France Wants support of Bangladesh for world economic development. France also want Bangladesh to convince Malaysia for Euro transaction tax...
Can anybody translate this for Indians???
বিশ্ব অর্থনীতি উন্নয়নে ফ্রান্স বাংলাদেশের সমর্থন চায়
০০ আলাউদ্দিন চৌধুরী, প্যারিস থেকে ফিরে
বিশ্ব অর্থনীতিতে উলেস্নখযোগ্য পরিবর্তন চায় ফ্রান্স। বিশ্ব মন্দাকালীন সময়ে আন্তর্জাতিক আর্থিক সহায়তাদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার পরিচয় দেয়। ফলে এসকল প্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তন আনতে সহযোগী অন্যান্য দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে তারা। এরই অংশ হিসাবে বাংলাদেশের সমর্থন চায় ফরাসি সরকার।
গত নভেম্বরে জি-২০ এর নেতৃত্বে আসার পর ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ইউরোর মূল্যমানের স্থিতিশীলতা রক্ষায় অভিন্ন লেনদেন হার চালু করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশের সমর্থন আদয়ের চেষ্টা করে যাচ্ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা লেনেদেনে উপর কর আরোপের দাবি তুলেছে তারা। এ লক্ষ্য অর্জনে বিশ্ব ফোরামে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও সমর্থন চায় তারা।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহীতের সফরকালে গত সোমবার এক বৈঠকে ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিনা লেগার্ড এ সমর্থনের আহ্বান জানান।
এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি মালয়েশিয়ার সমর্থন আদায়ে বাংলাদেশকে ভূমিকা রাখার আহ্বান জানান ফ্রান্সের অর্থমন্ত্রী। জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহীত উভয় বিষয়ে বাংলাদেশ সরকারের সমর্থনের কথা জানান। অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ
, বিশ্ব বাণিজ্য সংস্থাসহ (ডবিস্নউটিও
আন্তর্জাতিক ফোরামে এ বিষয়ে বাংলাদেশ ফ্রান্সকে জোরালো সমর্থন দেবে। এছাড়া বর্তমান জি-২০ ফোরামে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে ফ্রান্সের সমর্থন চাইলেন অর্থমন্ত্রী। স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান তিনি। বিশেষ করে ৪৯টি এলডিসিভুক্ত দেশের মধ্যে নিম্ন আয়ের দেশগুলোকে প্রত্যক্ষ সহায়তা দান করতে অর্থমন্ত্রী আহ্বান জানান।