নতুন তিনটিসহ বাংলাদেশ নৌ বাহিনীতে সর্বমোট যুদ্ধজাহাজের সংখ্যা এখন ২১টি বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় সরকারি সংবাদ সংস্থা বাসস। অন্যদিকে নৌবাহিনীর ওয়েবসাইটের তথ্যমতে, বাংলাদেশে বর্তমানে মোট যুদ্ধজাহাজ ও সহযোগী যানের সংখ্যা ৮০টির বেশি।
এদিকে “সমুদ্রসীমা রক্ষার জন্য আমাদের নৌ বাহিনীর শক্তি ও সক্ষমতা আরো বাড়ানো প্রয়োজন,” বলে মন্তব্য করেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন (অব)।
তিনি বেনারকে বলেন, “আমাদের যে ২০০ কিলোমিটার এক্সক্লুসিভ ইকোনোমিক জোন আছে অর্থাৎ ব্লু ইকোনোমির জন্য নৌ বাহিনীর বিশেষ গুরুত্ব রয়েছে।”
“পাঁচটি জাহাজ নৌ বহরে যুক্ত হওয়ার খবর ইতিবাচক,” মন্তব্য করে তিনি বলেন, “তবে এগুলো খুব বড়ো ধরনের জাহাজ নয়। আমাদের আরো কমপক্ষে দুটো সাবমেরিন দরকার, আরো কিছু বড়ো যুদ্ধ জাহাজ দরকার।”
মিয়ানমারের সাথে যা সম্পর্ক তাতে যেকোনো সময়, যে কোনো কিছু হতে পারে—এমন আশংকার কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশটি মাঝে মাঝে আমাদের বিভিন্ন দ্বীপকে নিজেদের বলে দাবি করে, এটা ভালো লক্ষণ নয়। কাজেই নেভিকে শক্তিশালী করা দরকার।”
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নৌ বাহিনীর যৌথ মহড়া চলছে।
www.benarnews.org