What's new

10th national election, bangladesh (update)

Don't know the right section to post it...so i'm gonna do it here:
@Skies @idune @kobiraaz @BDforever Age dekhe na thakle ekhon dekhen ebong doa kore motamot janan...eta ki sotti??
LOL that is called image editing-color correction. nothing has been added from outside, only color+contrast enhancement has been done. how do i know ? because i am also good in image editing. I do not need any software to find out the edit part, i can simply tell you by checking the image, same for video :D
 
.
LOL that is called image editing-color correction. nothing has been added from outside, only color+contrast enhancement has been done. how do i know ? because i am also good in image editing. I do not need any software to find out the edit part, i can simply tell you by checking the image, same for video :D
1098024_239009299613068_259470107_n.jpg


Jhamela ase mone hocche.....this was shared by a hindu friend of mine with this message:

এর আগেও সচলায়তন ব্লগে একটা ভিডিও দেখেছিলাম। যে কিভাবে প্রথম আলো কিভাবে সাধারণ মহিলা দের মাথায় সিঁদুর আর কপালে লাল টিপ বসিয়ে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। তখন এতটা বিশ্বাস করিনি। কারন তিনি যে সফটওয়্যার এর মাধ্যমে ওটা প্রমাণ করলেন তার ব্যাপারে আমি বিস্তারিত জানি না ।

কিন্তু, এখন আনন্দবাজার পত্রিকা কি তাহলে এই মহিলার সিঁদুর আর লাল টিপ মুছে ফেলেছে?
XYZ ভাইয়ের পোস্ট থেকে এই ছবিটা নেয়া।

ঠিক আছে যে, তিনি হিন্দু কিন্তু তাই বলে জোর করে সিঁদুর লাগান এত দরকার হইল কেন ?
 
.
1098024_239009299613068_259470107_n.jpg


Jhamela ase mone hocche.....this was shared by a hindu friend of mine with this message:

এর আগেও সচলায়তন ব্লগে একটা ভিডিও দেখেছিলাম। যে কিভাবে প্রথম আলো কিভাবে সাধারণ মহিলা দের মাথায় সিঁদুর আর কপালে লাল টিপ বসিয়ে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। তখন এতটা বিশ্বাস করিনি। কারন তিনি যে সফটওয়্যার এর মাধ্যমে ওটা প্রমাণ করলেন তার ব্যাপারে আমি বিস্তারিত জানি না ।

কিন্তু, এখন আনন্দবাজার পত্রিকা কি তাহলে এই মহিলার সিঁদুর আর লাল টিপ মুছে ফেলেছে?
XYZ ভাইয়ের পোস্ট থেকে এই ছবিটা নেয়া।

ঠিক আছে যে, তিনি হিন্দু কিন্তু তাই বলে জোর করে সিঁদুর লাগান এত দরকার হইল কেন ?
your friend is right, because if you check two pictures, the prothom alo one is more cropped (i mean cut) than the ananda bazar one, which means ananda bazar has the actual picture because you can not bring more body figure from a given picture, you can only crop it more. prothom alo asshole :mad:
 
Last edited:
.
1098024_239009299613068_259470107_n.jpg


Jhamela ase mone hocche.....this was shared by a hindu friend of mine with this message:

এর আগেও সচলায়তন ব্লগে একটা ভিডিও দেখেছিলাম। যে কিভাবে প্রথম আলো কিভাবে সাধারণ মহিলা দের মাথায় সিঁদুর আর কপালে লাল টিপ বসিয়ে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। তখন এতটা বিশ্বাস করিনি। কারন তিনি যে সফটওয়্যার এর মাধ্যমে ওটা প্রমাণ করলেন তার ব্যাপারে আমি বিস্তারিত জানি না ।

কিন্তু, এখন আনন্দবাজার পত্রিকা কি তাহলে এই মহিলার সিঁদুর আর লাল টিপ মুছে ফেলেছে?
XYZ ভাইয়ের পোস্ট থেকে এই ছবিটা নেয়া।

ঠিক আছে যে, তিনি হিন্দু কিন্তু তাই বলে জোর করে সিঁদুর লাগান এত দরকার হইল কেন ?

prothom aloo chinta korse je ekjon hindu mohilar mathai sindoor chara chobi post kora osommanjonok dhormer birudhdhe jemon muslim mohilar hijab r ki. koto matha khataise r lokjon hudai chate khali :mad: !
 
.
prothom alo asshole :mad:
Actually whole shushil, secular and indian leaning types are.

LOL that is called image editing-color correction. nothing has been added from outside, :D

Really, nothing added? You were giving authoritative answer but prothom alo left you high and dry with your pants down.

Don't know the right section to post it...so i'm gonna do it here:
@Skies @idune @kobiraaz @BDforever Age dekhe na thakle ekhon dekhen ebong doa kore motamot janan...eta ki sotti??

I have seen this as well. This is not the the first time prothon alo did this. These type of act goes to show how prothom alo group are engaged in bigger conspiracy with Awami and indians.
 
Last edited:
.
Don't know the right section to post it...so i'm gonna do it here:
@Skies @idune @kobiraaz @BDforever Age dekhe na thakle ekhon dekhen ebong doa kore motamot janan...eta ki sotti??


I always think that Prothom alo has a harmful agenda [ I would specifically say that it does not like to see Islam and Islamic value in BD's society] but it is not easy to understand for all as it has made a high value brand using Chetona and some welfare works.
 
.
@Anubis What is the situation like now, what had been the aftermath of the elections?
 
.
@Anubis What is the situation like now, what had been the aftermath of the elections?
Khaleda Zia was under house arrest......Hindus have been targeted.....apparently this has expanded into an international political problem among US,India and China!Expecting US sanction if no solution is reached!
 
.
Farhad Mazar trashes Mahfuz Anam, editor of Daily Star for supporting anti-democratic actions of the current illegitimate govt. all along and then just before election taking a stand against holding this election (may be they got cold feet considering the dire future consequences for themselves?)

অবৈধ ব্যবস্থায় অবৈধ নির্বাচন |

অবৈধ ব্যবস্থায় অবৈধ নির্বাচন
Illegal election in an illegal system


ফরহাদ মজহার: প্রথম আলোয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের লেখা ‘প্লিজ নির্বাচন করবেন না’ (৩ জানুয়ারি ২০১৩) আমার জন্য ছিল সবচেয়ে বিব্রতকর ও লজ্জাজনক পাঠ। তিনি চান না ৫ই জানুয়ারি নির্বাচন হোক। নির্বাচন না হলে, তাঁর আশা, সংবিধানের মধ্যে একটা সমাধানের পথ বের করা যাবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতাও নাকি করা সম্ভব। যদিও সংবিধানের মধ্যে সমাধানের যে-পরামর্শের ইঙ্গিত তিনি দিচ্ছেন তা একদমই অনিশ্চিত প্রস্তাব; তাঁর দাবি নির্বাচন স্থগিত রেখে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করবার ‘আইনগত ভিত্তি’ নাকি ‘খুঁজে পাওয়া যেতে পারে’।

আদৌ কোন আইনগত ভিত্তি আছে কিনা সে সম্পর্কে তিনি নিজেও নিশ্চিত নন, থাকলে নিজেই তিনি সুনির্দিষ্ট ভাবে বলতেন।

দ্বিতীয়ত তিনি সংবিধান বা আইনের সঙ্গে রাজনীতির সম্পর্ক সম্বন্ধেও সজ্ঞান নন। যেমন, রাজনৈতিক সমঝোতা আগে নাকি সংবিধানের মধ্যে সমাধান চিহ্নিত বা নির্ণয় করা আগে? সাংবিধানিক সমস্যা সমাধান করেই কি তারপর রাজনৈতিক ‘সমঝোতা’? সমঝোতার চেষ্টা কি আগে নাকি সংবিধান সংশোধনের পরে ? চালাতে হবে? কোনটা? তাছাড়া ৫ জানুয়ারির নির্বাচন স্থগিত করা হলে রাজনৈতিক সমঝোতা হবে এই প্রত্যাশার গ্যারান্টি কি? যদি রাজনৈতিক ‘সমঝোতা’ হয়েই যায় তাহলে সংবিধান তো কোন সমস্যাই নয়। প্রশ্নটা আসলে রাজনৈতিক, কিন্তু মাহফুজ আনাম এবং সুশীল সমাজ এখনও খামাখা সাংবিধানিক কূটকচাল দিয়ে রাজনৈতিক সমস্যাকে ধোঁয়াশা করছেন। এতদিন তারা খেয়ে না খেয়ে বিরোধী দলীয় জোটের আন্দোলন-সংগ্রামের বিরোধিতা করেছেন নির্বিচারে। বিরোধী দলগুলোর ‘সহিংসতা ও তাণ্ডব’-কেই বর্তমান সন্ত্রাসসংকুল রাজনীতির একমাত্র কারণ গণ্য করে আন্তর্জাতিক প্রচারণায় ব্যস্ত থেকেছেন, একই মাত্রায় দূরে থাকুক এমনকি একবারও ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় ভাবে দাঁড়ান নি। বরং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে রক্ষা করাই তাঁরা কর্তব্য গণ্য করেছেন। আইন শৃংখলা বাহিনী সরাসরি বিক্ষোভকারীদের বুক লক্ষ্য করে ঠাণ্ডা মাথায় হত্যার জন্য গুলি চালিয়েছে, বিক্ষোভকারীরা তাঁর অপছন্দের রাজনীতি করে বলে তাদের ওপর নির্বিচারে গুলি চললেও নীরব থেকেছেন। ক্রমাগত নাগরিক ও মানবাধিকার লংঘনকে প্রশ্রয় দিয়েছেন।

মাহফুজ আনাম সমাজের বিশাল একটি অংশের রাজনীতি, মতাদর্শ এমনকি তাদের রাজনৈতিক কৌশলের তিনি নিন্দা করবেন এতে কোন অসুবিধা নাই। উদার নিয়মতান্ত্রিক রাজনীতি বাংলাদেশের জন্য এখনও উপকারী। এ কথা আমি বারবারই বলি। কিন্তু সে রাজনীতি মাহফুজ আনাম ও সুশীল সমাজ করে নি এবং করে না। আমরা এখনও বহু আদর্শিক ও রাষ্ট্র গঠন সংক্রান্ত তর্ক কার্যকর ভাবে সমাজে করতে পারি নি। যার ফলে আলাপ আলোচনা, সমঝোতা বা গণতান্ত্রিক আচার আচরণ চর্চার উপযুক্ত পরিবেশও গড়ে তুলতে পারি নি। কিন্তু উদার নিয়মতান্ত্রিক রাজনীতির পক্ষে না দাঁড়িয়ে মাহফুজ আনাম ও সুশীল সমাজ তথাকথিত সেকুলারিজমের নামে দাঁড়িয়েছেন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার পক্ষে। গণতন্ত্রের পক্ষে নয়। এমনকি সাধারণ ভাবে ইসলামের প্রতি তাদের অসহনশীলতার পেছনে রয়েছে বিদ্বেষক্লিষ্ট অনুমান, দৃষ্টিভঙ্গী ও আচরন যা মূলত বর্ণবাদী ও সাম্প্রদায়িক। ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের মানসিক ও সাংস্কৃতিক বিকার হিসাবে এ সম্পর্কে বিস্তর লেখালিখি হয়েছে ও হচ্ছে। প্রাচ্যবিদ্যার সমালোচক এডওয়ার্ড সাইদ একে এককথায় একে ‘ওরিয়েন্টালিজম’ হিসাবে চিহ্নিত করে এর বিষাক্ত দিক অনেক বিশদ করেছেন।

বিএনপির অপরাধ তারা জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ছে না। হোক সে সমালোচনা, যদিও পার্লামেন্টারী রাজনীতিতে জোট বাঁধা আদর্শগত কারণে নয় কৌশলগত কারণে হতেই পারে। এক সময় শেখ হাসিনা করেছেন, এখন বিএনপি করছে। তাছাড়া যে দেশে সংখ্যাগরিষ্ঠ জনগণ ইসলাম ধর্মাবলম্বী, সেখানে নিশ্চয়ই সকলে আব্রাহাম লিংকন কিম্বা কার্ল মার্কসের রাজনীতি করবেন না। বড় একটা অংশ ইসলামপন্থী রাজনীতিও করবে। কিন্তু সমাজের একটি বিশাল ও বৃহৎ অংশকে শুধু তাদের বিশ্বাস ও রাজনৈতিক মতাদর্শের জন্য ক্রমাগত পরিণত করা হয়েছে দানবে। হতে পারে তাদের বিশ্বাস ও রাজনীতি ভুল। তাদের রাজনৈতিক ভাবে বিরোধিতা করবার অধিকার মাহফুজ আনান্ম এবং সুশীল সমাজের অবশ্যই আছে। কিন্তু সেটা করতে হবে তাদের গণতান্ত্রিক অধিকার মেনে নিয়ে। তাদের সমাজ ও রাজনীতির অন্তর্গত গণ্য করে – বাইরে রেখে নয়। উদার রাজনীতি ইনক্লুসিভ নীতি চর্চা করে, এক্সক্লুশান বা বাদ দেবার রাজনীতি নয়। এই বাদ দেওয়া বা নির্মুলের রাজনীতি বাংলাদেশে ভয়াবহ রাজনৈতিক বিপদ তৈরী করেছে। মাহফুজ আনাম এবং তার পত্রিকা এ ব্যাপারে একদমই বেহুঁশ। এদেশের প্রতিটি মানুষেরই – সে যতোই অপছন্দের হোক –তাদের নাগরিক ও মানবিক অধিকার আছে। সমাজের বিশাল একটি অংশের মানবিক ও নাগরিক অধিকার যারা স্বীকার করে না, পরাশক্তি ও কর্পোরেট স্বার্থের সঙ্গে হাত মিলিয়ে এবং সন্ত্রাসের সঙ্গে অনন্ত যুদ্ধের স্থানীয় বরকন্দাজ হয়ে তাদের যারা ‘নির্মূল’ করতে চায় –– বিনিয়োগ ও মুনাফার স্থিতিশীল পরিবেশ তৈরী করবার জন্য — আর যাই হোক তারা গণতন্ত্রের মিত্র নয়, গণতন্ত্রের দুষমণ। এরা পাশ্চাত্যপন্থী হলেও পাশ্চাত্যের উদার রাজনীতির আদর্শও ধারণ করে না। জ্ঞানে বা অজ্ঞানে মাহফুজ আনাম এবং তাঁর পত্রিকা এই অনুদার, অসহনশীল ও গণবিরোধী রাজনীতিই করেছেন।

কারো বিশ্বাসের ধরণ বা রাজনীতি মন্দ হতে পারে, কিন্তু তাদের যখন নাগরিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত করবার জন্য ক্রমাগত ‘বর্বর ও দানব’ হিসাবে হাজির করা হয় আর রাষ্ট্র তাদের নির্বিচারে গুলি করে মারে, তখন সমাজে ও রাজনীতিতে যে পরিস্থিতি তৈরী হয় তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আমরা সেই পর্যায়ে এসে পড়েছি। অনেকে বলছেন গৃহযুদ্ধ আসন্ন। কিন্তু গৃহযুদ্ধের বাকি কী আছে?

শেখ হাসিনার প্রপাগাণ্ডায় গলা ফুলিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক সংকটের জন্য এক তরফা বিরোধী দল ও ইসলামপন্থী দলগুলোকে দায়ী করা ভুল রাজনীতি। কেউই ধোয়া তুলসি পাতা নয়, অবশ্যই সমালোচনা হবে, এবং সে সমালোচনা কঠোর ও তীব্র হতেও কোনই বাধা নাই। কিন্তু তর্কের জায়গা হচ্ছে এ কাজ করতে গিয়ে একনায়কতন্ত্র ও চরম ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার পক্ষে যেন আমরা না দাঁড়াই। ইসলাম ও মুসলমানবিদ্বষের অসুখে যেন না ভুগি, যা আসলে বর্ণবাদ কিম্বা বিকৃত মানসিক ব্যারাম ছাড়া কিছুই নয়। বাংলাদেশে সুশীল রাজনীতি কিন্তু এই কুকর্মই করে। এখন যখন বোঝা যাচ্ছে শেখ হাসিনা ৫ জানুয়ারি নির্বাচন করবেন, এবং সেটা হয়ে যাবার সম্ভাবনা খুবই রয়েছে তখন সুশীল সমাজের ঘুম ভেঙেছে। শেখ হাসিনার কথার থাপ্পড় খেয়ে সুশীল সমাজ টের পাচ্ছে নির্বাচন হয়ে গেলে ভবিষ্যৎ সুশীলদের জন্যও অন্ধকার – আর ঠিক তখনই মাহফুজ আনাম নির্বাচন পেছাবার কথা বলছেন। খুব কি দেরী হয়ে যায় নি? আমরা কি ভয়াবহ রক্তপাত ও দক্ষিণ এশিয়ায় অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার বৃত্তে প্রবেশ করছি না? এখন শেখ হাসিনার হাতে পায়ে ধরে কি কোন কাজ হবে? তাছাড়া যদি ধরতেই হয় তো ধরা উচিত দিল্লীর। মনোমোহন সিং কি? না, তাও না। দিল্লীর পররাষ্ট্র নীতি স্থির করে সাউথ ব্লক – তাদের পররাষ্ট্র বিভাগ। হয়তো সুজাতা সিং কিছু কাজে আসতে পারে। মাহফুজ ভারতের পররাষ্ট্র সচিব সুজাতার কাছে তাঁর নালিশ জানালেও জানাতে পারেন।

এটা অনুমান করা যায় মাহফুজ আনামের প্রস্তাব বাংলাদেশের কূটনৈতিক মহলেরই প্রস্তাব। বিশেষ ভাবে মার্কিন ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকেই এই পরামর্শ শোনা যাচ্ছিল। এই প্রস্তাবে সংবিধানের মধ্যে বর্তমান সংকট সমাধান অন্বেষন এখন বেহুদা বা ফালতু তর্ক। সংবিধান মানে এখন পঞ্চদশ সংশোধনী সম্বলিত বিদ্যমান সংবিধান। এই সংবিধানের মধ্যে সমাধান অন্বেষণে বৃথা সময় ক্ষেপন ছাড়া কিছু না।
 
.

your friend is right, because if you check two pictures, the prothom alo one is more cropped (i mean cut) than the ananda bazar one, which means ananda bazar has the actual picture because you can not bring more body figure from a given picture, you can only crop it more. prothom alo asshole

Can you give me a link to the original Anandabazar article? I have seen the original Prothom Alo pic. The pic that has been circulated as from Anandabazar could very well be a jamati PS.

Edit: OK I did a google image search which didn't return any Anandabazar link but I got one from the times uk. Guess what? It is exactly the same as Prothom Alo. As I was expecting jamati propaganda confirmed!! :lol: Shameless liars. Photograph from the times website--

65cc1cce-77d1-11e3-_501935c.jpg


US cries foul over Bangladesh’s bloody election | The Times
 
Last edited:
.
Can you give me a link to the original Anandabazar article? I have seen the original Prothom Alo pic. The pic that has been circulated as from Anandabazar could very well be a jamati PS.

Edit: OK I did a google image search which didn't return any Anandabazar link but I got one from the times uk. Guess what? It is exactly the same as Prothom Alo. As I was expecting jamati propaganda confirmed!! :lol: Shameless liars. Photograph from the times website--

65cc1cce-77d1-11e3-_501935c.jpg


US cries foul over Bangladesh’s bloody election | The Times

Here is Anandabazar article.
1496708_10152521890387564_104600020_n.jpg


This indian character jaunty exposed again with his inane rant, lie and flame bate. Loki could you pls ban this irritant.
 
.
.
LIAR LIAR pants on fire. Here is the link to the original article. Open you eyes and check the photograph. Right from their website. Just as I was expecting another fake story.

9bdesh1.jpg


আনন্দবাজার পত্রিকা - বিদেশ

That was the screen shot of what Anandabazar published first. Once they - anadabazar and prothom Alo nexus caught red handed with lie, anandabazar went back and changed the picture and format. Original screenshot of Anandabazar proves that they have changed. Now, jaunty repeating that same lie of prothom Alo and anandabazar in circular motion.
 
.
That was the screen shot of what Anandabazar published first. Once they - anadabazar and prothom Alo nexus caught red handed with lie, anandabazar went back and changed the picture and format. Original screenshot of Anandabazar proves that they have changed. Now, jaunty repeating that same lie of prothom Alo and anandabazar in circular motion.

Have some shame man. I have shown the same image from the times uk too. Are they also part of the nexus? The more you talk the more moronic you get. Just accept it and move on.
 
.
Propthom Baler alo caught again redhanded. They r yet to revoke the allegation. But as expected some dude from NE india is trying to defend this filthy fart for a newspaper whose reputation for cooking lies and filth is unparalled by any standard.
 
Last edited by a moderator:
.

Latest posts

Country Latest Posts

Back
Top Bottom