What's new

India's support for AL

Luffy 500

SENIOR MEMBER
Joined
Jan 2, 2012
Messages
5,562
Reaction score
2
India reaffirms support for BAL.

India’s foreign secretary Sujata Sings recent visit and statement was to reaffirm India’s naked support for facist BAL’s agenda to go for unilateral elections without the major opposition BNP lead alliance. She was quoted by HM Ershad as having told him that if his Jatiya Party boycotted the election ‘another party’ may eventually go to power and there would be the possibility of ‘the rise of Jamaat’. By ‘another party’ she meant the Bangladesh Nationalist Party (BNP), which India apparently does not want to go to power, no matter if the people of Bangladesh aspires for it or not. (JP , part of the BAL ruling coalition recently declared to boycott elections unless all parties participate and Ershad Btw is also another India's men in BD) Ershad told that he gave his answer in the negative telling her that BAL is dispised by the people and doesn’t have an iota of support and that elections are not possible under such repressive enviorments. BAL is still trying to lure JP into elections.

In her conference with journalist India’s official support for BAL became ever so clear:

- When asked whether India supports an election involving all parties her answer was “ India wants that maximum no. of parties participate”.

- Then when asked whether any election without BNP can be considered acceptable and credible as UN mandates participation of Major Opposition as a precondition for credibility, Ms.sing’s answer was “ what UN or any other dictionary says is something U people may know but India hopes for the participation of maximum parties” .


জনবিচ্ছিন্ন আ.লীগের পক্ষে সুজাতার নগ্ন দূতিয়ালি : প্রহসনের নির্বাচনের পক্ষে দিল্লির ভূমিকায় বিস্ময় : বাংলাদেশের মানুষের মনে নতুন করে ক্ষত তৈরি করবে : নিঃসঙ্গ আ.লীগকে রক্ষায় ‘সুজাতা মিশন’ ব্যর্থতায় পর্যবসিত


জনবিচ্ছিন্ন আ.লীগের পক্ষে সুজাতার নগ্ন দূতিয়ালি : প্রহসনের নির্বাচনের পক্ষে দিল্লির ভূমিকায় বিস্ময় : বাংলাদেশের মানুষের মনে নতুন করে ক্ষত তৈরি করবে : নিঃসঙ্গ আ.লীগকে রক্ষায় ‘সুজাতা মিশন’ ব্যর্থতায় পর্যবসিত

বাংলাদেশ নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে বৃহত্ প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগের পক্ষে নগ্ন পক্ষপাতদুষ্ট অবস্থান আবারও জানান দিল দিল্লি। দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য পুরো বাংলাদেশ যখন উত্তাল ও অগ্নিগর্ভ, তখনও ঢাকায় সফরে এসে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং একতরফা প্রহসনের নির্বাচনে আওয়ামী নীলনকশার পক্ষে দূতিয়ালি করে চলেছেন। রাজনৈতিকভাবে নিঃসঙ্গ, বন্ধুহীন ও জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন যখন রাজধানীর ভিআইপি সড়কে সীমিত হয়ে এসেছে, তখন কোরামিন হিসেবে ‘সুজাতা মিশন’কে কাজে লাগানোর সরকারি অপচেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
আওয়ামী লীগ আবার ক্ষমতায় না এলে জামায়াত-শিবির তথা মৌলবাদ, জঙ্গিবাদের উত্থানের জুজু প্রদর্শন করে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নির্বাচনে রাখার ব্যর্থ চেষ্টা চালিয়েছেন ভারতের সফররত পররাষ্ট্র সচিব। কূটনৈতিক শিষ্টাচার ভেঙে তিনি যেভাবে একপেশে দূতিয়ালি করেছেন তা বাংলাদেশের মানুষের মনে ভারতের বিরুদ্ধে নতুন করে ক্ষোভের আগুন জ্বালাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। কেবল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নয়, জাতিসংঘসহ বিশ্বের সব প্রভাবশালী প্রতিষ্ঠান ও দেশ যখন নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের তাগিদ দিচ্ছে তখন দিল্লির সচিব পাতানো নির্বাচনের পক্ষে দালালি করেই ক্ষ্যান্ত হননি, এরশাদকে বলেছেন—একতরফা নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এবং আগামী ৫ বছর থাকবে। ক্ষমতা ও বলদর্পী আওয়ামী লীগ যখন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির দ্বারপ্রান্তে তখন স্বার্থান্ধ ভারতের ন্যক্কারজনক এ ভূমিকা বাংলাদেশের সর্বস্তরের বিবেকবান মানুষকে বিস্মিত ও হতবাক করেছে।
আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ভারত মরিয়া ভূমিকায় নেমেছে অনেক আগে থেকেই। ভারতীয় পত্রিকার রিপোর্ট অনুযায়ী হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ এবং ওয়াশিংটনে ওবামার কাছে মনমোহন সিংয়ের জোর লবিং ছাড়াও নজিরবিহীনভাবে ভারতের সুশীল, গণমাধ্যম ও কূটনীতিকরা আওয়ামী লীগের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছিলেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে তাদের আপনজন উল্লেখ করে বলেছেন, গত পাঁচ বছর হাসিনার মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে ভারত অনেক কিছু পেয়েছে, এখন শেখ হাসিনাকে দেয়ার পালা।
সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত পরাজয়ের মুখে সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের বিধান বাতিলের মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন নিয়ে যে সঙ্কট সৃষ্টি হয়ে তা এখন ভয়াবহ রূপ নিয়েছে। বিরোধী দলের সর্বাত্মক আন্দোলনে সারাদেশ এখন বিস্ফোরণোন্মুখ। চলমান এই টালমাটাল রাজনৈতিক সঙ্কটের মধ্যে সুজাতা সিং বুধবার সকালে ঢাকা পৌঁছান। ব্যস্ত সূচি অনুযায়ী প্রথমে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এরপর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মাদ এরশাদের সঙ্গে তার বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে বৈঠক করেন। সন্ধ্যায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। পরে একটি হোটেলে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সুজাতা সিং। আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। তবে এরশাদ ও সাংবাদিকদের সঙ্গে বৈঠকে সুজাতা সিং বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ভারতের যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন তা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মনে নতুন করে ক্ষত তৈরি করতে পারে।
দীর্ঘ প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে এরশাদ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার আলোচনার বিষয়বস্তু প্রকাশ করেন। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে কী কথা হয়েছে সাংবাদিকরা জানতে চাইলে এরশাদ বলেন, ‘সুজাতা সিং বলেছেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল যদি নির্বাচিত হয়, তাহলে দেশে জামায়াতে ইসলামীর উত্থান হবে, তারা ক্ষমতা নিবে। এটা কী আপনি চান?’ এ যুক্তি দেখিয়ে সুজাতা এরশাদকে নির্বাচনে অংশগ্রহণের জন্য অনুরোধের ভাষায় একরকম চাপ দেন।
এরশাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, তিনি সুজাতাকে বলেছেন, ‘সরকার সবাইকে শত্রু (হোসটাইল) বানিয়েছে। দেশের জনমত ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে। কারা ক্ষমতায় আসবে তা দেখার বিষয় আমার নয়। সব দল নির্বাচনে না এলে আমি নির্বাচনে অংশ নেবো না। জামায়াত-শিবিরের উত্থান হলে এজন্য আমি নই, দায় সরকারের।’
এরশাদ জানান, ‘আমি সুজাতা সিংকে এও বলেছি, আপনি খবর নিয়ে দেখেন, এই সরকারের কোনো জনপ্রিয়তা নেই। মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।’
এরশাদ ভারতীয় পররাষ্ট্র সচিবকে আরও বলেন, ‘দেশের বর্তমান বাস্তবতায় নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। সারা দেশ বিচ্ছিন্ন। প্রার্থীরা এলাকায় যেতে পারছেন না। ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবে, তার কোনো নিশ্চয়তা নেই। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। প্রতিদিন মানুষ মরছে। যানবাহন পোড়ানো হচ্ছে। এ অবস্থায় নির্বাচন অসম্ভব।’
তবে সুজাতা সিংয়ের বৈঠকে এরশাদ ছাড়া তার দলের কোনো নেতা ছিলেন না। অন্যদিকে সুজাতা সিং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণসহ সাত সদস্যের প্রতিনিধি দল নিয়ে এ বৈঠক করেন।
এরশাদের সঙ্গে বৈঠকের পর সুজাতা সিং বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে বৈঠকে মিলিত হন। এ বৈঠকে বিএনপি’র সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের বিষয়টি স্থান পায় বলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন। শমসের মবিনের ভাষায়, ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে বলেছেন, ভবিষ্যতে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক আরও ভালো হবে, সুদৃঢ় হবে। তিনি বলেন, অতীতে ভারত বিএনপির সঙ্গে কাজ করেছে। ভবিষ্যতেও কাজ করবে। শমসের মবিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে সুজাতা সিং কোনো কথা বলেননি। তিনি শুধু বিএনপিকে বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখা নিয়ে কথা বলেছেন।
নির্বাচন নিয়ে ভয়াবহ সঙ্কটকালে সুজাতা সিং খালেদা জিয়ার সঙ্গে নির্বাচন নিয়ে কোনো কথা না বলাটাও বিস্ময়ের সৃষ্টি করেছে। যদিও এরশাদ বা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের আলোচনা সম্পর্কে সুজাতা সিং মুখ খোলেননি। তবে এরশাদের সঙ্গে বৈঠক শেষে মলিন চেহারায় বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে বের হন দিল্লির প্রতিনিধি দল।
এদিকে একতরফা নির্বাচনের পক্ষে দিল্লির সর্বশেষ অবস্থান আরও খোলাসা হয়ে যায় সাংবাদিকদের সঙ্গে বৈঠকে। এ বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতীয় পররাষ্ট্র সচিব সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা না বলে সুজাতা সিং বলেছেন, ভারত চায় ‘সর্বোচ্চ সংখ্যক’ দলের অংশগ্রহণে নির্বাচন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ভারতীয় সচিব তার দেশের উদাহরণ টেনে বলেন, আমাদের দেশে শক্তিশালী নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করে থাকে, বাংলাদেশেও নির্বাচন কমিশন তা করতে পারবে বলে ভারত আশা করে।
মূলত সব দলের অংশগ্রহণ বলতে নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের বিষয়টি বুঝাতে চেয়েছেন সাংবাদিকরা। তবে সুজাতার জবাবে অনেকটা বিস্মিত হন তারা। সাংবাদিকদের মতে, ভারতীয় পররাষ্ট্র সচিবের এমন বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের বিষয়ে দেশটির অনাগ্রহের বিষয়টি আবার নগ্নভাবে প্রকাশ পেয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
প্রতিবেশী দেশটির একচোখা স্বার্থান্ধ ও একগুঁয়েমির কারণে আওয়ামী লীগ সরকার বিরোধী দলকে নির্বাচনে চায় না—এমন অভিযোগের মধ্যে সুজাতার এমন মন্তব্য সমালোচকদের ধারণাকে আরও বদ্ধমূল করবে বলে ধারণা সাংবাদিকদের।
সাংবাদিকদের সুজাতা বলেন, ‘কী হবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। আমরা চাইব এমন একটি নির্বাচন হবে, যেখানে জনগণ তাদের মতামতের প্রতিফলন স্বাধীনভাবে ঘটাতে পারবে।’
সুজাতার ভাষায়, ভারত স্থিতিশীল ও উন্নতিশীল বাংলাদেশ চায়, সেই সঙ্গে চায় যেন প্রতিবেশী দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে।
চলমান সঙ্কট নিরসনে দু’দলের মধ্যে সংলাপের বিষয়েও ভারতের অবস্থান বিশ্বজনমতের বিপরীতে। জাতিসংঘ, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, চীনসহ বিশ্বের সব দেশ যখন সংলাপের তাগিদ দিচ্ছে তখন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুজাতা বলেন, ‘বাংলাদেশের রাজনীতিকদের কথাটি আমি বলতে চাই না। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন।’
-----------------------------------------------------------------------------

India is desperate. Crossing all diplomatic norms to save their puppets. :lol:
 
Last edited:
Kool.

Is it good or bad for India?
 
In her conference with journalist India’s official support for AL became ever so clear:

- When asked whether India supports an election involving all parties her answer was “ India wants that maximum no. of parties participate”.

- Then when asked whether any election without BNP can be considered acceptable and credible as UN mandates participation of Major Opposition as a precondition for credibility, Ms.sing’s answer was “ what UN or any other dictionary says is something U people may know but India hopes for the participation of maximum parties” .

Is this some Bangladeshi logic? How does India's support for AL becomes clear with this?!
 
Why are PDF bangladeshis so pissed about Indian support to AL. At the end of the day AL consists of Bangladeshis. If you don't like them, vote 'em out of power. If you can't vote them out inspite of you being in the majority, Then revolt. But cursing India would no good to anyone.
AL is India- friendly govt, so we naturally support it. Almost all the countries would have done the same thing.
 
these cry babies fail to see that BD today is economically developing at a fast pace only bcoz of AL.....
 
U have to admit never before were they this audacious. They are desperate to eat up BD's existence.


Spare us dude....We can do whatever based on your allegation..But you have to exist and do whatever you like....
 
U have to admit never before were they this audacious. They are desperate to eat up BD's existence.

Bangladesh is last place in south asia, in all other places india has been kicked out. That is why india is so desperate. But they will loose this one as well.
 
They are just exposing themselves.

They have exposed themselves willingly. People in this country now know all too well indo-awami dalali. All these proves that india is going for the final solution in dealing with BD. It wants to turn it into a bhutan or nepal even if it means causing civil war slaughtering millions. Hasina & AL can never ever win a election & AL is politically dead but India have put all their eggs in AL's basket. India is directly responsible for the current mayhem in BD.

Nothing surprising, India is responsible for terrorism in all neighboring states.

Their proxies AL is in control of Dhaka slaughtering BDs everyday. State sponsored terrorism have been taken to new hights by Indians but then again Indian sponsored Tamil tigers first introduced suicide bombing in S.Asia. Indians R a prodigy in sponsoring terrorism.
 
All these proves that india is going for the final solution in dealing with BD. It wants to turn it into a bhutan or nepal even if it means causing civil war slaughtering millions. Hasina & AL can never ever wi

Time for Bangladesh army, to recognize its enemies.
 
Time for Bangladesh army, to recognize its enemies.

U know Indo-awami goons orchestrated the henious pilkhanna massacre killing 57 officers. Border guards BDR have been completely destroyed by that incident while the Army has been severely weakened. People still believe Army will side with the people as apart from the army there isn't any state institution left that survived indo-awami onslaught. Indeed BD army is a key here.
 
Back
Top Bottom