What's new

IM men killed making IEDs in Trinamool leader's house

Those two ladies Razia and Alima were trained in Pakistan (Waziristan) !!!!!!
I missed this news. Was watching ABP Ananda in the evening. They missed this too. It's time to start a state wide combing operation with para military forces. Because State police is completely incompetent to handle this issue. Enough of this mess, bro.
 
.
I missed this news. Was watching ABP Ananda in the evening. They missed this too. It's time to start a state wide combing operation with para military forces. Because State police is completely incompetent to handle this issue. Enough of this mess, bro.

And TMC is carrying on with their suicidal attitude, still all their big, small, fat, thin leaders are screaming on media against NIA investigation, will they ever learn where to stop!!
 
.
And TMC is carrying on with their suicidal attitude, still all their big, small, fat, thin leaders are screaming on media against NIA investigation, will they ever learn where to stop!!
Let them do it. It exposes their idiocy much to the ordinary people. These scums don't have much time in their hand too. Sharda scam will gulp them either or they will remain puppet of the center for rest of their life.
 
.
And my staunch BJP supporter friend is dropping bombs in facebook. :D He writes well.

বেচারা বুদ্ধবাবু । সীমান্তে ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে ওঠা মাদ্রাসাগুলো যে জঙ্গি কার্য্যকলাপের আখড়া হয়ে উঠছে, সেটা বলে ফেলায় কতই না বকুনি খেয়েছিলেন আলিমুদ্দিনের কাছে । ( আমার ধারনা বন্ধ ঘরে কান ধরে ওঠবোসও করতে হয়েছিল শাস্তিস্বরুপ ) ।

আজকে বর্ধমান কান্ড সামনে আসায় যখন টের পাচ্ছি কিভাবে আমাদের নাকের ডগায় বসে নাশকতামূলক ছক কষছে জঙ্গিরা, তখন কিন্তু অবধারিত ভাবে কয়েকটা উক্তি ভেসে বেড়াচ্ছে বাজারে ।

১) ইসলাম শান্তির ধর্ম । জঙ্গিদের কোন ধর্ম হয় না । কিন্তু এনারাই দেখবেন গেরুয়া সন্ত্রাস বলতে এতটুকু দ্বিধা করবেন না । অর্থাৎ ইসলামী সন্ত্রাস হলো গিয়ে রংহীন সন্ত্রাস কিন্তু হিন্দুত্ববাদী প্রতিরোধের ডাক মানেই গেরুয়া সন্ত্রাস ।

সবই মানলাম । কিন্তু একটা কথা বলুন দেখি ? এই নাশকতামূলক কাজের নিন্দা কোন ইসলামী ধর্মগুরুর কাছ থেকে এসেছে ? নাখোদা, টিপু সুলতান মসজিদ কিংবা ফুরফুরা শরিফ - কোথাও কি এর প্রতিবাদ হয়েছে?

হবে না । চলুন, আমরা বরং মোহন ভাগবতকে নিয়ে আলোচনা করি । মোহনজি ওরকম গেরুয়া খাকি হাফপ্যান্ট পরেন কেন? স্টাইল স্টেটমেন্ট হিসেবে ভীষন বাজে ।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

শিল্পের জন্য জমি পাওয়া যাচ্ছে না । দরকার কি? স্রেফ তিন কাঠা জমি হলেই শিল্প করা যাবে । বোমা শিল্প ।

অর্থের জোগান? খুব সহজ। আগে ছিলেন গৌরী সেন, এখন সুদীপ্ত সেন । টাকা যাবে ওপারে, ফের এ হাত ও হাত হয়ে এদেশে, বর্ধমানে ।

তা সব বিষয়েই দিদিভাইকে দোষ কেন বাপু ? কালীঘাট কি বর্ধমানের কাছে নাকি যে সব খপর তিনি রাখবেন?

তবে কিনা, তিনি তো সর্বত্রই । কেউই তো দেখি আর পশ্চিমবঙ্গ সরকার বলেন না । অনুব্রত টু অমিত - সবাই তো পশ্চিমবঙ্গ সরকার বলে জিভ কেটে বলেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

তাই তিনি নবান্নেও আছেন , তিনি টলি নায়িকার বাড়ির সত্যনারায়ন পুজোতেও আছেন । তিনি সুচিত্রা সেনের পাশে ছলছলো চোখেও আছেন আবার কামদুনিতে চোখ রাঙ্গিয়েও আছেন । তিনি পার্ক স্ট্রীটেও আছেন আবার সিঙ্গাপুরেও আছেন । তাইলে বর্ধমান কি দোষ করল?

অতএব তিনি বর্ধমানেও আছেন ।

আর তেনাকে দোষ দিয়ে কি লাভ ? মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নন, তিনি হলেন ধুরন্ধর ভোট ব্যাবসায়ী । তিনি খুব ভালভাবেই জানেন যে "ওদের" এককাট্টা ৩০ শতাংশ ধরে রাখলেই কেল্লা ফতে । ব্যাবসায়ী তো তার লাভই দেখবেন বলুন ?

দোষটা বরং নিজেদের দিন । খাতায় কলমে "আমরা" ৭০ হলেও আমরা কেউ আস্তিক তো কেউ নাস্তিক । কেউ আস্তিক আবার সেক্যুলার তো কেউ নাস্তিক কিন্তু কম্যুনাল। কেউ শাক্ত তো কেউ বৈষ্ণব। কেউ জেনারেল তো কেউ কোটা । কেউ কম্যুনিস্ট তো আবার কেউ কম রেড ।

এইসব ছেড়ে একবার শুধু নিজেদের "আমরা" ভাবুন তো । কিছু করার দরকার নেই, স্রেফ নিজেদের "আমরা" ভেবে ক্ষোভটা পুষে রাখুন । ক্ষোভ চাপা থাকে না, ভীষন ছোঁয়াচে একটা মনোভাব । আকাশে বাতাসে এই ক্ষোভটা ছড়িয়ে গেলেই দেখবেন আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া পরে মালা জপতে শুরু করবেন ।

মাঝে মধ্যে জয় শ্রী রাম হুঙ্কারও ছেড়ে দিতে পারেন ।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


And "Paschimbanga Muslim Buddhijibi Mahal" has declared Jihad against ABP group. :D

ছি এবিপি ছি।
সাম্প্রদায়িকতার নিদর্শন আর কত দেখাবে।

সংখ্যালঘু মুসলিমদের সর্বোচ্চ উৎসব ঈদ।
ঈদের শুভেচ্ছা বার্তা তো দূরে যাক, ঈদ রিলেটেড কোন সংবাদই দেয় নি এবিপি।অথচ হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসবে সেলফি কনটেস্ট সহ অনেক ধরনের প্রোগামে ভরিয়ে রেখেছিল।
বিজেপীর কলকাঠিতেই এই বাজারি সাম্প্রদায়িক পত্রিকাটি চলছে, বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।
আসুন আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এই কট্টর সাম্প্রদায়িক বাজারি পত্রিকার বিরুদ্ধে জন সচেতনতা গড়ে তুলি।

পাশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবি মহল | Facebook

They have even launched a "আনন্দবাজার ও এবিপি আনন্দ বর্জন করুন- Boycott Anandabazar & ABP Ananda" FB page:

আনন্দবাজার ও এবিপি আনন্দ বর্জন করুন- Boycott Anandabazar & ABP Ananda | Facebook


The election war is on, weapons of mass destruction: Sarda & Jamat. :D
 
.
Those two ladies Razia and Alima were trained in Pakistan (Waziristan) !!!!!! :o:

@scorpionx Do you remember that middle-aged tea-seller lady near my previous office I told you about? She said this to me 7-8 months back, that TMC is sheltering all the runaway Bangladeshi Jamatis here, and those guys are acting as party musclemen, she was right, only addition is terrorist activities.



Ora bhooteder byapare kono clarification na deoya parjyanta oder kagoj porbo na. :D



The tea seller has her ears to the streets and knows exactly what is going on around there. F-k bro....with ppl in the state acting like this how the f-k will we ever turn India around? We need some massive social media campaign. The Youth need to convince the adults who don't support Mamata and these other shit parties. Next every ballot box should be watched carefully, I suspect there has been tampering with voter ballots going back decades.....
 
. .

Country Latest Posts

Back
Top Bottom