What's new

SHAHBAGH SQUARE-A NEW RISE

Status
Not open for further replies.
Post reported.

1. Insult against member and member's family.

2. Attempt to derail the thread with off-topic videos about something completely unrelated.
Kukurer Sawal,

When U call us Jamaati thug, lie to teeth, repeat it over and over ; do we report against U? Be like a man unlike staying like 36 yrs. old Dhamra, Bimochon at BRIT :cheesy: UR farting here doesn't have any value as U are a proven laughing stock to even dadas.

P.S. Respectable Mods, I have encountered the insulting post of Durjoy (A malaunic name thus calling him Malaun is appropriate) with appropriate one. As most of the Bangladeshi state affairs get dictated by India, I have shown him the right place where he belongs but this Malaun Hammer (Metaphoric) first insults PAK, shed croc. tears for RAWAMY dalals later to report against us on behalf of others. Please note that he is very new here but has started the hate mongering against respected posters like MBI, IDUNE and Kalu. So, before taking any action based on his reporting, please be rational and justify his action here impartially, thanks.
 
That is where the problem is.The ICT is acting as the government tells them to.The government neither wanted any justice nor to kill the Jamaati leadership.They wanted votes.After they got it they staged a drama and surely will be sending the rest of them to jail.The state never tried to prove any crimes.Hopefully the people has seen through that.

So you concluding to what defense lawyer argued all along and demanded mis-trial and for a free and fair one. But this mob crowd is aking to kill accused by extrajudicial means.
 
So you concluding to what defense lawyer argued all along and demanded free and fair trial. But this mob crowd is aking to kill accused by extrajudicial means.

Free and Fair trial will get them killed.
 
Jamatis are scum of the earth good to see BD rise with secular ideals of Jinnah while Pakistan has become a heaven for Jamatis and Tableghis!
No, U are blinded by hate. If U can prove URself on what are U saying then bring it on first before calling names of the most respected/organized Islamic people, please.
 
My future BNP leader friend(Ilias Ali's son) is going to Shahbagh.:)
 
That's another matter. Along with many other "issues" :D
Some slogans and public gatherings are not convincing, nor do they prove anything. Mob justice does not work.
The verdict is ultimately up to the jury, and not the whims of a bunch of people. And hopefully, comply with the conventions of the ICT.
A friend of mine visited Shahbag Square even though he's a BNP supporter :rofl:
Agreed. No matter what is the emotion of the people, a country should follow what their Judiciary decides. And the govt. should follow on the orders of it. Happened today in India.

Hope the war criminals are hanged.
 
Hammer-fist is running Awami thuggish campaign with claims that he has no proofs. When asked to substantiate his claim he start insulting people and post more lies. Hammer-fist is extremely anti Bangladeshi and side with india position of killing killing Bangladehis and a submissive Bangladesh. But his un ending lie and attack on other member still waiting for mod action.

My future BNP leader friend(Ilias Ali's son) is going to Shahbagh.:)

Any proof to your claim?
 
The son of Maudoodi condemns Jamat.

Let not anti-Jamati feeling = anti-Pakistani feeling. Most Pakistanis had nothing whatsoever to do with the 1971 war and even in Pakistan Jamat get very few votes.

Yes, there is an element in the Awami League (influenced by certain foreign elements) that use anti-Jamati feeling to promote anti-Pakistani feeling, but I don't want that.

I think mainstream Bangladeshis should work with educated and progressive Pakistanis against the malevolent influence of Jamat i Islam in both Bangladesh and Pakistan.


@somebozo @SHAMK9 @HavziSultan @ImranKhan and others.


P.S. The son of Maudoodi will now doubt be called "Awami", "Indian dalal" etc by the Jamati gang on this forum.
So does Prof. Azam's son and Qazi Hussein Ahmed'S son. What does mean to U Peps quake? Doesn't it show that their parents are so democratic and liberal that even they hadn't imposed their wills on to their sons? Idiocy, irrationalism has limits but UR Bull Shyte doesn't. Now remember, every human being is unique and got his own mind (Kid's lesson of the day).
 
Last edited by a moderator:
Kukurer Sawal,

When U call us Jamaati thug, lie to teeth, repeat it over and over ; do we report against U? Be like a man unlike staying like 36 yrs. old Dhamra, Bimochon at BRIT :cheesy: UR farting here doesn't have any value as U are a proven laughing stock to even dadas.

P.S. Respectable Mods, I have encountered the insulting post of Durjoy (A malaunic name thus calling him Malaun is appropriate) with appropriate one. As most of the Bangladeshi state affairs get dictated by India, I have shown him the right place where he belongs but this Malaun Hammer (Metaphoric) first insults PAK, shed croc. tears for RAWAMY dalals later to report against us on behalf of others. Please note that he is very new here but has started the hate mongering against respected posters like MBI, IDUNE and Kalu. So, before taking any action based on his reporting, please be rational and justify his action here impartially, thanks.

You and others who share your ideology regularly insult Bangladeshis as your above posts have proven.

1. You have insulted my family twice, and I have not retaliated.

2. You and others regularly call me and others "Awami thugs", "dalals" and many other things.

I added you to ignore but have recently been told that it is better for me to report any abusive posts.

3. You and others used to silence other Bangladeshi posters here by collectively ganging upon them and swearing at them (like the way you have above), basically bully them and it is only since I am not intimidated by your tactics that you think that there is a problem, whereas before others would indeed be silence, so you thought the forum was "great", even though the forum basically represented your Jamati ideology which only 4.6% of Bangladesh has.

Neutral posters will be appalled by your abusive language and family insults.
 
If this news report is correct the people at 'Shahbag Square' want to execute a person who has killed no one or cannot be proven to have committed any capital offense:

হত্যাকাণ্ডে কাদের মোল্লার সরাসরি সম্পৃক্ততা প্রমাণে ব্যর্থ রাষ্ট্রপক্ষ

প্রমাণ হয়েছে সহায়তা, নৈতিক সমর্থনের

সালেহউদ্দিন ও তালেব রানা

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্ল¬ার বিরুদ্ধে বেশ কয়েকটি ঘটনায় সাড়ে ৪শ' জনকে হত্যার অভিযোগ উত্থাপিত হলেও ট্রাইব্যুনাল কোনো হত্যার ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততা পায়নি। অর্থাত্ কাদের মোল্ল¬া নিজ হাতে কাউকে গুলি করে হত্যা করেছেন এমন কোনো সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেননি। রায় পর্যালোচনা করে দেখা গেছে, কোনো কোনো ঘটনায় কাদের মোল্ল¬া রাইফেল হাতে দাঁড়িয়েছিলেন মাত্র। কিন্তু রাইফেল দিয়ে কাউকে গুলি করেছেন এমন চাক্ষুষ সাক্ষী ট্রাইব্যুনাল পায়নি।

ঘাটার চর ও ভাওয়াল খানবাড়ি হত্যাকাণ্ড সম্পর্কে রায়ে বলা হয়, হত্যাকাণ্ড যে ঘটেছিল তা নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামির অংশগ্রহণ বা সংশ্লি¬ষ্টতা প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। যুদ্ধাপরাধ ট্রাই-ব্যুনালে কাদের মোল্ল¬ার বিরুদ্ধে মিরপুরে পল্লব হত্যা, কবি মেহেরুননিসা, তার মা এবং দুই ভাইকে মিরপুরের বাসায় গিয়ে হত্যা, সাংবাদিক খন্দকার আবু তালেব হত্যা, ভাওয়াল খানবাড়ি ও ঘাটার চর (শহীদনগর) এলাকায় শতাধিক নিরস্ত্র গ্রামবাসী ও দুজন

নিরস্ত্র মুক্তিযোদ্ধাকে হত্যা, মিরপুরের আলোকদীতে ৩৪৪ জনকে হত্যা, মিরপুরে হযরত আলী, তার স্ত্রী, দুই মেয়ে ও দুই বছরের ছেলেকে হত্যা এবং তার ১১ বছরের মেয়েকে ধর্ষণসহ বিভিন্ন ঘটনায় প্রায় সাড়ে ৪শ' ব্যক্তিকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। একটি ঘটনা বাদে সবকয়টি ঘটনায় কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল মোট ৪৫ বছরের কারাদণ্ড দেয়। এর মধ্যে, মিরপুরের আলোকদি গ্রামে ৩৪৪ জনের বেশি মানুষ হত্যা ও মিরপুরের হযরত আলী ও তার স্বজনদের হত্যার দায়ে যাবজ্জীবন (৩০ বছর) কারাদণ্ড দেয়া হয়েছে। এই দুই হত্যাকাণ্ডের অভিযোগে তাকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ এর ২০ এর ২ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। ২০ (২) ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল আসামিকে মৃত্যুদণ্ড বা অপরাধের গুরুত্ব অনুযায়ী অন্য যেকোন কারাদণ্ড দিতে পারে। কিন্তু ট্রাইব্যুনাল কাদের মোল্ল¬ার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্তই ঘোষণা করে।

মিরপুরের আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যার প্রসঙ্গে রায়ে বলা হয়, 'হত্যাকাণ্ডের সময় কাদের মোল্লাকে রাইফেল হাতে সশরীরে উপস্থিত দেখা গেছে।' কিন্তু কাদের মোল্ল¬া গুলি করে কাউকে হত্যা করেছেন এমন চাক্ষুষ সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেননি। কিন্তু হত্যাকাণ্ডের সময় কাদের মোল্লার উপস্থিত থাকার বিষয়টি ট্রাইব্যুনালের রায়ে প্রমাণিত হয়েছে। এ প্রসঙ্গে রায়ে বলা হয়, 'কোনো মানবতাবিরোধী অপরাধ যখন অনেক ব্যক্তি ঘটায়, তখন ওই ব্যক্তিদের প্রত্যেকে ওই অপরাধ এককভাবে সংঘটনের জন্য সমানভাবে দায়ী'।

এছাড়া মিরপুরের ১২ নম্বর সেক্টরের ৫ নম্বর কালাপানি লেনের হযরত আলী, তার স্ত্রী, দুই মেয়ে ও দুই বছরের ছেলেকে হত্যা এবং তার ১১ বছরের মেয়েকে ধর্ষণের সঙ্গে কাদের মোল্ল¬া সংশ্লি¬ষ্ট ছিলেন মাত্র। তিনি কাউকে ধর্ষণ বা হত্যা করেছেন রাষ্ট্রপক্ষ তার সাক্ষ্যপ্রমাণ ট্রাইব্যুনালে হাজির করতে ব্যর্থ হয়। এ প্রসঙ্গে রায়ে বলা হয়, 'আইনগতভাবে ধরে নেয়া যায়, অপরাধ সংঘটনে আসামি নৈতিক সমর্থন ও সাহায্য করেছেন।

এদিকে, আরো তিনটি ঘটনায় কাদের মোল্ল¬াকে মোট ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে কাদের মোল্ল¬ার নির্দেশে আকতার গুণ্ডা একাত্তরের ৫ এপ্রিল মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্ল¬বকে গুলি করে হত্যা করেছে মর্মে অভিযোগ উত্থাপিত হয়। কিন্তু কাদের মোল্ল¬া নিজেই পল্লবকে হত্যা করেছেন রাষ্ট্রপক্ষ এমন কোনো প্রমাণ আদালতে হাজির করেনি। তার বিরুদ্ধে সহায়তার অভিযোগ উঠে। এ প্রসঙ্গে রায়ে বলা হয়, প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পাওয়া গেছে, একাত্তরে নবাবপুর থেকে পল্ল¬বকে ধরে আনার মতো দুষ্কর্মে আসামির 'সহযোগিতা' ছিল।

কাদের মোল্ল¬া ও তার সহযোগী কর্তৃক কবি মেহেরুননিসা, তার মা এবং দুই ভাইকে মিরপুরের বাসায় হত্যার অভিযোগ উত্থাপিত হয়। কিন্তু এ ঘটনাকেও ট্রাইব্যুনাল দেখেছে, নৈতিক সমর্থন ও উত্সাহের অংশ হিসেবে। এ প্রসঙ্গে রায়ে বলা হয়, সহযোগীদের নেতৃত্ব দেয়ার মাধ্যমে কাদের মোল্ল¬া এ হত্যাকাণ্ডে 'নৈতিক সমর্থন' ও 'উত্সাহ' জুগিয়েছেন, যা দুষ্কর্মে 'সহযোগিতার' মতো শাস্তিযোগ্য অপরাধ। একই ধরনের মন্তব্য করে সাংবাদিক খন্দকার আবু তালেব হত্যাকাণ্ডের উপসংহার টানে ট্রাইব্যুনাল। এ তিনটি অভিযোগে তাকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ এর ২০ এর ২ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। ২০ (২) ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল আসামিকে মৃত্যুদণ্ড বা অপরাধের গুরুত্ব অনুযায়ী অন্য যেকোন কারাদণ্ড দিতে পারেন। কিন্তু এ তিনটি ঘটনায় কাদের মোল্ল¬াকে একক দণ্ড হিসেবে মোট ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিকে, কাদের মোল্লা ও ৬০ থেকে ৭০ জন রাজাকার কেরানীগঞ্জ থানার ভাওয়াল খানবাড়ি ও ঘাটার চর (শহীদনগর) এলাকায় শতাধিক নিরস্ত্র গ্রামবাসী ও দুইজন নিরস্ত্র মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে মর্মে অভিযোগ আনা হয়। এ অভিযোগ থেকে কাদের মোল্লাকে খালাস দেয় ট্রাইব্যুনাল। এ প্রসঙ্গে রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষকে আসামির পরিচয় সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে। পরিচিতির বিষয়টি মূল্যায়নের ক্ষেত্রে ঘটনা দেখেছে এমন সাক্ষীদের পর্যবেক্ষণের দীর্ঘতা, শনাক্তকরণের আগে সাক্ষীর সঙ্গে আসামির পরিচিতি এবং আসামির সম্পর্কে সাক্ষীর বর্ণনাকে বিবেচনায় আনা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী আবদুল মজিদ পালোয়ান ও অষ্টম সাক্ষী নূর জাহান যে আসামিকে চিনতেন, তা প্রাপ্ত সাক্ষ্যে ট্রাইব্যুনাল বিশ্বাস করতে পারেনি। এই দুই সাক্ষী এ ধরনের দাবিও করেনি। ট্রাইব্যুনাল এসব বিষয় বিবেচনা করে সর্বসম্মতভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ঘটনার দিন পাকিস্তানি সেনাদের সঙ্গে রাইফেল হাতে কাদের মোল্ল¬া ঘটনাস্থলে উপস্থিত ছিল তা সন্দেহাতীতভাবে প্রমাণ হয়নি। এছাড়া গণহত্যার ঘটনায় কাদের মোল্লা দুষ্কৃতকারীদের সঙ্গে ছিলেন মর্মে রাষ্ট্রপক্ষের সপ্তম ও অষ্টম সাক্ষীর বক্তব্য যুক্তিসঙ্গত নয়। আবার রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর সাক্ষ্য ছিলো পরস্পরবিরোধী।

প্রসঙ্গত, এ ঘটনায় রাষ্ট্রপক্ষে তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এর মধ্যে প্রধান সাক্ষী ছিলেন মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ খান। কিন্তু তিনিও কাদের মোল্ল¬া কাউকে গুলি করে হত্যা করেছেন এমন কোনো জবানবন্দি দেননি। বরং তিনি বলেন, ঘটনার আগের দিন ঢাকার শারীরিক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে কাদের মোল্ল¬াকে রাইফেল হাতে তিনি দাঁড়িয়ে থাকতে দেখেছেন। এ প্রসঙ্গে রায়ে প্রশ্ন করা হয়, এ জবানবন্দির মাধ্যমে এটা কি প্রমাণ করে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

সাক্ষী মজিদ পালোয়ান তার সাক্ষ্যে বলেন, কাদের মোল্ল¬া নামে এক ব্যক্তিকে পাঞ্জাবি পায়জামা পরা অবস্থায় দেখেছি তবে কাউকে হত্যা করতে দেখিনি। তাকে শুধু রাইফেল হাতে দাঁড়িয়ে থাকতেই আমি দেখেছি। সাক্ষী নূরজাহানও ঘটনার চাক্ষুষ সাক্ষী ছিলেন না। তিনি জবানবন্দিতে বলেন, কাদের মোল্ল¬ার জড়িত থাকার বিষয়টি আমার শ্বশুরের মুখে শুনেছি।

??????????? ????? ???????? ?????? ?????????? ??????? ?????? ??????????? :: ????? ????????
It's strange that you haven't learnt it before. Daily Amardesh and Sangram have been publishing every bit of questioning of attorneys of defence and plaintiff. If U have gone through it then U would know that every bit of this trial is farce. Infect, I have posted some of the news in 'Farce must stop now' thread,thanks.
 
Hammer-fist is running Awami thuggish campaign with claims that he has no proofs. When asked to substantiate his claim he start insulting people and post more lies. Hammer-fist is extremely anti Bangladeshi and side with india position of killing killing Bangladehis and a submissive Bangladesh. But his un ending lie and attack on other member still waiting for mod action.



Any proof to your claim?

540369_418922374821032_123828806_n.jpg


How do you upload screenshot to this forum.

Do you read in residential model school?? that boy has SSC exam ...:rofl: ...

The younger one has SSC.The older one passed with me from college.You are talkin about labib I'm talking about abrar.
 
540369_418922374821032_123828806_n.jpg


How do you upload screenshot to this forum.



The younger one has SSC.The older one passed with me from college.You are talkin about labib I'm talking about abrar.

okay I thought you were younger than that.....
 
Status
Not open for further replies.

Pakistan Defence Latest Posts

Military Forum Latest Posts

Back
Top Bottom