What's new

Bangladesh Army

an in-depth analysis of ztq-15 light tank. VT-5 is the export configuration of this tank ( vt-5 is not optimised for high altitude though )


Ah yes RedEffect , I remember the time when he criticized the ARJUNK tank and Indian Nationalist lost their fk minds LMAO

I don't know why these stupid nationalist live in their echo chambers thinking India is the best , they be making a fool of themselves in front of westerners
 
Is Bangladesh army in Lebanon or is it just the navy for the UN mission.

I want Bangladesh army to fight the israelis at least once in my lifetime.
 
Is Bangladesh army in Lebanon or is it just the navy for the UN mission.

I want Bangladesh army to fight the israelis at least once in my lifetime.

And get completely REKT ? :rofl: :rofl: :rofl:

Good Luck standing up the the Israelis fam , plus this is an UN operation not fighting Jews
 
কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতিরোধে পালালো মিলিশিয়ারা


কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা স্থানীয় কোডেকো মিলিশিয়াদের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে একাধিক অভিযান শেষ করেছে। এতে দুটি গ্রামের বাসিন্দারা কোডেকো মিলিশিয়াদের লুটতরাজ থেকে রক্ষা পেয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর র‌্যাপিড ডেপ্লয়েড ব্যাটালিয়ন (ব্যানআরডিবি-৪) গত ৩০ এপ্রিল এবং ৩ মে দু’টি সফল অভিযান পরিচালনা করে। এতে কাসিগবানা ও কা গ্রামের অধিবাসীরা কোডেকো মিলিশিয়াদের আক্রমণ থেকে রক্ষা পায়।

1620821934574.png


কোডেকো মিলিশিয়া বাহিনীর সম্ভাব্য লুটপাট এবং অগ্নিসংযোগের তথ্য পেয়ে ব্যানআরডিবি-৪ কন্টিনজেন্টের টহলদল সাঁজোয়া যানসহ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হলে মিলিশিয়া বাহিনী বাংলাদেশি শান্তিরক্ষী টহল দলের ওপর ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। প্রত্যুত্তরে ব্যানআরডিবি-৪ এর টহলদল অত্যন্ত সাহসিকতার সঙ্গে মিলিশিয়া বাহিনীর ওপর পাল্টা আক্রমণ করে। বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে মিলিশিয়া বাহিনী গ্রাম ত্যাগ করতে বাধ্য হয়। এই বীরত্বপূর্ণ সাহসী অভিযানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন কাসিগবানা এবং কা গ্রামের অধিবাসীরা।

উল্লেখ্য, ব্যানআরডিবি-৪ গত ১ মার্চ থেকে ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে।

1620822128470.png


 
মালিতে সশস্ত্র দুঃস্কৃতিকারীদের বিরুদ্ধে বাংলাদেশি শান্তিরক্ষীদের আভিযানিক সাফল্য

1621939867274.png


ঢাকা, ২৩ মে ২০২১ (রবিবার)ঃ মালির গাও প্রদেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট বাংলাদেশ ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৭, মিনুসমা), প্রযত্নে ৩৪ বীর, সেক্টর ইস্ট এ দায়িত্বরত রয়েছে। উক্ত কন্টিনজেন্ট গত ২০-২৬ মে ২০২১ তারিখ পর্যন্ত জাতিসংঘের একটি লজিষ্টিক কনভয়কে গাও হতে মেনেকায় স্কর্ট প্রদান করার জন্য দায়িত্বে নিয়োজিত থাকার সময় গত ২২ মে ২০২১ তারিখে গাও হতে ২৩০ কিঃ মিঃ দূরে আকস্মিক ৮-১০ জন সশস্ত্র দুঃস্কৃতিকারী মটর সাইকেল যোগে কনভয়ের উপর অতর্কিতে গুলি বর্ষন শুরু করে।

প্রত্যুত্তরে বাংলাদেশ শান্তিরক্ষীরা অত্যন্ত সাহসিকতার সাথে সন্ত্রাসীদের উপর পাল্টা আক্রমণ করে প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে দুঃস্কৃতিকারীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এই বীরত্বপূর্ণ সাহসী অভিযানের জন্য বাংলাদেশী শান্তিরক্ষীরা সর্বমহলে প্রশংসিত হয়।

উল্লেখিত ঘটনায় বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর কৌশলগত নৈপুন্যতা এবং আক্রমণাত্মক কার্যক্রমের কারণে কোন রকম ক্ষয়ক্ষতি ব্যতীত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 
Back
Top Bottom