What's new

Bangladesh, India, Pakistan among the only eight countries at Myanmar Armed Forces Day parade

Black_cats

ELITE MEMBER
Joined
Dec 31, 2010
Messages
10,031
Reaction score
-5
Bangladesh, India, Pakistan among the only eight countries at Myanmar Armed Forces Day parade

Military personnel participates in a parade on Armed Forces Day in Naypyitaw, Myanmar, on March 27, 2021.


Military personnel participates in a parade on Armed Forces Day in Naypyitaw, Myanmar, on March 27, 2021. | Photo Credit: REUTERS

Dinakar PeriNEW DELHI: 29 MARCH 2021 03:26 IST

UPDATED: 28 MARCH 2021 22:27 IST

According to Nikkei Asia — Russia, China, India, Pakistan, Bangladesh, Vietnam, Laos and Thailand had sent representatives for the annual parade held in the capital Naypyitaw

Amid the crackdown by the military on protesters in Myanmar following the February 1 coup, India is one of the countries that attended the Armed Forces Day parade on March 27, it has been learnt.

“As the norm, the Defence Attache at the Embassy would attend the parade. It is so as diplomatic ties are still on with Myanmar,” two official sources independently said, referring to a series of reports that India was one of the countries that had attended the parade.

There was no official response on this from the government.

According to Nikkei Asia, eight countries — Russia, China, India, Pakistan, Bangladesh, Vietnam, Laos and Thailand — sent representatives for the annual parade held in the capital Naypyitaw.

On Sunday, the Defence chiefs of 12 countries, including Australia, the U.K. and the U.S. condemned the “use of lethal force against unarmed people” in what was reported as the bloodiest day since the coup in which the military overthrew the democratically elected government.

Condemning the killings, United Nations Secretary General Antonio Guterres said on Sunday that the continuing military crackdown was unacceptable and demanded a firm, unified and resolute international response,. “I am deeply shocked by the killing of dozens of civilians, including children and young people, by security forces in Myanmar today,” Mr. Guterres said on Twitter.

মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে উপস্থিত মাত্র ৮টি দেশের প্রতিনিধিরা

২৮ মার্চ ২০২১

টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ছবির উৎস, GETTY IMAGES
ছবির ক্যাপশান,

শনিবার ইয়াঙ্গনের রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে গণতন্ত্রপন্থীরা

মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির সশস্ত্র বাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে শনিবার নেপিদোতে তাদের বর্ণাঢ্য বার্ষিক কুচকাওয়াজ করেছে। গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর সামরিক বাহিনীর অভিযানের কারণে এ বছর অনেক দেশই কুচকাওয়াজের ওই রাষ্ট্রীয় আয়োজনে প্রতিনিধি পাঠায়নি।

তবে, শনিবারের ওই কুচকাওয়াজে বিশ্বের মাত্র আটটি রাষ্ট্রের প্রতিনিধিরা হাজির ছিলেন।

রয়টার্সসহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের খবর বলছে, ওই অনুষ্ঠানে যোগ দেয়া রাষ্ট্রসমূহ হচ্ছে---রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, লাওস এবং থাইল্যান্ড।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের বরাতে জানা যাচ্ছে, একমাত্র রাশিয়া বাদে বাকি সাতটি দেশের প্রতিনিধিরা সবাই সামরিক অ্যাটাশে ছিলেন।

রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিন যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে।

কুচকাওয়াজ কেন গুরুত্বপূর্ণ?

মিয়ানমারের শনিবারের কুচকাওয়াজের অনুষ্ঠানটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

জাপানি সাময়িকী নিকেই এশিয়া বলছে, দেশটির বিক্ষোভরত জনগণকে সামরিক বাহিনীর শক্তি সম্পর্কে ধারণা দেয়ার জন্য ওই সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

মিয়ানমারে প্রতিবছর ২৭শে মার্চ দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

১৯৪৫ সালে মিয়ানমারে জাপানি উপনিবেশের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর বিদ্রোহের ঘটনার স্মরণে পালন করা হয় দিনটিকে।

কিন্তু মহামারির কারণে ২০২০ সালে কুচকাওয়াজের অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।
কুচকাওয়াজ

ছবির উৎস, EPA
ছবির ক্যাপশান,

কুচকাওয়াজের অনুষ্ঠানটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়

মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইং শনিবারের অনুষ্ঠানে রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিনের যোগদানকে স্বাগত জানান।

সাধারণত প্রতি বছর এই অনুষ্ঠানে যোগ দিতে বিদেশী রাষ্ট্রসমূহ তাদের সামরিক অ্যাটাশে পাঠিয়ে থাকে।

কিন্তু এ বছর রাষ্ট্রসমূহ বিশেষ করে পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ এই আয়োজনে যোগ দেয়নি।

এই দিবসকে ঘিরে নিরাপত্তা বাড়ানোর নামে দেশজুড়ে বিক্ষোভকারীদের ওপর অভিযান বাড়ানো হয়।

শনিবার একদিনেই নিরাপত্তা বাহিনীর হাতে নারী ও শিশুসহ ১১৪জন মানুষ নিহত হয়েছেন, এবং পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে গণতন্ত্রপন্থীদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা

মিয়ানমারে শনিবার বিক্ষোভকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর ব্যাপক হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং প্রায় এক ডজন দেশের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র, এশিয়া এবং ইউরোপের সামরিক কর্মকর্তাদের রবিবার যৌথভাবে দেয়া এক বিরল বিবৃতিতে বলা হয়েছে, একটি পেশাদার সামরিক বাহিনীকে অবশ্যই কাজকর্মে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হবে, "এবং তাদের দায়িত্ব দেশের মানুষকে রক্ষা করা, তাদের ক্ষতি করা নয়।"

গত মাসে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হবার পর থেকে দেশটির গণতন্ত্রপন্থীরা বিক্ষোভ করে আসছেন।

গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ

ছবির উৎস, EPA

এর মধ্যে শনিবার একদিনে নিরাপত্তা বাহিনীর হাতে ১১৪জন মানুষ নিহত হবার পর এ বিরল বিবৃতি ‌আসলো।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, জার্মানি, গ্রিস, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, মিয়ানমারে শনিবারে প্রাণহানির ঘটনায় ''আতঙ্কিত'' ওয়াশিংটন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, শনিবারের ঘটনায় যে তিনি "গভীরভাবে শোকাহত"।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব একে "নিউ লো" বলে উল্লেখ করেছেন।।

জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ জরুরি আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানিয়েছেন।

তবে এসব সমালোচনায় যোগ দেয়নি চীন বা রাশিয়া, এর মানে হচ্ছে নিরাপত্তা পরিষদের মাধ্যমে মিয়ানমারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়াটা কঠিন হবে। কারণ পরিষদে তাদের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে।

মিয়ানমারের কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন ধরনের সমালোচনাকে গুরুত্ব দেয়নি।

 
Why the F are we there.....embarrassing....let the hellhole burn

Ironic from our side , why the heck will we march with our enemy ? Unless it's our troops marching to their capital to topple their dictatorship.
 

Latest posts

Back
Top Bottom