What's new

Bangladesh Army

Hmm does anyone know if Bangladesh is getting any new 8x8 APCs ? Like our BTR-80s are kinda getting old and we need something new like the Patria or Terrex.

Finland is giving TOT for their Patria , and I think Indonesia operates some kind of European APC

we are using Pandur II 8X8 vehicles, and now several batches had come

c5c68d8a91fcd991e8fec8ee4fd2b0fd.jpg
 
. . . . . . .
Does this mean the amount of Active personnel has been increased or ?
 
. . . . . .
শীঘ্রই যুক্ত হতে চলেছে লং রেন্জ MLRS.
গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর ৪টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান কালে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জানান দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীর সক্ষমতার বাড়ানো হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সেনাবাহিনীর সার্বিক ফায়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষে দূরপাল্লার মাল্টিপল লাঞ্চ রকেট লঞ্চিং সিস্টেম (MLRS) এবং মিসাইল কেনা হয়েছে। শিগগির এসব সমরাস্ত্র যুক্ত হবে সেনাবাহিনীতে। একই সঙ্গে ১৫৫ মিলিমিটার গান এবং অত্যাধুনিক মর্টার সিষ্টেমও সেনাবাহিনীতে সংযোজনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সংযোজিত হয়েছে। অদূর ভবিষ্যতে বিভিন্ন সেনানিবাসে হাব স্টেশনসহ (ঠঝঅঞ) টার্মিনাল স্থাপিত হবে, যার মাধ্যমে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সাথে সংযুক্ত হয়ে আধুনিক তথ্য প্রবাহে পদার্পণ করবো।



পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নের জন্য ফাইবার অপটিক ব্যবহারের পাশাপাশি উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ব্যবস্থা স্থাপিত হচ্ছে, যা জোন সদর পর্যন্ত নিরবচ্ছিন্ন ভয়েস ও ডাটা যোগাযোগ নিশ্চিত করবে। এছাড়াও বিদ্যমান সাংগঠনিক কাঠামোর সম্প্রসারণের আওতায় বরিশাল সেনানিবাসে একটি ডিভিশনাল সিগন্যাল ব্যাটালিয়ন, একটি স্ট্যাটিক সিগন্যাল কোম্পানী এবং দু’টি ব্রিগেড সিগন্যাল কোম্পানি প্রতিষ্ঠা লাভ করেছে।



"Long-range multiple launch rocket launching systems (MLRS) and missiles have been procured to enhance the overall fire capability of the army," he said. These weapons will be added to the army soon. At the same time, the addition of 155 mm guns and a state-of-the-art mortar system to the army is in the final stages.


Recently, the state-of-the-art electronic warfare system has been added to the Bangladesh Army. In the near future, terminals with hub stations will be set up in various cantonments, through which we will be connected to Bangabandhu Satellite-1 and enter the modern information flow.




While giving regimental colors to 4 units of the Bangladesh Army yesterday, Army Training and Doctrine Command (Artdock) GOC Lieutenant General SM Shafiuddin Ahmed said the army's capability is being enhanced to deal with any internal and external threats to protect the country's sovereignty.


#defres
 
. .
Back
Top Bottom