What's new

Book Review - THE INDIA DOCTRINE (1947-2007)

Bangladesh-India relations under the microscope

Md Ariful Islam

Dhaka Tribune – October 2, 2013


The relations between India and Bangladesh have experienced ups and downs since independence. India is the largest democratic country as well as a growing economic superpower in the world. It is our biggest neighbour and liberation war friend.
Kautilyan foreign policy offers the theory that “an immediate neighbouring state is an enemy and a neighbour’s neighbour, separated from oneself by the intervening enemy, is a friend.”
We have to contemplate the above dictum because it is somewhat likely to be acceptable between our two neighbours and vice versa.
It would not be an exaggeration to state that Indian foreign policy is still revolving around the Kautilya discourse. Quincy Wright said that diplomacy is the art of employment of tactics, shrewdness and skill in any negotiation or transaction. It goes without saying that, no diplomacy can be effective without any befitting military power to back it up.
Kautilya also wrote that power was the only means to ensure friendly relations with other countries. If Bangladesh were a strong military power, it would have been involved in fighting with India more than once over the water conflict.
Bangladesh is a country which does not pose a threat to India. India has got everything they want from Bangladesh. Now it is the time for introspection on our relations over different issues which demand extra explanation.
The facts are not being painted over; we got a lot of things from India since independence. But the mainly disputed issues have actually not been solved yet.
We have signed an agreement regarding the issue of the Farakka barrage but we are not getting sufficient amounts of water, which causes drought in the northern districts of Bangladesh. There have been widespread allegations that we are not getting enough water even with the consonance of the treaty.
We had a land boundary agreement in 1974 which was supposed to solve the enclave problems but this agreement has not been implemented yet. India has been killing our citizens like birds for nothing. Sharing of Teesta water remains uncertain after the then newly elected chief minister of West Bengal, Mamata Banerjee, refused to approve the treaty.
Apart from that, the UN International Law Commission in its Article 7 also emphasises that states shall utilise an international river in an equitable and reasonable manner. Therefore, it is a legal right of Bangladesh to get equitable share with regard to water sharing.
Fortunately, Bangladesh is not a big country like America or the other superpowers; if so, I am sure Bangladesh would have fought over Teesta waters.
On the other hand, we have a huge trade deficit with India and our products have to face a non-tariff barrier when it’s being exported from Bangladesh to India.
As far as our constitution is concerned, the state shall base its international relations on the principles of respect for national sovereignty and equality, non-interference in the internal affairs of other countries, peaceful settlement of international disputes, and respect for international law and the principles enunciated in the United Nations Charter.
We want a relation where respect, dignity, mutual understanding, and a “give and take policy” will be the main basis to continue our relations. But whatever we have seen since 1971, it is not called friendship.
Now, the question is why are we not getting fair treatment from the Indian side? The obvious answer is that we do not have any bipartisan foreign policy in terms of our interest. The irony is that our mainstream political parties have failed to define what our main interest is.
It is worthwhile to mention here that, with the change of regime our foreign policy with India also changes. However, Indian foreign policy is more or less the same whatever party comes into the power. There can be polarisation, there can be difference, and there should be criticism among our political parties. But our political leadership should forge a consensus on important issues, for instance when it comes to our national interests.
Our political parties should be careful and need to identify what our main national interests are. At the same time our defence force should be modernised and sophisticated. Otherwise, what would happen is what the famous Bengali song says: “Tumi Arekbar Ashia Jao More Kandaiya.”
Bangladesh and India relations over the years are the reflection of a hegemonic role in south Asia. If India wishes to continue its relationship with Bangladesh, it needs to take a good second look. A hegemonic stance by India would have significant impact on Indo-Bangladesh relations.

Bangladesh-India relations under the microscope | Dhaka Tribune
 
.
I think Mamata has agreed to the Enclave issue now.. That should make you happy.

You seem to be a congenital India hater who is making much of a few problems which any 2 neighboring countries will have.
 
.
I think Mamata has agreed to the Enclave issue now.. That should make you happy.

You seem to be a congenital India hater who is making much of a few problems which any 2 neighboring countries will have.

BJP opposes land swap deal as it won't 'benefit' Assam

The Times of India – October 1, 2013


GUWAHATI: Although Bangladesh Prime Minister Sheikh Hasina termed the land exchange agreement between the two countries a "win-win" deal, the state BJP is in no mood to give up its opposition of the agreement.

Assam BJP vice-president Siddhartha Bhattacharya said BJP can't support the agreement because it does not serve the state's interest. "Assam will get back only a part of its own land that is in Bangladesh's possession. The agreement will not do any good for the state. BJP has been opposing the agreement and will continue to oppose it," Bhattacharya said.

In line with the party's stand, BJP's leader of the opposition in the Rajya Sabha, Arun Jaitley, recently said that land is associated with people's sentiments in Assam.

With the Bangladesh election expected to be held later this year, political commentators here said that there is an urgency on the part of the Hasina government to ensure that the Indian Parliament ratifies the land exchange agreement as opposition parties in the neighbouring country are up in arms against the incumbent government there.

BJP and Asom Gana Parishad earlier this year opposed the land swap bill in Parliament.

Hasina had said in New York on Sunday that the opposition parties in India should extend their support to the agreement because the settlement of the vexed border issue would be a "win-win" situation for both the countries.

Even as Prime Minister Manmohan Singh met his Bangladesh counterpart in New York on Saturday, opposition against the bill continued in India.

The agreement was signed during Singh's visit to Dhaka in 2011. Among the agreements reached between India and Bangladesh during the PM and northeast chief ministers' visit to Dhaka in 2011, the protocol to the 1974 land boundary demarcation between the two countries was also signed. In this agreement, the issue of exchange of "adversely possessed land" in Assam, Meghalaya, Tripura and West Bengal along the India-Bangladesh border were finalized.

Chief minister Tarun Gogoi has been arguing that the agreement is in favour of the state's interest as it will help tackle infiltration, smuggling and promote trade relations between the two countries. He said that Assam will get 397.50 acre land from Bangladesh, while the state will part with only 267.5 acre as part of the land swap agreement.

BJP opposes land swap deal as it won't 'benefit' Assam - The Times of India
 
.
বাংলাদেশে কী হতে যাচ্ছে? কেন এইসব হচ্ছে?

পিনাকী ভট্টাচার্য•

গত কয়েকদিন থেকে কারো সাথে কথা শুরু হলেই প্রশ্ন দিয়ে আলাপ শুরু হচ্ছে দেশ নিয়ে, দেশের সংঘাত ময় পরিস্থিতি নিয়ে। সবার সরল আশা দুই দল একটা সমঝোতায় পৌঁছাবে। কিন্তু এই সংকটের মুল কারণ বুঝতে হলে শুধু দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলেই চলবে না। দেশের রাজনীতিকে বিশ্ব পরিস্থিতির আলোকে মূল্যায়ন করতে হবে। বন্ধু মাসুদ রানা একটা লেখা লিখেছিলেন শাহবাগ আন্দোলনের সময়। সেই লেখাটায় বিশ্ব পরিস্থিতির আলোকে বাংলাদেশের তৎকালীন রাজনীতিকে পর্যালোচনা করা হয়েছিলো। আমার দেখা সেটা ছিল এক অসাধারণ বিশ্লেষণ। মাসুদ রানার সেই বিশ্লেষণের কাঠামো এবং তথ্যগুলোই আমি আবার সাজালাম। সেই বিচারে এই লেখাটা আমার কোন মৌলিক লেখা না। বাংলাদেশের রাজনীতি এবং তার গতি প্রকৃতি ব্যাপক পরিসরে বুঝতে পারলে অনেক ধোঁয়াশা কেটে যাবে।

বিশ্ব পরিস্থিতি

সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পড়ার পর,গত দু’দশক ধরে শক্তির ভারসাম্যে পৃথিবী হয়েছে ‘ইউনিপোলার’ বা এক মেরুর। মার্কিন-নেতৃত্বাধীন পশ্চিমী পুঁজিবাদী শক্তিসমূহ তাদের আন্তঃমহাদেশীয় মিত্রদের সমন্বয়ে গড়ে তুলেছে ‘নিউ ওয়্যার্ল্ড অর্ডার’ বা নতুন বিশ্বব্যবস্থা।

এ-ব্যবস্থার অধীনে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব ও কর্তৃত্ব এসে পড়েছে ভারতের হাতে। ভারতের প্রভাব-বলয়ের মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ,ইত্যাদি দেশ। পারমাণবিক শক্তিধর ভারতের প্রতিপত্তি বর্তমানে সমগ্র ভারত মহাসাগর জুড়ে – উত্তরে এডেন উপসাগর থেকে দক্ষিণে এন্টার্কটিকা এবং পূর্বে মালক্কা প্রণালী থেকে পশ্চিমে মধ্যএশিয়া পর্যন্ত – বিস্তৃত।

গত নব্বইয়ের দশক থেকে ভারত তার ‘ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি’তে পরিবর্তন এনে ‘লূক ইষ্ট’ নামে নতুন নিরাপত্তা-নীতি গড়ে তুলেছে। এবং ভারত বর্তমানে চীনের মতোই ‘রিজিওন্যাল পাওয়ার উইথ গ্লৌব্যাল পোটেনশিয়্যাল’ হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন বিশ্বব্যবস্থার এ-পর্যায়ে, ভারত ও চীনের বিশ্বশক্তিতে রূপান্তরিত হবার সম্ভাব্যতায়,এক মেরুর পৃথিবী এখন বহুমেরুর পৃথিবীতে রূপান্তরিত হবার সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। এর মধ্য যুক্ত হয়েছে,পুনরুজ্জীবিত রাশিয়া ও নব বিকশিত ব্রাজিল, যাদেরকে বলা হচ্ছে ‘রিজিওন্যাল পাওয়ার’।/আরও রয়েছে, পারমাণবিক ইসরায়েল ও উত্তর-কোরিয়ার, পারমাণবিক-সম্ভবা ইরান, জাপান,তুরষ্ক,ইত্যাদি।

বিশ্ব-পুঁজিবাদী ব্যবস্থার অন্তর্নিহিত নিয়মে আজ যখন সমগ্র বিশ্ব অর্থনৈতিক সঙ্কটে পতিত, তখন তা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন হয়ে পড়েছে বিশ্বব্যবস্থার নতুন বিন্যাসের। কিন্তু নব-বিন্যাস সম্ভবতঃ শান্তিপূর্ণভাবে হবার নয়। দৃশ্যতঃ পৃথিবী ধীরে-ধীরে একটি সম্ভাব্য বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দূরপ্রাচ্য পর্যন্ত চলছে যুদ্ধের প্রস্তুতি।

বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলো তাদের বক্তব্যে বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে,যুদ্ধের জন্য সম্ভাব্য সহযোগীদের সাথে সামরিক চুক্তি করছে এবং গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অবস্থানে তাদের উপস্থিতি ও শক্তি-সমাবেশ ঘটাচ্ছে। সম্ভাব্য বিশ্বযুদ্ধে বাংলাদেশের পরিস্থিতি কী হতে পারে?

ভারত-যে আজ বাংলাদেশে ট্র্যানজিট নামে ক্ষিপ্রতার সাথে ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন ঘটাচ্ছে,তাকেও একটি আসন্ন বিশ্বযুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে দেখার ভূ-রাজনৈতিক কারণ আছে। চীন সীমান্ত ঘেঁষে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য-সমূহে শক্তিশালী সামরিক অবস্থানের জন্য বাংলাদেশের ভিতর দিয়ে চলাচল করা ছাড়া আর কোনো সহজ উপায় ভারতের নেই। ভারতের ট্র্যানজিটকে শুধু যে বাণিজ্য হিসেবে দেখলেই চলবে না, তাকে সামরিক হিসেবেও দেখতে হবে।

আন্তার্জাতিক-সম্পর্ক ও যুদ্ধতত্ত্ব অনুসারে,উপরে উল্লেখিত বিশ্ব-পরিস্থিতিতে বাংলাদেশের কাছে ভারতের কাম্য হতে পারে ৫টি বিষয়ঃ (১) বাংলাদেশের ভিতর দিয়ে উত্তর-পূর্ব ভারতের চীন-সীমান্ত পর্যন্ত সামরিক ও রসদ পরিভ্রমণের উপযোগী অবকাঠামো,(২) ভারতীয় শান্তি ও যুদ্ধকালীন অর্থনীতির পরিপূরক স্থানীয় অর্থনীতি, (৩) ভারতের কাছে স্বচ্ছ ও সহযোগী বাংলাদেশ সেনাবাহিনী (৪) ভারত-বান্ধব সরকার এবং (৫) ভারত-মৈত্রীর সাংস্কৃতিক পরিবেশ।

তত্ত্বগতভাবে, উপরের শর্তগুলো যে-দলই পূর্ণ করবে, ভারত বাংলাদেশে সে-দলকেই সমর্থন করবে। এটি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি – এমনকি জামায়াত ইসলামী হলেও আপত্তি থাকার কথা নয়। বরং পরস্পরের বিকল্প অথচ একই চরিত্রের দুটো ‘অপশন’ ভারতের জন্য শ্রেয়তর।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের গঠন, সংস্কৃতি ও কর্মসূচির কারণেই জনগণের উপর নির্ভরশীল নয় কিংবা ও আস্থাশীলও নয়। এদের নির্ভরতার জায়গা হচ্ছে (১) নেতাদের সামন্ত-সম্মোহনী শক্তি, (২) কর্মীবাহিনীর পেশীশক্তি,(৩) অর্থায়কদের অর্থায়ন শক্তি,(৪) সামরিক বাহিনীর অনুমোদন,(৫) আমলাতন্ত্রের আনুগত্য,(৬) বিশ্বশক্তির সমর্থন ও (৭) বিকল্পহীন নির্বাচন।

বাংলাদেশের প্রায় সব দলই টিকে থাকে উপরের প্রথম ৩টি উপাদানের উপর;ক্ষমতায় যাবার যোগ্যতা অর্জন করে পরবর্তী ৩টির উপর নির্ভর করে;আর ক্ষমতায় আসীন হয় শেষেরটি হাতিয়ে নিয়ে।

বাংলাদেশে ভারতের ‘অপশন’ দু’য়ের অধিকই আছে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা,জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিএনপির নেত্রী খালেদা জিয়া ভারত সফর করে এসেছেন। ধারণা করা যায়, তিনজনেরই সাথে বিস্তারিত দরদস্তুর হয়েছে সেখান।

বাংলাদেশে একই চরিত্রের পরস্পরের বিকল্প দলগুলো যেমন ভারতের কাছে একগুচ্ছ ‘অপশন’,সে-দলগুলোর কাছেও তেমনি ভারত-মৈত্রী,মার্কিন-মৈত্রী,মধ্যপ্রাচ্য-মৈত্রী ইত্যাদি ‘অপশন’ রয়েছে। এ-মৈত্রীগুলোর মধ্যে আবার পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার এক জটিল রসায়ন রয়েছে। তবে,সাধারণভাবে বাংলাদেশের ক্ষেত্রে এ-মুহূর্তে মার্কিন-মৈত্রী ও মধ্যপ্রাচ্য-মৈত্রীর আন্তঃসম্পর্কের চেয়ে ভারত-মৈত্রী ও মার্কিন-মৈত্রীর আন্তঃসম্পর্কটি অধিক প্রতিযোগী ও অল্প সহযোগী।

ভারত যেভাবে বাংলদেশকে চায়,মার্কিন-নেতৃত্বধীন পশ্চিমী পুঁজিবাদী জোটও বাংলাদেশকে সেভাবেই পেতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভিত্তি-করে বঙ্গপোসাগরে সপ্তম নৌবহরের অবস্থান চায়,যা ভারতের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। চীনকে ‘কন্টেইন’ করার প্রশ্নে মার্কিন-ভারত সমঝোতা থাকলেও মার্কিন-কেন্দ্রিক একমেরুর বদলে বহুমেরুর বিশ্বব্যবস্থা গড়তে চীনের সাথে ভারতের একটি সমস্বার্থতা আছে।

সম্প্রতি,বঙ্গপোসাগীয় দেশ বার্মাতে বর্ধিষ্ণু মার্কিন প্রতিপত্তিতেও ভারতের অস্বস্তি বাড়ছে। কিন্তু তার চেয়েও বড়ো কথা হচ্ছে,বাংলাদেশের ক্ষেত্রে কাউকে ভাগ দিতে রাজি নয় ভারত। অর্থনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে দিলেও সামরিক ক্ষেত্র মোটেও নয়। এমনকি পাকিস্তানের আক্রান্ত হওয়াটাও ভারত মেনে নেবে না। কারণ,ভারতীয় রাষ্ট্র-নিরাপত্তা-সংস্কৃতি-ঐতিহ্যে-ইতিহাসের মধ্যে অখণ্ড ভারতবর্ষের ধারণা গভীরে প্রোথিত। ড্যান মজিনার সাম্প্রতিক ভারত সফর এবং সামনের চীন সফর এই জটিল বোঝাপড়ায় মার্কিন স্বার্থ কতটুকু রক্ষিত হবে সেই হিসাব নিকাশের আলাপ হয়েছে এবং হবে সেটা অনুমান করা যেতেই পারে।

বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আছে আওয়ামী লীগ। এটি ভাবলে ভুল হবে যে এ-দলটি – কিংবা অন্য যে-কোনো দল – অন্য দেশের ক্রীড়ানক। বস্তুতঃ কেউই ক্রীড়ানক হতে চায় না। তবে নিজেদের স্বার্থের সবচেয়ে ‘কস্ট-ইফেক্টিভ’ সংরক্ষার জন্য তারা একটি বিনিময়-চুক্তিতে সম্মত হয়,যা ক্রমশঃ ঐতিহ্যে ও বিশ্বাসে পরিণত হয়। আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কটি ঠিক সে-রকমেরই।

আওয়ামী লীগ সরকার যে মার্কিন কর্তৃত্বাধীন বিশ্বব্যাঙ্কের সাথে পদ্মাসেতু নিয়ে নন্দিত স্পর্ধা দেখিয়েছে, ভারতের সমর্থন ন থাকলে তা সম্ভব হতো না। মাঝখানে জাতীয়তাবাদী ‘গিমিক’ তুলে দেশের অর্থেই পদ্মাসেতু করা হবে বলে ঘোষণা দিয়ে বাহবা কুড়োনোর পর,এখন দেখা যাচ্ছে, আওয়ামী লীগ সরকার বলছে, পদ্মাসেতু হবে ভারতীয় ঋণের টাকায়। অতি-সম্প্রতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী সফরে,রাশিয়াতে গিয়ে, যে-অস্ত্রক্রয় করলেন,সেটিও ভারতের সমর্থনে মার্কিনীদের প্রতি বঙ্গীয় বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন বটে।

স্বভাবিকভাবেই, মার্কিন-নেতৃত্বাধীন পশ্চিমী শক্তি আওয়ামী লীগ ও শেখ হাসিনার ‘ডিফায়েন্স’ বা অমান্যতায় অত্যন্ত অখুশী। তাই,তাঁর এ-অমান্যতাকে অভিযোগ আকারে আনা হয়েছিলো দৈনিক ওয়াশিংটন টাইমস পত্রিকায় প্রকাশিত খালেদার জিয়ার ‘লেখা’ ‘কমেন্টারি’ বা মন্তব্য-প্রতিবেদনের মাধ্যমে।

খালেদা জিয়া তাঁর মন্তব্য-প্রতিবেদনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে বিরুদ্ধে বিস্তর নালিশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে,আন্তর্জাতিক ব্যবস্য-বাণিজ্যের ক্ষেত্রে শেখ হাসিনার সরকার ইঙ্গ-মার্কিন স্বার্থের পরিপন্থী। আত্মসম্মান-আত্মমর্যাদাহীন এ-লেখায় খালেদা জিয়া ব্রিটেইন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো আহবান করেছেন বাংলাদেশ বিষয়ে হস্তক্ষেপ করতে। একই সাথে, তিনি ইতিহাসকে বিকৃত করে, মার্কিন যুক্তরাষ্ট্রকে মিথ্যা কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশগুলোর একটি হিসেবে।

খালেদা জিয়ার এহেন মার্কিন-তোষণ ও হস্তক্ষেপের আহবান প্রমাণ করে যে,বিএনপির পায়ের নিচে মাটি তেমন শক্ত নয়। সে-জন্যই তিনি ইঙ্গ-মার্কিনীদের কাছে বাংলাদেশকে ‘অফার’ করছেন। কিংবা হতে পারে যে, তাঁকে ক্ষমতার ‘অফার’ দিয়ে ইঙ্গ-মার্কিনীরাই এ-কাজটি করিয়ে নিয়েছে।


তৃতীয় শক্তি

এ-কথা নিরাপদে বলা যায় যে,নতুন বিশ্বব্যবস্থার ‘নিও-লিবারেল’ নেতৃত্ব বাংলাদেশে একটি ‘স্ট্যাবল এ্যাণ্ড ফাংশন্যাল ক্যাপিটালিজম’ -অর্থাৎ স্থিতিশীল ও ক্রিয়াশীল পুঁজিবাদী অর্থব্যবস্থা – চায়। এবং এ-ব্যবস্থার ব্যবস্থাপক হিসেবে তাঁরা বাংলাদেশের নেতৃত্বে দেখতে চান ‘নিও-লিবারেল ডেমোক্র্যাটস’ বা নয়া উদারগণতান্ত্রিক শক্তির প্রতিষ্ঠা। বাংলাদেশে নিও লিবারেলিস্ট দের নেতা প্রফেসর ইউনুস। নিও লিবারেলরা চায় রাষ্ট্রের ক্ষমতাকে সংকুচিত করে রাষ্ট্রের কল্যাণ মুখী চরিত্রটা নষ্ট করে দিতে। রাষ্ট্রকে সংকুচিত করে দুর্বল করলে, রাষ্ট্র যত দুর্বল হবে, দরিদ্র আর প্রান্তিক জনগোষ্ঠী তত বেশী রাষ্ট্রীয় সুরক্ষা থেকে বঞ্চিত হবে। এই নিও লিবারেলিস্টরা আশা করেন, বাংলাদেশের এ-নতুন নেতৃত্ব নতুন বিশ্বব্যবস্থায় নিজেদেরকে ‘গূডফিট’ হিসেবে অভিযোজিত করে বিশ্ব-পুঁজিবাদের ‘স্মার্ট পার্টনার’ হিসেবে কাজ করবে। তাঁরা প্রচার করেন যে,এটি হচ্ছে একটি ‘উইন-ইউন কণ্ডিশন’ বা দু’পক্ষেরই বিজয়-বিজয় অবস্থা।

এহেন বিশ্ব-পুঁজিবাদের নিও-লিবারেল নেতৃত্ব মনে করে, দীর্ঘকাল থেকে বাংলাদেশের ‘স্টাবর্ন, ইম্‌ম্যাচ্যুর, ইণ্ডিভিজ্যুয়্যালিস্টিক উইম্যান’, অর্থাৎ একগুঁয়ে, অপরিপক্ক ও ব্যক্তিকেন্দ্রীক দুই নারীর কারণে পুঁজিবাদী বুঝাপড়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এতে বিশ্বনেতৃত্ব যার-পর-নেই বিরক্ত ও হতাশ। তাঁরা নিশ্চিত এর অবসান চান। এই কারণেই প্রফেসর ইউনুসের সাথে আওয়ামী লীগের বিরোধ। তবে প্রফেসর ইউনুস এবং তাঁর সমর্থকরা বি এন পিকেও সমভাবে অপছন্দ করে। প্রফেসর ইউনুসকে বি এন পি র সমর্থনও এটা প্রমাণ করে, বি এন পির পায়ের নিচে মাটি তেমন শক্ত নয় তাই তাদের লক্ষ্য অর্জনের জন্য শত্রুকেও সমর্থন দিতে হচ্ছে।

তথাকথিত ওয়ান ইলাভেনের ‘মাইনাস টু ফর্মুলা’ সফল হয়নি। তাই এবার আরও কার্যকর পরিকল্পনা ও প্রস্তুতি থাকার সম্ভাবনা রয়েছে। তবে, এবারে সম্ভবতঃ ভারতের আপত্তি থাকতে পারে। কারণ, প্রত্যক্ষিত বিশ্বযুদ্ধকে সামনে রেখে,ভারত সম্ভবতঃ কোনো নতুন এক্সপেরিমেন্ট বা পরীক্ষায় যেতে যাচ্ছে না। সে কারণেই আমাদের রাজনীতিবিদদের বলতে শোনা যায় ২০০৬ আর ২০১৩ এক নয়। অবশ্য,ভেতর থেকে যদি পরিবর্তন পেকে উঠে, তাতে ভারতের আপত্তি থাকবে না, যদি তার পূর্বোল্লিখত পাঁচ-শর্ত পূরণ হয়।

এই জটিল সমীকরণে কোন পক্ষ শেষ পর্যন্ত বাংলাদেশের ইজারা পাবে সেটা এখনই বলে দেয়া সম্ভব নয়। সংকটের সমাধানের চাবিকাঠিও দুই নেত্রীর কাছে নেই। এই অসহনীয় অনিশ্চয়তা থেকে উত্তরণের জন্য বিকল্প গণশক্তির উত্থান ছাড়া বাংলাদেশের জনগনের মুক্তি নেই। এই গণশক্তি দায়বদ্ধ থাকবে শুধু বাংলাদেশের জনগণের কাছে।

কৃতজ্ঞতাঃ মাসুদ রানা

লেখক: ব্লগার ও অনলাইন একটিভিস্ট

http://www.unmochon.com/2013/10/28/...b_aggregation_id=288381481237582#.UnE-DPnI2Sp
 
.
Back
Top Bottom