What's new

China wants to see a sovereign BD

Luffy 500

SENIOR MEMBER
Joined
Jan 2, 2012
Messages
5,562
Reaction score
2
Commeting on the current political turmoil in BD Chinese ambassador Li Jun said that china wants a stable, peaceful, developed independent/sovereign BD which he believes something the Bangladeshis also want. As a neighbor, China is closely monitoring the situation in BD.

Apparently current AL regime is going for a unilateral election in face of massive opposition protest something the intl community including the US is strongly against. AL is going for one party rule and the only country giving them support is India. Chinese ambassador's statement shows how the world currently sees BD i.e a country under existential threat from India's Akhand Bharat doctrine.

(News was on 27th nov, so pretty old.)

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন আবারও সংলাপের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি আন্তরিকভাবে আশা করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপের মাধ্যমে এখনও একটি সমঝোতায় পৌঁছাতে পারে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ আহ্বান জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা একটি গঠনমূলক ও শান্তিপূর্ণ সংলাপের
মাধ্যমে সমাধানে পৌঁছার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট প্রজ্ঞা রয়েছে। তারা এ প্রজ্ঞাকে কাজে লাগিয়ে বর্তমান সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। বাংলাদেশের স্থিতিশীলতার ওপর জোর দিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, উন্নত স্বাধীন বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশের জনগণও এটিই চায়। একটি জাতির উন্নয়নের জন্য সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। অন্য এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশের চলমান পরিস্থিতির ওপর আমরা গভীরভাবে নজর রাখছি। নতুন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাকে বিস্তারিত জানিয়েছেন।

সংলাপের মাধ্যমে এখনও সমঝোতা সম্ভব : চীনা রাষ্ট্রদূত
 
Apart from some morons and bast.... AL,everyone wants that.unfortunately China does not hold any political clout over BD.So,their wishes will fall in to deaf ears. And we will not be able to see the change everyone is looking for.
 
Pakistan wants to see a truly sovereign Bangladeshi state, free of Indian jigjiggy.
 
it is a sovereign country,as per world standard..or is he asked BD to join China to enjoy sovereign status??? :lol:
 
Back
Top Bottom