VikingRaider
SENIOR MEMBER
- Joined
- Aug 2, 2018
- Messages
- 6,713
- Reaction score
- 3
- Country
- Location
কথা ভুল বলেন নি একেবারে। আগে কি হয়েছে জানি না, তবে বর্তমানে অহেতুক বিনা উস্কানিতেও বাংলাদেশ কে নিয়ে খোঁচাখুঁচি করা হচ্ছে । ব্যাপার টা মাথায় থাকল আমার।সব দেশ আর কোথায়? শুধুমাত্র পাকিস্তান আর চীন। তারা কেন বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে তার কারন তো সুস্পষ্ট । এই দুই দেশের বাইরে কেবল মাত্র ২ জন ট্রলিং করছে । একটাতো অনেক পুরোনো, তামিল তেলাচুরাটা, আর একটা ইন্দোনেশিয়া থেকে।
ইন্দোনেশিয়ারটার শুরু থেকেই অভ্যাস ছিল, বাংলাদেশের নিজস্ব আলচনায় অহেতুক ইন্দোনেশিয়ার প্রসঙ্গ টেনে আনার এবং আমাদেরকে বোঝান যে তারা আমাদের চেয়ে অনেক অনেক ভালো । এরকম করতে থাকলে মতবিরোধ বাধবেই । আমরা কেও তাকে এখানে ডেকে আনি নাই । সে নিজের থেকেই এসে অযাচিত ভাবে গায়ে পড়ে ঝগড়া বাধাবার চেস্টা করেছে । এখন সে কেন বাংলাদেশকেই বেছে নিল তার কারন সম্ভবত সে মনে করেছে, বেশী একটিভ ডিফেন্স ফোরামের মধ্যে বাংলাদেশটাই সবচেয়ে দুর্বল টারগেট নিজের সুপিরিয়রিটি জাহির করার জন্য । অন্যন্য একটিভ ফোরাম যেমন পাকিস্তান, ভারত, চীন বা তুরস্কের সাথে লাগতে পারবে না । চরম অপমানিত হবে আর তাদের কাছে ইন্দোনেশিয়ার শ্রেষ্ঠত্ব ধোপে টিকবে না । তাই বাংলাদেশকে সহজ সুবিধাজনক টার্গেট বানিয়েছে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য আর অপেক্ষাকৃত দুুর্বল প্রতিপক্ষ(বানানো) কে আক্রমন করে বিজয়ের গৌরব অনুভব করার জন্য ।
তামিল তেলাচুরাটার মোটিভ ও প্রায় একই রকম। তামিল তেলাচুরাটার ট্রলিং করার এক দুর্দমনীয় প্রবৃত্তি আছে যা কেবল সে বাংলাদেশের বিরুদ্ধেই কাজে লাগাতে পারে । অন্য্ জায়গায় সে টিকবে না । পাকিস্তান বা পাকিস্তানের আয়রণ ব্রাদার চীন বা তুরস্কের সাথে এরকম ট্রলিং করতে থাকলে অনেক আগেই সে ব্যান হয়ে যেত । কাজেই বাংলাদেশই সবচেয়ে নিরাপদ টার্গেট ।
বাংলাদেশের কাপড় ধরে টান দেয়ার প্রবণতা আজকাল কিছু মানুষের বেড়েই চলেছে, যেটা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে।
দুঃখ শুধু একটাই বেশ কয়েকটা চীনা লোকও ট্রল করছে। এদের কাছ থেকে এটা আশা করিনি একেবারেই।
Last edited: