What's new

Bangladesh Army

T34,Mig21,AK47 are probably the very few weapons that actually reflect the ideology of the state that made them.
 
Ah T34!, probably the best tank ever made

Tough little MoFo's. :-)

They had so many variants. :-)

The success of the design regarding mobility, despite many teething issues, was because of the wider tracks and the waffle design of the tracks themselves - suitable for snowy/muddy terrain in the steppes...

The Chinese version was called Type 58 and had enough variants of that type too...

T34-85_Korea1954.png

Chinese T-34/85 in Korea, 1954.



Type_58-I.png

A Type 58-I, early, in maneuvers along the Korean border, late 1950s.

Type_58-II-early.png

An early Type 58-II. The turret is turned to see the searchlight fasteners.

Type_58-II_mod.png

A type 58-IIM (modernized) deployed during the Sino-Soviet border conflict of 1969.
 
বাংলাদেশের অস্ত্র রফতানির বড় বাধা এভরিথিং বাট আর্মস শর্ত

শাহ আলম খান | প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৫

বাণিজ্য মন্ত্রণালয়ে সোমবার অনুষ্ঠিত বৈঠকের আলোচনার বিষয়বস্তু এবং এর আগে ১৯ আগস্ট অনুষ্ঠিত এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন যুগান্তরকে বলেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় যে অস্ত্র গোলাবারুদসহ অন্যান্য সরঞ্জাম তৈরি হয়, তার পুরো ব্যবহার হয় না। চাহিদা অনুযায়ী সমরাস্ত্রের সরবরাহও ভালো। তাই উদ্বৃত্ত অস্ত্র রফতানি করতেই পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই রফতানি সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে হবে সরকারকেই। কারণ অস্ত্র ও গোলাবারুদ রফতানি করতে হলে সেটি সরকার টু সরকার পর্যায়েই করতে হয়। সেখানে যদি আন্তর্জাতিক ও আঞ্চলিক কিংবা দেশভিত্তিক বাণিজ্যে কোনো ব্যারিয়ার থাকে, তা সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে আলোচনা ও সমাঝোতা সাপেক্ষে রিভিউ করার উদ্যোগ নিতে হবে। জাতিসংঘ রেজুলেশনেও যদি কোনো শর্ত থাকে সেটিও নিরসন করতে হবে। দেখতে হবে জাতিসংঘের শান্তি মিশনে প্রতিনিধিত্ব করছে এমন কোনো কোনো দেশ কী ক্রাইটেরিয়ায় অস্ত্র রফতানি করছে।

তিনি দাবি করেন, দেশে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রই ক্ষুদ্রাস্ত্র। ভারি অস্ত্র ব্যবহারের প্রয়োজন খুব কম। তাই ক্ষুদ্রাস্ত্র তৈরির ওপরই বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন। সামরিক খাতে বেশিরভাগ অর্থ ব্যয় হয় ভারি অস্ত্র আমদানিতে। দেশীয় প্রযুক্তিতে ভারি অস্ত্র তৈরি করা গেলে অনেক অর্থ সাশ্রয় হবে। এক্ষেত্রে এয়ার ক্রাফট ও ট্যাংক তৈরির উদ্যোগ গ্রহণেরও পরামর্শ রাখেন তিনি।

জানা গেছে, বাংলাদেশ স্বশস্ত্র বাহিনী বিভাগ পরিচালিত জয়দেবপুর সমরাস্ত্র কারখানায় এখন দেশীয় প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন হচ্ছে। এর আগে বিদেশ থেকে অস্ত্র আমদানি করতে গিয়ে সরকারকে নানা রকম বাধার সম্মুখীন হতে হতো। আন্তর্জাতিক মহলের প্রতিবন্ধকতা, আমদানিতে উচ্চহারের সুদ ও নানা শর্ত পূরণের ঝামেলা পোহাতে হতো। এছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে অস্ত্র আমদানিতে কোনো কোনো দেশের কাছে জবাবদিহিতার মধ্যেও পড়তে হতো। মূলত এসব প্রতিবন্ধকতা এড়াতে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে সমরাস্ত্র ও গোলাবারুদ তৈরির কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়।


বাণিজ্য মন্ত্রণালয় সূত্রমতে, সরকারের কাছে উপস্থাপিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, জয়দেবপুরের সমরাস্ত্র কারখানায় এখন অতি উন্নতমানের ৭ দশমিক ৬২ মি.মি. অটোমেটিক অ্যাসল্ট রাইফেল বিডি-০৮ উৎপাদন হচ্ছে। এ রাইফেলটির বার্ষিক উৎপাদন বাড়িয়ে ১৪ হাজারে উন্নীত করা হয়েছে।

এছাড়া নতুন কার্তুজ কারখানা চালু হওয়ায় সামগ্রিক কার্তুজ উৎপাদন ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে ওই কারখানার মোট উৎপাদন ক্ষমতা ৬০ মিলিয়নে উন্নীত হয়েছে
। অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেনেড ফ্যাক্টরির বার্ষিক উৎপাদন ক্ষমতা ২ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখে উন্নীত করা হয়েছে। ওই কারখানার সামগ্রিক উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা গ্রেনেড ফিউজ কম্পোনেন্ট উৎপাদনের প্রযুক্তি অর্জনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়া বিদ্যমান টিএনটি ফিলিং প্লান্টটি মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বহুমুখী উৎপাদন উপযোগী হিসেবে গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১০৫ মি.মি. ও ১২২ মি.মি. আর্টিলারি শেল এবং ৬০ মি.মি. ও ৮২ মি.মি. মর্টারের টিএনটি ফিলিং কার্যক্রম সম্পাদন করা সম্ভব। এরই মধ্যে সমরাস্ত্র কারখানা নিজস্ব প্রযুক্তি ও কারিগরি উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে ৬০ মি.মি. মর্টার শেল প্রস্তুত করে ফায়ারিং কার্যক্রম সম্পাদন করেছে। এছাড়াও বর্তমানে গবেষণার মাধ্যমে ৮২ মি.মি. মর্টার শেল বডি তৈরির কার্যক্রম চলছে। হাই ক্যালিবার অ্যামুনিশন শেল বডি (১০৫ মি.মি. থেকে ১৩০ মি.মি. পর্যন্ত আর্টিলারি শেল এবং ৬০ মি.মি. ও ৮২৫ মি.মি. মর্টার) তৈরি করতে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজস্ব প্রযুক্তি ও কারিগরি উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে ৭ দশমিক ৬২ মি.মি. লাইট মেশিনগান এবং ২৬ মি.মি. সিগন্যাল পিস্তলের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে।


http://www.jugantor.com/old/last-page/2015/11/03/1339

----
So without any doubt BOF produced more rifles for last three years than we previously estimated. So we can say as there is less demand now they are producing less rifles now. This can be increased again if needed.

Anyway BOF will start producing 105 mm & 122 mm shells very soon. BA is currently evaluating 105 mm, 122mm, 155mm Artillery systems. Once these inductions are completed there will be a huge demand for these 105 &122 mm shells. So they are going in the right direction with this one.
 
Last edited:
They need to fit that thing with wider track for muddy terrain. Possibly rubber pads fitted in the track as well. It's a good thing the wheels are larger which is much more appropriate for this terrain.

Soviets developed and matured a track design which enabled heavy vehicles to go through marshes or other soft terrain. These were wide tracks supported by large wheels. T-34 is the prime example of this:

main-qimg-b22c93e0ee60d5c1c460287c197e1bef.webp


Of course the Durjoy has a welded turret which makes that tank a lot lighter.

And see that piece of wood? Most important tool for muddy terrain.:tongue:
It’s not a welded turret but spaced armour.
 
know that dude, and i also admit all the points he makes, but like stalin said something along the lines of quantity is a quality on its own.

Yes its why it made the top 5 ranking somewhere in his estimation, basically by its own raw concept/use (in context esp of what USSR could produce and what it needed) rather than 1:1 head on quality (which would rank far far lower). Of course the argument can fully be extended by the final result of the war in absolute way (and then assign no. 1 status to the main weaponry used by the winning side).

USSR engineers designed many things on the T-34 to not really last mileage wise, because they did not expect the average tank to even survive that long (and their assumption/gamble was largely spot on). Compare with the over-design expense of German tanks they were facing....which often were knocked out at glaring ROI cost discrepancy by far cheaper largely non tank means.
 
বাংলাদেশ সেনাবাহিনীর School of Infantry & Tactics এর জন্য নতুন Assault রাইফেল কেনার RFI জারী করেছে।

স্পেসিফিকেশন অনুসারে অস্ত্রগুলো A & B গ্রুপভুক্ত দেশগুলো থেকে কেনা হবে।তবে কোন সংখ্যা (quantity) উল্লেখ করা হয় নি।

লিংক- http://dgdp.gov.bd/dgdp/AP_TEN/notice/411.pdf

-DTB
 
বাংলাদেশ সেনাবাহিনীর School of Infantry & Tactics এর জন্য নতুন Assault রাইফেল কেনার RFI জারী করেছে।

স্পেসিফিকেশন অনুসারে অস্ত্রগুলো A & B গ্রুপভুক্ত দেশগুলো থেকে কেনা হবে।তবে কোন সংখ্যা (quantity) উল্লেখ করা হয় নি।

লিংক- http://dgdp.gov.bd/dgdp/AP_TEN/notice/411.pdf

-DTB
What happened to BD08/14??
 
বাংলাদেশ সেনাবাহিনীর School of Infantry & Tactics এর জন্য নতুন Assault রাইফেল কেনার RFI জারী করেছে।

স্পেসিফিকেশন অনুসারে অস্ত্রগুলো A & B গ্রুপভুক্ত দেশগুলো থেকে কেনা হবে।তবে কোন সংখ্যা (quantity) উল্লেখ করা হয় নি।

লিংক- http://dgdp.gov.bd/dgdp/AP_TEN/notice/411.pdf

-DTB


do they require special rifles or something?
 
for standardization and subsequent procurement for Bangladesh Army.


I think they are replacing bd 08 ....high chances are they are going to move to AKs...since they already know how to make them...so tweaking the production facility a bit they can produce their own...and see how the SFs still prefer the AK over anything else.
do they require special rifles or something?
 
বাংলাদেশ সেনাবাহিনীর School of Infantry & Tactics এর জন্য নতুন Assault রাইফেল কেনার RFI জারী করেছে।

স্পেসিফিকেশন অনুসারে অস্ত্রগুলো A & B গ্রুপভুক্ত দেশগুলো থেকে কেনা হবে।তবে কোন সংখ্যা (quantity) উল্লেখ করা হয় নি।

লিংক- http://dgdp.gov.bd/dgdp/AP_TEN/notice/411.pdf

-DTB

Ongoing small arms standards upgrades (beyond BD-08) are a great sign. We have to search for weapons which are,

a) easy to manufacture and at least assemble
b) that are amenable to the weather and use conditions in Bangladesh as far as reliability.
 
What happened to BD08/14??
Will be produced & in standard issue for the regular infantry.

do they require special rifles or something?
For Special Forces.

for standardization and subsequent procurement for Bangladesh Army.

I think they are replacing bd 08 ....high chances are they are going to move to AKs...since they already know how to make them...so tweaking the production facility a bit they can produce their own...and see how the SFs still prefer the AK over anything else.

This latest RFI is for the Special forces units, I think. Regular infantry will receive new standard issue rifles later.

Agree with AK point. The AK series will be cheaper to produce since not a large amount of retooling will be required.

Ongoing small arms standards upgrades (beyond BD-08) are a great sign. We have to search for weapons which are,

a) easy to manufacture and at least assemble
b) that are amenable to the weather and use conditions in Bangladesh as far as reliability.

The number bought will be quiet significant. So local manufacturing is a strong possibility. (A must if regular infantry are put into the equation). I hope to see AK, CZ Bren, Beretta ARX in the trial.

I was expecting this development for quiet a while. The plan is already so old, they were thinking of it for like 5-7 years now. Though I expected this RFI to be issued in next fiscal, by July-August. But they did it early, which is good.
 
Last edited:
The number bought will be quiet significant. Since BA has raised it's Para Commando unit to brigade level & more Special Operations units are being raised in division & brigade level, they need quiet a large amount of rifles.

So local manufacturing is a possibility. I hope to see AK, CZ Bren, Beretta ARX in the trial.
I was expecting this development for quiet a while. The plan is already so old, they were thinking of it for like 5-7 years now. Though I expected this RFI to be issued in next fiscal, by July-August. But they did it early, which is good.

What are the main rifle types in the subcontinent (as well as Myanmar) and how does our standard rifle compare to theirs?

Appreciate your reply as I am not exactly a gun expert.
 

Latest posts

Back
Top Bottom