আমি ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখিনি।
ভাষা আন্দোলন দেখিনি।
উনসত্তরের জোয়ার পাইনি টের।
আমি একাত্তর দেখিনি।
শুধু দেখেছি নিতান্তই রাজনীতিকদের আন্দোলন, কখনো তাদের সাথে একাত্ম্য বোধ করিনি।
খেয়োখেয়ি দেখে হেসেছি। কোনদিন দেশের জন্য পথে নামিনি। নামার সুযোগ হয়নি।
আমি নিজেকে মানুষ হিসাবে পরিগণিত করার কোন সুযোগ পাইনি!!
আজকে পথে নামব। বাংলাদেশের জন্য। কারো জন্য নয়, আমার মায়ের জন্য।
দেখা হবে,
মুক্তির চত্ত্বর, শাহবাগে।
আমি বাকরুদ্ধ। এখনই কি সময় নয় আমাদের জেগে উঠার। আর কবে জাগ্রত হবে আমাদের এই ঘুমন্ত জাতি। আজকে হয়তো অনেকেই শাহবাগের ইভেন্টে যেতে পারেন নি। তাই আগামীকাল যদি হাতে সময় থাকে তাহলে বন্ধুদের নিয়ে যোগ দিন আমাদের সাথে। আর যারা কাছাকাছি আছেন তারা আজকে রাতেও যোগ দিতে পারেন। যারা যোগ দিতে পারবেন না তারা অন্তত বন্ধুদের কে জানিয়ে দিন।
ভাষা আন্দোলন দেখিনি।
উনসত্তরের জোয়ার পাইনি টের।
আমি একাত্তর দেখিনি।
শুধু দেখেছি নিতান্তই রাজনীতিকদের আন্দোলন, কখনো তাদের সাথে একাত্ম্য বোধ করিনি।
খেয়োখেয়ি দেখে হেসেছি। কোনদিন দেশের জন্য পথে নামিনি। নামার সুযোগ হয়নি।
আমি নিজেকে মানুষ হিসাবে পরিগণিত করার কোন সুযোগ পাইনি!!
আজকে পথে নামব। বাংলাদেশের জন্য। কারো জন্য নয়, আমার মায়ের জন্য।
দেখা হবে,
মুক্তির চত্ত্বর, শাহবাগে।
আমি বাকরুদ্ধ। এখনই কি সময় নয় আমাদের জেগে উঠার। আর কবে জাগ্রত হবে আমাদের এই ঘুমন্ত জাতি। আজকে হয়তো অনেকেই শাহবাগের ইভেন্টে যেতে পারেন নি। তাই আগামীকাল যদি হাতে সময় থাকে তাহলে বন্ধুদের নিয়ে যোগ দিন আমাদের সাথে। আর যারা কাছাকাছি আছেন তারা আজকে রাতেও যোগ দিতে পারেন। যারা যোগ দিতে পারবেন না তারা অন্তত বন্ধুদের কে জানিয়ে দিন।