What's new

Bangladesh Navy

'BNS Anushandhan' in Colombo, July 2010 :

neolithic-bn-ship-bns-anusandhan.jpg



Related link(s).
 
Interview: Vice-Admiral Zahir Uddin Ahmed, Chief of the Bangladesh Navy

Author:
Guy Toremans, Brussels

INTERVIEW
Country:
Bangladesh

Last posted:
2012-Dec-12


Vice-Admiral Zahir Uddin Ahmed, Chief of Staff of the Bangladesh Navy. (G Toremans) With the growing complexity of maritime scenarios calling for flexibility, the Bangladesh Navy (BN) is modernising its fleet and at the same time developing a sustainable local shipbuilding capability.

"To effectively meet the growing challenges we need a three-dimensional naval force capable to support fleet, area, combined and joint operations," Vice Admiral Zahir Uddin Ahmed, Chief of Staff of the Bangladesh Navy, stated.

"Consequently we are engaged in purchasing a variety of both new and off-the-shelf vessels from friendly navies - mainly frigate- and corvette-type platforms, helicopters and maritime patrol aircraft - and plan the establishment of a submarine branch.

"When I took the helm of the Bangladesh Navy [in January 2009] my highest priority was the upgrade of our ageing assets," said the admiral, pointing out that over the past three-and-a-half years some degree of progress has already been made.

"The first phase of our recapitalisation efforts was the acquisition of the two ex-Royal Navy [RN] Castle-class offshore patrol vessels," he said. Transferred on 24 September 2011, both ships were re-commissioned into the BN at the end of November 2011

"We also purchased the ex-RN survey ship HMS Roebuck ," the admiral added. "This ship arrived in Bangladesh on 25 July 2010, while in April 2010 the United States donated 16 Defender-class boats, which bolster our counter-terrorism and maritime interdiction capabilities."

Looking to the most recent additions to the fleet, Adm Ahmed said: "The first of two large patrol craft from China under construction at Wuchang Shipyard, launched on 26 August 2012, is scheduled for delivery in late 2012; the second unit will be launched at the end of 2012 as well. The first of five new 50.4 m patrol craft - the first ever indigenously built warship - was launched at the Khulna Shipyard (KSY) on 8 October 2012. We already decommissioned one of our two ex-Royal Navy Type 41 (Leopard-class) frigates and the second will be phased out shortly. Both will be replaced by off-the-shelf units.

"In September 2012 we signed a contract with the Chinese Navy for the transfer of two Jianghu-class frigates, which are expected to be delivered in mid-2013," he continued. "The Type 61 (Salisbury-class) frigate BNS Umar Farooq will be transformed into a training ship. She will be re-engined and her accommodation upgraded in order to keep her in service for another 15 years."

Detailing further planned acquisitions over the medium term, Adm Ahmed said that a contract for the construction of two corvettes has already been signed with South Korea. "These platforms are scheduled to join the fleet in the first quarter of 2016," he confirmed.

Reports also suggest that Bangladesh may receive two modern F-22B frigates from China, which would be based on the Type 053H3 (Jiangwei) class.

The BN's most ambitious project is undoubtedly the establishment of a submarine branch. Adm Ahmed said that he hopes to have this up and running by 2020, but added: "I am well aware of the challenges inherent in commissioning and supporting infrastructure of an entirely new capability. Back in 2010 we started negotiations with the German Navy and government to acquire the Type 206 boats, but this didn't materialise. We've had talks with the Italian Navy about the possible acquisition of their Improved Sauro-class boats, which the Italian Navy plans to decommission by 2016."

Recent years have also seen a push to develop Bangladesh's indigenous shipbuilding sector. "We took over management of the country's two major shipyards, the Khulna and Narayangonj shipyards, and our naval engineers and technicians have gained the expertise to upgrade our units and weapon systems in-country," said Adm Ahmed. "The technical expertise they've gained has helped us start building our first ever modern naval patrol craft and soon they will gain the capacity and expertise to build larger vessels."

The admiral expects that the BN will be capable of building corvette- and frigate-type warships indigenously by 2020, but was keen to point out that the service is also looking to improve the welfare and training of its personnel. "The infrastructure - training establishments, simulators, and other buildings - is being modernised as well," he said, adding that the navy has no problems with recruitment. "The military is a good employer and young people are quite interested in joining the armed forces," he said. "Serving in the navy is a very viable option for our youngsters. Over the past three-and-a-half years the recruitment of officers, petty officers and ratings has almost doubled."

One of the admiral's other goals when he took command was to help improve relations with Bangladesh's neighbours over access to seabed minerals. "You may recall the dispute about oil exploration rights in 2008 with Myanmar," he said. "Consequently we support our Ministry of Foreign Affairs by assigning naval officers as naval attachés to the embassies involved."

Bangladesh's new government, which was elected at the end of 2008, is very supportive towards the modernisation of the navy's fleet to maintain its capability to comply with its national commitments and facilitate interoperability with friendly navies.

Adm Ahmed is conscious of this fact. "Initially it was not that [easy] to start this modernisation programme and quite difficult to convince the people of Bangladesh that their money is being well spent on the much-needed modernising of their navy, [but] the government approved a 10-year plan and recently has approved the budget for the next five-year plan through to 2017. I can say that we are ahead of the 10-year plan because our government is so supportive."

Looking ahead, Adm Ahmed said that, when handing over the helm of the BN in January 2013, he will be a happy man. "I know the navy is well on course to become a truly three-dimensional force," he said. "Flexibility will remain a driving factor for our ongoing innovation process, yet we must take into consideration the global financial crisis, which will certainly influence decisions regarding the further projects. But I am sure the Bangladesh Navy will remain available, adaptive, and affordable."
 
Bangla Navy recently test fired C-802A.
Any info if they are using it for anti ship only or for Ground attack?

So far I know for anti ship purpose only, though BN installed ground launch pads of C-802. I think we need to divert the use for ground attack as well especially in north and south-west BD until there's an introduction of SRBM.
 
Detailing further planned acquisitions over the medium term, Adm Ahmed said that a contract for the construction of two corvettes has already been signed with South Korea. "These platforms are scheduled to join the fleet in the first quarter of 2016," he confirmed.

Corvette being built by South Korea? :what:
 
[Bangladesh] Navy fires first automated missile
January 18, 2013

For the first time in history, Bangladesh Navy successfully launched an automated missile into the Bay of Bengal on the final day of its 16-day annual sea exercise yesterday.

Home Minister Muhiuddin Khan Alamgir witnessed the missile firing as chief guest from the modern frigate, BNS Bangabandhu, says a press release.

A total of 57 small and large ships of Bangladesh Navy including frigates, corvettes, offshore patrol vessels (OPV), minesweepers, patrol boats, gun boats, torpedo boats, and the newly inducted maritime helicopter participated in the drill.

During the closing ceremony, the home minister said the modernisation of the naval force is urgent for protecting national interests. The present government is modernising navy for that reason, he said.

He said Bangladesh Navy is producing warships for the nation and hoped it would produce warships for other countries in future.

“Exercise Sea Thunder 2013” was held to encourage navy to safeguard the sovereignty of sea resources, ensure the security of sea routes, stop smuggling and piracy, preserve the bio-diversity and perform the constabulary duties at sea.

Chief of Naval Staff Vice Admiral ZU Ahmed was also present on the occasion.
 
‘আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী’ ।। বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে অপূর্ব নৌ মহড়া

neolithic-bn-bns-missile-missiles.png



হাসান আকবর ॥

বাংলাদেশ নৌবাহিনী দৃষ্টিসীমার বাইরে থাকা ৩৫ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সারপেস টু সারপেস মিসাইল ক্ষেপণাস্ত্র দিয়ে অব্যর্থভাবে আঘাত হানতে সক্ষম। একইভাবে চার কিলোমিটার দূরে আকাশে উড্ডয়মান শত্রুপক্ষের বিমান ঘায়েল করে দেয়া কিংবা এক কিলোমিটার দূরে সাগরের তলে ডুবে থাকা শত্রুপক্ষের সাবমেরিন বিধ্বংস করে দেয়ার আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করেছে নৌবাহিনী। ভিশন ২০২১ কে সামনে রেখে বাংলাদেশ নৌবাহিনীকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ চলছে। আগামী দুয়েক বছরের মধ্যে এই বাহিনীর বহরে আরো ১৫টি যুদ্ধ জাহাজ যোগ হচ্ছে। ইতোমধ্যে নৌবাহিনী নিজেদের পরিচালিত খুলনা শিপ ইয়ার্ডে যুদ্ধ জাহাজ তৈরি করতে শুরু করেছে। আগামী ২৪ জানুয়ারি দেশে নির্মিত প্রথম যুদ্ধ জাহাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনিং করবেন। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ যুদ্ধ জাহাজ রপ্তানি করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। গতকাল বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়ার সমাপনী দিনে শীর্ষ কমকর্তারা উপরোক্ত আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বঙ্গোপসাগরের বিশাল জলসীমার উপর বহির্বিশ্বের সাথে আমদানি রপ্তানি, প্রাকৃতিক গ্যাস, মৎস্য সম্পদ এবং বিপুল সামুদ্রিক সম্পদ রয়েছে। অত্যন্ত সম্ভাবনাময় বিস্তৃত এলাকার একমাত্র পাহারাদার বাংলাদেশ নৌবাহিনী। কোস্টগার্ড উপকূলীয় এলাকায় কাজ করলেও গভীর সমুদ্রে যাওয়ার মতো সক্ষমতা নৌ-বাহিনী ছাড়া আর কারো কাছে নেই। বাংলাদেশ নৌবাহিনীর ৭৫টির মতো বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ রয়েছে। এসব জাহাজের সাহায্যে নৌবাহিনী সাগরের বিস্তৃত এলাকায় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি হাজার হাজার কোটি টাকার সম্পদ রক্ষা করে। সারফেস ফ্লিটের পাশাপাশি এভিয়েশন উইং ও স্পেশাল ফোর্স কমান্ডসহ একটি নির্ভরযোগ্য জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হওয়া বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে ৩৫ কিলোমিটার দূরে যে কোন লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। গতকাল গভীর বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় বাংলাদেশ নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস ধলেশ্বরী থেকে মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ৩৫ কিলোমিটার দূরের অজ্ঞাত স্থানে থাকা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে। নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ভেদ করতে সক্ষম হয় নৌবাহিনীর সদস্যরা। নৌবাহিনীর হেলিকপ্টার গিয়ে সরেজমিনে এই নির্ভুলতা পরীক্ষা করে আসে। বিএনএস ধলেশ্বরীর ক্যাপ্টেন মিজবাহউদ্দিন আহমেদের নেতৃত্বে এই মিসাইল নিক্ষেপ করা হয়। বিএনএন বঙ্গবন্ধু থেকে চার কিলোমিটার দূরে আকাশে উড্ডয়মান শত্রুপক্ষের যুদ্ধবিমান বিধংসী শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করা হয়। আকাশের চার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ভেদ করে বঙ্গবন্ধু থেকে ছোঁড়া মিসাইল। বিএনএস বঙ্গবন্ধুর ক্যাপ্টেন মীর এরশাদ আলীর নেতৃত্বে সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করা হয়। বিএনএস বঙ্গবন্ধুতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রী, নৌবাহিনী প্রধান, পুলিশের আইজি এবং আমন্ত্রিত অতিথিরা চার কিলোমিটার দূরের আকাশে উড্ডয়মান লক্ষ্যবস্তু বিদীর্ণ হতে দেখে উচ্ছ্বসিত হন। পরবর্তীতে বিএনএস নির্ভয় জাহাজের ক্যাপ্টেন কমান্ডার শফিউদ্দীনের নেতৃত্বে এক কিলোমিটার দূরে সাগরের তলদেশে থাকা শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংস করতে রকেট ডেপথ চার্জ (আরডিসি) নিক্ষেপ করে। আরডিসি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়। এছাড়া বিএনএস বঙ্গবন্ধু থেকে এন্টি সারফেস ফায়ারিং করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর জোয়ানেরা শত্রুপক্ষের জাহাজ নিজেদের কবজায় নিয়ে আসার মহড়া দেখান। দ্রুতগতির বোট নিয়ে সিঁড়ি বেয়ে শত্রুপক্ষের চলন্ত জাহাজে উঠে পড়ার নান্দনিক মহড়া বেশ নজর কাড়ে।

দীর্ঘ ১৬ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইনসুইপার, পেট্রোলবোট, গানবোট, টর্পেডো বোটসহ ছোটবড় ৫৭টি জাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীতে নব সংযোজিত মেরিটাইম হেলিকপ্টার। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড, সেনা ও বিমান বাহিনীসহ ৭টি মন্ত্রণালয়ের অধীনস্থ ১৯টি মেরিটাইম সংস্থা মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে।মোট চারটি ধাপে অনুষ্ঠিত এ মহড়ার উল্লেখযোগ্য দিকসমূহে অন্তর্ভুক্ত ছিল নৌ বহরের বিভিন্ন কলাকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিস্টিক অপারেশন, ল্যান্ডিং অপারেশন, উপকূলীয় এলাকায় অবস্থিত নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষা মহড়া প্রভৃতি। নৌবাহিনীর এ বার্ষিক মহড়ার মূল প্রতিপাদ্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ সমুদ্র পথে চোরাচালানরোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ। চূড়ান্ত দিনের মহড়ার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ হতে মিসাইল উৎক্ষেপণ, সাবমেরিন বিধ্বংসী গোলা নিক্ষেপ, বিমান বিধ্বংসী কামানের গোলাবর্ষণ ও নৌ যুদ্ধের বিভিন্ন কলাকৌশল।

বিএনএস বঙ্গবন্ধু জাহাজে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বাংলাদেশ নৌবাহিনী সারা বছরই প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনা করে। বছর জুড়ে পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচির ধারাবাহিকতায় বার্ষিক সমুদ্র মহড়া অনুষ্ঠিত হয়। গতকাল গভীর বঙ্গোপসাগরে ‘এক্সারসাইজ সী থান্ডার ২০১৩’ শীর্ষক এই মহড়া অনুষ্ঠিত হয়। গত ২ জানুয়ারি থেকে শুরু হওয়া এবারকার বার্ষিক মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীকে কাল্পনিক দুইটি বিবদমান দেশে বিভক্ত করা হয়। কক্সল্যান্ড এবং হিরণল্যান্ড নামের দেশ দুইটির অমীমাংসিত সমুদ্রসীমা নিয়ে বিরোধ দেখা দেয়। উভয় দেশের সীমানা বরাবর অবস্থিত রাঙ্গাবালী নামক কাল্পনিক দ্বীপটি উভয় দেশ নিজেদের বলে দাবি করে। ফলে উত্তেজনাকর এবং উদ্বেগজনক একটি পরিস্থিতি সৃষ্টি হয়। দু’দেশই নিজেদের যুদ্ধ জাহাজ, আর্মানেন্ট, ইকুইপমেন্ট ও জনবলের প্রস্তুতি এবং মহড়ার লজিস্টিক পরিকল্পনা সম্পন্ন করে। দ্বিতীয় পর্বে উভয় দেশ নিজ নিজ সমুদ্র এলাকায় নিজেদের অবস্থান পোক্ত করে এবং একে অন্যের বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টির প্রচেষ্টা চালায়। দুই দেশের টাস্ক কমান্ডারগণ নিজ নিজ অবস্থান জোরালো করার জন্য অধীনস্থ ইউনিট প্রধানদের নির্দেশ দেন। একই সাথে কূটনৈতিক তৎপরতার মাধ্যমেও পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে। কিন্তু উভয় দেশই আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হন। হিরণল্যান্ড তাদের নৌবাহিনীর মাধ্যমে অমীমাংসিত রাঙ্গাবালী দ্বীপ দখল করে। পরবর্তীতে কক্সল্যান্ড পরিকল্পিত অভিযানের মাধ্যমে রাঙ্গাবালী দ্বীপ উদ্ধার করতে সক্ষম হয়।

এবারকার মহড়ায় নৌবাহিনীতে নবসংযোজিত স্পেশাল ওয়ারফেয়ার এবং ডাইভিং স্যালভেজ কমান্ড বা সোয়াডস এর নৌ কমান্ডো দল অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন জাহাজের পাশাপাশি নব সংযোজিত নেভাল এভিয়েশন উইং এর হেলিকপ্টারের সমন্বয়ে ফ্লিট রিভিউয়ের আয়োজন করা হয়। অত্যন্ত নান্দনিক মহড়া এবং বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

নৌবাহিনীর বার্ষিক মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর। তিনি মহড়ায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও নাবিকদের অভিনন্দন জানান এবং নৌ সদস্যদের উঁচু পেশাগতমান, দক্ষতা ও কর্মনিষ্ঠায় সন্তুষ্টি প্রকাশ করেন। ড. মহীউদ্দিন খান আলমগীর বলেন, বাংলাদেশ নৌবাহিনী আজ যে মহড়া প্রদর্শন করছে তা নিয়ে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্ববোধ করছি। জাতীয় স্বার্থেই বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ার প্রক্রিয়া চলমান রয়েছে, যা জাতির জনক বঙ্গবন্ধু শুরু করেছিলেন।

ড. মহীউদ্দিন খান আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রতিকালে বাংলাদেশের সমুদ্র জয় এবং বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে বলেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নৌ ও সামুদ্রিক সম্পদ রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী নৌবাহিনী গঠনে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। সে লক্ষ্য অর্জনে বিগত সরকারের সময়েও আওয়ামীলীগ সরকার উদ্যোগ নিয়েছিলেন। সংগ্রহ করেছিলেন বিএনএস বঙ্গবন্ধুর মতো একটি আধুনিক জাহাজ। অথচ এই জাহাজ সংগ্রহ করায় শেখ হাসিনাকে দুর্নীতি মামলার আসামি হতে হয়েছে। বলা হয়েছে এই জাহাজ ক্রয়ে সত্তর শতাংশ দুর্নীতি হয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা জাহাজটি চড়ে এসেছেন। দেখেছেন এর কর্মক্ষমতা। যদি সত্তরভাগ দুর্নীতি হতো তাহলে এই জাহাজটি কি এরূপ থাকতো।

জোট সরকার নৌবাহিনীর জন্য একটি নৌকাও সংগ্রহ করেননি বলে উল্লেখ করে ড. মহীউদ্দিন খান আলমগীর বলেন, বর্তমান সরকার নৌবাহিনীকে সমৃদ্ধ করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি দেশের সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহিরউদ্দিন আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দেশীয় অর্থায়নে এবং নিজস্ব প্রচেষ্টাই বাংলাদেশ নৌবাহিনী নতুন নতুন জাহাজ তৈরী করছে। খুলনা শিপ ইয়ার্ডে পাঁচটি জাহাজ তৈরি করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, আগামী ২৪ জানুয়ারী একটি জাহাজ মাননীয় প্রধানমন্ত্রী কমিশনিং করবেন। ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজ বিদেশে রপ্তানি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নৌ মহড়ার বর্নাঢ্য এই অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহিরউদ্দিন আহমেদ ছাড়াও পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, সহকারী নৌ প্রধান (অপারেশনস) রিয়ার এডমিরাল ফরিদ হাবিব, সহকারী নৌ প্রধান (মেটেরিয়ালস) কমোডর এসএএমএ আবেদীন, চট্টগ্রাম কমসিট কমোডর আনওয়ারুল ইসলাম, কমব্যান কমোডর শওকত ইমরান, সিএসডি কমোডর কাজী কামরুল হাসানসহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ, নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।

১৮ ই জানুয়ারী ২০১৩
 
LPC-M (Corvette) named BNS DURJOY will arrive Bangladesh Within This Month.
1240_518804174827236_967756926_n.jpg

Some Info About BNS DURJOY

1. Displacement: 648 tonne

2. Leangth: 64 meter

3. Armament: 1x 76.2mm naval gun, 2x Oerlikon 20mm cannon, 2x2 C-704 AShM, 4x QW-2, 2 x 6-tube EDS-25A 250mm ASW rocket launcher (18 rockets), Decoy Louncher

4. Electronics: Type 360 Surface search radar, Type 352 surface search and SSM control radar for C-704, MR-123-02/76 Fire Control Radar for 76.2mm gun, Type 347G (Rice Bowl) fire control radar for 20mm cannon, ASW fire control system

5. Deck Design: Elevated foreword enhanced for better surface view

6. Bow Design: The Bangladesh Navy (BN) LPCs has the Bulbous Bow. A bulbous bow is a protruding bulb at the bow (or front) of a ship just below the waterline. The bulb modifies the way the water flows around the hull, reducing drag and thus increasing speed, range, fuel efficiency, and stability. Bulbous bows are used in vessels when:

The length is longer than about 15 metres (49 ft)
The vessel will operate in coastal and deep sea
The vessel will operate most of the time at or near its maximum speed.

Shared By: Admin \C.M/
 
Last edited by a moderator:

Pakistan Defence Latest Posts

Military Forum Latest Posts

Back
Top Bottom