ভারতীয় ছবি আসছে বাংলাদেশে
০৬ ফেব্রুয়ারী ২০১৪, ৪:২১ অপরাহ্ন
ঢাকা: কোলকাতার এক অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর জানান,
বাংলাদেশে ভারতীয় ছায়াছবির নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রদর্শনের অনুমতি দেবে সরকার। পাশাপাশি দু-দেশের যৌথনির্মানের দিকেও সরকার নজর দেবে। অনুষ্ঠান চলাকালীন সময়ে পাশে বসে থাকা পশ্চিমবঙ্গের অভিনেতা-নাট্যকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসাদুজ্জামানের বক্তব্যকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
ভারতীয় মন্ত্রি বলেন, "দুই দেশের নীতি ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আমি কিছু বলছি না। কিন্ত্ত অভিনেতা হিসাবে এপারের ছবি ওপারের দশর্করা দেখতে পাবেন এটাই আমার কাছে আনন্দের।"
একই সঙ্গে গিয়েছিলেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদও। তিনি জানান শীগ্রই এপারের ছবি বাংলাদেশে দেখানোর ব্যবস্থা হবে। ছবির বাজার বেড়ে গেলে দেশের বিভিন্ন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও ছবি প্রযোজনায় এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কোলকাতায় পুরনো বন্ধু অভিনেতা ব্রাত্যর সঙ্গে আলোচনার ফাঁকে আসাদুজ্জামান জানান, "দুই বাংলার ছবির মধ্যে সুস্থ-প্রতিযোগিতা হলে দেশের ছবির মান ও উত্কর্ষতা দুইই বাড়বে, উপকৃত হবে বাংলাদেশের চলচ্চিত্র।"
ভারতীয় ছবি আসছে বাংলাদেশে | যখনই ঘটনা তখনই সংবাদ
সুস্থধারার ছবি দেখতে মানুষ হলমুখী হচ্ছে
যমুনা গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বলেন, আমাদের দেশে উন্মুক্ত আকাশ প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই সারা দেশের মানুষ হিন্দি ছবিসহ বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করছেন।
অথচ কায়েমী স্বার্থবাদীদের প্ররোচনায় আমাদের চলচ্চিত্র শিল্পকে রক্ষার নামে ভারতীয় ছবি প্রদর্শনী বন্ধ করে রাখা হয়েছে। এতে দেশের হল মালিকরা কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। অনেকে হল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ হল বিক্রি করে গড়ে তুলছেন বহুতল বাণিজ্যিক ভবন। অন্যদিকে সরকার চলচ্চিত্র খাত থেকে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। তিনি বলেন, সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ না হওয়ার কারণে একদিকে যেমন পরিবার-পরিজন নিয়ে কেউ হলে যাচ্ছে না, অন্যদিকে প্রতিযোগিতামূলক পরিবেশ না থাকার কারণে ভালোমানের চলচ্চিত্র নির্মাণও হচ্ছে না। তিনি আরও বলেন, ভারতীয় ছবি হলে নিষিদ্ধ থাকলেও দেশের অধিকাংশ ঘরেই ভারতীয় চ্যানেল তথা পাইরেসি সিডির মাধ্যমে ভারতীয় ছবি দেখছে।
এজন্য সরকারের উচিত বাংলাদেশের হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র উন্মুক্ত করা। তাতে করে হল মালিকরা যেমন বাঁচবে তেমনি সরকার কোটি কোটি টাকার রাজস্ব পাবে।
সুস্থধারার ছবি দেখতে মানুষ হলমুখী হচ্ছে