What's new

Bangladeshi intelligence agency reports to New Delhi: Anandabazar

Skallagrim

FULL MEMBER
Joined
Feb 21, 2012
Messages
1,837
Reaction score
0
Tareq Zia has entente with the ISI.


খালেদা-পুত্রের সহযোগী আইএসআই, উদ্বিগ্ন দিল্লি শঙ্খদীপ দাস • নয়াদিল্লি

বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার গড়া নিয়ে শুরু হয়েছে সংঘাত। শুক্রবার ঢাকার সোহরাবর্দি উদ্যানে জনসভা করে রবিবার থেকে টানা তিন দিন হরতালের ডাক দিয়েছেন বিরোধী বিএনপি-নেত্রী খালেদা জিয়া। দেশের বিভিন্ন শহরে সরকার ও বিরোধী দলের কর্মীদের মধ্যে শুরু হয়েছে সংঘর্ষ। এ দিনই মারা গিয়েছেন সাত জন। আহত শতাধিক। এই পরিস্থিতিতে বাংলাদেশের গোয়েন্দাদের পাঠানো বেশ কিছু তথ্য হাতে পেয়ে দিল্লির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের কার্যকলাপ।
ঢাকার পাঠানো তথ্য অনুযায়ী, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই পুরোদস্তুর সাহায্য-সহযোগিতা করে চলেছে লন্ডনের এডমন্টনে স্বেচ্ছানির্বাসনে থাকা তারেক ও তার দলবলকে। একই সঙ্গে উপমহাদেশে সক্রিয় মৌলবাদী ও জঙ্গি নেতাদের সঙ্গেও নিবিড় যোগাযোগ রেখে চলেছেন বিএনপি-র এই নেতা। গোয়েন্দা সমন্বয়ের মাধ্যমে দিল্লির হাতে আসা এই সব তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে। লন্ডন থেকে ঢাকা, সিঙ্গাপুর-সহ বিশ্বের বিভিন্ন জায়গায় করা তারেকের যাবতীয় ফোন কলের রেকর্ডও বাংলাদেশের গোয়েন্দারা দিল্লিকে দিয়েছেন। সেই ‘কল লিস্ট’-ও এখন খতিয়ে দেখছেন দিল্লির কূটনৈতিক কর্তারা।
বিদেশ মন্ত্রকের কূটনীতিকরা বলছেন, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র। সেখানে কোন দল ক্ষমতায় আসবে, বাংলাদেশের মানুষই তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণ করবেন। কোনও বিশেষ দলের প্রতি নয়াদিল্লির পক্ষপাতের প্রশ্ন নেই। বিরোধী নেত্রী হিসেবে দিল্লি সফরে আসা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং তৎকালীন কেন্দ্রের শীর্ষ মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। শাসক দল আওয়ামি লিগ নেতৃত্বের তাতে গোঁসা হলেও দিল্লি আমল দেয়নি।
কিন্তু ভারতের উদ্বেগের কারণটা অন্য। বাংলাদেশের গোয়েন্দাদের পাঠানো তথ্যে স্পষ্ট, বাংলাদেশে ক্ষমতায় ফিরতে আইএসআই ও মৌলবাদী শক্তির সাহায্য নিচ্ছেন বিএনপি-র উদীয়মান নেতা তারেক রহমান। বিদেশ মন্ত্রকের এক অফিসারের কথায়, আগের বিএনপি-জামাত সরকারের আমলে আইএসআইয়ের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ কার্যত মৌলবাদীদের ঘাঁটিতে পরিণত হয়েছিল। জঙ্গিদের বাড়বাড়ন্ত শুধু বাংলাদেশের প্রশাসনকেই চ্যালেঞ্জ জানায়নি, গোটা ভারতীয় উপমহাদেশের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছিল। ভারত-বিরোধী নানা জঙ্গি গোষ্ঠীকেও বাংলাদেশের মাটিতে ঘাঁটি গাড়তে দিয়েছিল বিএনপি-জামাত সরকার। বিদেশ মন্ত্রকের ওই অফিসার বলেন, খালেদা জিয়া দিল্লিতে এসে অঙ্গীকার করে গিয়েছিলেন, ফের ক্ষমতায় এলে অতীতের সে-সব ভুল তাঁর দল আর করবে না। কিন্তু তাঁদের অভিযোগ, তারেকের কার্যকলাপ মোটেই তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
বিএনপি-র মুখপাত্র তথা কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম অবশ্য মনে করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করার জন্য ধারাবাহিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে আওয়ামি লিগ সরকার। মির্জা বলেন, “তারেকের জনপ্রিয়তাকে ভয় পেয়েই এই সরকার তাঁর বিরুদ্ধে কুৎসায় নেমেছেন। তিনি মেরুদণ্ডের চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। পড়াশোনাও করছেন। আইএসআই বা জঙ্গি শক্তির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।”
কিন্তু বাংলাদেশের গোয়েন্দাদের থেকে তারেকের আইএসআই-সংস্রব ও মৌলবাদীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর আশু ও দীর্ঘমেয়াদি দু’ধরনের বিপদই দেখছে দিল্লি।
অন্তর্বর্তী সরকার নিয়ে সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে, তাতে নির্বাচনের আগে বাংলাদেশ অশান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিদেশ মন্ত্রকের কর্তারা। বিএনপি-র সহযোগিতায় মৌলবাদীরা এই সুযোগে সক্রিয় হলে সেই অশান্তি যত বাড়বে, সংখ্যালঘুদের জীবন-জীবিকাও বিপন্ন হয়ে পড়বে। অশান্ত আবহাওয়ার সুযোগে ফের সেনা-অভ্যুত্থানের মতো অবাঞ্ছিত ঘটনার আশঙ্কাও থেকে যায়। বিদেশ মন্ত্রকের কর্তারা বলছেন, এটা আশু বিপদ। দীর্ঘমেয়াদি বিপদটির প্রভাব আরও সুদূরপ্রসারী।
কী সেই দীর্ঘমেয়াদি বিপদ?
ভারতীয় কূটনীতিকদের মতে, কংগ্রেসের মতোই নেতৃত্ব পরিবর্তনের একটি প্রক্রিয়া চলছে বিএনপিতে। কংগ্রেসে যেমন সনিয়া গাঁধীর পরের প্রজন্মের নেতা হিসেবে রাহুলকে তুলে আনা হচ্ছে, ৬৮ বছরের খালেদা জিয়াও তেমনই বিএনপি-র দায়িত্ব ধীরে ধীরে তুলে দিচ্ছেন দলের সিনিয়র ভাইস চেয়ারপার্সন ৪৬ বছরের তারেকের হাতে। বস্তুত ২০০১ সাল থেকেই রাজনৈতিক ভাবে অতিসক্রিয় তারেক রহমান। সেই সময়ে ঢাকায় খালেদার বাড়ি ‘হাওয়া ভবন’-এ বসে নির্বাচন পরিচালনায় বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। পরবর্তী কালে বিএনপি-জামাত জোট সরকারের জমানায় তিনি ছিলেন ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র। পাঁচ বছর আগে বাংলাদেশে আওয়ামি লিগ সরকার নির্বাচনে জিতে ক্ষমতায় আসার ঠিক আগে স্ত্রী-কন্যাকে নিয়ে লন্ডনে চলে যান তারেক। কিন্তু বিএনপি-র শীর্ষ নেতারা মাঝেমধ্যেই লন্ডন গিয়ে তাঁর নির্দেশ নিয়ে আসেন। ২০০৯ সালে বিএনপি-র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সাত দিন ধরে নানা অনুষ্ঠানে তারেকের জন্মদিন পালন করে। খালেদা জিয়া নিজেও সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের এমন এক ভাবী নেতার সঙ্গে আইএসআইয়ের যোগাযোগ নিশ্চিত ভাবেই ভারতের পক্ষে সুসংবাদ নয়। কারণ ভবিষ্যতে বিএনপি-র নীতি-নির্ধারণেও এই পাক ও মৌলবাদী-ঘেঁষা স্বর শোনা যেতে পারে। বাংলাদেশ ফের জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠুক এটা কখনওই দিল্লির কাম্য নয়।
বিদেশ মন্ত্রক সূত্রে বলা হচ্ছে, পুরো বিষয়টি নিয়ে কূটনৈতিক স্তরে ঢাকার সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর দফতরের এক অফিসারের কথায় তবে বাংলাদেশের মানুষের আবেগ ও দ্বিপাক্ষিক সম্পর্কের স্পর্শকাতরতার বিষয়গুলি বিবেচনায় রেখেই দিল্লি যা পদক্ষেপ করার করবে।

http://www.anandabazar.com/archive/1131026/26bdesh1.html



blank.gif
 
This is what I was talkign about. Dadas are up in arms with filthy propaganda. Specially outlets such as anandabazar always resorted to dirty journalism before the eve of elections in BD. On wonders why their stomach aches so much that they resort to falsehood if India doesn't meddle in BD affairs to protect AL as per some Indian posters here on PDF. @LaBong @Roybot etc.
 
Last edited:
This is what I was talkign about. Dadas are up in arms with filthy propaganda. Specially outlets such as malaunic anandabazar always resorted to dirty journalism before the eve of elections in BD. On wonders why their stomach aches so much that they resort to falsehood if India doesn't meddle in BD affairs to protect AL as per some Indian posters here on PDF. @LaBong @Roybot etc.

India doesn't, but it obviously will have issues if BNP Jamaatis will seek assistance from ISI. If you don't want India meddling in your affairs first stop the jamaati mlechas from seeking assistance from Pakistan and ISI.
 
There is no ISI in BD but terrorist RAW is there backing AL. It orchestrated henious crimes such as pilkhana massacre killing 57 of our army officers and abduction of opposition politicians to further Indian goals of making BD a vassal. SO chanakyans should come to their senses rather than harping crap and take their RAW and awami dogs back to their country if they really wish to have good relations with BD. We are not nepal or Maldives. May Allah (swt) have mercy on our country.

India doesn't, but it obviously will have issues if BNP Jamaatis will seek assistance from ISI. If you don't want India meddling in your affairs first stop the jamaati mlechas from seeking assistance from Pakistan and ISI.

Provide proof of your claim rather than harping nonsense. No boday is seeking assistance from ISI but awami malauns are begging India for help and GOI & RAW is reciprocating which is as clear as day to everybody . Why did BD's US ambassador went to delhi for talks? Do your filthy country have the right to meddle in BD affairs and then accept BDs to not have problem with them? Yes India is meddling to slavage a sinking awami boat. Neither India nor your awami lowlives came up with evidence of ISI link with BNP. All U have is nothing but hot air. I guess GOI has realized now that their is no way to slavage a facist regime such as AL the legal way and hence this duplicity in trying to bring west on board to back AL just like they did in 2007. They know very well what will become of their stooges if a neutral CT gov holds elections. If your country really wanted good relations with BD they would never have tried such underhanded devious means to back a facist regime such as AL.
 
Last edited:
Provide proof of your claim rather than harping nonsense. No boday is seeking assistance from ISI but awami malauns are begging India for help and malaunic GOI & RAW is reciprocating which is as clear as day to everybody . Why did BD's US ambassador went to delhi for talks? Do your filthy country have the right to meddle in BD affairs and then accept BDs to not have problem with them? Yes India is meddling to slavage a sinking awami boat. Neither India not awami lowlives came up with evidence of ISI link with BNP. All U have is nothing but hot air. I guess GOI has realized now that their is no way to slavage a facist regime such as AL the legal way and hence this duplicity. They know very well what will become of their stooges is a neutral CT gov holds elections. If your malaunic country really wanted good relations with BD they would never have tried such underhanded devious means to back a facist regime such as AL.

No one needs to prove anything to random jamaati nincompoops. AL will return to power whether you like it or not, India, US, EU and would you believe it even China is backing Hasina.

We don't want good relationship with Bangladesh, cause lets face it, it has nothing to offer. India having good relationship with Bangladsh literally translates to India giving more concessions to Bangladesh. We are happy as long as Bangladeshi soil is not being used a terrorist breeding ground against India. Thats all we are asking for, rest we don't really care which of the two hags come to power.

Khaleda had come down to Delhi and assured our leadership that the mistakes made in BNP's last tenure won't be repeated. The intel reports says otherwise, and if corroborated, that should be final go ahead for India to back AL in the next elections.
 
No one needs to prove anything to random jamaati nincompoops. AL will return to power whether you like it or not, India, US, EU and would you believe it even China is backing Hasina.

We don't want good relationship with Bangladesh, cause lets face it, it has nothing to offer. India having good relationship with Bangladsh literally translates to India giving more concessions to Bangladesh. We are happy as long as Bangladeshi soil is not being used a terrorist breeding ground against India. Thats all we are asking for, rest we don't really care which of the two hags come to power.

Khaleda had come down to Delhi and assured our leadership that the mistakes made in BNP's last tenure won't be repeated. The intel reports says otherwise, and if corroborated, that should be final go ahead for India to back AL in the next elections.

U know that what U have just spouted about the "intellegence reports" is a typical GOI propaganda just like always and U yourself don't believe it. Btw How do U plan to bring AL to power? Surely that's can't be through elections can it? BNP is the most popular party right now and will own a landslide provided elections are held under a neutral CT as it has been since 1990 in BD. BNP won't take part in a election under Hasina's gov and neither would the people at large. people won't even turn up to the polls and BNP and BDs won't recognize such a gov. BNP already said they won't even allow such elections to take place. And such an election , lets face it, won't be acceptable as per intl norms. Both and India and US tried to pursue BNP to agree to AL's facist demands and now US , EU and UN including china is talking for dialogue. Please tell us how does GOI intend to back such an illegitimate regime and how long can U keep such a gov in power?

Your GOI has never showed the cooperative intent with BNP gov. U are yet to prove ulfa link with BD's intellegence during last BNP tenure. U always wanted a dalal such as AL. Naturally U can't accept BNP to just act like AL and be a dalal. BKZ already assured friendly cooperation as per diplomatic norms and mutual respect but what U want is dalali which surely is not the way forward and neither is sustainable on BD's and BNP's part. AL won't last for long & BDs won't let them last for long inshallah.

And lastly what your statements show is that India wants BD to be some sort of vassal and doesn't recognize BD's sovereignty. Naturally U can't whine when BDs reciprocate in kind.
 
Last edited:
We really dont care about BD internal affairs. You guys can go make yourselves islamic/secular/christian or rename yourself to mecca-desh for all we care.

We only ever asked three things from BD:
1) Dont let your illegal Bangladeshis come to India
2) Take your illgal BDeshis back
3) Dont host islamic extremist/terrorist activities against us in your soil

These are 3 pretty standard demands that every country in the world expects from its neighbouring countries. Hell even Pak despite being our enemies does not induge in 1 and 2. During BNP, your Govt failed on all 3 counts. During AL, they kind of controlled 3, but even then still failed at 1 & 2. At the end of the day, for us its choosing between the lesser of the 2 evils.

1) & 2) There are NO illegal BDs in your country. GOI is yet to come up with evidence to back their claim.
3) "Islamic" extremist has been routed out by the last BNP gov. Arrested, tried in civil courts etc. The militants rose up during AL tenure of 96-2001. All U have is filthy propaganda and harping like a brainwashed ignorant parrot. And as such there are NO extremist terrorist in BD apart from awami terrorist that slaughtered 1000s of opposition activists over the last 5 years in facist extrajuducial killings and crakcdown.

U being a ingorant chanakyan foreigner simply is in no position both intellectually and morally , to judge BNP gov based on hyperbole propaganda.
 
Last edited by a moderator:
You might as well have said the holocaust never happened. Even that statement might be more factually correct than the statement you just made.
Tell your GOI to come with evidence to prove the myth of illegal BDs. So far your gov utterly failed U in backing the myth they taught U. Till then all U can do is whine about migrants and vent frustrations about something that doesn't even exist. Feel sorry for U lots. :(
 
Say,I am a very simple person with a
simple mind.:D If few Bangladeshi ppl take help from India and raw,to stay in power. What's wrong with some other few,for seeking help from Pakistan and isi for the same reason?
After all we are all good neighbor here.we like to help each other in times of need.;)
 
India's immigration is not anybody's problem, but their own just like any other.

Now, let's not divert the topic shall we?

Some people are still continuing to make off topic posts, after you issued your warning. Just pointing it out.
 
I say let khaleda win, Bangladeshis are better off with tareq zia in helm. Serves them right. We just need to make sure that the border fence is electrified.
 
Well, from now on there is no more grounds for Indians to deny that RAW is running DGFI under Hasina rule, as Anandbazar article is saying clearly, Bangladeshi Intelligence agency sending reports to New Delhi.

Anandbazaar Patrika is also saying that Tareq Zia and BNP is a terrorist supporter and sympathizer, should we also believe that? :D

Its called intelligence sharing. Even FBI and CIA and MI6 share intel with RAW, does this mean that RAW is running FBI and CIA! Bangladeshi logic :eek:
 
Last edited:
Back
Top Bottom