গালি দিলে কিছু বললাম না, পারলে থাপ্পড় দিয়ে দেখ কি করি। থাপ্পড় খাবার পর, থাপ্পড় দিলে কিছু বললাম না কিন্তু পারলে লাথি দিয়ে দেখ কি করি, তারপর একটা লাথি। বাঙালিদের অবস্থা হইছে এই রকম। বিজিবি থেকে হুঙ্কার মায়ানমার সীমান্তে বাড়াবাড়ি করলে কড়া জবাব,পরদিন মায়ানমার হেলিকপ্টার নিয়ে তিন বার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করে গুলি করে গেছে। বাংলাদেশের তীব্র প্রতিবাদ, জঙ্গি বিমান চট্টগ্রামে। এর একদিন পরই মায়ানমারের বাংলাদেশের বসতবাড়িতে তুমুল গুলিবর্ষণ, এবার সতর্কতা। মায়ানমারের অর্থনীতি বাংলাদেশের চার ভাগের এক ভাগ। মায়ানমারের জনসংখ্যা, রাজনৈতিক পাওয়ারও বাংলাদেশের থেকে অনেক কম। এই গরিব একটা দেশের সাথে নিজের আত্মসম্মান বজায় রাখতে পারে না, কি নিয়ে এতো গর্ব এই জাতির। কোন দিবস আসলে দেখি বাঙ্গালীদের বুক, পাছা গর্বে ফুলে যায়। আল্লাহ্ জানে কিসের এতো গর্ব এদের। গর্ব করতে পারে তুর্কিরা, তাদের আকাশ সীমা লঙ্ঘন করায় পৃথিবীর দ্বিতীয় শক্তিধর রাশিয়ার বিমান তারা ভূপাতিত করে।