Follow along with the video below to see how to install our site as a web app on your home screen.
Note: This feature may not be available in some browsers.
About free visa i think it is allowed for the educated and skilled ppl becaus we need to exchange the idea's and technology after building trust we both open visa for other's
yur opinion plz...........
Ya at least it can be done in purpose of education. Visa free for the university students will must build a good relation and understanding between BD and PAK.
i read in news paper that in next few year's PAC export JF17 to BD this is good for both country's
so let strat first can u tell me about media education in BD
ভিসা বিষয়ে পাকিস্তানের একটি প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ
দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা লাগবে না—পাকিস্তানের এই প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ। আগামী বছরের শুরুতে ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্রসচিব-পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া পাকিস্তান ভ্রমণের সুবিধা পাবেন। একই সুযোগ পাবেন পাকিস্তানের বিশেষায়িত পাসপোর্টধারীরাও।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তান গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সইয়ের প্রস্তাব করে। এ সময় ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের ভিসা বিলোপের পদক্ষেপ দুই দেশের নাগরিকদের ভ্রমণ অনেক সহজ করবে। পাকিস্তান এ ব্যাপারে বাংলাদেশের সম্মতির জন্য একাধিকবার তাগিদ দিয়েছে। ঢাকায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আলমগীর বাশার খান বাবর সম্প্রতি বাংলাদেশে তাঁর দায়িত্ব পালন শেষে ফিরে যাওয়ার আগে চুক্তিটি সই করতে অনুরোধ জানান। তিনি ঢাকার কর্মকর্তাদের জানান, ইসলামাবাদে অনুষ্ঠেয় পররাষ্ট্রসচিব-পর্যায়ের বৈঠকে বিষয়টির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে চায় পাকিস্তান।
সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পর সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিটি সইয়ের ব্যাপারে ইতিবাচক অভিমত জানায়। গত ২৭ সেপ্টেম্বর কিছু সংশোধনী-সংবলিত প্রস্তাবিত চুক্তির খসড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টের ক্ষেত্রে কোনো দেশে পৌঁছানোর পর ভিসাপ্রাপ্তির (অন এরাইভাল ভিসা সুবিধা চালু থাকলেও পাকিস্তানের সঙ্গে চুক্তি সই হলে ভিসা তুলে দেওয়ার ব্যবস্থা হবে প্রথম। দুই দেশের সম্পর্ককে ঘনিষ্ঠতর করতে ও যোগাযোগ বাড়াতে ইসলামাবাদের এ প্রস্তাবকে ইতিবাচক বলেই মনে করছে ঢাকা। স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, সরকারি কর্মকর্তাসহ ঊর্ধ্বতন দায়িত্বশীল ব্যক্তিরা ভিসা বিলোপের আওতায় আসবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের মধ্যে এ পদ্ধতি চালু হলে ভারতসহ সার্কের অন্য দেশগুলোর ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া চালু হতে পারে।
Source: look here
[
Source: look here
ভিসা বিষয়ে পাকিস্তানের একটি প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ
দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা লাগবে নাপাকিস্তানের এই প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ। আগামী বছরের শুরুতে ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্রসচিব-পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া পাকিস্তান ভ্রমণের সুবিধা পাবেন। একই সুযোগ পাবেন পাকিস্তানের বিশেষায়িত পাসপোর্টধারীরাও।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তান গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সইয়ের প্রস্তাব করে। এ সময় ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের ভিসা বিলোপের পদক্ষেপ দুই দেশের নাগরিকদের ভ্রমণ অনেক সহজ করবে। পাকিস্তান এ ব্যাপারে বাংলাদেশের সম্মতির জন্য একাধিকবার তাগিদ দিয়েছে। ঢাকায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আলমগীর বাশার খান বাবর সম্প্রতি বাংলাদেশে তাঁর দায়িত্ব পালন শেষে ফিরে যাওয়ার আগে চুক্তিটি সই করতে অনুরোধ জানান। তিনি ঢাকার কর্মকর্তাদের জানান, ইসলামাবাদে অনুষ্ঠেয় পররাষ্ট্রসচিব-পর্যায়ের বৈঠকে বিষয়টির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে চায় পাকিস্তান।
সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পর সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিটি সইয়ের ব্যাপারে ইতিবাচক অভিমত জানায়। গত ২৭ সেপ্টেম্বর কিছু সংশোধনী-সংবলিত প্রস্তাবিত চুক্তির খসড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জানা গেছে, বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টের ক্ষেত্রে কোনো দেশে পৌঁছানোর পর ভিসাপ্রাপ্তির (অন এরাইভাল ভিসা সুবিধা চালু থাকলেও পাকিস্তানের সঙ্গে চুক্তি সই হলে ভিসা তুলে দেওয়ার ব্যবস্থা হবে প্রথম। দুই দেশের সম্পর্ককে ঘনিষ্ঠতর করতে ও যোগাযোগ বাড়াতে ইসলামাবাদের এ প্রস্তাবকে ইতিবাচক বলেই মনে করছে ঢাকা। স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, সরকারি কর্মকর্তাসহ ঊর্ধ্বতন দায়িত্বশীল ব্যক্তিরা ভিসা বিলোপের আওতায় আসবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের মধ্যে এ পদ্ধতি চালু হলে ভারতসহ সার্কের অন্য দেশগুলোর ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া চালু হতে পারে।
Source: look here
Let us modranise your Airforce by Providing Thunders to replace , your old crap Migs and A5's.
And you let Our falcons fly from your airspace
I hope we will do good ....Insha Allah
This is a very dangerous trap. Why only for govt people? This will ensure safe passage for ISI, not that they don't have any presence already.