What's new

Bangladesh Navy

Have a feeling caretaker govt. would have been reckless about this then. Judging they sent 2 of the 6 total surface warfare fleet from the time
All they did was cause a standoff. That's the bare minimum a navy should do. Hardly "wreckless". They did the same to an Indian Navy frigate around that time.
 

Huh , apparently this dude thinks we are getting Damen Sigma Frigates but doesn't provide any evidence

{ Also wtf is that thumbnail , Singaporean frigates with Bangladeshi flags ? :sarcastic: }
 
বানৌজা শের-ই-বাংলার অগ্রগতি ৩১ শতাংশ

পায়রা সুমদ্রবন্দরসহ গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় বাণিজ্যিক জাহাজ, ফিশিং ট্রলার ও বোট এবং ব্লু-ইকোনমি সংক্রান্ত অন্যান্য মেরিটাইম প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের জন্য ‘বানৌজা শের-ই-বাংলা পটুয়াখালী স্থাপন’ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন মেয়াদে এটি বাস্তবায়ন করা হচ্ছে। এখন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি ৩১ শতাংশ। আর আর্থিক অগ্রগতি ২৩ দশমিক ৫৮ শতাংশ, টাকায় যার পরিমাণ ২৫৫ কোটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সম্প্রতি প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য ‘প্রকল্প স্টিয়ারিং কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ নৌবাহিনীর নৌঘাটি বানৌজা শের-ই বাংলা নির্মাণ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮১ কোটি ৫০ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে প্রকল্পটির বরাদ্দ রয়েছে ৭০ কোটি টাকা, দুই কিস্তিতে অবমুক্ত হয়েছে ৩৫ কোটি টাকা।

প্রকল্প স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়, অনুমোদিত ডিজাইন/নকশা অনুসারে কাজ শেষ করতে হবে। প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও প্রকল্পের অনুকূলে বরাদ্দ করা অর্থের শতভাগ ব্যয় নিশ্চিত করতে হবে।

 
বানৌজা শের-ই-বাংলার অগ্রগতি ৩১ শতাংশ

পায়রা সুমদ্রবন্দরসহ গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় বাণিজ্যিক জাহাজ, ফিশিং ট্রলার ও বোট এবং ব্লু-ইকোনমি সংক্রান্ত অন্যান্য মেরিটাইম প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের জন্য ‘বানৌজা শের-ই-বাংলা পটুয়াখালী স্থাপন’ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন মেয়াদে এটি বাস্তবায়ন করা হচ্ছে। এখন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি ৩১ শতাংশ। আর আর্থিক অগ্রগতি ২৩ দশমিক ৫৮ শতাংশ, টাকায় যার পরিমাণ ২৫৫ কোটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সম্প্রতি প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য ‘প্রকল্প স্টিয়ারিং কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ নৌবাহিনীর নৌঘাটি বানৌজা শের-ই বাংলা নির্মাণ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮১ কোটি ৫০ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে প্রকল্পটির বরাদ্দ রয়েছে ৭০ কোটি টাকা, দুই কিস্তিতে অবমুক্ত হয়েছে ৩৫ কোটি টাকা।

প্রকল্প স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়, অনুমোদিত ডিজাইন/নকশা অনুসারে কাজ শেষ করতে হবে। প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও প্রকল্পের অনুকূলে বরাদ্দ করা অর্থের শতভাগ ব্যয় নিশ্চিত করতে হবে।

How will they finish 69% of the work within next year?
 
1607360200380.png


1607360489161.png


1607360604580.png


1607360640602.png


1607360814609.png


How will they finish 69% of the work within next year?

Another Padma bridge drama might happen. But it's highly unlikely as it's navy's project. Lets see what they do in next year. Building those houses ain't that hard and time consuming.

1607361215978.png


1607361229932.png
 

Country Latest Posts

Back
Top Bottom