What's new

India A and Bangladesh A cricketers in ugly on-field fight, umpires intervene in Emerging Teams Asia Cup

Shahid Afridi always stands by Bangladesh. This guy is friendly to us :-)
 
Now Indian Bengali Media is raising a ruckus about Indian women's' cricket captain HarmanPreet Kaur.

--------------------------------------------------------------------------------------------------------------

হরমনপ্রীতের অভব্য আচরণ এখনও বিশ্বাস করতে পারছেন না বাংলাদেশের অধিনায়ক নিগার​

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে অভব্য আচরণের জন্য সমালোচিত হয়েছিলেন হরমনপ্রীত। তাঁকে শাস্তিও পেতে হয়েছে। সেই ঘটনা নিয়ে আবার মুখ খুলেছেন বাংলাদেশের অধিনায়ক।​

picture of Harmanpreet Kaur

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক​

time-date-icon.svg
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৮:৩২

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে অভব্য আচরণ করেছিলেন হরমনপ্রীত কৌর। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে শাস্তি পেতে হয়েছে তাঁর আচরণের জন্য। সমালোচিত হয়েছেন হরমনপ্রীত। মহিলাদের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের ওই আচরণে বিস্মিত বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা।

নিগার সে দিনের ঘটনা নিয়ে বলেছেন, ‘‘বিষয়টা শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সেটা আমাকে বেশি অবাক করেছিল। হরমনপ্রীত মহিলাদের ক্রিকেটে এক জন কিংবদন্তি। আমার দলের ক্রিকেটারেরাও ওর দিকে তাকিয়ে থাকে। ওর মানের এক জন ক্রিকেটার কী ভাবে ওরকম আচরণ করতে পারে! আমরা ওকে দেখে শুধু অবাক হইনি, হতাশও হয়েছিলাম। বিষয়টা আমাকে কষ্ট দিয়েছে।’’

আম্পায়ারিং নিয়ে তৃতীয় এক দিনের সিরিজ়ে হরমনপ্রীতের অভিযোগও মানতে পারছেন না বাংলাদেশের মহিলা দলের অধিনায়ক। নিগার বলেছেন, ‘‘একই আম্পায়ারেরা টি-টোয়েন্টি সিরিজ়েও ম্যাচ পরিচালনা করেছিলেন। সেই সিরিজ় ভারত জিতেছিল। সেই সিরিজ়েও যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। দ্বিতীয় ম্যাচে আমরা আরও একটু ভাল খেললে জিততেও পারতাম। তখন কিন্তু ভারতীয় দল কোনও অভিযোগ করেনি আম্পায়ারিং নিয়ে। ওরা জিতেছিল বলেই কি অভিযোগ করেনি? খেলোয়াড় হিসাবে আমি মনে করি আম্পায়ারদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তাঁদের সিদ্ধান্ত সম্মান করা উচিত। তৃতীয় এক দিনের ম্যাচে ভারত জিতলেও কি আম্পায়ারিং নিয়ে ওরা এত অভিযোগ করত? ওরা সিরিজ় জিততে পারেনি বলেই হয়তো আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। হতে পারে হতাশার থেকেই এ রকম করেছে হরমনপ্রীত।’’ ভারতীয় দলের অধিনায়কের সেই আচরণ এখনও বিশ্বাস হচ্ছে না তাঁর।

নিজে আউট হওয়ার পরে স্টাম্প ভেঙেছিলেন হরনপ্রীত। পুরস্কার দেওয়ার সময় এবং ছবি তোলার সময়ও অভব্যতা চালিয়ে গিয়েছিলেন। ট্রফি নিয়ে দু’দলের ক্রিকেটারেরা যখন ছবি তুলছিলেন, তখন তিনি ভদ্রতার সীমা ছাড়িয়ে বলেছিলেন, আম্পায়াররাও আসুক, ওঁরা তো বাংলাদেশ দলেরই অংশ। হরমনপ্রীতের আচরণে বিস্মিত নিগার দল নিয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন। ম্যাচের পরেই ভারতীয় দলের অধিনায়কের সমালোচনা করেছিলেন নিগার। তাঁকে বেশি হতাশ করেছিল হরমনপ্রীতের মতো ক্রিকেটার এই রকম আচরণ করায়।
https://www.anandabazar.com/sports/...ers-get-before-t20-world-cup-dgtl/cid/1448473
সেই আচরণের জন্য হরমনপ্রীতের ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা হয়েছে। দু’টি ম্যাচ নির্বাসিত হয়েছেন তিনি। আগামী ২৪ মাসের মধ্যে আবার এমন আচরণ করলে আরও কড়া শাস্তি পেতে হবে তাঁকে। শুধু বাংলাদেশের ক্রিকেট মহল নয়, হরমনপ্রীতের সমালোচনা করেছেন ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটারও। ভারতীয় ক্রিকেট বোর্ডও অসন্তুষ্ট। বোর্ড সভাপতি রজার বিন্নী এবং সচিব জয় শাহ কথা বলবেন হরমনপ্রীতের সঙ্গে।

Harmanpreet Kaur behaved rudely after being unhappy with the umpire's decision in the third one-day match against Bangladesh.

The Captain of the Indian women's cricket team has been punished for her behavior. Harmanpreet has also been criticised. Bangladesh captain Nigar Sultana was surprised by the behaviour of one of the best batters in the world of women's cricket. "It wasn't just about the game,"

Nigar said of the events of that day which surprised her more. "Harmanpreet is a legend in women's cricket. Even the players in my team look up to her. How can a player of her quality behave like that? We were not only surprised but also disappointed to see her like this. It bothered me. ''

The Bangladesh women's team captain could not accept Harmanpreet's complaint in the third ODI series about umpiring. "The same umpires also conducted the match in the T20 series. India won that series. There was a lot of hard-fought fighting in that series as well. If we played a little better in the second game, we could have won. At that time, the Indian team did not complain about umpiring. Didn't they complain because they won?"

"As a player, I think the umpires' decision is final and their decision should be respected. Even if India won the third day's match, would they have complained so much about umpiring? They may have expressed anger over umpiring because they didn't win the series. Maybe Harmanpreet did it out of frustration". Nigar still can't believe the Indian team captain's behaviour.

Harmanpreet destroyed the stumps after she was dismissed. She continued to be rude while given the awards and during the picture ceremony. When the players of both the teams were taking pictures with the trophy, she crossed the line of politeness and said that the umpires should also come, as they were part of the Bangladesh team.

Surprised by Harmanpreet's behaviour, Nigar refused to share the venue with Harmanpreet and returned to the dressing room with the Bangladesh team.

Nigar criticised the Indian team captain after the match. What disappointed her the most was that a player like Harmanpreet behaved like this.

Harmanpreet was fined 75 per cent of her match fee for the behaviour.

She has also been suspended for two matches. If she behaves like this again in the next 24 months, she will face more severe punishment.

Not only the cricket fraternity of Bangladesh, many former Indian cricketers have also criticized Harmanpreet. The Indian cricket board is also unhappy. Board President Roger Binney and Secretary Jay Shah will speak to Harmanpreet and demand an explanation.
 
Harman-preet is suffering from hormonal imbalance. That's why she acted strangely in the last match.:lol:
 

Back
Top Bottom