What's new

Nation celebrates Pahela Baishakh

We learn English due to necessity , Bengali because Its our mother tongue , due to cultural , traditional and sentimental reasons ....Bangla Identifies us .

And its not that you aren't emotional about Urdu , as is clear from this post....


Necessity!! Whether you agree or disagree but I know for the fact that new generation of west Bengali leaving their Bengaliyat(Bangla centric Calcutta) behind and embracing Delhiyat(Hindi culture) because they do not want to confined them self to the region of Bengal only. They would like to get assimilate with main stream India to over come discrimination and prosperity.
As you can see reality over take old value and emotion.



Can you come up with one genuine reason why 'Urdu' is superior to any other language ? You can't ,apart from your own opinion.
Please do not put words in my mouth. I said Urdu is better language due to it’s acceptability among south Asian Muslim( Bangladesh to some part of Afghanistan). It also serves to spread the message of Islam and Islamic scholars prefer this language after Arabic.


This is the basic reason why Bangladesh was 'liberated' ,because of the cultural misunderstandings of some people in power and you still choose to close you eyes to the basic fact that concepts like muslim ummah are Ideal , utopian concepts .....whereas in reality cultures always tend to be dominating other cultures based on mutual perceptions of inferiority. Logically there is absolutely no clash between a religious identity and a cultural one . Hence I fail to see what the fuss about celebrating a Bengali cultural occasion is .

Let’s not talk about how Bangladesh got liberated. It’s close chapter. Islamic Umma is part of Islam and a Muslim should not deviate from the teaching of our Master.


PS : I could have answered you with Sarcasm or deflecting replies, but I see you claim to be an engineer and to be practical .I am surprised by your previous posts , which are more becoming of a religious fanatic than a logical, rationalistic person and i would urge you to set aside your pre-set notions and use logic and reason to think how celebrating Poila Boishakh would make any muslim, a bad muslim.I am quite confident you would not find any

I am Muslim first and then something else. If my Islam doesn't endorse this kind of celebration then I will opposed it. Islam is a serious matter. It has no room for screw up. Islamic scholors has been opposing this kind celebration from the beginning so I as a Muslim will follow their advice instead of following Tagore loving Bengali intellectual. No hard feeling.
 
.
Dont ever dare to quote me with any urdu language. Mind it, u left the country not me. We are holding the nation, and u are living with peculiar intentions. See the picture of major population, isolated mindset of people like u is not close to our consideration.

:tup::tup::tup: you have a fantastic signature bro , well said :)
 
. .
Necessity!! Whether you agree or disagree but I know for the fact that new generation of west Bengali leaving their Bengaliyat(Bangla centric Calcutta) behind and embracing Delhiyat(Hindi culture) because they do not want to confined them self to the region of Bengal only. They would like to get assimilate with main stream India to over come discrimination and prosperity.
As you can see reality over take old value and emotion.

.

They are still very, very proud of their cultural identity. I can personally attest this since being a Kolkatan I've seen different firsthand.

I am Muslim first and then something else. If my Islam doesn't endorse this kind of celebration then I will opposed it. Islam is a serious matter. It has no room for screw up. Islamic scholors has been opposing this kind celebration from the beginning so I as a Muslim will follow their advice instead of following Tagore loving Bengali intellectual. No hard feeling.

well to each his own , Let us agree to disagree.....
 
.
...Bengaliyat...

sheta ki jinish? khay, mathay day, na pete boshe?

[Since you do not understand Bengali here is the translation: What is that thing. Do you eat it, put it on, or sit on it?]
 
.
@ Al-zakir

It's nothing strange that you don't understand Bangla culture because you are a Urdu speaker belongs to Bangladesh who is now studying in US university and have become Pseudo Arab by changing your name to denouncing Urdu. As I have read your comments of Urdu thread that Muslims should denounce Urdu and learn only Arabic.

By doing all these complicated things you have become quite confused. Now Bangladeshi will not see you as Bangladeshi while Arab will not accept you as Arab. Its all become quite mixed up.
 
.
They are still very, very proud of their cultural identity. I can personally attest this since being a Kolkatan I've seen different firsthand.

Bangla languge has more future in Bangladesh then west bengal. Bangla will not survive in west bengal due to Hindi and english influence. Do you agree. :azn:

well to each his own , Let us agree to disagree.....

:cheers:

@ Al-zakir

It's nothing strange that you don't understand Bangla culture because you are a Urdu speaker belongs to Bangladesh who is now studying in US university and have become Pseudo Arab by changing your name to denouncing Urdu. As I have read your comments of Urdu thread that Muslims should denounce Urdu and learn only Arabic.

By doing all these complicated things you have become quite confused. Now Bangladeshi will not see you as Bangladeshi while Arab will not accept you as Arab. Its all become quite mixed up.

Thank you and welcome to the fourm.
 
.
Bangla languge has more future in Bangladesh then west bengal. Bangla will not survive in west bengal due to Hindi and english influence. Do you agree. :azn:

It is amusing to hear from a person who flies the Bangladeshi flag against his name, abuses the Bangladeshis and is now pontificating what will happen to the Bengali language in India~!!!!

I am not too sure if you are an urban or a rural Joe, but have you seen a gauchi gan('n' is the nasal sound)? That word is not Bengali or Urdu.

Your posts injects mirth into an otherwise mundane thread and it reminds me of a Jester.

JESTER, n. An officer formerly attached to a king's household, whose business it was to amuse the court by ludicrous actions and utterances.

By doing all these complicated things you have become quite confused. Now Bangladeshi will not see you as Bangladeshi while Arab will not accept you as Arab. Its all become quite mixed up.
Original Post By Adnan Faruqi

If that be so, what is he?

Arabs are quite choosy anyway. Got to have genuine 100% Arab blood. No masquerading allowed!
 
.
sheta ki jinish? khay, mathay day, na pete boshe?

[Since you do not understand Bengali here is the translation: What is that thing. Do you eat it, put it on, or sit on it?]

LMAO. Irritating.

Bangladesh is certainly lucky, people like him dont live here.
 
.
@ Al-zakir


By doing all these complicated things you have become quite confused. Now Bangladeshi will not see you as Bangladeshi while Arab will not accept you as Arab. Its all become quite mixed up.

Yah, If i could track him i would recommend cancellation of his Nationality. Its easy, working at news media makes many work comfortable.

And, He is not an Arab too. Arabs know this.
 
.
came across this article and wanted to share with my fellow brothers.............

বিসমিল্লাহির রহমানির রহিম



১.

আজ “পয়লা বৈশাখ” ওরফে “শুভ নববর্ষ”। আমাদের স্বভাবটা জানি কেমন - অন্য মানুষের জিনিসকে আমরা নিজেদের বলে চালাতে ভারি ভালোবাসি। কোথাকার কোন দিল্লির সম্রাট আকবর প্রজা শোষণের সুবিধার্থে, কৃষকদের গলায় গামছা বেঁধে উৎপাদিত ফসলের ভাগ ছিনিয়ে নিতে চালু করলো তারিখ-ই-ইলাহি। তাও যদি ব্যাপারটাতে একটু স্বকীয়তা থাকতো! মুসলিমদের হিজরি সালকে (বর্তমানে ১৪৩২) মন্ত্র পড়িয়ে, গলায় পৈতে ঝুলিয়ে করা হল সৌরবছর। সেই তারিখ-ই-ইলাহি- ই আজকের তথাকথিত বঙ্গাব্দ (বর্তমানে ১৪১৮)। এই মুঘল বাদশার চরম আক্রোশ ছিল বাংলার প্রতি। স্বাধীন বাংলাকে কব্জা করতে সে সেনাপতি মানসিংহকে ৫০টি কামান দিয়ে পাঠায়। সোনারগাঁর ঈশা খান সমানে সমানে লড়ে যান তার বিশাল বাহিনীর বিপক্ষে। শেষমেশ দন্দ্বযুদ্ধে মানসিংহকে পরাজিত করার পরেও তিনি হত্যা না করে ছেড়ে দেন। বিজয়ী বীরের মহানুভবতা দেখে মানসিংহের স্ত্রী অনেক অনুরোধ করে দিল্লিতে নিয়ে আসে ঈশা খানকে। কিন্তু সেখানে কি হল? আকবর দ্য গ্রেট ঈশা খানকে বন্দী করে ছুড়ে ফেলে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে। পরে নাকি অবশ্য মহান আকবর তার ভুল বুঝতে পেরে বাংলার সিংহপুরুষকে দয়া করে মুক্তি দেয়! এই সেই সম্রাট আকবর যে ‘দ্বীনে ইলাহি’ নামে একটি নতুন ধর্ম প্রবর্তন করেছিলো - যাতে ইসলাম ধর্মের খারাপ জিনিসগুলো বাদ দিয়ে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের ভালো জিনিস যোগ করা হয়েছিল! যে দিল্লিপতির হানাদার বাহিনী বার বার বাংলার মাটি লাল করেছে আমাদের পূর্বপুরুষদের রক্তে - তারই চালু করা ফারসি ভাষার সাল গণনাকে আমরা ‘বঙ্গাব্দ’ বলে চালিয়ে ভারী গর্ববোধ করি।



এতো গেল বছর শুরু হবার হিসেবের কথা। পয়লা বৈশাখ যাকে বাঙালি সর্বজনীন উৎসবের দাবী করা হয় তা উদযাপনের শুরুর ইতিহাস কি আমরা জানি? প্রথম ঘটা করে নববর্ষ পালন হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়। ব্রিটিশরাজের বিজয় কামনা করে ১৯১৭ সালের পয়লা বৈশাখে হোম কীর্ত্তণ ও পূজার ব্যবস্থা করে কলকাতার হিন্দু মহল। আবার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজলো, স্বাধীনতাকামী সুভাষ বসু ব্রিটিশ তাড়াতে আজাদ-হিন্দ ফৌজ গঠনের জন্য করতে দুনিয়া চষে বেড়াতে লাগলেন তখন হিন্দু সুবিধাবাদী গোষ্ঠী ১৯৩৮ সালে উৎসব করে পয়লা বৈশাখ পালন করলো আবার। পুজায় পূজায় সাদা চামড়ার প্রভুদের জন্য বিজয় কামনা করলো[1] তাইতো ইংরেজরা যখন ভারতবর্ষকে চুষেছে তখন ছিবড়াটা জুটেছে এদের কপালেই। অথচ এই ব্রিটিশরা সিপাহি বিপ্লবের সময় মুক্তিযোদ্ধাদের খুন করে লাশ রাজপথের ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রেখেছিল দেশবাসীকে শিক্ষা দেয়ার জন্য। এরপরেও আতেঁল বুদ্ধিজীবিরা পয়লা বৈশাখের ইতিহাস জেনেশুনে গোপন করে একে বাঙালির প্রাণের অনুষ্ঠান বলে দাবী করে! এসব দালালরা জেনে রাখুক - আমরা মিরজাফরের বংশধর নই। বেঈমানি করার নাম বাঙালিয়ানা হলে সেই বাঙালিয়ানা আমাদের দরকার নেই।



২.

এরপর দেশ ভাগ হল। মাথামোটা আইয়ুব খান ইসলামের যোশে যোশে পূর্ববাংলায় রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করলো। তাতে কি লাভ হল? এপারের সুফি বাউল আর ওপারের রবীন্দ্রনাথ - দুয়ের আক্বিদা তো একই - সর্বেশ্বরবাদ; সবকিছু ঈশ্বর আর ঈশ্বরই সবকিছু। তাই গানের সুর আর ভাব বাউলদের, ভাষা রবীন্দ্রনাথের। কলকাতার জমিদারবাবু দিনে লোক ঠেঙিয়ে, রাতে বজরায় বসে যে গান লিখতেন তার নিষেধাজ্ঞায় পূর্ববাংলার চুশীল সমাজ ক্ষেপে উঠলো। এর প্রতিবাদে ১৯৬৭ সালে ছায়ানট শুরু করলো প্রকৃতিপূজার নবধারা। রবিবাবুর লেখা প্রার্থনাগীতিতে তারা কামনা করলো বৈশাখ যেন মূমুর্ষেরে দেয় উড়ায়ে।



আফসোস, আফসোস। যে অশিক্ষিত মানুষ মাজারের কাছে গিয়ে বাবা বাবা বলে ডাকতে থাকে তার ব্যাপারে না হয় একটা ব্যাখ্যা আছে, কিন্তু শিক্ষিত মানুষ যখন বৈশাখকে ডাকে তখন আমার আসলেই মাথা কূটতে ইচ্ছা করে। বৈশাখের কি কান আছে? সে কি শোনে? তাকে ডাকলে কি আর না ডাকলেই বা কি? সে কি ষাঁড় যে সামনে যা পাবে শিং দিয়ে গুঁতিয়ে উড়িয়ে দেবে? সে কি লোটাস কামাল যে দেশের মূমুর্ষদের টাকা উড়িয়ে বেনামি একাউন্টে পাচার করে দেবে? সে কি সিটি কর্পোরেশনের গাড়ি যে ১৪ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে জমা হওয়া ১০০টন আবর্জনা সাফ করবে? আরে আজকে যদি শেখ হাসিনা ঘোষণা দেয় যে এখন থেকে ১৫ই এপ্রিল নববর্ষ হবে তবেই বেচারা বৈশাখের আসা একদিন পিছিয়ে যাবে। প্রধানমন্ত্রীর জ্ঞানী কোন উপদেষ্টা যদি প্রকৃতি-প্রত্যয় বিশ্লেষণ করে আবিষ্কার করে যে বৈশাখের নাম এসেছে বিশাখা থেকে, তারপর ৭২এর সংবিধানে ফেরার মত করে আবদার করে তাহলে বেচারা বৈশাখের নাম বদলে বিশাখা হয়ে যেতেও পারে; বেচারার কিছু করারও থাকবেনা। আর এই অবলা বৈশাখের আগমন উপলক্ষ্যে সব কড়া শিক্ষিত-আলোকপ্রাপ্ত মানুষেরা মঙ্গল শোভাযাত্রা বের করে, রাস্তায় মুখোশ আর মূর্তি নিয়ে মিছিল করে অমঙ্গল তাড়িয়ে বেড়ায়। হায় কপাল, আর এরাই বলে বেড়ায় ইসলাম নাকি আনুষ্ঠানিকতার ধর্ম! হিটলারের উপর একটা ডকুমেন্টারিতে জার্মান এক উৎসবের মিছিলের ছবি দেখেছিলাম - একদম একই রকম সব মুখোশ, পশুপাখির ডামি আর হিন্দু সোয়াস্তিকার চিহ্ন! যুগে যুগে প্রকৃতিপূজকদের এত্ত মিল হতে পারে তা না দেখলে বিশ্বাস হয়না!



আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহ্র সৃষ্ট প্রতিটি দিনই সমান। কোন দিনের নিজস্ব কোন ভাল-মন্দের ক্ষমতা নেই। আমরা কোন দিনকে “শুভ” হিসেবে নির্ধারণ করিনা। আমরা আল্লাহ্র ব্যাপারে বছরে প্রতিটি দিনই সুধারণা পোষণ করি - আমরা বিশ্বাস করি আল্লাহ্ আমাদের জন্য প্রতিটি দিনই মঙ্গলময় করে রেখেছেন। নববর্ষে ভালো খেলে সারাবছর ভালো খাওয়া মিলবে এই কুসংষ্কার আমাদের না। আল্লাহ্ আমাদের যে রিযক্ দিয়েছেন তা দিয়ে আমরা বছরের সব দিন সাধ্যমত ভালো খাবার খাওয়ার চেষ্টা করি, ওপারের দাদাদের মত কিপটামি করে ভাল খাবার বছরের শুরুর দিনের জন্য রেখে দেইনা।



৩.

একজন আমলা টার্নড মুফতির ফতোয়া দেখলাম, তিনি বলেছেন - নববর্ষে অনৈসলামিক অনাচার বাদ দিয়ে সেটা পালন করা জায়েজ। এই ফতোয়া ঈদের ক্ষেত্রে খাটে - কারণ এখন ঈদে বহু ইসলাম বিরোধী আচরণ ঢুকে পড়েছে কিন্তু পয়লা বৈশাখের ক্ষেত্রে কিভাবে খাটে? কিভাবে করলাম সেটা পরের কথা, পয়লা বৈশাখকে দিন হিসেবে উদযাপন করাটাই তো অনৈসলামিক! কেন? সুনানে আবু দাউদের একটি হাদিস উল্লেখ করি যা আল্লামা নাসিরুদ্দিন আলবানি বিশুদ্ধ বলে নিশ্চিত করেছেন -



আনাস (রাঃ) বলেন, যখন রসুল (সাঃ) মদিনাতে আসলেন তখন তাদের দুটি দিনে খেলা-ধূলা করতে দেখলেন, তিনি তাদের জিজ্ঞাসা করলেন এই দু’দিন কি? তারা উত্তর দিল, আমরা অজ্ঞতার যুগে এদিনগুলোকে উদযাপন করতাম। রসুলুল্লাহ(সাঃ) বললেন, নিশ্চয়ই আল্লাহ্ তোমাদের এদের পরিবর্তে এমন দু’টি দিন দিয়েছেন যা এর চেয়ে উত্তম - আল আযহার দিন ও আল ফিতরের দিন।



লক্ষ্যনীয় যে এখানে রসুল (সাঃ) বলেছেন - إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَ

ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা মানে “নিশ্চয়ই আল্লাহ্ তাদের বদলে”, অর্থাৎ আগে যা ছিল সেটা বদলে দিয়ে আল্লাহ্ নিজে দুটো দিন আমাদের উৎসবের জন্য নির্ধারিত করে দিলেন। এখানে কিন্তু রসুল(সাঃ) আগের দুটোকে অক্ষত রেখে নতুন দুটো ঈদ যোগ করেননি। যে মদিনাবাসী তাকে দুর্দিনে সাহায্য করেছিল, একটি মুসলিম রাষ্ট্রের সূচনা করেছিল, সেই মদিনাবাসীদেরও জাতীয় উৎসবকে ছাড় দেয়া হয়নি, বদলে দেয়া হয়েছিল। এর কারণ ব্যাখ্যায় শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইম্যিয়া ‘ইক্বতিদা আল সিরাতাল মুস্তাকিম’ গ্রন্থে বলেন - উৎসব ইসলামি শরিয়তের অংশ, যেহেতু মহান আল্লাহ্ সুরা মায়িদার ৪৮ নম্বর আয়াতে বলেন -



তোমাদের প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি নির্দিষ্ট শরিয়ত এবং নির্দিষ্ট মিনহাজ নির্ধারণ করেছিলাম।



এই মিনহাজের (পথ ও পন্থা) অংশ হিসেবে মুসলিম জাতির জন্য কিছু দিনকে আল্লাহ্ বেছে নিয়েছেন যেন সেদিন আমরা আটপৌরে জীবন থেকে মুক্তি নিতে পারি - গৎবাঁধা কাজ ফেলে আনন্দ-উল্লাস করি, খেলা-ধূলায় মাতি। সেদিনগুলোতে আমরা স্বজন আর বান্ধবদের সাথে দেখা করি, আড্ডা মারি, ভালো-মন্দ খাই। এমন দিনগুলো হল বাৎসরিকভাবে দুই ঈদের দিন এবং সাপ্তাহিকভাবে জুম’আর দিন। ইসলামের দর্শনটা কি সুন্দর লক্ষ্য করুন - আমাদের উৎসবের দিন আমরা শুধু কাছের মানুষদের সাথেই দেখা করিনা, কাছাকাছি হতে চেষ্টা করি এমন এক সত্ত্বার যাকে আমরা সব মানুষের চেয়ে অনেক বেশি ভালোবাসি। সেই সত্ত্বাটা হলেন আল্লাহ্! এই জন্য আমরা নারী-পুরুষ নির্বিশেষে ঈদের দিন জামা’আতে যাই, শুক্রবার দিন সব কাজ ফেলে মসজিদে বসে খুতবা শুনি।



বাংলা নববর্ষ যে আসলে হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান তা নিয়ে কারো যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে তার জন্য উইকি থেকে কপি করে দিলাম -



পয়লা বৈশাখের দিন উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে কলকাতার কালীঘাটে। সেখানকার বিখ্যাত কালীমন্দিরে বিভিন্ন ব্যবসায়ী ভোর থেকে প্রতীক্ষা করে থাকেন দেবীকে পূজা নিবেদন করে হালখাতা আরম্ভ করার জন্য। ব্যবসায়ী ছাড়াও বহু গৃহস্থও পরিবারের মঙ্গল কামনা করে দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে কালীঘাটে গিয়ে থাকেন।



আমরা নির্লজ্জভাবে হিন্দুদের অনুকরণে পয়লা বৈশাখ পালন করলেও ওরা কিন্তু আমাদের ঈদকে সর্বজনীন উৎসব হিসেবে মনে করেনা। উৎসব আর ধর্ম যে অঙ্গাঙ্গীভাবে জড়িত এটা আমরা কেন যেন বুঝতে চাইনা।



মোটকথা মুসলিমদের জন্য বছর বছর যা ঘুরে আসে এমন মাত্র দু’টি দিন উদযাপনযোগ্য। এর বাইরে যত দিবস পালিত হয় সবই পরিত্যাজ্য - সেটা ঈদে মিলাদুন্নবি বা ফাতেহা-ই-ইয়াজদহম হোক, বাংলা/আরবি/ইংরেজি নববর্ষই হোক আর জন্মদিন, বিবাহবার্ষিকী বা ভালোবাসা দিবসই হোক।



দিনভিত্তিক নাটুকেপনা মুসলিমরা করেনা। ১৪ই এপ্রিলের উসিলায় পুঁজিবাদি ব্যবস্থা বাঙালিত্ব বিক্রি করে। বিক্রি করে লাল-সাদা জামা আর ইলিশ মাছ। পয়লা বৈশাখ কি আদতে আমাদের বাঙালি করে? নাকি বাঙালি হবার একটা মিথ্যা বোধ জন্ম দেয়? আমরা পড়ি ইংলিশ মিডিয়ামে (ইংরেজি মাধ্যমে না), দেখি হিন্দি সিরিয়াল, ক্রিকেট খেলায় পতাকা দোলাই পাকিস্তানের, বাসন মাজতে যাই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় আর একদিন শাড়ি-পাঞ্জাবি পড়ে পান্তা খেয়ে ঢেকুর ফেলি - ভারি বাঙালি হয়ে গেছি!



আল্লাহ্ আমাদের মাতৃভাষা দিলেন বাংলা, কিন্তু আমরা অলিগলির কোচিং সেন্টারে স্পোকেন ইংলিশ শিখতে শিখতে বাংলা বলাটাই ভুলে গেলাম। আল্লাহ্ আমাদের যে দেশে জন্ম দিলেন সেই দেশকে আমাদের কাছে জাহান্নামের মত লাগে, এখান থেকে পালিয়ে গিয়ে অন্য দেশে সেটল হওয়াটাই এখন আমাদের স্বপ্ন। এই আমাদের মুখে দেশপ্রেম আর জাতীয়তাবাদের জিগির ঝুটা আবেগ ছাড়া আর কিছুই নয়।



৪.

আচ্ছা তাহলে কি ‘পয়লা বৈশাখ’ পালন করা যাবেনা? একসাথে একজন মুসলিম ও একজন বাঙালি হওয়া যাবেনা?



আল্লাহ্কে স্রষ্টা ও প্রতিপালনকারী হিসেবে মেনে নিয়ে, আল্লাহ্কে একমাত্র সত্য ‘ইলাহ্’ হিসেবে স্বীকার করে মুসলিম হবার মানে নিজের ইচ্ছাকে আল্লাহ্র ইচ্ছার কাছে সমর্পণ করা। ইসলাম একটি দ্বীন - পরিপূর্ণ জীবন বিধান। আমার জীবনের সব ক্ষেত্রে আমি শয়তানের, আমার বা আমার মত অন্য কোন মানুষের ইচ্ছেমত চলবোনা, চলবো আল্লাহ্র ইচ্ছেমত।



যদি কোন কাজের বিষয়ে আমরা সুস্পষ্ট কোন নিষেধাজ্ঞা ক্বুর’আন এবং সহিহ হাদিস থেকে জানতে পারি তাহলে আমাদের কর্তব্য - আমরা যেটা করছি, সেটা করতে যতই ভালো লাগুক, সেটা পরিহার করতে হবে। ইসলামকে একটা জীবন-ব্যবস্থা হিসেবে বিবেক-বুদ্ধি খাটিয়ে বেছে নিতে হয়। জন্মসূত্রে বাঙালি সবাই হতে পারে - এমনকি বাজারের নেড়ি কুকুরটাও, ব্ল্যক বেঙ্গল ছাগলটাও। কিন্তু Conscious choice এর মাধ্যমে ইসলামকে মেনে নিতে সবাই পারেনা। যারা পারে তারা ‘পপুলার বাজারে বাঙালিয়ানা’ ছেড়ে এমন এক জাতির অন্তর্ভুক্ত হয় যা দেশের সীমানা পেরিয়ে, কালের গন্ডী ছাড়িয়ে পুরো পৃথিবীর সর্বযুগের সকল সত্যসন্ধানী মানুষকে একত্রিত করেছে। এ জাতিটার নাম মুসলিম জাতি।



আমি বাঙালি বলে লজ্জিত নই মোটেই কিন্তু তা দিয়ে গৌরব করতে আমার মন সায় দেয়না, কারণ এতে তো আমার কোন কৃতিত্ব নেই। কিন্তু আমি একজন মুসলিম হতে পেরে গর্বিত - কারণ ‘বাঙালিত্বের’ মত এটা জন্মসূত্রে পাওয়া কোন ট্যাগ নয়। মুসলিম জাতির অন্তর্ভুক্ত হতে আমাকে কষ্ট করতে হয়েছে - জানতে হয়েছে, ভাবতে হয়েছে, মানতে গিয়ে আত্মত্যাগও করতে হয়েছে, সর্বোপরি আল্লাহ্র সাহায্য চাইতে হয়েছে। তাই আমি আগে একজন মুসলিম, তারপর একজন বাঙালি।



৫.

এ লেখাটা আল্লাহ্র সন্তুষ্টি অর্জন করতে একজন মুসলিম ভাই হিসেবে অন্য মুসলিম ভাইদের প্রতি একটি স্মরণিকা মাত্র। হিদায়াত বা সত্য পথ সুস্পষ্ট - যার খুশি সে সেই পথে চলবে। বিভ্রান্তিও সুস্পষ্ট - যার খুশি সে তাতে নিমজ্জিত থাকবে। প্রত্যেক মানুষকেই তার স্রষ্টার সামনে দাঁড়িয়ে জবাবদিহী করতে হবে। পৃথিবীতে সে কোন পথ বেছে নিয়েছিল তার ভিত্তিতে সে শাস্তি বা পুরষ্কার পাবে। সুতরাং যে ‘পয়লা বৈশাখ’ থেকে বেঁচে আল্লাহ্র সন্তুষ্টির দিকে যেতে চায় যাক, আর যে ‘পয়লা বৈশাখ’ পালন করতে চায় সে করুক - তার হিসাব আল্লাহ্র সাথে হবে।



কোন ব্যক্তিকে তার প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেবার পরেও সে যদি তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্ম সমূহ ভুলে যায়, তবে তার অপেক্ষা অধিক সীমালঙ্ঘনকারী আর কে? [সুরা কাহাফ, আয়াত ৫৭]
 
.
lol you guys are just too concerned for Poila Boishakh! :lol:
 
.
Where is this writer? hiding behind any hijab? Where was he? or lost behind the peoples voice?

They tried to stop it, by bombing at that program some year ago. But, numbers get doubled, trippled at each year. That guy doesn't know whether ethnic identity is important for him. Religion and Ethnic Identity cannot be mixed up, both are important and undeniable.
 
.
No they are not taught by religions, they predates all religions. Religions might have been codified them or organised them. Anyway the way I see it, religion is good in the sense it gives people somekinda identity of their own, maybe even make less-moral people to observe morality. But the problem is any sentiment which can gather people en masse for common cause, has been and will be used by the wise for good or bad.

Yes they predated all religions, even before Islam.
According to Islam, Adam was the first man on this Earth, and about 22 books were sent to him by Allah. Also since he was prophet of Allah, then I assume that: what is sin or not, what is ethical or not, what is someone's right or not were started to taught by Allah through him/the book that were sent to him. And later in other religious books like Quran those were brought to us in the organized form.
 
.
Where is this writer? hiding behind any hijab? Where was he? or lost behind the peoples voice?

They tried to stop it, by bombing at that program some year ago. But, numbers get doubled, trippled at each year. That guy doesn't know whether ethnic identity is important for him. Religion and Ethnic Identity cannot be mixed up, both are important and undeniable.

Just like this Awami minister. My humble question to you. Will your Bengali Tagorized identity matter after death? That is of course if you believe in Akhirat (life after death) like we Muslims do. :what:

Now I think when this minister die then he should be burried with recitation of Tagore poetry instead of Quran-e-Pak. :azn:

মুসলমান নয়, আগে বাঙালি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ২৩ এপ্রিল (শীর্ষ নিউজ ডটকম): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন মজিবুর রহমান ফকির বলেছেন, মুসলমান নয়, আমাদের প্রথম পরিচয় বাঙালি। তিনি বলেন, আমরা যদি আগে মুসলমান হই এবং তারপর যদি ধর্মান্তরিত হই তাহলে আমাদের পরিচয় হবে কি? এজন্যই আমাদের প্রথম পরিচয় বাঙালি। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কেন্দ্রীয় গণ গ্রন্থাগার শওকত ওসমান মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাধীনতা সংসদ নববর্ষ বিষয়ে এ আলোচনা সভার আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন, নারী নীতিতে কোথাও কোরআন বিরোধী কিছু নেই। তবুও মুফতি আমিনী এটা নিয়ে ব্যবসা করছেন। তিনি বলেন, ইসলাম শুধু আমিনীর সম্পদ নয়, এটা আমাদের সবার।
তিনি বলেন, বর্তমানে মাওলানা সাহেবরা নারীনীতি নিয়ে ভুয়া কথা বলছেন। তারা নারীদের পক্ষে কোনো আন্দোলন করে না এবং নারীর অধিকার নিয়ে জুমার খুতবায়ও কিছু বলে না। এমনকি তারা নারীনীতি নিয়ে মানববন্ধন পর্যন্ত করেনি। তিনি আলোচনা সভায় আমন্ত্রিত হয়ে আসা চিত্র নায়িকা নূতনকে উদ্দেশ্য করে বলেন, আমার সৌভাগ্য হয়েছে আমি ময়মনসিংহে নূতনকে নিয়ে এক সঙ্গে দুই কিলোমিটার রাস্তা ঘুরেছি।
সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা সংসদের ভাইস চেয়ারম্যান এটিএম জসিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কাজী কেরামত আলী। আরো বক্তব্য রাখেন, প্রফেসর ডা. মির্জা মাজহারুল ইসলাম, চিত্র পরিচালক সালাউদ্দিন লাভলু, চিত্র নায়িকা নূতন ও শিল্পী সংগীতা খান প্রমুখ।
(শীর্ষ নিউজ ডটকম/ এসটি/ টিআই/এআইকে/ ২১.১৯ঘ


Yah, If i could track him i would recommend cancellation of his Nationality. Its easy, working at news media makes many work comfortable.

Really! A root less munafiq minded Bengali will revoke the citizenship a Bangladeshi muslims. Well...:smokin:
 
.

Latest posts

Pakistan Defence Latest Posts

Pakistan Affairs Latest Posts

Back
Top Bottom