France Navy's La Fayette class stealth frigate Aconit (F 713) came to the Chittagong for a friendly visit and joint exercise.
Bangladesh Navy's guided missile stealth ship Swadhinita have welcomed her when it entered our sea. Bangladesh Navy's guided missile frigate Babgabandhu and BNS Swadhinota will participate a joint exercise with her before she return back on 15th of May.
.
.
শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ফ্রান্সের জাহাজ
.
ছয় দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে এসে পৌঁছেছে ফ্রান্স নৌবাহিনীর জাহাজ ‘একোনিট’।
.
মঙ্গলবার জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবীব জাহাজটিকে স্বাগত জানান।
.
এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট ও ডিফেন্স এ্যাটাশেসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকগণ উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘স্বাধীনতা’ জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
.
বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, শুভেচ্ছা সফরে আসা ফ্রান্স নৌবাহিনীর জাহাজটিতে মোট ২০ জন কর্মকর্তা ও ১৪০ জন নাবিক রয়েছেন। ১২৫ মিটার দৈর্ঘের জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন লরেন্ট ম্যাকার্ড ডি গ্রেমন্ট। জাহাজটি বাংলাদেশ ত্যাগকালে বানৌজা বঙ্গবন্ধু ও বানৌজা স্বাধীনতা এর সাথে একটি যৌথ সমুদ্র মহড়ায় অংশ গ্রহণ করবে।
.
বাংলাদেশে অবস্থানকালে ফ্রান্সের ভারত মহাসাগর বিষয়ক ইনচার্জ রিয়ার এডমিরাল এনটনি ব্যুসেন্ট জাহাজের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া তিনি চট্টগ্রাম নৌ অঞ্চলসহ অন্যান্য নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। আগামী ১৪ মে তিনি ঢাকায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
.
জাহাজটি চট্টগ্রাম অবস্থানকালে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ ‘বাংলাদেশ নেভাল একাডেমি’, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ‘বিএন আশার আলো’, নৌবাহিনীর সমর কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস’ ও বানৌজা শহীদ মোয়াজ্জমসহ চট্টগ্রামের দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, নাবিক, স্কাউট সদস্য এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীগণ ফ্রান্সের জাহাজটি পরিদর্শন করবেন।
.
শুভেচ্ছা সফর শেষে ১৫ মে ফ্রান্সের জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।
.
#FranceNavy #BangladeshNavy #JointExercise
Shared by: Bangladesh Defence
.
\A/