road. In all, Kathmandu 1104 kilometers of road from Dhaka to Kathmandu.
 
.

Pakistan Defence Latest Posts

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom