What's new

March for Democracy Watch Thread

@Skies , even with local Bangla newspapers, it'll change. Heck, there's this Amar Desh from the beginning.

Others will follow in time. We Bangladeshis have fought hard for our independence. And that is what unites all Bangladeshis regardless of our views. Just give it time to gather momentum.

Indians are not the problem...Gopalis are!

Indeed:
31-december-2013.jpg
 
People you need to wait until after the election is over on the 5th. The Govt has a binding mandate which runs out on the 5th. Concerned parties are kinda on the sidelines, I am not saying to expect miracle after the 5th, but you'll need to chill and wait out the next couple of days.
 
Ok guys, here is the deal:
- our country has been occupied by Indians and their agents
- they have abolished democracy, so now they are in power by force of gun
- our people are half aware and slowly becoming more aware

My questions:
- how many years will it take for sufficient number of our people to wake up (yesterday I was watching a Tritio Matra show video, two guys, one Dr. Jaforullah from Gonoshastho objecting to this election but another Univ. Professor so called intellectual, trying to justify the validity of this election, because of some so called requirement by the so called "constitution", this is what goes for debate to keep our clueless asleep)
- when will we realize that only an armed revolution will be able to overthrow this occupying regime, nothing less will work? We cannot fight a gun toting occupying force with bamboo sticks

When and if this realization comes with an overwhelming majority of Bangladeshi people, then the questions will come, who will be our allies in this struggle, with financing, arms and logistics. China, Myanmar, even rebels in NE states are potential allies, along with GCC nations who would like to see another strong and powerful Sunni nation, to help with Sunni dominance of Arab world. We have to think of supply lines and also burying arms and ammunition underground, slowly and surely and get ready for the time of show down, when there will be enough of us who are trained and armed to take on the Indian Agents in a guerrilla war. A smaller nation surrounded by a much larger hostile nation, we should have had universal conscription (all able bodied men serving and training in army for a few years). Better late than never, this would be a good start for that process.

In the meantime, yes lets keep our efforts to peel off the mask of Indians and their agents, and keep our fingers crossed and hope that someday our people will wake up. Every people and nation have to make their own destiny with their strong will. Where there is a will, there is way.

Eternal vigilance is the price of freedom. The existing nationalist forces due to their incompetence has brought us to this level, because these people never really understood what they were up against. I hope this is a wake up call for them. And for people who are already aware, please do not expect leadership from these bunch of losers. Organize and network among people who are already aware and keep losers out of the equation. Thank you.
 
Last edited:
Indians are not the problem...Gopalis are!

People don't understand the capacity and scope of what Hasina is willing to do to stay in power. If India finds a person like her in charge it would be stupid not to avail the opportunity.

Consider the following,

1) She is saying if BNP goes to poll this time, JI will be allowed to vote on the next one. Only tyrants talk like that. This should be an issue before the Supreme Court to decide as they are the one supposedly banned JI politics.

BTW anyone falling for this is pure idiot deserving what they get.

2) She went to election with Ershad in 1987

3) She called Jahanara Imam whore and what not when Jahanara Imam was questioning her alliance with Jamaat.

4) She was in alliance with JI from the ealry 90's to 90's.

5) In 1996 she invented non-stop Hartal demanding CTG, Once she was in power, she tried to do away the CTG after getting elected.

6) Her fiasco with Dr. Yunus.

India does not have to do anything when you get someone like her reminiscing Indira Gandhi.

P.S Indira Gandhi declared State of Emergency from June 1975 to March 1977 for the folks who are not aware of the little fact !!

I was wondering the same....I mean, what the heck is Khichdi? LOL...

False flagging is certainly a Cardinal Sin in PDF !!
 
Last edited:
Just look at the link I gave. It is from the Daily Star, and a series of recorded events. What was hidden underneath for years what we've been discussing had come true in spite of all the threats and abuses from our dear Indian members to reinforce their denial.

And we will continue to do so no matter what they say or do. That is our purpose. All they need is time.

Among the members here @MBI Munshi @idune @M_Saint are the first and prominent members here who first talked about the 2008 rigged election, false flag Islamic terrorism and bomb busts in last BNP regime, explanation of BDR Mutiny, free transit in the name of connectivity, infiltration of RAW; and now their claims make sense. Some old members here made fun of them too many times.
 
one peaceful solutions to oust BAL without taking arms at hands and civil war I guess...............big economic sanction for having an illegal govt and immense pressure on army to react against BAL by foreign countries.

Taking/providing arms against own countrymen is not practical in a tiny and densely populated country like BD. Plus, as far I understand, general non-political people would be comfortable to comply with or accept BAL's misrule being in a comparative comfort zone rather than fighting and risking own life.
 
Among the members here @MBI Munshi @idune @M_Saint are the first and prominent members here who first talked about the 2008 rigged election, false flag Islamic terrorism and bomb busts in last BNP regime, explanation of BDR Mutiny, free transit in the name of connectivity, infiltration of RAW; and now their claims make sense. Some old members here made fun of them too many times.

Thanks Skies for remembering, information archived in following thread did provide clues.

Awami govt proved again - they are indian stooges
 
one peaceful solutions to oust BAL without taking arms at hands and civil war I guess...............big economic sanction for having an illegal govt and immense pressure on army to react against BAL by foreign countries.

Taking/providing arms against own countrymen is not practical in a tiny and densely populated country like BD. Plus, as far I understand, general non-political people would be comfortable to comply with or accept BAL's misrule being in a comparative comfort zone rather than fighting and risking own life.

Sanctions will affect the poor and the disadvantaged the most, who do not have a safety net. Army will not react, because it is full of Awami League supporting officers (they have infiltrated the army for decades).

If people are not willing to move out of their comfort zone, then they deserve to remain slaves of India. In a way, I agree with your assessment, I think this is the most likely scenario.
 
ভোটের নামে ৫ জানুয়ারির কলঙ্কময় প্রহসন বর্জন করুন: খালেদা জিয়া | রাজনীতি | Rtnn.net
Khaleda Zia requests countrymen to reject this sham and scandalous election
Also complains about being under House Arrest.

গৃহবন্দি করে রাখার অভিযোগ
ভোটের নামে ৫ জানুয়ারির কলঙ্কময় প্রহসন বর্জন করুন: খালেদা জিয়া
০৩ জানুয়ারি,২০১৪
75977_1.jpg

নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: দেশবাসীকে নির্বাচনের নামে ৫ জানুয়ারির কলঙ্কময় প্রহসন পুরোপুরি বর্জনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই প্রহসনকে দেশে-বিদেশে কোথাও কেউ নির্বাচন হিসেবে বৈধতা দেবে না।’

এই নির্বাচনের মাধ্যমে বৈধতার খোলস ছেড়ে আওয়ামী লীগ সরকার অবৈধ মূর্তিতে আবির্ভূত হবে বলেও দাবি করেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ অপকৌশল ও সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত রাখার উদ্দেশ্যে আগামী ৫ জানুয়ারি জাতীয় সংসদের অর্ধেকেরও কম আসনে নির্বাচনের নামে এক নির্লজ্জ প্রহসনের আয়োজন করেছে।’

খালেদা জিয়া বলেন, ‘আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহযোগিতায় রাষ্ট্রীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে ভয়ঙ্করভাবে অপব্যবহার করে গণতন্ত্র নাশের এই কদর্য অধ্যায় রচনা করা হচ্ছে। তাই ৫ জানুয়ারি জঘন্য কলঙ্কময় কালো তারিখ হিসেবে চিত্রিত হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘বিএনপি ও ১৮ দলসহ দেশের কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল এই প্রহসনে শরিক হয়নি। দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের মধ্যে এ নিয়ে সামান্যতম উৎসাহ নেই। বরং ভোটের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘অনেক আগে থেকেই আমরা বলেছি, সাজানো পাতানো এমন প্রহসনে আমরা শামিল হবো না। সমঝোতার মাধ্যমে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের উপায় বের করার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি। ক্ষমতাসীনদের একগুঁয়েমির কারণে তা সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে সংবাদমাধ্যমে খবর এসেছে, অল্প কিছু দলীয় লোক সারাদিন ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থেকে জালভোট দিয়ে ভোটার উপস্থিতির সংখ্যা বাড়িয়ে দেখাবার জন্য আওয়ামী লীগ নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের প্রমাণ হিসেবে অডিও ক্লিপও সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে।’

খালেদা জিয়া বলেন, ‘এই প্রহসন ও ভোটাধিকার কেড়ে নেয়ার বিরুদ্ধে জনগণ যাতে বৈধভাবে প্রতিবাদ জানাতে না পারে, সে জন্য সবখানে এখন চালু করা হয়েছে বন্দুকের শাসন।’

তিনি বলেন, ‘কারসাজি ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় সারা দেশে মুক্তিকামী জনগণের গণতান্ত্রিক সংগ্রাম চলছে। আমি এই বৈধ গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে রাজধানী অভিমুখে শান্তিপূর্ণ ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণা করেছিলাম।’

‘দেশবাসী এবং সারা পৃথিবী দেখেছে, কী জঘন্য নাৎসি কায়দায় সেই নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনে জনগণকে বাধা দেয়া হয়েছে। সরকারের লেলিয়ে দেয়া সশস্ত্র সন্ত্রাসীরা সুপ্রিমকোর্ট ও প্রেসক্লাবের মতো প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিটিয়ে আহত করেছে’ অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, ‘ওরা সশস্ত্র মিছিল নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছে। সবকিছুই হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায়। অথচ নিরস্ত্র জনগণকে শান্তিপূর্ণ অভিযাত্রা ও সমাবেশে যোগ দিতে বাধা দেয়া হয়েছে। সারা দেশে সব যানবাহন বন্ধ রেখেছে সরকার। এর মাধ্যমে ক্ষমতাসীনরা পরাজয় মেনে নিয়েছে।’

খালেদা জিয়া দাবি করেন, ‘এমন নিশ্ছিদ্র বাধার মধ্যেও সারা দেশ থেকে সর্বস্তরের লাখ লাখ মানুষ মার্চ ফর ডেমোক্রেসি-তে অংশ নিতে অনেক দুর্ভোগ সয়ে সীমাহীন কষ্টে ঢাকায় এসেছিলেন। সরকারী সন্ত্রাস-কবলিত রাজপথে এই শান্তিপ্রিয় নাগরিকদের নামতে দেয়া হয়নি। যেতে দেয়া হয়নি সমাবেশস্থলে।’

তিনি অভিযোগ করেন, ‘সরকার আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের দিয়ে আমার বাসভবন ঘিরে রেখেছে। আমাকে বাইরে যেতে দেয়া হচ্ছে না। কোনো ঘোষণা ছাড়াই সরকার কার্যত আমাকে গৃহবন্দি করে রেখেছে। আমার অফিস এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা অনেক কষ্টে যে গণতন্ত্র অর্জন করেছিলাম, সেই গণতন্ত্র আজ আওয়ামী লীগের হাতে আবারো নিহত হলো। ১৯৭৫ সালে দ্বিতীয় বিপ্লব নাম দিয়ে একদলীয় বাকশাল পদ্ধতির মাধ্যমে তারা গণতন্ত্র হত্যা করেছিল।’

‘আজও তারা গণতন্ত্র হত্যার আয়োজন করে বলছে, গণতন্ত্র ও ভোটের অধিকারের চেয়ে বেরি জরুরি তাদের কর্মসূচির বাস্তবায়ন করা। এই কণ্ঠ ফ্যাসিবাদের। এই স্বৈরাচারকে রুখতে হবে’ যোগ করেন তিনি।

খালেদা জিয়া বলেন, ‘গৃহবন্দীত্ব কিংবা জেল-জুলুমকে আমি ভয় করি না। আল্লাহর ওপর অবিচল আস্থা এবং জনগণের ওপর অকুণ্ঠ বিশ্বাস আমার আছে। স্বৈরাচারী সরকার দেশের জনগণ ও বিশ্বসমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল সন্ত্রাস ও রাষ্ট্রীয় শক্তির ওপর ভর করে টিকে থাকতে পারবে না।’

তিনি বলেন, বিরোধী দলকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ৫ জানুয়ারির পর সমূলে উৎখাতের হুমকি দিচ্ছে আওয়ামী শাসকেরা। অথচ তাদের নেতাকর্মীরা যানবাহনে, বিচারপতির বাড়িতে ও হিন্দু সম্প্রদায়ের লোকদের ঘরবাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগ করতে গিয়ে ধরা পড়েছে, বিচার হচ্ছে না।
 
Ok guys, here is the deal:
- our country has been occupied by Indians and their agents
- they have abolished democracy, so now they are in power by force of gun
- our people are half aware and slowly becoming more aware

My questions:
- how many years will it take for sufficient number of our people to wake up (yesterday I was watching a Tritio Matra show video, two guys, one Dr. Jaforullah from Gonoshastho objecting to this election but another Univ. Professor so called intellectual, trying to justify the validity of this election, because of some so called requirement by the so called "constitution", this is what goes for debate to keep our clueless asleep)
- when will we realize that only an armed revolution will be able to overthrow this occupying regime, nothing less will work? We cannot fight a gun toting occupying force with bamboo sticks

When and if this realization comes with an overwhelming majority of Bangladeshi people, then the questions will come, who will be our allies in this struggle, with financing, arms and logistics. China, Myanmar, even rebels in NE states are potential allies, along with GCC nations who would like to see another strong and powerful Sunni nation, to help with Sunni dominance of Arab world. We have to think of supply lines and also burying arms and ammunition underground, slowly and surely and get ready for the time of show down, when there will be enough of us who are trained and armed to take on the Indian Agents in a guerrilla war. A smaller nation surrounded by a much larger hostile nation, we should have had universal conscription (all able bodied men serving and training in army for a few years). Better late than never, this would be a good start for that process.

In the meantime, yes lets keep our efforts to peel off the mask of Indians and their agents, and keep our fingers crossed and hope that someday our people will wake up. Every people and nation have to make their own destiny with their strong will. Where there is a will, there is way.

Eternal vigilance is the price of freedom. The existing nationalist forces due to their incompetence has brought us to this level, because these people never really understood what they were up against. I hope this is a wake up call for them. And for people who are already aware, please do not expect leadership from these bunch of losers. Organize and network among people who are already aware and keep losers out of the equation. Thank you.
lol i was watching that too. it was Zafarullah Chaudhary vs Salimullah Khan (pronounced Soulimullah for strange reason). i was thinking the same - such brainwashing. isn't such rubbish media still bought even by audience you'd consider nationalist types? all they talk about is caretk govt....caretk govt....caretaker govt for....caretaker govt against...and it's just amazing how many bangladeshis are completely satisfied by this and clueless about the extent of damage to their country and society. they bring one person commending BAL's "war crime" tribunal (we know as slaughterhous to 'judicially' kill political opponents) and then that BAL should follow caretaker system. the other person starts off with dirgha 9 month's struggle for "liberation" and chetona, followed by freshly made stories of "rape of minorities" during 2001-2006 and somehow warns us of becoming fully Muslim state when BNP-JEI comes. what rubbish bhai!!
 
দেশবাসীর উদ্দেশ্যে দেয়া তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য, নির্দেশনা ছাড়াই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ (ভিডিও ডানপাশে)


Saturday, 04 Jan 2014
দেশবাসীর উদ্দেশ্যে দেয়া তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য, নির্দেশনা ছাড়াই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ
Tareq Rahman's (Khaleda Zia's son) speech addressed to people of Bangladesh - without waiting for further instruction, please participate in the movement/uprising (to depose Hasina's illegal govt. and to stop this sham election)
2454.jpg


লন্ডন: দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়েছেন। লন্ডন সময় বিকেলে তিনি এই বার্তা রেকর্ড করেন। বাংলাদেশ সময় ভোরে এই ভিডিও বার্তাটি প্রথম প্রকাশ করা হয় নিউজ৫২.নেট তে। ভিডিও বার্তাটি রেকর্ড ও প্রচারের দায়িত্বে আছে যুক্তরাজ্য বিএনপি। বিএনপির এক সিনিয়র নেতা নিউজ৫২.নেট কে জানান, দেশ নিয়ে পার্শ্ববর্তি দেশের ষড়যন্ত্র ক্রমান্বয়ে বাড়ছে। পুরো বিশ্ব একদিকে আর বাংলাদেশ পাশের একটি দেশ নিয়ে একলা চলো নীতিতে এগুচ্ছে। এমন এক সময় প্রবাসে থাকা বিএনপির এই নেতা জাতিকে ঐক্যবদ্ধ করতে এই ভিডিও বার্তাটি পাঠান।

নিউজ৫২.নেট’র লন্ডন অফিস জানায়,তারেক রহমান বর্তমান রাজনৈতিক গুমট অবস্থা, বিরোধীদলের নেতা কর্মীদের আইনশৃংখলা বাহিনী দিয়ে প্রকাশ্যে হত্যা,প্রধান বিরোধীদলের নেতা বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করা এবং নির্বাচন নামে আওয়ামী লীগের প্রতারণার খেলা বন্ধ সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। তারেক রহমানের বক্তব্যটি প্রকাশ করা হলো।

প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম।

আমাদের দেশ যখন আজ এক গভীর অনিশ্চয়তায় নিমজ্জিত, তখন 'আপনারা ভালো আছেন' এই প্রত্যাশা যেন নিছকই এক আনুষ্ঠানিকতা। মত প্রকাশে সরকারী হস্তক্ষেপ, হয়রানি, দমন-পীড়ন এবং জনমনে সর্বোপরি অশান্তি আজ এমন এক মাত্রায় পৌঁছে গিয়েছে যে, আমি আশংকা করি বাংলাদেশের অধিকাংশ মানুষই হয়তো আজ আর আন্তরিকভাবে বলতে পারেন না যে - আমরা ভালো আছি।

প্রিয় দেশবাসী, নানান পালাবদল থাকলেও রাজনীতি হচ্ছে মৌলিক ভাবে মানুষ কেন্দ্রিক। আমি, আপনি, আপনারা - আমাদের সকলেরই রাজনৈতিক বিশ্বাস আছে। রাজনীতিতে আমরা হয়তো কেউ সরাসরি যুক্ত, বা কেউ কোন সংগঠন বা আদর্শকে সমর্থন করি। আমাদের সবারই নিজেদের মত করে রাজনৈতিক মতামত আছে। হতে পারে সেই মতামত গুলো ভিন্ন-ভিন্ন ও স্বতন্ত্র। কিন্তু রাজনৈতিক ভাবে আমাদের সবার মাঝে যে মিলটি রয়েছে, তা হচ্ছে - আমাদের চিন্তা ও চেতনায় রয়েছে এই দেশ, এই দেশের মানুষ। দেশের কল্যাণের উপায় নিয়ে আমাদের নিজেদের মাঝে ভিন্নমত থাকতেই পারে। কিন্তু দেশের অস্তিত্ব নিয়ে কোন ভিন্নমত থাকতে পারে না।

আজ অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, চলমান রাজনীতিতে যেন দেশের এই অস্তিত্বকে ঘিরেই বিভাজন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের যে সংজ্ঞা আমরা চিরকাল জেনেছি, ক্ষুদ্র একটি রাজনৈতিক জনসমষ্টি নিজেদের স্বার্থে আজ সেই সংজ্ঞাকে বদলে ফেলছে। প্রতিবেশি যে রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হতে পারে স্বাভাবিক, ভিত্তি হতে পারে পারষ্পরিক মঙ্গল ও সমঝোতা, সেই সম্পর্ককে ব্যাক্তিগত ও সংকীর্ণ স্বার্থে ব্যবহার করে সেই রাজনৈতিক জনসমষ্টি আজ জনমতকে বৃদ্ধাঙুলি দেখাচ্ছে। গণতন্ত্রের পালাবদলেই এক সময়ে আজকের এই জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল। ক্ষমতায় যাওয়ার সেই প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলেও গণতন্ত্রের স্বার্থে আমরা সেই প্রক্রিয়াকে মেনে নিয়ে বিরোধী দলে গিয়েছিলাম। কিন্তু গত পাঁচ বছরে দেশের সম্পদের অভূতপূর্ব লুটপাট, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বর ন্যাক্কারজনক বিনাশ, আর রাজনৈতিক-বিরোধী ও সমালোচকদের নজিরবিহীন দমনের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তাদের ক্ষমতা লাভের সেই প্রক্রিয়া প্রকৃতপক্ষেই কলংকজনক ছিল।

বাংলাদেশ জুড়ে আজ চলছে এক গভীর রাজনৈতিক সংকট। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের উপর বিক্ষুদ্ধ হয়ে আছে দেশের মানুষ। জনসমর্থন ও আত্মবিশ্বাস শূণ্যের কোঁটায় পৌছানো আওয়ামী লীগ সরকার গণমানুষের ইচ্ছাকে তাদের হীন রাজনৈতিক স্বার্থের মুখোমুখি দাঁড় করিয়েছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, রাজনৈতিক গুম-খুন, সাংবাদিক নির্যাতন ও হত্যা, নতজানু পররাষ্ট্রনীতি, ধর্মপ্রাণ নাগরিকদের গণহত্যা, আর দুর্নীতির স্থানীয় ও আন্তর্জাতিক সব অভিযোগের মুখে মানুষ প্রতিটি পদে-পদে এ সরকারের উপর অনাস্থার কথা জানিয়ে দিয়েছে। রাষ্ট্রযন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত স্থানীয় নির্বাচনগুলোয় প্রতিকুল পরিস্থিতিতেও বিএনপি প্রার্থীদের ব্যাপক বিজয়ের মধ্য দিয়ে দেশের মানুষ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নির্বাচনী অবস্থান - দু’টোকেই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

এর ফলে সৃষ্ট অচলাবস্থায় মানুষের মনে স্বাভাবিকভাবেই আজ কয়েকটি প্রশ্ন উঠে এসেছে। নির্বাচনকালীন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল, ৬ জন সাধারণ মানুষকে নিহত হতে হয়েছিল, সেই ব্যবস্থার প্রতি আজ তাদের কেন এত অনীহা? সেই ব্যবস্থা বিলুপ্ত করেই ক্ষান্ত না হয়ে কেন তারা একের পর এক গণহত্যা চালাচ্ছে; বিরোধীদলের নেতা-কর্মীদের গুম করছে; অকথ্য নির্যাতন-নিপীড়ন-গ্রেফতার চালাচ্ছে? পুরো দেশ যেন আজ একটি কারাগার, যেখানে জান-মালের নিরাপত্তা নেই; আছে কেবল ভীতি ও আতঙ্ক। নিরপেক্ষ নির্বাচনে অপমানজনক পরাজয় আর গণহত্যা-নৈরাজ্য-দুর্নীতি-অপশাসন সৃষ্টির দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর ভয় থেকেই কি শেখ হাসিনার আওয়ামী লীগের এই অবস্থান? দেশবাসীর চাওয়া-পাওয়া, তাদের ইচ্ছা-অনিচ্ছা, এসবের কি কোনই মূল্য নেই? আওয়ামী লীগ কি আবারও চূড়ান্তভাবে সেই বাকশালে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে; যেখানে ভিন্ন মত, ভিন্ন আদর্শ আর সমালোচনাকে রাষ্ট্রযন্ত্র দ্বারা হত্যা করা হত? বাকশালের পরিনতি সম্পর্কে আমরা সবাই জানি। তলাবিহীন ঝুড়িতে পরিনত হওয়া এ দেশের জন্য, এ দেশের মানুষের জন্য, এমনকি আওয়ামী লীগের জন্যও তা ভালো ফল বয়ে আনেনি। আমাদের সবার রাজনীতি যেহেতু দেশের কল্যাণার্থেই হওয়া উচিত, তাই মানুষকে সাথে নিয়ে উজ্জ্বল সম্ভাবনার দিকে যাত্রা না করে কেন আমরা আবার সেই অরাজক অতীতে ফিরে যাব?

প্রিয় দেশবাসী
২০০৬ সালে সংবিধান অনুযায়ী বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আওয়ামী লীগ মেনে নেয়নি। অভিযোগ করা হয়েছিল যে বিচারপতি কে.এম. হাসান বিএনপিপন্থী। অথচ আজ যে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান হতে চাচ্ছেন, তিনি কেবল অনিরেপক্ষই নন, খোদ আওয়ামী লীগের প্রধান। কোন ভরসায়, কিসের ভিত্তিতে - বিএনপি বা অন্য যে কোনো দল শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে? সংবিধান তো ঐশী বাণী নয় যে এটিকে পরিবর্তন করা যাবে না। দেশের প্রত্যেকটি মানুষের মত আমিও প্রশ্ন করতে চাই: সংবিধানের জন্য জনগণ, নাকি জনগণের জন্য সংবিধান? জনগনের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে এ পর্যন্ত ১৫ বার আমাদের সংবিধান সংশোধিত হয়েছে। এমনকি পার্শ্ববর্তী দেশের সংবিধানে যদি ৯৮ বার সংশোধন এসে থাকে, তাহলে জনগণের চাওয়া অনুযায়ী, দেশ ও দেশের মানুষের কল্যাণে, আমরা কেন ষোড়শ সংশোধনী করতে পারব না? নির্দলীয় সরকারের দাবি অসাংবিধানিক বলে সরকার এটিকে প্রত্যাখ্যান করছে। এটিই যদি তাদের যুক্তি হয়, তবে আমাদের সংবিধানের একটি সংশোধনও করা সম্ভব হত না। আমরা পড়ে থাকতাম সেই ১৯৭২ এর গণআকাংখা বিরোধী সংবিধানে। আওয়ামী লীগ যা বলছে, তা কোনো যুক্তির কথা নয়; বরং সংসদের দুই-তৃতীয়াংশ আসনের আশির্বাদ নিয়ে দেশকে অভিশাপের দিকে ঠেলে দেওয়ার অপপ্রয়াস।

প্রিয় দেশবাসী
সরকার ১৮ দলীয় জোটসহ সকল বিরোধী দলকে বাইরে রেখে একদলীয় প্রহসনের নির্বাচন করার ষড়যন্ত্র করছে। অথচ দেশে-বিদেশে নানা জরিপ, পর্যালোচনা ও গবেষণা থেকে স্পষ্ট হয়েছে যে দেশের শতকরা ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ। বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন, নৈমত্তিক নাগরিক অনুষ্ঠান, সংবিধান বিশেষজ্ঞদের আলোচনা, আন্তর্জাতিক প্রচার মাধ্যমের প্রতিবেদন, বহির্বিশ্বের কূটনীতিকদের ভাষ্য - সর্বত্র প্রতিষ্ঠিত হয়েছে যে - সব দলের অংশগ্রহনের মাধ্যমে একটি স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন এখন বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এর উপরেই নির্ভর করছে আমাদের গণতন্ত্র চর্চার সর্ববৃহত অধিকারের তথা ভোট প্রদানের ভবিষ্যত।

অথচ এরই মাঝে সরকার পরিকল্পিত ভাবে একটি প্রহসনের নির্বাচনের দিকে এগোচ্ছে। যেখানে অর্ধেকের বেশি আসনে ইতিমধ্যে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায়, কোনো প্রকার ভোট ছাড়াই, নির্বাচিত হয়ে গিয়েছেন ১৫০ জনেরও অধিক সরকার সমর্থিত প্রার্থী। বাকি যেসব আসন রয়েছে, সেখানেও নাম সর্বস্ব কিছু প্রার্থীতার কারণে জনগণ ভোট দেওয়া থেকে বিরত থাকবেন বলে গনমাধ্যমসমূহে প্রকাশ পেয়েছে। "জনগণই সকল ক্ষমতার উৎস" - আমাদের সংবিধানের মূল ভিত্তি। আর সেই সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ আজ এমন একটি নির্বাচন করতে যাচ্ছে, যে নির্বাচনে একে তো কোন মানুষেরই ভোট দেওয়ার আগ্রহ নেই, উপরন্তু প্রার্থীহীনতার ফলে দেশের অর্ধেকেরও বেশি ভোটার চাইলেও ভোটাধিকার প্রয়োগ পারবেন না। ১৬ কোটি মানুষের এ দেশে আওয়ামী লীগকে মুক্তিকামী জনতা এমনভাবেই প্রত্যাখ্যান ও ধিক্কার জানালেন যে তারা শত চেষ্টা করেও একতরফা নির্বাচনে ৩০০টির এমনকি অর্ধেক আসনেও কোন প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতে পারল না। এ দেশের হতভাগ্য জনসাধারণকে ৫ বছর অন্তর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র অনুশীলনের একমাত্র সুযোগ থেকেও তারা বঞ্চিত করতে চাইছে। গণতন্ত্রের সহস্রাধিক বছরের ইতিহাসে, শতাধিক দেশের রাজনৈতিক পটভূমি পর্যালোচনা করে দেখা যায়, বিশ্ব ইতিহাসে এমন প্রতারণামূলক নির্বাচন এর আগে কখনো ঘটেনি।

বাংলাদেশে আমরা যারা গণতন্ত্রের মূলনীতিতে বিশ্বাস করি, আজ সময় এসেছে আমাদের সবার এক হয়ে ৫ জানুয়ারির নির্বাচন প্রতিরোধ, প্রতিহত ও বর্জন করার। ব্যক্তি স্বার্থে নয়, দলীয় স্বার্থে নয়; এটি করতে হবে দেশের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে, দেশের অস্তিত্বের স্বার্থে। শেখ হাসিনা বলেছিলেন যে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। তিনি প্রধানমন্ত্রীত্ব নয়, শান্তি চান। আর সেই শান্তির পূর্বশর্ত দেশের মানুষের দাবির প্রতি সম্মান জানিয়ে পাতানো নির্বাচনের খেলা বন্ধ করা। আমি আহবান জানাবো, আসুন, আমরা সূচনা করি আগামীর নতুন বাংলাদেশের। স্বভাবতই, বিশ্বের একটি উদীয়মান অর্থনীতি হিসেবে সম্ভাবনাময় ও সমৃদ্ধ আগামীতে পৌছানোর পূর্বশর্ত একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা। যেখানে মানুষের অংশগ্রহণ থাকবে, গণতন্ত্রের সুষ্ঠু চর্চা থাকবে। বাংলাদেশের গত ৪২ বছরের ইতিহাসে প্রমাণ রয়েছে যে এ ভূখন্ডের মানুষ প্রকৃতপক্ষে শান্তিপ্রিয় এবং গণতন্ত্রমনা।

প্রিয় দেশবাসী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা উপলব্ধি করেছিলেন বলেই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র, উন্নয়ন, বহু মত ও পথের পরিবর্তে যখন একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল, তখন তিনি দেশে বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে আবারও স্বৈরাচার মাথা চাঁড়া দিয়ে উঠলে বর্তমানে কার্যত গৃহবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছি। দেশের জনগণ সেই গণতন্ত্রকে স্বাগত জানিয়েছে এবং দশকের পর দশক ধরে তা লালিত হচ্ছে প্রবল আবেগ ও অনুভুতির সংমিশ্রণে। তারই ধারাবাহিকতায় আজ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় ঐক্যজোট দেশব্যাপী আন্দোলন করছে গণতন্ত্র পুনরুদ্ধারের। দেশবাসীকে সাথে নিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমাদের যে আন্দোলন, তাতে অনেক নেতা-কর্মী এবং সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন। তাদের উৎসর্গের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য হলেও আমাদেরকে ঘরে-ঘরে, গ্রামে-গ্রামে, শহরে-শহরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আন্দোলনে শহীদ সকল ব্যক্তির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের পরিবার সমূহের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। কথা দিচ্ছি, তাদের আতœত্যাগকে আমরা বৃথা যেতে দেব না। ইনশাআল্লাহ, এ দেশে আবারো আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব; নিশ্চিত করব উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি; বয়ে আনব আর্থিক ও সামাজিক অগ্রগতি।

আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরই মত দেশের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করছেন। দেশের মানুষের মতামত ও তাদের বক্তব্য উপলব্ধি করা আপনাদের রাজনৈতিক স্বার্থেই একটি অবশ্যকরণীয়। ভেবে দেখুন, দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে, পদে-পদে আমাদের প্রাণপ্রিয় ইসলাম ও ধর্মীয় সম্প্রীতিকে রক্তাক্ত করে, তত্ত্বাবধায়ক সরকারের মত গণদাবীকে ধূলিস্যাৎ করে, এমন লজ্জাজনক নির্বাচন কি একটি তথাকথিত গণতান্ত্রিক দলকে মানায়? এই নির্বাচন দিয়ে মানুষের ঘৃণা-অভিশাপ ছাড়া আপনাদের আর কী অর্জন হবে? স্বাধীনতার স্বপক্ষের দাবীদার হিসেবে বর্তমান পরিস্থিতি -যেখানে আপনাদের সরকারের স্থায়ীত্ম নির্ভর করে অন্য এক রাষ্ট্রের নীতির উপর, যেখানে সরকার দেশবাসীর উপর পরাধীনতার শৃংখল চাপিয়ে দেয় - সেই রাজনীতি আপনারা কী করে মেনে নেন? এ কেমন রাজনৈতিক সমর্থন যা দেশের গভীর সংকটেও দলীয় আনুগত্যকে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে দেশের মানুষের উপর নৃশংসতা চালায়? ইতিহাস সাক্ষ্য দেয় যে এর পরিণাম শুভ হয় না।

পুলিশ, র‌্যাব, বিজিবি ও প্রশাসন সংশ্লিষ্ট ব্যাক্তিদের মনে রাখতে হবে যে আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মী। দেশের পরিস্থিতি, বা সরকারে থাকা দলের উদ্দেশ্য ও পরিকল্পনা যাই হোক, আপনারা দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারেন না। আপনাদের চালক আপনাদের বিবেক, আর আপনাদের চাকুরিদাতা এই দেশের খেটে খাওয়া মানুষ - যাদের কষ্টার্জিত অর্থে আপনাদের সংস্থান হয়। এই মানুষদের উপর জুলুম-নির্যাতনে আপনাদের অনেকেরই অংশগ্রহণ রয়েছে। আপনাদের পরিবার-পরিজনরাই তা মেনে নিতে পারছেন না, আমি নিশ্চিত । রাজনৈতিক অচলাবস্থার শীঘ্রই নিরসন হবে। আজ যারা গণবিরোধী কাজ করতে আপনাদের প্রণোদনা দিচ্ছে, গণমানুষের চাপে যখন তাদের অবশ্যম্ভাবী পতন ঘটবে, তখন জনতার কাঠগড়ায় সেই সব অপরাধীদের পাশাপাশি যদি আপনাদেরও দাঁড়াতে হয়, তবে তা হবে অত্যন্ত লজ্জার ও কলংকের।

মহান স্বাধীনতা যুদ্ধে যে পরিমাণ সেনা কর্মকর্তা আমরা হারাইনি, তার চেয়ে বেশি সংখ্যক সেনা কর্মকর্তাকে তাদের পরিবার পরিজনসহ হত্যা, নির্যাতন ও লাঞ্ছিত করা হল আমাদের রাজধানীরই বুকে। জাতিসংঘের শাস্তিরক্ষা মিশনে সর্বোচ্চ অবদান রাখা বাংলাদেশ সেনাবাহিনী দেশের ভেতরে যেভাবে আওয়ামী লীগের উদ্দেশ্য প্রণোদিত অশান্তি ও রক্তপাতের শিকার হয়েছে, তা বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। এত প্রতিষ্ঠানের মাঝে বিডিআর আর সেনা বাহিনীকেই কেন আওয়ামী লীগের প্রথম ও প্রচন্ড ষড়যন্ত্রের শিকার হতে হল, স্বাধীনতাকামী-সার্বভৌমত্বকামী বাংলাদেশিদের কাছে তা সহজে বোধগম্য।

কৃষক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবি, শিক্ষার্থী, শ্রমিক, গৃহিণী তথা সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়ে বলছি, দেশের রাজনীতিতে আজকের দু'টি পক্ষ বিএনপি বনাম আওয়ামী লীগ নয়, ১৮ দল বনাম মহাজোট নয়। দু'টি পক্ষ আজ গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র, বাংলাদেশের পক্ষের শক্তি বনাম অন্য দেশের পক্ষের শক্তি, গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষা বনাম ব্যাক্তি বিশেষের ক্ষমতার অভিলাষ। আমি বিশ্বাস করি, আপনারা প্রত্যেকে একেকজন রাজনীতি সচেতন নাগরিক। দেশকে নিয়ে আপনাদের চিন্তা-চেতনা আমাদের চেয়ে কোন অংশে কম নয়। পরিস্থিতির বিচারে আজ কোন পক্ষটি আপনাদের অবলম্বন করা উচিত, তা আপনাদেরই সিদ্ধান্ত। যে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে আপনারা সবাই বিশ্বাস করেন, সেই ব্যবস্থার পক্ষেই আমাদের এত সংগ্রাম। তাই এই সংগ্রাম আমাদের একার নয়, এটি আপনাদেরও সংগ্রাম। আমরা সবাই মিলে এই প্রহসনের নির্বাচন আর এই স্বৈরাচারী সরকারকে বয়কট ও প্রতিরোধ করব কিনা, তার উপর নির্ভর করছে স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অস্তিত্ব।

বিএনপি ও ১৮ দলের সর্বস্তরের নেতা, কর্মী ও সমর্থকের উদ্দেশ্যে বলছি - ইতিহাস ও রাজনীতির পালাবদল আমাদেরকে আজ এক অন্যরকম অবস্থানে নিয়ে এসেছে। সাধারণ রাজনৈতিক কর্মী থেকে আজ আমরা পরিণত হয়েছি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সেনানীতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার "দেশ বাঁচাও, মানুষ বাঁচাও" শ্লোগানের মর্মার্থ আজ দেশবাসী পদে-পদে অনুভব করছে। উজ্জ্বল প্রভাতের পূর্বে রাত যেমন গভীর ও অন্ধকার হয়, তেমনি আমাদের উপর নেমে এসেছে অন্য দেশের তাবেদারীতে নিমজ্জিত জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের স্টীমরোলার। আজ আমাদের লড়াই কোন সাধারণ রাজনৈতিক কর্মকান্ড নয়। আজ আমাদের লড়াই একটি বন্দী জাতির মুক্তির জন্য এক অশুভ আশীর্বাদপুষ্ট স্বৈরাচারীর বিরুদ্ধে। সেই অশুভ তৎপরতাই একদিন আমাকে আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে অনেক দূরে নিয়ে গিয়েছিল। আজও শারীরিক অসুস্থতার জন্য আমি সশরীরে আপনাদের মাঝে উপস্থিত নেই। তবে আমি প্রতিটি মুহুর্তে নিজেকে আপনাদের মাঝেই অনুভব করি। আপনাদের উপর আসা আঘাত, আপনাদের ত্যাগ, আপনাদের সংগ্রাম আমাকে সর্বদা আচ্ছন্ন করে রাখে। আপনাদের প্রতি আমি আহবান জানাই, এখন সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সময়। আর নির্দেশনার জন্য অপেক্ষা নয়। এখন থেকে লক্ষ্য একটাই - সকল ক্ষুদ্র বিভাজন ভুলে স্বৈরাচারী সরকার আর তার প্রহসনের নির্বাচনকে যেকোন মূল্যে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের সুবিধাভোগী আর অন্ধ সমর্থক ছাড়া প্রতিটি বাংলাদেশি নারী ও পুরুষ আমাদের সাথে রয়েছেন। কেউ সশরীরে আছেন; আর বাকিদের সমর্থন, প্রেরণা ও দোয়া আমাদের সাথে আছে। দেশের মানুষ রাজনৈতিক সংকট থেকে মুক্তির কামনায় চেয়ে আছেন বিএনপির দিকে, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দিকে। এত জনসমর্থিত একটি আন্দোলনের সাফল্য ইনশাল্লাহ অনিবার্য। প্রয়োজন শুধু এই সংগ্রামকে - যা চলে আসছে আমাদের বিপুল ত্যাগ-তীতিক্ষা, বহু সহযোদ্ধা ও নিরপরাধ সাধারণ মানুষের প্রাণের মূল্যে - সেই সংগ্রামকে, এই দেশ ও জাতির স্বার্থে যেকোন মূল্যে অব্যাহত রাখা।

প্রিয় দেশবাসী
বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে আমূল পরিবর্তন আজ সময়ের অন্যতম দাবী। সেই পরিবর্তনের মূল ভিত্তি হবে রাজনীতিতে জাতীয় ঐক্য ও আপনাদের নতুনধারার অংশগ্রহণ। আসুন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আজকের আন্দোলনকে সফল করে আমরা পরিবর্তনের সেই রাজনীতির পথকে প্রশস্ত করি।

বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
আল্লাহ হাফেজ।
 
Last edited:
Sanctions will affect the poor and the disadvantaged the most, who do not have a safety net. Army will not react, because it is full of Awami League supporting officers (they have infiltrated the army for decades).

If people are not willing to move out of their comfort zone, then they deserve to remain slaves of India. In a way, I agree with your assessment, I think this is the most likely scenario.

Indeed.

I just found out from my maid that they are paying people to vote. Yeah, she's going to vote for AL for some measly sum of money....:sick:

Some of my colleagues were selected for administrating the election. I'll keep it posted after.
 
If people are not willing to move out of their comfort zone, then they deserve to remain slaves of India

Are you ready yourself to move out of your comfort zone, go to BD and take up arms against the govt?
 
Back
Top Bottom