AnnoyingOrange
BANNED
- Joined
- Apr 19, 2012
- Messages
- 4,251
- Reaction score
- -27
- Country
- Location
Report clearly said victim was shot by Indian terrorist BSF 250 yards inside Bangladesh territory.
-------
ঝিনাইদহে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ
৩ জুন ২০১৪, মঙ্গলবার, ৯:৩৪
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের হালদারপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম রিপন মিয়া (২৫)। তিনি উপজেলার সরিষাঘাটা গ্রামের রায়হান উদ্দিনের ছেলে।
মহেশপুরের বিজিবি শ্রীনাথপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার হাবিলদার আব্দুল হালিম জানান, ঝিনাইদহের মহেশপুর শ্রীনাথপুর সীমান্তের ৬১ নং মেইন পিলারের আড়াইশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া নামক স্থানে রিপন নামের এক বাংলাদেশিকে গুলি করে বিএসএফ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে চিঠি দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। নিহত রিপন গরু ব্যবসায়ী ছিলেন বলে জানায় বিজিবি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাহজাহান আলী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম হালদারপাড়ার মাঠে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।
তিনি আরো জানান, ভোরে সহযোগীদের সাথে ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলিতে রিপন মারা গেছে বলে গ্রামবাসী তাকে জানিয়েছেন। এ ব্যাপারে চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালন লেঃ কর্ণেলঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Naya Diganta :: ঝিনাইদহে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
How are you so sure that this media house is not lying?