Yeah another fart off propaganda like the "72 suspected Bangladeshi nationals arrested from Train"
reported in assam times. Have you no shame,
these 72 people were released later after they were found out to be not "illegal bangladeshis"
Here read this if you know bengali: ‘ভারতের আসামে ৭০ জনেরও বেশি বাংলাদেশী আটক’—এ ধরনের একটি খবর শনিবার আসাম ও বাংলাদেশের কোনো কোনো পত্রিকায় প্রকাশিত হলে এ নিয়ে দুই দেশে তোলপাড় শুরু হয়। এ খবরের রেশ ধরে গতকাল আসামের একটি পত্রিকায় বলা হয়, বাংলাদেশী সন্দেহে আটক ৭২ শ্রমিক ধুবড়ির বাসিন্দা। সেখানকার জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের চাপে পুলিশ ট্রেন থেকে তাদের আটক করে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়, তারা ধুবড়ির বাসিন্দা। বাঁশ-বেতের কাজে নিয়োজিত এসব শ্রমিক ধুবড়ি জেলা থেকে নওগাঁ হয়ে কাজিরাঙা বনে যাচ্ছিলেন।
ধৃত শ্রমিকরা যে বাংলাদেশী নয়, সেটা নিশ্চিত হওয়ার পর পুলিশ তাদের বাসে ধুবড়ি পাঠিয়ে দেয়।
After interrogation the police found out that those 72 are daily laborers and are from Dhubri district of Assam. If i am not wrong Dhubri is a part of India or do indians on PDF thinks its part
of BD.