What's new

Sheikh Mujib protested naming East Bengal 'East Pakistan'

Riyad

FULL MEMBER
Joined
Jul 30, 2015
Messages
1,525
Reaction score
-5
Country
Bangladesh
Location
Bangladesh
Google translate from BBC Bangla. https://www.bbc.com/bengali/news-46582655

How is Bangladesh named 'Bangladesh'?
Sanjana Chowdhury BBC Bangla, Dhaka

16 December 018



Thousands of history is behind this country named Bangladesh. How the name of this country was kept in Bangladesh - it is analyzed by analysts and analyzes some of this history.

Talking to BBC Bangla, Professor of History of Dhaka University. Syed Anwar Hossain also gave the original interpretation of the word "Bangladesh".

Where the word "Bangla" is derived from the Sanskrit word "Vanga" It is known from the history that the Aryans used to call this region as "Vanga".

But Muslims living in Bengal add the suffix "al" to the word "Vanga". The name stands as "Bangal" or "Bangalah".

"Al" meant to split the land or to impede the dam over the river.

Syed Anwar Hossain, quoting historian Abul Fazl, said, "After the Muslim rule, especially during the Sultanate period from 1336 to 1576 and after the occupation of Bengal by Mughal in 1576, this region was known as Bengal or Bengal."

But there are three words from the Persian language: Bangla, Bangal or Desh. None is Bangla word.

Then, during different times, different kings gave different names to this Bengal during occupation.

The last independent Nawab Sirajuddaula also named "Vanga" with some presidencies like Bengali, Bihar, Orissa, Assam.

During the British rule, the region was named after the Bengal Presidency.

Then, in 1905, there was an administrative division of Bengal throughout Bengal. West Bengal becomes part of Bengal and East Bengal becomes East Bengal.

After the end of British colonial rule in 1947, the province of Bengal was divided into India and Pakistan. At that time, the Pakistanis wanted to give East Bengal the name of East Pakistan.

But the debate has started since then. In the continuation of the movement, Bangla was recognized as the mother language of East Pakistan in 1952.

Then in 1957, Sheikh Mujibur Rahman, a young member of the Pakistan Constituent Assembly in Karachi protested the name of "East Pakistan" and said that there is a history and tradition of East Bengal.

"And if East Pakistan has to be named, then the people of Bengal must verify the public opinion, whether they will accept this change of name - that is why they should take referendum."

PzywZFk.jpg




Then in 1962, under the leadership of Sirajul Alam Khan, a secret organization of BCL was established in the name of nucleus. Those who thought for independence. They used to call this region an independent eastern Bengal

Then came the year 1969. The beginning of the fall of the Ayub movement. At that time, the slogan was given in the mass upsurge: "Take the brave arms of Bangladesh, free Bangladesh."

According to history, the first East Bengal was called "Bangladesh".

Later on 5th December, 1969, Sheikh Mujibur Rahman declared at the discussion meeting on the occasion of the 6th death anniversary of the democratically elected Hussein Shahid Suhrawardy, "Our country of independent country will be named Bangladesh".

Awami League leaders proposed different names in the meeting. After Sheikh Mujibur Rahman proposed the name "Bangladesh", then everyone agreed in one.

As the reason for giving this name, he said, "Bangla" from Bangla language achieved through struggle in 1952, then the country from the movement of independent country. These two history and struggles were named together "Bangladesh".

Even then, in order to write East Pakistan, there was no mention of East Pakistan. Everyone used to say Bangladesh.

From that on, no other country has said this East Pakistan. He said that everyone was recognized as the mother of Bangladesh. Syed Anwar Hossain

Then the Mujibnagar government proclaims the independence - it is also said that the name of this country is "Bangladesh".

Then, when the first constitution was adopted and accepted, on November 18, 1972, the country's constitutional name was given "Bangladesh".

In the nineteenth century literature, undivided Bengal was called "Bengal" or "Bangladesh".

Bankimchandra's literature mentions "Bangaadesh". Kazi Nazrul Islam used the name "Bangladesh" in his poems in the 1930s. The name "Bangladesh" has also been elevated in Satyajit's film.

Rabindranath Tagore, on the other hand, has termed Bengal as "Sonar Bangla" and Jibanananda Das says "Ruposhi Bangla."


বাংলাদেশের নাম কীভাবে 'বাংলাদেশ' হল?

সানজানা চৌধুরী বিবিসি বাংলা, ঢাকা
  • ১৬ ডিসেম্বর ২০১৮


এই দেশের নাম বাংলাদেশ রাখার পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস। কীভাবে এই দেশের নাম বাংলাদেশ রাখা হল - এ বিষয়টিকে ইতিহাসের কয়েকটি পরিক্রমায় ভাগ করে বিশ্লেষণ করেন ইতিহাসবিদরা।

বিবিসি বাংলার সাথে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনও "বাংলাদেশ" শব্দের উৎপত্তিগত ব্যাখ্যা দেন।

যেখানে "বাংলা" শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ "বঙ্গ" থেকে। আর্যরা "বঙ্গ" বলে এই অঞ্চলকে অভিহিত করতো বলে ইতিহাস থেকে জানা যায়।

তবে বঙ্গে বসবাসকারী মুসলমানরা এই "বঙ্গ" শব্দটির সঙ্গে ফার্সি "আল" প্রত্যয় যোগ করে। এতে নাম দাঁড়ায় "বাঙাল" বা "বাঙ্গালাহ্"।

"আল" বলতে জমির বিভক্তি বা নদীর ওপর বাঁধ দেয়াকে বোঝাতো।

ইতিহাসবিদ আবুল ফজলের উদ্ধৃতি দিয়ে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, "মুসলমান শাসনামলে বিশেষ করে ১৩৩৬ থেকে ১৫৭৬ সাল পর্যন্ত সুলতানি আমলে এবং ১৫৭৬ সালে মোঘলরা বাংলা দখল করার পরে এই অঞ্চলটি বাঙাল বা বাঙালাহ নামেই পরিচিতি পায়।"

তবে বাংলা, বাঙাল বা দেশ - এই তিনটি শব্দই ফার্সি ভাষা থেকে এসেছে। কোনটিই বাংলা শব্দ নয়।

এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা দখলদারিত্বের সময় এই বাংলাকে বিভিন্ন নাম দেন।

শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলাও বাংলা, বিহার, উড়িষ্যা, আসামের মতো কয়েকটি প্রেসিডেন্সি নিয়ে নাম দিয়েছিলেন "বঙ্গ"।

ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের নাম হয় বেঙ্গল প্রেসিডেন্সি।

এরপর ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় গোটা বাংলায় একটা প্রশাসনিক বিভাজন হয়। বাংলার পশ্চিম অংশ হয়ে যায় পশ্চিম বঙ্গ এবং পূর্ব অংশ হয়ে যায় পূর্ব বাংলা।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর ১৯৪৭ সালে বঙ্গ-প্রদেশ ভারত ও পাকিস্তানে বিভক্ত হল। সে সময় পাকিস্তানিরা পূর্ব বাংলার নাম দিতে চাইলো পূর্ব পাকিস্তান।

কিন্তু এ নিয়ে সেই সময় থেকেই বিতর্ক শুরু হয়। আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালে পূর্ব পাকিস্তানের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা।

এরপর ১৯৫৭ সালে করাচীতে পাকিস্তানের গণপরিষদের তরুণ সদস্য শেখ মুজিবুর রহমান বক্তৃতা দেয়ার সময় "পূর্ব পাকিস্তান" নামটির প্রতিবাদ করে বলেন যে, পূর্ব বাংলা নামের একটি ইতিহাস ও ঐতিহ্য আছে।

"আর যদি পূর্ব পাকিস্তান নাম রাখতেই হয়, তাহলে বাংলার মানুষের জনমত যাচাই করতে হবে। তারা নামের এই পরিবর্তন মেনে নিবে কিনা - সেজন্য গণভোট নিতে হবে।"

তারপর ১৯৬২ সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে নিউক্লিয়াস নামে ছাত্রলীগের একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা পায়। যারা স্বাধীনতার পক্ষে চিন্তাভাবনা করতো। তারা এই অঞ্চলকে বলতেন স্বাধীন পূর্ব বাংলা।

_104833827_gettyimages-501531180.jpg


এরপর আসে ১৯৬৯ সাল। শুরু হয় আইয়ূব পতন আন্দোলন। সেসময় গণঅভ্যুত্থানে স্লোগান দেয়া হয় "বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।"

ইতিহাস অনুযায়ী, ওই প্রথম পূর্ব বাংলাকে "বাংলাদেশ" নামে অভিহিত করা হয়।

পরে ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, "আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ"।

ওই বৈঠকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন নাম প্রস্তাব করেন। পরে শেখ মুজিবুর রহমান "বাংলাদেশ" নামটি প্রস্তাব করলে তাতে সবাই একবাক্যে সায় দেন।

এই নাম দেয়ার কারণ হিসেবে তিনি বলেছিলেন, ১৯৫২ সালে সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা থেকে "বাংলা", এরপর স্বাধীন দেশের আন্দোলন সংগ্রাম থেকে দেশ। এই দুটো ইতিহাস ও সংগ্রামকে এক করে "বাংলাদেশ" নামকরণ করা হয়।

এরপরও নথিপত্র-গুলোয় পূর্ব পাকিস্তান লিখতে হলেও কেউ মুখে পূর্ব পাকিস্তান উচ্চারণ করতেন না। সবাই বলতেন বাংলাদেশ।

সেই থেকে এই দেশকে আর কেউ পূর্ব পাকিস্তান বলেনি। সবাই বাংলাদেশ হিসেবেই মনে-প্রাণে স্বীকৃতি দিয়েছিল বলে জানান ড. সৈয়দ আনোয়ার হোসেন।

_104833829_gettyimages-163131877.jpg


তারপর মুজিবনগর সরকার স্বাধীনতার যে ঘোষণা প্রচার করে - তাতেও বলা হয় এই দেশটির নাম হল "বাংলাদেশ"।

এরপর ১৯৭২ এর চৌঠা নভেম্বর যখন প্রথম সংবিধান প্রণীত ও গৃহীত হয় সেই সময়ও দেশটির সাংবিধানিক নাম দেয়া হয় "বাংলাদেশ"।

এছাড়া উনিশ শতকের সাহিত্যে অবিভক্ত বাংলাকে "বঙ্গদেশ" বা "বাংলাদেশ" বলা হতো।

বঙ্কিমচন্দ্রের সাহিত্যে "বঙ্গদেশ" শব্দের উল্লেখ আছে। কাজী নজরুল ইসলাম তিরিশের দশকে তার কবিতায় "বাংলাদেশ" নামটি ব্যবহার করেছেন। আবার সত্যজিতের চলচ্চিত্রেও উচ্চরিত হয়েছে "বাংলাদেশ" নামটি।

অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে আখ্যায়িত করেছেন "সোনার বাংলা" বলে আর জীবনানন্দ দাস বলেছেন "রূপসী বাংলা"।

https://www.bbc.com/bengali/news-46582655
 
Last edited:
Back
Top Bottom